Saturday, October 24, 2020

Bengali Current Affairs 25th October, 2020

 

Bengali Current Affairs 25th October, 2020

1.অ্যাভোগাড্রো সংখ্যাটি স্মরণ রাখতে ‘মোল দিবস’ পালন করা হয় কোন তারিখে?

ⓐ ১লা জানুয়ারী

ⓑ ২৩শে অক্টোবর✓

ⓒ ১২ই ডিসেম্বর

ⓓ ২২শে নভেম্বর

২০২০ সালের থিম ছিল- 'MOLEzilla!'


2.ভারতের প্রথম রাজ্য হিসাবে মাস্কের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করলো কোন রাজ্য?

ⓐ দিল্লি

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ উত্তরপ্রদেশ

ⓓ কেরালা

যেখানে N95 মাস্ক পাওয়া যাবে ১৯ থেকে ৪৯ টাকার মধ্যে এবং তিনটি স্তরযুক্ত মাস্ক পাওয়া যাবে ৩-৪ টাকার মধ্যে।

 রাজধানী- মুম্বাই

 মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray

 রাজ্যপাল- Bhagat Singh Koshyari


3.সম্প্রতি কাটি বিহু উৎসব পালন করলো কোন রাজ্যের জনগণ?

ⓐ ত্রিপুরা

ⓑ আসাম✓

ⓒ মনিপুর

ⓓ উড়িষ্যা

আসামের রাজধানী- দিসপুর

 আসামের মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

আসামের রাজ্যপাল- জগদীশ মুখী


4. ‘Tourist Destination in 2019’ তালিকায় প্রথমস্থানে আছে কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু

ⓑ উত্তরপ্রদেশ✓

ⓒ কেরালা

ⓓ অন্ধ্রপ্রদেশ

 এই তালিকায় দ্বিতীয়স্থানে তামিলনাড়ু এবং তৃতীয়স্থানে অন্ধ্রপ্রদেশ। 


5.গ্রামীন এলাকায় ‘micro ATM’ সার্ভিস লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ সিকিম

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ মেঘালয়✓

ⓓ নাগাল্যান্ড

 মুখ্যমন্ত্রী- কনরাড সাংমা

 রাজ্যপাল- সত্যপাল মালিক

রাজধানী- শিলং


6.Vega কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ সুরেশ রায়না

ⓑ রোহিত শর্মা✓

ⓒ বিরাট কোহলী

ⓓ এম.এস. ধোনী


7.NHPC Limited-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ পিযুষ গোয়েল

ⓑ রাজেন্দ্র প্রসাদ গোয়েল✓

ⓒ তরুণ কুমার বর্মন

ⓓ অশোক শ্রীবাস্তব

 NHPC-এর পুরো কথা- Hydroelectric power generation company

 হেডকোয়ার্টার- ফরিদাবাদ

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৫


8. সম্প্রতি প্রয়াত ড. বিজয়লক্ষ্মী রামানন, কোন সেনা বিভাগের প্রথম মহিলা অফিসার?

ⓐ ইন্ডিয়ার আর্মি

ⓑ ইন্ডিয়ান এয়ারফোর্স✓

ⓒ ইন্ডিয়ার নেভি

ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ডস

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯৬ বছর

 IAF-এর হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৩২ সালের ৮ই অক্টোবর

 চিফ এয়ার স্টাফ- রাকেশ কুমার সিং ভাদৌরিয়া


9.‘Outstanding Young Person of the World 2020’ হিসাবে ভূষিত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত প্লাস্টিক সার্জেন?

ⓐ ড. কৌমুদী চোপড়া

ⓑ ড. জজিনি ভার্গিস✓

ⓒ ড. উজ্জয়িনী যাদব

ⓓ ড. কৌশিকী বর্মা


10.Tata Communications-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ প্রতিভা আদভানি

ⓑ কবীর আহমেদ শাকির✓

ⓒ গৌরব কুমার

ⓓ আশীষ ভাটিয়া


11. কোন রাজ্য সরকার রাজ্যের 80000 সরকারি স্কুলে smart blackboard প্রকল্প চালু করল?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ তামিলনাড়ু✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ কনাটক

 তামিলনাড়ুর রাজধানী - চেন্নাই

 তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাদি. কে.পালানিস্বামি

 তামিলনাড়ুর রাজ্যপাল -বানোয়ারী লাল পুরোহিত

 এই উদ্যোগটির উদ্দেশ্য হলো, উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল ভারত এবং আত্মনির্ভর ভারতের দিকে নিয়ে যাওয়া। 


12. কোন রাজ্য সরকার BPLতালিকাভুক্ত পরিবারের জন্য "YSR BIMA " প্রকল্প লঞ্চ করল?

