Tuesday, October 13, 2020

Bengali Current Affairs 14th October, 2020

 


Bengali Current Affairs 14th October, 2020

1. অর্থনীতিতে ২০২০ নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ Paul R. Milgrom এবং Robert. B. Wilson, কোন দেশের বাসিন্দা?

ⓐ ফ্রান্স

ⓑ আমেরিকা✓

ⓒ ইংল্যান্ড

ⓓ ইতালি

Auction Theory-এর বিকাশ এবং নতুন ফরম্যাট উদ্ভাবনের জন্যই এই পুরস্কার পেলেন দুজনে।

 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার।


2.সম্প্রতি Sadyr Zhaparov (সাদির ঝাপারভ) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?

ⓐ আফগানিস্তান

ⓑ কিরগিস্তান✓

ⓒ ইরাক

ⓓ মালদ্বীপ

 রাজধানী-Bishkek

 মুদ্রার নাম- কিরগিস্তানী সোম


3.‘2020 Junior Speed Chess Championship’ জিতলো ভারতের কোন দাবারু?

ⓐ Rameshbabu

ⓑ Nihal Sarin✓

ⓒ Aryan Chopra

ⓓ Abhimanyu Puranik


4. Western Coalfields Ltd-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ প্রশান্ত কুমার

ⓑ মনোজ কুমার✓

ⓒ অমিতাভ চৌধুরী

ⓓ গগনেন্দ্র বর্মা

এনার আগে এই পদে ছিলেন- রাজীব রঞ্জন মিশ্র

 হেডকোয়াটার- নাগপুর

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৯


5.The Walt Disney Company India-র প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন কে?

ⓐ অভীক সরকার

ⓑ উদয় শঙ্কর✓

ⓒ রাহুল জহরী

ⓓ কৌশিক ত্রিপাঠী

 হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- আগস্ট, ১৯৯৩


6. 2020 French open men's singles কে জয়লাভ করলো?

ⓐ নোভাক জোকোভিচ

ⓑ রাফায়েল নাদাল✓

ⓒ অ্যান্ডি মারে

ⓓ রজার ফেডেরার

 স্পেনের রাফায়েল নাদাল সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে 2020 French open men's singles খেতাব জয় করলেন।

 তিনি এটা নিয়ে মোট কুড়িটি গ্র্যান্ডস্ন্যাম টাইটেল জিতলেন।


7.‘স্বনির্ভর নারী: আত্মনির্ভর অসম’ স্কিম লঞ্চ করলেন কে?

ⓐ জগদীশ মুখী

ⓑ সর্বানন্দ সনোয়াল✓

ⓒ দ্রৌপদী মুর্মু

ⓓ গনেশী লাল

 তিনি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী।

 আসামের রাজ্যপাল - জগদীশ মুখী


8.‘National Postal Week’ পালন করা হচ্ছে কবে?

ⓐ ৫ই অক্টোবর-১১ই অক্টোবর

ⓑ ৯ই অক্টোবর-১৫ই অক্টোবর✓

ⓒ ৩রা অক্টোবর-৮ই অক্টোবর

ⓓ ১০ই অক্টোবর-১৬ই অক্টোবর

 National Postal Day পালিত হয় ১০ই অক্টোবর।

 World Post Day পালিত হয় ৯ই অক্টোবর।


9.গ্রামীন প্রতিটা পরিবারে ট্যাপ ওয়াটার কানেকশন দিয়ে দেশের প্রথম ‘Har Ghar Jal’ রাজ্যের তকমা পেল কোন রাজ্য?

ⓐ পাঞ্জাব

ⓑ মহারাষ্ট্র

ⓒ গোয়া✓

ⓓ গুজরাট

 রাজধানী- পানাজি

 মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত

 রাজ্যপাল- Bhagat Singh Koshyari


10.‘Jagananna Vidya Kanuka’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ ত্রিপুরা

ⓒ অন্ধ্রপ্রদেশ✓

ⓓ আসাম

 প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা সংক্রান্ত সামগ্রী প্রদান করতেই এটি লঞ্চ করা হলো।

 এর জন্য বরাদ্দ করা হয়েছে ৬৫০ কোটি টাকা।

 মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

 রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন


11. World arthritis day কবে পালিত হয়?

ⓐ 12 অক্টোবর✓

ⓑ 10 অক্টোবর

ⓒ 8 অক্টোবর

ⓓ 7 অক্টোবর

World Arthritis Day (WAD) is a global awareness-raising day.


12. Eiffel Grand prix 2020 কে জয়লাভ করলো?

ⓐ Lewis Hamilton✓

ⓑ Max verstappen

ⓒ Daniel Ricardo

ⓓ valtteri bottas

 দ্বিতীয় স্থানে আছে Max verstappen

 তৃতীয় স্থানে আছে Daniel Ricardo


13. নিচের কোন মেট্রো নাম পরিবর্তন করে সম্প্রতি রাখা হল রাজা ভোজ?

ⓐ দিল্লি মেট্রো

ⓑ ভূপাল মেট্রো✓

ⓒ কলকাতা মেট্রো

ⓓ পাটনা মেট্রো


14. ভারতের প্রথম ব্যাডমিন্টন ব্র্যান্ড "Transform" এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ মহেন্দ্র সিং ধোনি

ⓑ সুরেশ রায়না

ⓒ চেতন আনন্দ✓

ⓓ বিরাট কোহলি














No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...