Friday, October 9, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৯৫

 


আবগারি কনস্টেবল Mains GK

পর্ব-৯৪

৩১) বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি?

ক) জয়ন্তী

খ) রশ্মি✓

গ) সাক্ষী

ঘ) সুফিয়া

আবগারি কনস্টেবল Mains GK

পর্ব-৯৫

১) কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?         

ক) রাজস্থান         

খ) বোম্বাই   ✓      

গ) মধ্যপ্রদেশ         

ঘ) পাঞ্জাব

২) কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?

ক) মহীশূর✓        

খ) মণিপুর        

গ) ব্যাঙ্গালোর          

ঘ) ম্যাঙ্গালোর

৩) ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?

ক) বাংলাদেশ       

খ) ভুটান   ✓    

গ) শ্রীলঙ্কা       

ঘ) নেপাল

৪) রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

ক) উত্তরপ্রদেশ         

খ) হিমাচলপ্রদেশ  ✓      

গ) আসাম        

ঘ) সিকিম

৫) অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হলো কোথায় ?

ক) গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা        

খ) সতোপন্থ হিমবাহ ✓      

গ) অমরকন্টক        

ঘ) আনাসাগর হ্রদ

৬) হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?

ক) রাঁচিতে✓         

খ) মধ্যপ্রদেশে         

গ) গুজরাটে         

ঘ) কেরালায়

৭) কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল ?

ক) পাললিক মৃত্তিকা অঞ্চল       

খ) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল✓       

গ) উপকূলীয় মৃত্তিকা অঞ্চল     

ঘ) ব-দ্বীপ অঞ্চলের মৃত্তিকা

৮) ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?

ক) তামিলনাড়ু নিয়েভেলী ✓       

খ) কাশ্মীরের কালাকোট        

গ) আসামের নাজিয়া        

ঘ) অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেলী

৯) অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয় ?

ক) ১৯৪৭ সালে        

খ) ১৯৫৭ সালে        

গ) ১৯৪৫ সালে        

ঘ) ১৯৫৫ সালে✓

১০) রেজিস্থান মরুভূমি কোন দেশের অন্তর্গত ?

ক) ভারত        

খ) পাকিস্থান         

গ) আফগানিস্থান   ✓     

ঘ) কোনটিই নয়

১১) ভারতসভার প্রাণপুরুষ ছিলেন—

ক) রাধাকান্ত দেব     

খ)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ✓    

গ) শিবনাথ শাস্ত্রী 

ঘ)উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

১২) হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন—

ক) নবগােপাল মিত্র✓   

খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়    

গ) রামতনু লাহিড়ী 

ঘ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

১৩) জমিদারি সভা প্রতিষ্ঠা করেন—

ক) প্রসন্ন কুমার ঠাকুর      

খ) প্যারীমােহন বসু 

গ) দ্বারকানাথ ঠাকুর✓     

ঘ) রাধাকান্ত দেব

১৪) ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন—

 ক) শাহ ওয়ালিউল্লাহ    

 খ) হাজি শরিয়উল্লাহ✓ 

 গ) আবদুল ওয়াহাব       

 ঘ)দেবী চৌধুরানী

১৫) মুচিরাম গুড় ছদ্মনাম টি কার ?

ক) ভবানী সেনগুপ্ত

খ) বৈদ‍্যনাথ ভট্টাচার্য

গ) দীপ্তেন্দ্র স‍্যানাল

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✓

১৬) খড়গপুরে IIT প্রতিষ্ঠা হয় কবে ?

ক) ১৯৪৭ সালে 

খ)১৯৪৮ সালে 

গ) ১৯৫০ সালে 

ঘ)১৯৫১ সালে  ✓

১৭) "চাচনামা "গ্রন্থ থেকে কোন সময় সম্বন্ধে জানা যায়?

ক) সুলতানি যুগ✓

খ) গুপ্ত যুগ

গ) মুঘল যুগ

ঘ) মৌর্য যুগ

১৮) কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন?

ক) ইলতুৎমিস

খ) মুহাম্মদ বিন তুঘলক

গ) আলাউদ্দিন খলজী✓

ঘ) সিকান্দার লোদী

১৯) পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) নানা ফড়নবিশ

খ) রঘুনাথ রাও

গ) বালাজি বিশ্বনাথ✓

ঘ) বালাজি বাজিরাও

২০) কোন পল্লব শাসক রাজসিংহ নামে পরিচিত?

ক) প্রথম মহেন্দ্র বর্মন

খ) দ্বিতীয় নরসিংহ বর্মন✓

গ) পরমেশ্বর বর্মন

ঘ) নন্দী বর্মন

২১) হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন - 

ক) রাজ্যপাল

খ) প্রধানমন্ত্রী

গ) মুখ্যমন্ত্রী

ঘ) রাষ্ট্রপতি ✓ 

২২) ইতিহাস মালা গ্ৰন্থটি কে লিখেছেন ?

ক) উইলিয়াম জোন্স

খ) কেরি সাহেব  ✓

গ) জীবন মুখোপাধ্যায়

ঘ) মানস পাল

২৩) কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দু'পাশে ফাটল দেখা যায়?

ক) নিয়াসিন

খ) পাইরিডক্সিন

গ) কোবালামিন

ঘ) রিবোফ্লেভিন✓

২৪) শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য কোনটি?

ক) চাল, গুড়, গম✓

খ) চাল, মাংস ,ডিম

গ) দুধ, মাংস, ডিম

ঘ) মাংস, ডিম ,আলু

২৫) সুষম খাদ্য তালিকায় কোনটি পরিমাণ সবচেয়ে বেশি?

ক) প্রোটিন

খ) কার্বোহাইড্রেট✓

গ) লিপিড

ঘ) মিনারেলস

২৬) দেহ ও মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয়-

ক) চলাফেরায়

খ) ঘুমে✓

গ) দুশ্চিন্তায়

ঘ) গল্পে

২৭) কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে?

ক) ছত্রাক

খ) টক্সিন✓

গ) শৈবাল

ঘ) মোল্ড

২৮) মিষ্টিকুমড়ায় কোনটি পাওয়া যায়?

ক) ভিটামিন ডি

খ) ভিটামিন বি কমপ্লেক্স

গ) ভিটামিন এ✓

ঘ) ভিটামিন সি

২৯) কোনটি প্রাণী দেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে?

ক) সেলুলোজ

খ) স্টার্চ

গ) গ্লাইকোজেন✓

ঘ) লিপিড

৩০) 55th জ্ঞানপীঠ পুরস্কারে কে ভূষিত হলেন?

ক) অরুন্ধতী রায়

খ) অমিতাভ ঘোষ

গ) আক্কিথাম আচুথান নাম্বুথিরি✓

ঘ) শঙ্খ ঘোষ

৩১) সম্প্রতি DRDO কোথা থেকে সুপারসনিক ব্রহ্মন্স ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এর সকল পরীক্ষা করলো?

ক) চাঁদিপুর

খ) লে

গ) মুম্বাই

ঘ) বালাসোর✓










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...