Monday, October 12, 2020

বন সহায়ক ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন পর্ব -২

 


বন সহায়ক ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন 

পর্ব -২

১) পশ্চিমবঙ্গের কোথায় হিমালায়ান কালো ভাল্লুক দেখা যায়?

উঃ সিঞ্চল অভয়ারণ্য (দার্জিলিং)।


২) উত্তরবঙ্গে কি কি ন্যাশনাল পার্ক আছে?

উঃ বক্সা, গরুমারা, ন্যেওড়া ভ্যালি, সিঙ্গলিলা, জলদাপাড়া।


৩) বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়?

উঃ ৩ মার্চ। এবছরের থিম- "Sustaining all life on Earth".


৪) বিশ্ব বন দিবস কবে পালিত হয়?

উঃ ২১ মার্চ।


৫) পশ্চিমবঙ্গে মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে?

উঃ ৬ টি।


৬) ভারতে কোথায় সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায়?

উঃ পশ্চিমঘাট অঞ্চলে।


৭) একশৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়?

উঃ জলদাপাড়া।


৮) পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম যৌথ বন পরিচালন ব্যবস্থা চালু হয়?

উঃ মেদিনীপুর।

৯) জীববৈচিত্র আইন কবে চালু হয়?

উঃ ২০০২ খ্রিস্টাব্দে।

১০) একটি অবলুপ্ত পাখির উদাহরণ দাও?

উঃ ডোডো।

 ১১) বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ?

উঃ তিনটি। যথা- কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল।

১২) বর্তমান পশ্চিমবঙ্গের বন সচিবের নাম কি?

উঃ  Sri Hirdyesh Mohan.

১৩) রেড ডাটা বুক কি?

উঃ বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয়। ১৯৬৩ খ্রিস্টাব্দে IUCN দ্বারা প্রতিষ্ঠিত Survival Service Commission- এর উদ্যোগে সর্বপ্রথম রেড ডাটা বুক রচিত হয়।

১৪) কোথায় চিকপো আন্দোলনের সূত্রপাত হয়?

উঃ উত্তরাখণ্ডের  চামোলি জেলার রেনি নামক গ্রাম থেকে চিপকো আন্দোলনের সূত্রপাত হয়।

১৫) WWF- এর পুরো নাম কি?

উঃ World Wildlife Fund.

১৬) PCCF- এর পুরো নাম কি?

উঃ Principal Chief Conservator of Forests.

১৭) কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশ।

১৮) দুটি লুপ্তপ্রায় সরীসৃপের উদাহরণ দাও-

উঃ গোসাপ, কুমির, ঘড়িয়াল, শঙ্খচূড়, পাইথন।

১৯) চাপরামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ জলপাইগুড়ি।

২০) সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ দক্ষিণ ২৪ পরগনা।

২১) ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে?

উঃ 1972 সালে

 ২২) জীব বৈচিত্র মূলত কত প্রকার?

উঃ তিন প্রকার

২৩) রাষ্ট্রপুঞ্জ ও কর্তৃক ঘোষিত "আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ "হলো-

উঃ 2010 সাল

২৪) ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি?

উঃ 50 টি

২৫) ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে?

উঃ 2002 সালে

২৬) Indian tiger project চালু হয় কত সালে?

উঃ 1973 সালে

২৭) ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান কোনটি?

উঃ জিম করবেট

২৮) ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উঃ দেরাদুনে

২৯) ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে?

উঃ 1975 সালে

৩০) আন্দামান কোন জীব বৈচিত্র হটস্পট এর অন্তর্গত?

উঃ সুন্দাল্যান্ড










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...