Sunday, October 11, 2020

Bengali Current Affairs 12th October, 2020

 


Bengali Current Affairs 12th October, 2020

1. কোন দেশ শুধুমাত্র WHO স্বীকৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ চীন

ⓑ বাংলাদেশ✓

ⓒ পাকিস্তান

ⓓ ভারত

বাংলাদেশের রাজধানী- ঢাকা

 বাংলাদেশের প্রধানমন্ত্রী - শেখ হাসিনা

 বাংলাদেশের রাষ্ট্রপতি- আব্দুল হামিদ


2.‘World Mental Health Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৯ই সেপ্টেম্বর

ⓑ ১০ই অক্টোবর✓

ⓒ ৩রা মার্চ

ⓓ ১২ই ডিসেম্বর

World Mental Health Day (বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস) ১০ অক্টোবর হল পৃথিবীর সকলের মানসিক স্বাস্থ্য শিক্ষা, সচেতনতার দিন।

 এটি ১৯৯২ সালে প্রথমবার পালন করা হয়েছিল।

 কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয় ।

 মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মানসিক ভারসাম্যহীন রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

 ২০২০ সালের থিম- 'Mental Health for All: Greater Investment – Greater Access'


3. Bishr al-Khasawneh (বিশর আল-খাসাওনেহ)  কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ আরব

ⓑ কুয়েত

ⓒ জর্ডান✓

ⓓ লেবানন

 এনার আগে এই পদে ছিলেন- Omar al Razzaz(ওমর আল রাজ্জাজ)

 রাজধানী- Amman

মুদ্রার নাম- জর্ডানিয়ান দিনার


4. Association of Mutual Funds in India (AMFI)-এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে? 

ⓐ জয় শাহ

ⓑ নীলেশ শাহ✓

ⓒ গৌরব চৌধুরী

ⓓ সুধীর চৌধুরী


5.সম্প্রতি প্রয়াত রাম বিলাস পাসওয়ান,কোন মন্ত্রকের মন্ত্রী ছিলেন?

ⓐ শিশু ও নারী কল্যাণ

ⓑ গ্রাহক বিষয়ক✓

ⓒ তথ্য সম্প্রচার

ⓓ স্বাস্থ্য বিষয়ক

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৪ বছর


6. J&K Bank-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে রাজেশ কুমার চিব্বারের কার্যকালের মেয়াদ কত বৃদ্ধি করা হলো?

ⓐ ১ বছর

ⓑ ৬ মাস✓

ⓒ ২ বছর

ⓓ ৩ মাস

 হেডকোয়াটার- শ্রীনগর

 প্রতিষ্ঠা সাল- ১৯৩৮ সালের ১লা অক্টোবর


7. উচ্চমূল্যের সবজির জন্য ‘Centre of Excellence’ প্রতিষ্ঠা করতে ইজরায়েলের সঙ্গে পাটনারশীপ গড়লো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ মেঘালয়✓

ⓒ কেরালা

ⓓ পাঞ্জাব

 মেঘালয়ের রাজধানী - শিলং

 মেঘালয়ের মুখ্যমন্ত্রী -কনরাদ সংমা

 মেঘালয় রাজ্যপাল -সত্যপাল মালিক

 ইজরায়েলের রাজধানী- জেরুজালেম

 মুদ্রার নাম- ইজরায়েলি শেকেল

 বর্তমান প্রধানমন্ত্রী- Benjamin Netanyahu


8. ‘Kasturi Cotton’-নামে প্রথমবার ইন্ডিয়ান কটনের নাম ও লোগো লঞ্চ করলেন কে?

ⓐ স্মৃতি ইরানী✓

ⓑ হার্সিমাত কৌর

ⓒ নরেন্দ্র মোদী

ⓓ জগদীশ কুমার

9. ‘Ubon’ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন Rana Daggubati (রানা দাগগুবাতি), তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

ⓐ সঙ্গীত

ⓑ অভিনয়✓

ⓒ নৃত্য

ⓓ সাংবাদিকতা

 তিনি তেলেগু ভাষার প্রখ্যাত একজন অভিনেতা।

10. প্রথম লেখিকা হিসাবে ‘BBC National Short Story Award’ দুইবার জিতলেন Sarah Hall(সারাহ হল), তিনি কোন দেশের বাসিন্দা?

ⓐ আমেরিকা

ⓑ ফ্রান্স

ⓒ ইংল্যান্ড✓

ⓓ জাপান

 এই বার 'The Grotesques' শিরোনামে গল্পের জন্য এই পুরস্কার পেলেন।

 প্রথমবার ২০১৩ সালে 'Mrs Fox' গল্পের জন্য এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।


11. কোন কেন্দ্রীয় মন্ত্রী Ministry of consumer Affairs Food and public distribution এই মন্ত্রকের মন্ত্রী পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন?

ⓐ ধর্মেন্দ্র প্রধান

ⓑ স্মৃতি ইরানি

ⓒ পীযূষ গোয়েল✓

ⓓ মুক্তার আব্বাস নাকভি

Ministry of consumer Affairs Food and public distribution এই মন্ত্রকের মন্ত্রী পদে নিযুক্ত ছিলেন রামবিলাস পাসোয়ান।

তিনি মারা যাওয়ার পর এই মন্ত্রকের মন্ত্রী পদে নিযুক্ত হলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...