Saturday, October 10, 2020

Bengali Current Affairs 11th October, 2020

 


Bengali Current Affairs 11th October, 2020

1. ‘World Post Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৯ই অক্টোবর✓

ⓑ ১৫ই সেপ্টেম্বর

ⓒ ৯ই নভেম্বর

ⓓ ১৯শে মার্চ

৯ অক্টোবরের দিনটি সারা বিশ্ব জুড়েই পালিত হয় বিশ্ব ডাক দিবস (ওয়র্ল্ড পোস্ট ডে) হিসেবে।

 ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। 

 ১৯৬৯ সালে ৯ অক্টোবর দিনটিকে 'ডাক ইউনিয়ন দিবস' হিসেবে পালনের প্রস্তাব ওঠে। অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।

 পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ১৯তম অধিবেশনে নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়। এর পর থেকে প্রতি বছর দিনটি ‘বিশ্ব ডাক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

 ২০২০ সালের থিম ছিল- ‘ We Have Always Delivered’


2.সম্প্রতি Sabah Al Khalid Al Sabah কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ সৌদি আরব

ⓑ কুয়েত✓

ⓒ জর্ডান

ⓓ ইরান

 রাজধানী- কুয়েত সিটি

 মুদ্রার নাম- কুয়েতি দিনার


3. J. Venkatramu কোন ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন?

ⓐ Airtel Payments Bank

ⓑ State Bank of India

ⓒ India Post Payments Bank✓

ⓓ PayTm Payments Bank

 এনার আগে এই পদে ছিলেন- সুরেশ সেঠি

 হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর


4. কোন ই কমার্স কোম্পানি ট্রেনের রিজার্ভেশন টিকিট বুকিং এর জন্য Indian Railway catering and Tourism corporation (IRCTC) সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ Amazon✓

ⓑ Flipkart

ⓒ Snapdeal

ⓓ eBay

 Founded: July 5, 1994; 26 years ago

 Founder : Jeff Bezos

 Headquarters : Seattle, Washington, U.S.   

 IRCTC-এর হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৯৯ সালের ২৭শে সেপ্টেম্বর


5. সম্প্রতি প্রয়াত অশ্বনী কুমার কোন কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

ⓐ আসাম ও মেঘালয়

ⓑ মনিপুর ও নাগাল্যান্ড✓

ⓒ হরিয়ানা ও গুজরাট

ⓓ উড়িষ্যা ও মেঘালয়

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৯ বছর

 এছাড়াও তিনি Central Bureau of Investigation(CBI)-এর প্রাক্তন ডিরেক্টর ছিলেন।

 CBI-এর হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৬৩

 বর্তমান ডিরেক্টর- ঋষি কুমার শুক্লা


6.উত্তরপ্রদেশের কোথায় রাজ্যের সবথেকে বড় অক্সিজেন প্রোডাকশন প্ল্যান্ট-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ?

ⓐ লক্ষ্ণৌ

ⓑ গাজিয়াবাদ✓

ⓒ এলাহাবাদ

ⓓ গোরখপুর

 গাজিয়াবাদের মোদীনগরে এটির উদ্বোধন করা হলো।

 এখান থেকে রাজ্যের ২০০টি সরকারী ও বেসরকারী হসপিটালে অক্সিজেন সরবরাহ করা হবে।


7.2020 সালে শান্তিতে কাকে নোবেল পুরস্কার দেওয়া হবে?

ⓐ World Food Program✓

ⓑ গ্রেটা থুনবার্গ

ⓒ জ্যাকিন্ডা আর্ডেন

ⓓ WHO

 ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার (2020 Nobel Peace Prize) তুলে দেওয়া হল বিশ্ব খাদ্য কর্মসূচীর (World Food Programme) হাতে। শুক্রবার এই ঘোষণা করে নোবেল প্রাইজ কমিটি (Nobel Prize Committee)। 

 সম্মানের পাশাপাশি এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারও। নগদ ১০ মিলিয়ন ক্রোনা বা ১.১ মিলিয়ন মার্কিন ডলার তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে। এছাড়াও রয়েছে স্বর্ণ পদক।

 আগামী ১০ ডিসেম্বর ওসলোয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সব তুলে দেওয়া হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাতে। 

 2019 সালে  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

8.করোনা সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি করতে টুইটারে ‘জান আন্দোলন’ ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

ⓐ রামনাথ কোবিন্দ

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ ড. হর্ষ বর্ধন

ⓓ স্মৃতি ইরানী


9.কৃষিজাত পণ্য বিক্রির সুবিধার্থে ‘কিষান রথ’ মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ ত্রিপুরা

ⓑ আসাম✓

ⓒ উড়িষ্যা

ⓓ পশ্চিমবঙ্গ

 রাজধানী- দিসপুর

 মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

রাজ্যপাল- জগদীশ মুখী


10.Hudle কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ শচীন তেন্ডুলকর

ⓑ অজিঙ্কা রাহানে✓

ⓒ রোহিত শর্মা

ⓓ যুবরাজ সি








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...