Sunday, October 25, 2020

Bengali Current Affairs 26th October, 2020

 


Bengali Current Affairs 26th October, 2020

1.‘জাতিসংঘ দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ২২শে মার্চ

ⓑ ২৪শে অক্টোবর✓

ⓒ ১৫ই জুন

ⓓ ১৪ই অক্টোবর

২০২০ সালের থিম হল- ‘The Future We Want, the UN We Need: Reaffirming our Collective Commitment to Multilateralism’

  1945 সালে ইউনাইটেড নেশনস  এর কার্যকরী দিন কে স্মরণ করে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

 এবছর 75 তম প্রতিষ্ঠা দিবস।


2. কেরালা ফিল্মস অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেলেন?

ⓐ কল্যাণী নটরাজন

ⓑ কভেরি

ⓒ কনী কস্তুরী✓

ⓓ কেউই না

3.ভারতের প্রথম উচ্চমানের খাদি কাপড়ের জুতা কে চালু করেছে?

ⓐ নীতিন গড়করি✓

ⓑ রাজনাথ সিং

ⓒ পীযূষ গোয়েল

ⓓ প্রকাশ জাভেদকার

 ক্ষুদ্র ও মাঝারি উন্নয়নমন্ত্রী নীতিন গড়করি ভারতের প্রথম উচ্চমানের খাদি কাপড়ের জুতা চালু করেছেন। এটি খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন ডিজাইন করেছে।

4.San Marino-তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ নীনা গুপ্তা

ⓑ নীনা মালহোত্রা✓

ⓒ সুশীল সিংহল

ⓓ শ্রীমতি পদ্মজা

 বর্তমানে তিনি ইতালিতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত আছেন।

  San Marino মুদ্রার নাম - ইউরো


5.সম্প্রতি প্রয়াত ড. জয়ন্ত মাধব, কোন পেশার জন্য পরিচিত?

ⓐ সাংবাদিকতা

ⓑ অর্থনীতিবিদ✓

ⓒ সঙ্গীতশিল্পী

ⓓ সাহিত্যিক

 তিনি আসামের প্রখ্যাত একজন অর্থনীতিবিদ ছিলেন।

 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেও তিনি ডিরেক্টর হিসাবে নিযুক্ত ছিলেন।

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯১ বছর


6. ‘একীকৃত আদর্শ কৃষি গ্রাম যোজনা’ (Integrated Model Agricultural Village Scheme) লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ আসাম

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ উত্তরাখন্ড✓

ⓓ ত্রিপুরা

 এই স্কিমের জন্য সহযোগিতা করছে-NABARD

 মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত

 রাজ্যপাল- বেবী রানী মৌর্য্য


7.J&K Water Resources Regulatory Authority-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মনোজ সিনহা

ⓑ ঘনশ্যাম ঝা✓

ⓒ গিরিশচন্দ্র মুর্মু

ⓓ গোপাল পানিক্কর


8.অটো ফাইনান্সের জন্য Toyota Kirloskar Motor-এর সঙ্গে টাইআপ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ State Bank of India

ⓑ Bank of Baroda✓

ⓒ Punjab National Bank

ⓓ Axis Bank

 হেডকোয়াটার- আলকাপুরি, ভাদোদরা

 প্রতিষ্ঠা সাল- ১৯০৮ সালের ২০শে জুলাই

 বর্তমান CEO- Sanjiv Chadha

9.International Monetary Fund (IMF)-এর ১৯০তম সদস্য রাষ্ট্র হিসাবে যুক্ত হলো কোন দেশ?

ⓐ চিলি

ⓑ অ্যান্ডোরা✓

ⓒ ইউক্রেন

ⓓ ফিলিপিন্স

 রাজধানী- আন্দরা লা ভেলিয়া

 প্রধানমন্ত্রী- জাভিয়ের এসপট জামোরা

 IMF-এর হেডকোয়াটার- ওয়াশিংটন

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর

 বর্তমান ম্যানেজিং ডিরেক্টর- Kristalina Georgieva

 চিফ ইকনমিস্ট- গীতা গোপীনাথ


10.সম্প্রতি ICMR-এর অনুমোদন প্রাপ্ত ‘COVIRAP’-নামে করোনা টেস্টিং কিট তৈরী করলো কোন প্রতিষ্ঠান?

ⓐ IIT Kharagpur✓

ⓑ IIT Kanpur

ⓒ IIT Bombay

ⓓ IIT Madras

 ICMR-এর পুরো কথা- Indian Council of Medical Research

 হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯১১

 লিডার- Balram Bhargava


11. নিম্নের কোন গ্রহটি অধ্যায়নের জন্য Bepi Colobo spacecraft চালু করা হয়েছে?

