Monday, October 12, 2020

Bengali Current Affairs 13th October, 2020

 



Bengali Current Affairs 13th October, 2020

1.বিশ্ব শিশুকন্যা দিবস পালন করা হয় কবে?

ⓐ ১২ই আগস্ট

ⓑ ১১ই অক্টোবর✓

ⓒ ১৫ই জুন

ⓓ ১৪ই নভেম্বর

✡ ২০২০ সালের থিম হলো-"My voice, our equal future"


2. French open 2020 women's singles কে জয়লাভ করলো?

ⓐ Iga Swiatek✓

ⓑ Sofia Kenin

ⓒ Naoni Osaka

ⓓ Serena Williams

 Iga Swiatek পোল্যান্ডের বাসিন্দা।

 Iga Swiatek আমেরিকার Sofia Kenin কে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন 2020 মহিলা সিঙ্গেলস এর খেতাব অর্জন করলেন।


3.মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ আসাম

ⓑ উত্তরাখণ্ড✓

ⓒ বিহার

ⓓ পাঞ্জাব

 মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত

 রাজ্যপাল- বেবি রানী মৌর্য


4. ইন্ডিয়ান নেভির সঙ্গে ২ দিন ব্যাপী সাগর কবজ নামে উপকূল রক্ষী অনুশীলন অনুষ্ঠিত করলো কোন প্রতিরক্ষা বাহিনী?

ⓐ ইন্ডিয়ান কোস্ট গার্ড✓

ⓑ ইন্ডিয়ান এয়ারফোর্স

ⓒ ইন্ডিয়ান আর্মি

ⓓ DRDO

 কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপের উপকূল অঞ্চল বরাবর এটি অনুষ্ঠিত হলো

ইন্ডিয়ান কোস্ট গার্ডের হেড কোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৮ সালের ১৮ই আগস্ট

ডিরেক্টর জেনারেল- কৃষ্ণস্বামী নটরাজন

ইন্ডিয়ান নেভির হেড কোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৫০ সালের ২৬ শে নভেম্বর

 চিফ অফ নাভাল স্টাফ- করমবীর সিং


5.Forbes India Rich List 2020 তালিকায় প্রথম স্থানে কোন শিল্পপতি?

ⓐ গৌতম আদানি

ⓑ মুকেশ আম্বানি✓

ⓒ সুন্দর পিচাই

ⓓ রতন টাটা

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে গৌতম আদানি, এবং তৃতীয় স্থানে আছে শিব নাদার।

6.সম্প্রতি প্রয়াত KK Usha, কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন?

ⓐ কেরালা✓

ⓑ দিল্লি

ⓒ কলকাতা

ⓓ বোম্বে

 ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি বিচারপতি হিসাবে কাজ করেছেন।

 এবং ২০০০ থেকে ২০০১ পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

 তিনি University Women’s Association এর প্রেসিডেন্ট এবং সদস্য ছিলেন।

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮১ বছর

7. French open 2020 Men's Double's এ কারা জয়লাভ করলো?

ⓐ Mate Pavic & Bruno Soares

ⓑ Andreas Miles and Kevin Krawietz✓

ⓒ M Guinard &  A Rinderkmech

ⓓ P cuevas & F Lopez

 Andreas Miles and Kevin Krawietz এরা দুজনে জার্মানির বাসিন্দা।

 Andreas Miles and Kevin Krawietz এরা ক্রোয়েশিয়ার Mate Pavic & ব্রাজিলের Bruno Soares হারিয়ে ফ্রেঞ্চ ওপেন2020 Men's Double's খেতাব অর্জন করল।

8.ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কত শতাংশেই বহাল রাখল?

ⓐ ৪.৫%

ⓑ ৪.০%✓

ⓒ ৩.০%

ⓓ ৪.২%

 হেড কোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল

 বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস

9.সম্প্রতি 'Human ATM' লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Paytm Payment Bank

ⓑ Fino Payments Bank✓

ⓒ ICICI Bank

ⓓ State Bank of India

 হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ২০০৬ সালের ১৩ই জুলাই

 বর্তমান CEO- ঋষি গুপ্ত


10.Myntra কোম্পানির প্রথম ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ইউটিউবার?

ⓐ ক্যারি মিনাটি

ⓑ ভুবন বাম✓

ⓒ অমিত ভারানা

ⓓ আশীষ চঞ্চলানি

 তাঁর ইউটিউব চ্যানেলের নাম- BB Ki Vines

 Myntra-র হেডকোয়াটার- বেঙ্গালুরু

 প্রতিষ্ঠা সাল- ফেব্রুয়ারী, ২০০৭

বর্তমান CEO- অমর নাগারাম


11. কোন দেশ সফলভাবেই রুদ্রম ১ নামে Anti Radiation Missile পরীক্ষা করল?

ⓐ ভারত✓

ⓑ আমেরিকা

ⓒ চীন

ⓓ জাপান

 এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ বা সমুদ্রতলের 500 মিটার থেকে 15 কিলোমিটার উচ্চতার মধ্যে যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে।

 রুদ্রম ১ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন।

  ভারতীয় বিমান বাহিনীর জন্য এই প্রথম আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করল DRDO

12. World migratory bird day কবে পালিত হয়? 

ⓐ 10 অক্টোবর✓

ⓑ 8 অক্টোবর

ⓒ 12 অক্টোবর

ⓓ  7 অক্টোবর

 পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

 প্রতিবছর মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার দিন টি পালন করা হয়।

 Theme : Birds connect our world


13. নেদারল্যান্ডে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

ⓐ প্রদীপ কুমার রাওয়াত✓

ⓑ দিনেশ কুমার খারে

ⓒ রাজেশ খুল্লার

ⓓ অমিত ভারানা

 নেদারল্যান্ডের Capital : Amsterdam

 নেদারল্যান্ডের  Prime Minister: Mark Rutte

 নেদারল্যান্ডের Currency : Euro


14. National Human rights commission  এর সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

ⓐ প্রদীপ কুমার রাওয়াত

ⓑ বিম্বাধার প্রধান✓

ⓒ রাজেশ খুল্লার

ⓓ অমিত ভারানা

 National Human rights commission of India Formed: 12 October 1993

 Headquarters: New Delhi


15. কোন রাজ্য সরকার Jewar Airport এর জন্য zuric International Airport এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ রাজস্থান

ⓑ মহারাষ্ট্র

ⓒ উত্তর প্রদেশ✓

ⓓ কর্ণাটক

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ

 উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...