Sunday, October 11, 2020

বন সহায়ক ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন পর্ব -১

 

বন সহায়ক ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন 

পর্ব -১

১) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?

ক) 18 মার্চ

খ) 21 মার্চ✓

গ) 25 এপ্রিল

ঘ) 24 ফেব্রুয়ারি


২) ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে?

ক) 1972 সালে

খ)  1974 সালে

গ)  1980 সালে✓

ঘ)  1985 সালে


৩) পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমি সবচেয়ে বেশি?

ক) দার্জিলিং✓

খ) জলপাইগুড়ি

গ) কোচবিহার

ঘ) সুন্দরবন


৪) পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ জেলা কোনটি?

ক) হাওড়া

খ) হুগলি

গ) কলকাতা✓

ঘ) দক্ষিণ 24 পরগনা


৫) পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি?

ক) 25 টি

খ) 22 টি

গ) 23 টি✓

ঘ) 18 টি


৬) পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান আছে?

ক) 5টি

খ) 6টি✓

গ) 7 টি

ঘ) 8 টি


৭) পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত?

ক) জলদাপাড়া অভয়ারণ্য✓

খ) কলকাতা জাতীয় উদ্যান

গ) সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক

ঘ) সুন্দরবন জাতীয় উদ্যান


৮) ভারতের প্রথম জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয়েছিল?

ক) 1900 সালে

খ) 1935 সালে✓

গ) 1940 সালে

ঘ) 1947 সালে


৯) ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?

ক) জিম করবেট জাতীয় উদ্যান✓

খ) বান্ধবগড় জাতীয় উদ্যান

গ) বক্সা জাতীয় উদ্যান

ঘ) গোরুমারা জাতীয় উদ্যান


১০) পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) বক্সা জাতীয় উদ্যান

খ) গোরুমারা জাতীয় উদ্যান

গ) সিঙ্গালিলা জাতীয় উদ্যান

ঘ) সুন্দরবন জাতীয় উদ্যান✓


১১) জিম করবেট জাতীয় উদ্যান এর আগের নাম কি ছিল?

ক) মরুভূমি জাতীয় উদ্যান

খ) হাইলে জাতীয় উদ্যান✓

গ) মাধব জাতীয় উদ্যান

ঘ) বেতলা জাতীয় উদ্যান


১২) পশ্চিমবঙ্গের বর্তমান বন মন্ত্রী কে?

ক) মমতা বন্দ্যোপাধ্যায়

খ) রাজিব ব্যানার্জি✓

গ) ব্রাত্য বসু

ঘ) পার্থ চ্যাটার্জি


১৩) ভারতের প্রথম কোথায় বাঘ সংরক্ষণ করা হয়?

ক) করবেট জাতীয় উদ্যান

খ) সুন্দরবন

গ) বন্দিপুর জাতীয় উদ্যান✓

ঘ) মানস সরোবর


১৪) পশ্চিমবঙ্গে কটি হাতি সংরক্ষণ কেন্দ্র আছে?

ক) তিনটি

খ) দুটি✓

গ) পাঁচটি

ঘ) চারটি


১৫) পশ্চিমবঙ্গে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে?

ক) একটি

খ) দুটি✓

গ) তিনটি

ঘ) চারটি


১৬) কত বছর পর পর বাঘ গণনা করা হয়?

ক) দুই বছর

খ) চার বছর✓

গ) দশ বছর

ঘ) পাঁচ বছর


১৭) দেশের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?

ক) কচ্ছ উপসাগর

খ) চিলকা হ্রদ

গ) সুন্দরবন✓

ঘ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


১৮) পশ্চিমবঙ্গে কতগুলি শহর রয়েছে?

ক) 195 টি✓

খ) 210 টি

গ) 130 টি

ঘ) 216 টি


১৯) কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়?

ক) 1900 সালে

খ) 1972 সালে✓

গ) 1965 সালে

ঘ) 1947 সাল


২০) পশ্চিমবঙ্গের কোন জেলায় অরন্যের পরিমাণ সবচেয়ে কম?

ক) মুর্শিদাবাদ✓

খ) কালিম্পং

গ) কোচবিহার

ঘ) আলিপুরদুয়ার







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...