Monday, October 12, 2020

Nobel Prize 2020

 



নোবেল পুরস্কার

  1901 সালে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়।ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্যসাধারণ গবেষণা উদ্ভাবন এবং মানব কল্যাণ মূলক কর্মকান্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

  বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।

নোবেল পুরস্কার কে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয়।নোবেল পুরস্কার প্রাপ্তদের ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।

  সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল  অনুসারে এই পুরস্কার প্রদান শুরু হয়।

 অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে 1901 সাল থেকে পুরস্কার প্রদান করা হয়।

   অর্থনীতিতে পুরস্কার প্রদান করা হয় 1969 সালে ।

 সুইডেন এর স্টকহোম থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় । 

 আর শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ে এর অসলো থেকে প্রদান করা হয়।

 নোবেল পুরস্কার মৃত ব্যক্তিকে দেওয়া হয় না। লরিয়েট কে অবশ্যই পুরস্কার প্রদানের সময় জীবিত থাকতে হবে।তবে এর কিছু ব্যতিক্রম আছে। অতি গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্রে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়।

Nobel Prize 2020

✪ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার যৌথভাবে পেলেন 

Drs. Harvey J. Alter(হার্ভে জে অল্টার)- মার্কিন যুক্তরাষ্ট্র, Michael Houghton(মাইকেল হোগটন)- ইংল্যান্ড এবং Charles M. Rice(চার্লস এম রাইস) -মার্কিন যুক্তরাষ্ট্র।

 ‘হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য আবিস্কারে জন্য’ মিলল এই পুরস্কার।

 ২০১৯ সালে চিকিৎসায় নোবেল পান তিনজন। তারা হলেন- উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।  অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গতবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।


✪ পদার্থ বিজ্ঞানে ২০২০ নোবেল পুরস্কার পেলেন

 Roger Penrose (রজার পেনরোজ)-ইংল্যান্ড , Reinhard Genzel(রেইনহার্ড গেঞ্জেল)-জার্মানী  এবং Andrea Ghez (আন্দ্রেয়া মিয়া গেজ)- যুক্তরাষ্ট্র

 মহাবিশ্বের অন্যতম বিস্ময় ব্ল্যাকহোলের গঠনে সাধারণ আপেক্ষিকতার ভূমিকা নিয়ে গবেষণার জন্য  তারা নোবেল পুরস্কার পেলেন। 

  2019 সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল জয় করেছিলেন জেমস পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ।


✪ রসায়ন বিজ্ঞানে এই পুরস্কার পেলেন  

Emmanuelle Charpentier (এমানুয়েলে কার্পেন্তিয়ের ) -ফ্রান্স এবং Jennifer A. Doudna (জেনিফার এ দৌদনা)মার্কিন যুক্তরাষ্ট্র।

 জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের  একটি পদ্ধতির বিকাশে অবদানের জন্য এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনাকে এবছরের নোবেল দেওয়া হল।

জিনোম হল, কোন জীবের সামগ্রিক ডিএনএ'কে বোঝায়। আসলে জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলে। 

২০১৯ সালে রসায়ন শাস্ত্রে  নোবেল পুরস্কারজন পেয়েছিলেন বি. গুডএনাফ,এম. স্ট্যানলি হুইটিংহ্যাম,আকিরা ইয়োশিনো।


✪  সাহিত্যে নোবেল পেলেন 

মার্কিন মহিলা কবি Louise Glück

 গ্লুককে এই পুরস্কার দেওয়া হয়েছে তার সরল ও সৌন্দর্য্যময় ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠস্বরের জন্য, যা ব্যক্তির অস্বিত্বকে সর্বজনীন করে তোলে।

নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি।

  ২০১৮ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওলগা তোকারচুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পেটার হান্ড‌কে।


✪ ২০২০ নোবেল শান্তি পুরস্কার পেল

 World Food Programme

 বিশ্বে ক্ষুধার জ্বালা মেটানো এবং করোনা মহামারীতে অক্লান্ত পরিষেবা দেওয়ার জন্যই এই পুরস্কার দেওয়া হলো। 

 2019 সালে  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।


☯ ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পেলেন 

Paul R. Milgrom(আমেরিকা) এবং Robert B. Wilson(আমেরিকা)।

নিলাম(Auction) থিওরির বিকাশ এবং নতুন ফরম্যাট উদ্ভাবনের জন্যই মিললো এই পুরস্কার।

2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার।



















No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...