Monday, October 26, 2020

আবগারি কনস্টেবল Mains GKপর্ব-৯৭

 


আবগারি কনস্টেবল Mains GK

পর্ব-৯৭

১) ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়েছিল?

ক) 1952 সালে

খ) 1962 সালে

গ) 1972 সালে✓

ঘ) 1960 সালে

২) শোলা অরণ্য কোথায় দেখা যায়?

ক) হিমালয় পর্বতে

খ) পশ্চিমঘাট পর্বত✓

গ) বিন্ধ পর্বতে

ঘ) পূর্বঘাট পর্বতে

৩) বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে ভারতে কত অনুপাতে অরণ্য আচ্ছাদন থাকা উচিত?  WBCS MAIN 2018

ক) 11.1%

খ) 22.2%

গ) 33.3%✓

ঘ) 44.4%

৪) পৃথিবীর সর্বাধিক নিউজপ্রিন্ট পেপার কোথা থেকে আসে? WBCS MAIN 2018

ক) পর্ণমোচী অরণ্য ✓

খ) মৌসুমী অরণ্য

গ) ম্যানগ্রোভ অরণ্য

ঘ) বৃষ্টি অরণ্য

৫) ভারতে প্রথম কোথায় বায়োস্ফিয়ার  রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল? WBCS MAIN 2018

ক) নকরেক

খ) কানহা

গ) নীলগিরি✓

ঘ) পেরিয়ার

৬) কেরালার কোট্টায়াম ও আলাপপুজহা জেলার মাটি কে কি বলা হয়?

ক) উসর

খ) কারি✓

গ) রেহ

ঘ) থুর

৭) সারদা কোন রাজ্যের উল্লেখযোগ্য খাল বিশেষ?

ক) উত্তর প্রদেশ✓

খ) বিহার

গ) পাঞ্জাব

ঘ) হরিয়ানা

৮) ভারতের শুষ্ক কৃষি দেখা যায় কোথায়?

ক) কন্নড় সমভূমি

খ) দাক্ষিণাত্য মালভূমি✓

গ) করমন্ডল সমভূমি

ঘ) গঙ্গা সমভূমি

৯) উলফ্রাম কিসের আকরিক?

ক) ম্যাঙ্গানিজ

খ) তামা

গ) লৌহ আকরিক

ঘ) টাংস্টেন✓

১০) ভূতাপীয় শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) মণিকরণ✓

খ) কচ্ছ উপসাগর

গ) তিরুবনন্তপুরম

ঘ) এন্নোর

১১) কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধাপরাধের কথা বিবৃত করেছিলেন?

ক) মাস্কি লিপি

খ) ত্রয়োদশ শিলালিপি✓

গ) একাদশ শিলালিপি

ঘ) দ্বাদশ শিলালিপি

১২) মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা প্রথম ভারত আক্রমণ করে?

ক) ব্যাকট্রিয় গ্রীক✓

খ) পার্থিয়ান

গ) কুশান

ঘ) শক

১৩) "অমরকোষ" রচনা করেছিলেন কে?

ক) বরাহমিহির

খ) অমর সিংহ✓

গ) কালিদাস

ঘ) ব্রহ্মগুপ্ত

১৪) রোমান ধাঁচযুক্ত সোনার মুদ্রা ভারতে প্রথম কারা চালু করে?

ক) শুঙ্গ

খ) কুশান

গ) ইন্দো-গ্রিক✓

ঘ) মৌর্য

১৫) কে মধ্য যুগে যুদ্ধে কামান ব্যবহার করেন? SSC(CGL)-2016

ক) বাবর✓

খ) ইব্রাহিম লোদী

গ) শেরশাহ

ঘ) আকবর

১৬) তিলক কাকে " ভারতের হীরা" বলেছিলেন?

ক) গোপালকৃষ্ণ গোখলে✓

খ) জহরলাল নেহেরু

গ) চিত্তরঞ্জন দাস

ঘ) বল্লভ ভাই প্যাটেল

১৭) গ্লোমেরুলাস কোথায় থাকে?

ক) নিউরনে

খ) নেফ্রনে✓

গ) প্লাস্টিডের

ঘ) কোনোটিই নয়

১৮) রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? WBCS MAIN 2014

ক) শ্বেত রক্তকণিকা✓

খ) লোহিত রক্তকণিকা

গ) অনুচক্রিকা

ঘ) এরিথ্রোসাইট

১৯) আলুর স্ফীত কন্দের ' চোখ 'অংশটি হলো-

ক) পুষ্পমুকুল

খ) পত্রজ মুকুল

গ) কাক্ষিক মুকুল✓

ঘ) গ্রন্থি কান্ড

২০) এনজাইম মূলত কি দিয়ে তৈরি হয়?

ক) প্রোটিন✓

খ) ফ্যাট

গ) কার্বোহাইড্রেট

ঘ) কোনোটিই নয়

২১) ইউরিয়ার রাসায়নিক নাম কি?

ক) ক্লোরিমেন

খ) পটাশিয়াম সালফেট

গ) কার্বমাইড✓

ঘ) অ্যানিউরিন

২২) কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে?

ক) ইউগ্লিনা ✓

খ) স্পঞ্জ

গ) হাইড্রা

ঘ) কৃমি

২৩) মৃত্যুর পর পেশী দৃঢ় হয়ে যাওয়াকে কি বলে?

ক) পেশী টান

খ) টিটেনাস

গ) রাইগর মর্টিস✓

ঘ) বেশি টুইড

২৪) বাদুড় অন্ধকারে চলাচল করে এর কারণ কি?

ক) বাদুড় অন্ধকারে ভালোভাবে দেখতে পায়

খ) বাদুড় অন্ধকারে হাতরে হাতরে চলে

গ) বাদুড় অন্ধকারে রাসায়নিক পদার্থ দ্বারা নিজেদের গতিপথ নির্ণয় করে

ঘ) বাদুড় নিজেদের দ্বারা উৎপন্ন আল্ট্রাসনিক শব্দের দ্বারা গতিপথ নির্ণয় করে✓

২৫) নিউট্রন কে আবিষ্কার করেন?

ক) নীলস বোর

খ) রাদারফোর্ড

গ) থমসন

ঘ) জেমস স্যাডউইক✓

২৬) লুজুং উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়?

ক) নাগাল্যান্ড

খ) মিজোরাম

গ) অরুণাচল প্রদেশ ✓

ঘ) ত্রিপুরা

২৭) ব্রডগেজ প্রথায় দুটি লাইনের মধ্যে কতটা ফাক থাকে?

ক) 1.676 মিটার✓

খ) 1.576 মিটার

গ) 1.453 মিটার

ঘ) 1.854 মিটার

২৮) "গ্রিন ফি " কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ফুটবল

খ) আইস হকি

গ) টেবিল টেনিস

ঘ) গলফ✓

২৯) বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

ক) উত্তর প্রদেশ

খ) গুজরাট✓

গ) রাজস্থান

ঘ) মধ্যপ্রদেশ

৩০) সম্প্রতি DRDO কোথা থেকে পরমাণু অস্ত্র বহনকারী পৃথ্বী -2 এর সফলভাবে উৎক্ষেপণ করল?

ক) চাঁদিপুর ,উড়িষ্যা✓

খ) বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ

গ) লে, লাদাখ

ঘ) ভুবনেশ্বর , ওড়িশা

৩১) সম্প্রতি Asan Conservation Reserve-টি কোন রাজ্যের প্রথম রামসার সাইটে পরিনত হল?

ক) কেরালা

খ) উত্তরাখণ্ড✓

গ) সিকিম

ঘ) জম্মু-কাশ্মীর






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...