Tuesday, October 13, 2020

MOCK TEST -11

 


MOCK TEST -11

১) বিবেকানন্দ রক কোন রাজ্যে অবস্থিত ?

ক) তামিলনাড়ু √

খ) কেরল 

গ) কর্ণাটক রাজ্যে 

ঘ) উড়িষ্যা


২) কোনারকের সূর্য মন্দির অবস্থিত ভারতের কোন রাজ্যে?

ক) পশ্চিমবঙ্গ 

খ) ওড়িশা ✓

গ) অন্ধ্রপ্রদেশ 

ঘ) মহারাষ্ট্র


৩) শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে ?

ক) শুক্র 

খ) ইউরেনাস ✓

গ) নেপচুন 

ঘ) প্লুটো

৪) সৌর জগতে বামন গ্রহের সংখ্যা কয়টি?

ক) 2

খ) 5✓

গ) 8 টি

ঘ) 11টি

৫) আলোক বর্ষ কীসের একক ?

ক) ভরের একক

খ) সময়ের একক

গ) দূরত্বের একক✓

ঘ) ওজনের একক

৬) হিমানী সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে ?

ক) পার্বত্য অঞ্চলে✓

খ) মালভূমি অঞ্চলে

গ) সমভূমি অঞ্চলে

ঘ) তুষার অঞ্চলে

৭) পৃথিবীতে  আলো ও অন্ধকার যে বৃত্তাকার সীমারেখায় পরস্পর মিলিত হয় তাকে কি বলে?

 ক) অধিবৃত্ত 

 খ)  উপবৃত্ত 

 গ) ছায়াবৃত্ত ✓

 ঘ) গোল বৃত্ত

৮) যেখানে আকাশ এসে পৃথিবীতে মেশে তাকে কি বলে ?

ক) দিগন্ত ✓

খ) সীমান্ত 

গ) মরুদ্যান 

ঘ) প্রান্তরেখা

৯) ভারতীয় সুলতানদের মধ্যে মূল্য নীতির ব‍্যবস্থা করেছিলেন কে ?

ক) আলাউদ্দিন খলজী ✓

খ) কুতুবউদ্দিন

গ) ফিরোজ শাহ তুঘলক

ঘ) মহম্মদ বিন তুঘলক

১০) পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

ক) দেবপাল

খ) ধর্মপাল

গ)গোপাল ✓

ঘ) লক্ষণ শেঠ

১১) বেদের কটি ভাগ ?

ক) চারটি ✓

খ) দুইটি

গ) পাঁচটি

ঘ) আটটি

১২) ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন ?

ক) আব্দুল কালাম

খ) প্রতিভা সিং প্যাটেল

গ) ড. জাকির হোসেন

ঘ) ড. রাজেন্দ্রপ্রসাদ ✓

১৩) পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?

ক) ইব্রাহিম লোদী

খ) হিমু ✓

গ) রানা প্রতাপ

ঘ) বিক্রম সিং


১৪)  সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। 

ক) মঙ্গলপান্ডে

খ) সিধু ✓

গ) বুদ্ধ ও ভগৎ

ঘ) তিতুমীর

১৫) আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছেন তার নাম কি ?

ক) বিম্বিসার

খ) মহাপদ্মা নন্দ

গ) ধননন্দ✓

ঘ) অজাত শত্রু

১৬) দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় কত সালে ?

ক) ১১৯০ সালে 

খ) ১১৯১ সালে 

গ) ১১৯২ সালে✓

ঘ)১১৯৩ সালে 


১৭) ফারুকসিয়ারের ফরমান জারি হয় কত সালে ?

ক) ১৬১৫ সালে 

খ) ১৬১৬ সালে 

গ) ১৬১৭ সালে 

ঘ) ১৭১৭ সালে✓

১৮) প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কত বছর বয়সে ?

ক) ২২বছর বয়সে

খ) ২৪বছর বয়সে✓

গ) ২৫বছর বয়সে

ঘ) ২৬বছর বয়সে

১৯) ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন কে?

ক) ডেমোক্রিটাস

খ) কেপলার

গ) আর্কিমিডিস✓

ঘ) স্নেল

২০) পদার্থ স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন কে?

ক) রজারবেকন

খ) রবার্ট রয়েল

গ) রবার্ট হুক✓

ঘ) নিউটন

২১) ট্রেন লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা-

ক) আপেক্ষিক স্থিতিশীল

খ) পরম স্থিতিশীল

গ) আপেক্ষিক গতিশীল✓

ঘ) পরম গতিশীল

২২) কোন বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতি কে কি বলে?

ক) রৈখিক গতি✓

খ) ঘূর্ণন গতি

গ) পর্যাবৃত্ত গতি

ঘ) স্পন্দন গতি

২৩) প্যারাসুট এর মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণের সাহায্য করে-

ক) স্থিতি ঘর্ষণ

খ) বিসর্প ঘর্ষণ

গ) আবর্ত ঘর্ষণ

ঘ) প্রবাহী ঘর্ষণ✓


২৪) টেরিলিন এর উৎস কোনটি?

ক) পেট্রোলিয়াম✓

খ) কয়লা

গ) রেয়ন

ঘ) তুলো

২৫) অস্ট্রেলিয়ার মানুষেরা বড়ো দিন উৎসব পালন করে কোন সময়?

 ক) গ্রীষ্মকালে ✓

 খ) শীতকালেে 

 গ) বর্ষা কালে 

 ঘ) শরৎকালে

২৬) অক্ষাংশ পরিমাপ  করার যন্ত্রের নাম কি?

ক) ক্রেসকোগ্রাফ 

খ) সেক্সট‍্যান্ট ✓

গ) ব‍্যারোমিটার 

ঘ) পাইরোমিটার

২৭) কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✓

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়


২৮) ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হল কোন শহর ?

ক) লখনউ

খ) ব‍্যাঙ্গালোর

গ) ইন্দোর ✓

ঘ) ভূপাল

২৯)  প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন ?

ক) রঞ্জিত সিং✓

খ) আজার উদ্দিন

গ) পঙ্কজ রায়

ঘ) সুনীল গাভাস্কার

৩০) পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে ?

ক) মাইকেল গ্যাথলিং

খ)  পিটি ঊষা

গ) মিলখা সিং

ঘ) উসেইন বোল্ট✓








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...