Thursday, October 1, 2020

Bengali Current Affairs 2nd October, 2020

 


Bengali Current Affairs 2nd October, 2020

1.‘International Translation Day’ পালন করা হয় কোন দিন?

ⓐ ২৭শে সেপ্টেম্বর
ⓑ ২৯শে সেপ্টেম্বর
ⓒ ৩০শে সেপ্টেম্বর✓
ⓓ ২রা মার্চ

২০২০ সালের থিম ছিল-'Finding the words for a world in crisis'

2. ভারতের কোন শহর UNESCO দ্বারা Net explo smart cities award এ ভূষিত হল?

ⓐ জামনগর
ⓑ সুরাট✓
ⓒ নাসিক
ⓓ নিউ দিল্লি

Diamond City Surat has added another feather.
 It has bagged the Netexplo Smart Cities Award with UNESCO in the resilience category.
 সুরাটের মেয়র আগামী বছরের মার্চ মাসে ফ্রান্সের প্যারিসের ইউনেস্কো হাউসে পুরষ্কার পাবেন।
 “বিশ্বব্যাপী, UNESCO-Netexplo Smart Cities Award এর আওতায় 10 টি শহর পুরষ্কার পেয়েছে।
  ভারত থেকে একমাত্র শহর সুরাট এই পুরষ্কার অর্জন করেছেন।
 UNESCO full form : United Nations Educational ,Scientific and Cultural Organisation
 UNESCO Headquarter :  Paris, France
 Founded : 16 November,1945 London , United Kingdom
 Head: Audrey Azoulay (অড্রে আজোলে)

3. প্রতিবছর আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালিত হয়?

ⓐ 28 সেপ্টেম্বর
ⓑ 29 সেপ্টেম্বর
ⓒ 30 সেপ্টেম্বর
ⓓ 1 অক্টোবর✓

জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় ১৯৯০ সালে।
 প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।

4. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল আয়ুর্বেদিক কেমো রিকভারি কিট চালু করেছে?

ⓐ গুজরাট
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ রাজস্থান

মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই
 মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কোশারি
 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ধব ঠাকরে

5. সিরাম ইনস্টিটিউট কতটা অতিরিক্ত Covid- 19 ভ্যাকসিনের ডোজ তৈরি করবে?

ⓐ 100 মিলিয়ন✓
ⓑ 150 মিলিয়ন
ⓒ 200 মিলিয়ন
ⓓ 300 মিলিয়ন

6.গ্রাহক সচেতনতা ক্যাম্পেইনের জন্য কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

ⓐ আমির খান
ⓑ অমিতাভ বচ্চন✓
ⓒ সোনু সুদ
ⓓ শাহরুখ খান

হেডকোয়াটার- মুম্বাই
 প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল
 বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস

7. কোন রাজ্যটি Covid-19 জন্য লকডাউন 31 অক্টোবর 2020 পর্যন্ত বাড়িয়েছে?

ⓐ তামিলনাড়ু✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ কেরালা
ⓓ দিল্লি

তামিলনাড়ুর  রাজ্যপাল : বানওয়ারীলাল পুরোহিত

 তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে. পালানিসামি
 তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই

8. Moctar Ouane (মোক্তার ওউনে) কোন নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ মালদ্বীপ
ⓑ সোমালিয়া
ⓒ মালি✓
ⓓ মঙ্গোলিয়া

১৯৯৫-২০০২ পর্যন্ত জাতি সংঘে তিনি মালির রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন।
 সম্প্রতি মালির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন Bah Ndaw (বাহ এনডাও)
 রাজধানী- Bamako
 মুদ্রার নাম- West African CFA franc

9. ‘Contactless Connections’-নামে নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ PayTM Payment Bank
ⓑ SBI Card✓
ⓒ SBI
ⓓ HDFC Bank

হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- অক্টোবর, ১৯৯৮
 বর্তমান CEO- অশ্বিনী কুমার তেয়ারী

10.সম্প্রতি প্রয়াত সৈয়দা আনোয়ারা তৈমূর কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ জম্মু-কাশ্মীর
ⓑ আসাম✓
ⓒ উড়িষ্যা
ⓓ মনিপুর

তিনি আসামের অষ্টম এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন।
 তিনি ১৯৮০ সালের ৬ই ডিসেম্বর থেকে ১৯৮১ সালের ৩০শে জুন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন।
 রাজধানী- দিসপুর
 বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
 বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী

11.লুজ সিগারেট এবং বিড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য সরকার?

ⓐ দিল্লি
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ গুজরাট
ⓓ উত্তরপ্রদেশ

রাজধানী- মুম্বাই
 মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
 রাজ্যপাল- Bhagat Singh Koshyari

12.অনলাইন টিউটোরিং প্লাটফর্ম Vedantu-র  নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেতা?

ⓐ আয়ুষ্মান খুরানা
ⓑ আমির খান✓
ⓒ বরুন ধাওয়ান
ⓓ সোনু সুদ

Vedantu-র হেডকোয়াটার- বেঙ্গালুরু
 প্রতিষ্ঠা সাল- ২০১১

13.UNDP-র দ্বারা ‘Special Humanitarian Action Award’-এ সম্মানিত হলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ সোনু সুদ✓
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া
ⓓ কৈলাশ সতার্থী

মহামারী এবং লকডাউন চলাকালীন গরীব  জনগনের জন্য নেওয়া তাঁর উদ্যোগের জন্যই তিনি এই সম্মান পেলেন।
 সম্প্রতি সনু সুদ Acer India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হন।
 UNDP-র পুরো কথা- United Nations Development Programme
 হেডকোয়াটার- নিউইয়র্ক
 প্রতিষ্ঠা সাল- ১৯৬৫ সালের ২২শে নভেম্বর
 বর্তমান প্রধান- Achim Steiner(আছিম স্টেইনার)

14. কে construction world person of the Year 2020 তে ভূষিত হলেন?

ⓐ অমিত সাক্সেনা
ⓑ ডক্টর ব্রিজেশ দীক্ষিত✓
ⓒ সনু সুদ
ⓓ কৈলাস সত্যার্থী

15. ভারতের প্রতিরক্ষামন্ত্রী " a bouquet of flowers " বইটি প্রকাশ করলেন । এই বইটির লেখক কে?

ⓐ কৈলাস সত্যার্থী
ⓑ ডক্টর কৃষ্ণা সাক্সেনা✓
ⓒ অমিত সাক্সেনা
ⓓ নীনা গোস্বামী










1 comment:

  1. নমস্কার। আপনি খুবি পরিশ্রম করছেন এই ব্লগটির জন্য। ভালো লাগলো লেখা গুলো। আমি আপনার সাথে পরিচয় এবং কথা বলতে চাই। আমি আমার মেল আইডি টা দিলাম, helpline.studentscare@gmail.com

    ReplyDelete

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...