ⓐ শুক্র

ⓑ বুধ✓

ⓒ শনি

ⓓ মঙ্গল

 বুধ গ্রহের অন্বেষণ ও অধ্যয়নের জন্য এই মহাকাশযান মিশন চালু করা হয়েছে।


12. Saad al Hariri কোন দেশে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?

ⓐ মালি

ⓑ লেবানন✓

ⓒ মালয়েশিয়া

ⓓ ইটালি

 এর আগে এই পদে নিযুক্ত ছিলেন হাসান দিয়াব।

 লেবাননের রাজধানী - বেইরুট

 লেবাননের মুদ্রা - লেবানিজ পাউন্ড


13. কোন সংস্থা" the eat right movement" লঞ্চ করলেন?

ⓐ FAO

ⓑ UN

ⓒ WTO

ⓓ FSSAI✓

 FSSAI ful form : Food safety and standards authority of India 

 Founded - August 2011

 Chairperson -  Rita Teaotia

 Headquarter-  New Delhi

 Aim - ভারতে জনস্বাস্থ্যের উন্নতি করা এবং জীবনধারাজনিত রোগের বিরুদ্ধে লড়াই করে নেতিবাচক পুষ্টি প্রবণতা মোকাবিলা করা।


14. কোন রাজ্য সমস্ত মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ ছত্রিশগড়✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ ঝারখান্ড

 ছত্রিশগড় রাজ্য সরকার COVID হাসপাতালে অক্সিজেন এর সহজলভ্যতা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং রাজ্যের জেলা হাসপাতালে অক্সিজেন জেনারেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

 ছত্রিশগড় এর রাজধানী- রায়পুর

 ছত্রিশগড়ের রাজ্যপাল -Anusuiya Uikey

 ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী -  Bhupesh Baghel 


15. 2021 সালের 26 শে মার্চ ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে কোন শহরটির  জন্য?

ⓐ শিলিগুড়ি✓

ⓑ গুয়াহাটি

ⓒ ত্রিপুরা

ⓓ কলকাতা

ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা 26 শে মার্চ 2021 থেকেই শুরু করার কথা রয়েছে।বিজয় দিবস উপলক্ষে চিলাহাটি-হলদিবাড়ি লাইনটি 2020 সালের ডিসেম্বরে উদ্বোধন করা হবে বলে আশা করা যাচ্ছে।


16. Bennu নামক গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের জন্য NASA সম্প্রতি কোন মহাকাশযান প্রেরণ করল?

ⓐ OSIRIS- REX✓

ⓑ PRISIL-99

ⓒ OSIRIS-08NO

ⓓ NONE

NASA 2016 সালে মহাকাশযান টি প্রেরণ করেছিল। সম্প্রতি 20 অক্টোবর 2020 সালে সফলভাবে নমুনা সংগ্রহ করতে পেরেছে।

 NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration

 প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

 NASA-র বর্তমান অ্যাডমিনিস্টেটর- Jim Bridenstine

 NASA-র হেডকোয়াটার-Washington D.C ,United States


17.সম্প্রতি কোন রাজ্য প্রথম রাজ্য হিসেবে কেন্দ্রীয় কৃষি আইন কে খারিজ করল?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ পাঞ্জাব✓

ⓒ হরিয়ানা

ⓓ আসাম

 পাঞ্জাবের রাজধানী - চণ্ডীগড়

 পাঞ্জাবের রাজ্যপাল - ভি পি সিং বাদনরে

পাঞ্জাবের মুখ্য মন্ত্রী - অমরিন্দর সিং


18. অ্যানিমিয়া মুক্ত ভারত 2020 তে পশ্চিমবঙ্গের Rank কত?

ⓐ প্রথম

ⓑ দ্বিতীয়✓

ⓒ তৃতীয়

ⓓ চতুর্থ

অ্যানিমিয়া মুক্ত ভারত 2020 তে প্রথম স্থানে আছে  হরিয়ানা।

19. ভারতের আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব (India International Science festival) এর কত তম সংস্করণ 22 থেকে 25 ডিসেম্বর ভার্চুয়ালি আয়োজিত হবে?

ⓐ তৃতীয়

ⓑ চতুর্থ

ⓒ পঞ্চম

ⓓ ষষ্ঠ✓


20. IPL এর ইতিহাসে কে প্রথম বার পরপর দুটি ম্যাচে শতরান করলেন?

ⓐ কে এল রাহুল

ⓑ শিখর ধাওয়ান✓

ⓒ রোহিত শর্মা

ⓓ মনিশ পান্ডে







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...