ⓐ মহারাষ্ট্র

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ রাজস্থান

ⓓ বিহার

 অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই .এস. জগনমোহন রেড্ডি বিপিএল তালিকা ভুক্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের জন্য YSR BIMA পরিকল্পনা চালু করল।

 অন্ধ্রপ্রদেশের রাজধানী- হায়দ্রাবাদ

 অন্ধ প্রদেশের রাজ্যপাল- বিশ্ব ভূষণ হরিচন্দন


13. "Safe travel barometer" এর তথ্য অনুযায়ী কোন বিমানবন্দর করোনাভাইরাস এর স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে?

ⓐ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

ⓑ সিঙ্গাপুর ছাঙ্গি এয়ারপোর্ট✓

ⓒ ফ্রাংকফুট এয়ারপোর্ট

ⓓ দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

 সিঙ্গাপুরের রাজধানী- সিঙ্গাপুর সিটি

 সিঙ্গাপুরের মুদ্রার নাম- সিঙ্গাপুর ডলার

  সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী- Lee Hsien Loong (লি হিসিয়েন লুং)


14. International snow leopard day কবে পালিত হয়?

ⓐ 21 অক্টোবর

ⓑ 22 অক্টোবর

ⓒ 23 অক্টোবর✓

ⓓ 24 অক্টোবর

 বিপন্ন প্রজাতি স্নো লেপার্ড কে সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

 2014 সালে প্রথম এই দিনটি পালন করা হয়।


15. কোন কেন্দ্রীয় মন্ত্রক কলা সংস্কৃতি বিকাশ যোজনা লঞ্চ করল?

ⓐ Ministry of culture✓

ⓑ Ministry of corporate Affairs

ⓒ Ministry of Home Affairs

ⓓ Ministry of education


16. সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম বার হিং চাষ শুরু করেছে?

ⓐ কেরালা

ⓑ তামিলনাড়ু

ⓒ হিমাচল প্রদেশ✓

ⓓ রাজস্থান

 হিমাচল প্রদেশের রাজধানী : শিমলা

ধর্মশালা(শীতকালে দ্বিতীয় রাজধানী)

 হিমাচল প্রদেশের রাজ্যপাল - বান্দারু দত্তাত্রেয়

 হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর


17. ধোবি সম্প্রদায় কে সাহায্য করতে  "Hausala Program" লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ Paytm

ⓑ Philips✓

ⓒ Nokia

ⓓ Samsung


18. সম্প্রতি কোন ভারতীয় রাজ্য ২২টি পর্যটন প্রকল্প শুরুর ঘোষণা করেছে?

ⓐ বিহার

ⓑ মেঘালয়

ⓒ কেরালা✓

ⓓ উড়িষ্যা

 Kerala government decides to launch 22 tourism projects.

 কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান

 কেরালার মুখ্যমন্ত্রী- পিনারাই বিজয়ন

  কেরালার রাজধানী - তিরুবনন্তপুরম


19. কোন রাজ্য সম্প্রতি বিনামূল্যে ডিজিটাল অনলাইন মোবাইল গ্রন্থাগার চালু করেছে?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ কর্ণাটক

ⓓ রাজস্থান

 "Free digital online mobile education Library" launched in Maharashtra for students struggling with online classes Amid COVID-19

 মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই

 মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কসিয়ারী

 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে

 মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান গুলি হল চান্দলি জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, তাডোবা জাতীয় উদ্যান।


20. " Life is miniature" প্রকল্প কে চালু করলেন?

ⓐ রাজনাথ সিং

ⓑ নীতিন গড়করি

ⓒ কিরেন রিজিযু

ⓓ প্রহ্লাদ সিং প্যাটেল✓

 প্রকল্পটির মাধ্যমে বিশ্বজুড়ে অনলাইনে গুগোল আর্টস অ্যান্ড কালচার এর মধ্যে জাতীয় জাদুঘর থেকে প্রাপ্ত বিভিন্ন চিত্র দেখা যাবে।


21. সম্প্রতি e- Dharti Geo Portal কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করলেন?

ⓐ রাজনাথ সিং

ⓑ নীতিন গড়করি

ⓒ অমিত শাহ

ⓓ হরদীপ সিং পুরি✓

Union of Housing and Urban affairs minister -Shri Hardeep Singh Puri














No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...