Monday, November 9, 2020

Bengali Current Affairs 10th November, 2020

 


H/W 9th November,2020

1. ‘Bye Bye Corona’ শিরোনামে বিশ্বের প্রথম সাইন্সটুন বই রিলিজ করলেন কে?

- আনন্দিবেন প্যাটেল✓

2.কোথায় ভারতের প্রথম "টায়ার পার্ক "নির্মাণ করা হবে?

-  পশ্চিমবঙ্গ

Bengali Current Affairs 10th November, 2020

1. সম্প্রতি নিম্নের কে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হলেন?

ⓐ গ্লোরিয়া ডিয়াজ
ⓑ শ্বেটলানা মেরিকোভ
ⓒ মারিয়া থাটিল✓
ⓓ প্রিয়া সেরাও

∎ সম্প্রতি ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী মারিয়া থাটিল।
∎ মেলবোর্নেই জন্ম এবং বড় হওয়া মারিয়ার।
মারিয়ার বাবার জন্ম কেরলে। মায়ের কলকাতায়।
∎ গত ২৮ অক্টোবর মেলবোর্নের পাঁচতারা হোটেল সোফিটেল মেলবোর্ন অন কলিন্‌সে এই প্রথম ভার্চুয়ালি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতা হয়। অতিমারির কারণেই এই ব্যবস্থা।
∎ মোট ২৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন ওই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে 
মিস ইউনিভার্স অস্ট্রেলিয়ার মুকুট ছিনিয়ে নেন মারিয়া।
∎ ভার্চুয়াল ইভেন্টের শেষে মারিয়াকে মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ প্রিয়া সেরাও। ঘটনাচক্রে, প্রাক্তন ওই মিস ইউনিভার্স অস্ট্রেলিয়াও ভারতীয় বংশোদ্ভূত।
∎ ২৭ বছরের মারিয়া একজন মেক-আপ শিল্পী। ফেসবুক, ইনস্টাগ্রামে তিনি মেক-আপ সম্পর্কে নানা তথ্য শেয়ার করেন। তাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে। তাতে লাইফস্টাইল এবং মেক-আপের নানা ভিডিয়ো শেয়ার করেন তিনি।

2. Hockey India-র নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ মুস্তাক আহমেদ
ⓑ জ্ঞানেন্দ্র নিগ্মোমবাম✓
ⓒ সাবির মন্ডল
ⓓ কৌশিক চক্রবর্তী

∎ তিনি মনিপুরের বাসিন্দা।
∎ Hockey India-র হেডকোয়াটার- নিউ দিল্লি
∎ প্রতিষ্ঠা সাল- ২০০৯ সালের ২০শে মে

3.ভারতে UPI Payment-এর জন্য মোট কয়টি ব্যাঙ্কের সাথে পার্টনারশীপ গড়লো Whatsapp?

ⓐ ১০টি
ⓑ ৫টি✓
ⓒ ৩টি
ⓓ ৭টি

∎ সেই ব্যাঙ্ক গুলি হল- SBI, HDFC, ICICI, Axis এবং Jio Payment Bank

4. ২ দিন ব্যাপী ‘Sagar Kavach’-নামে যৌথ উপকূলীয় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত করলো কোন দুটি রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ ও কেরালা
ⓑ আসাম ও তামিলনাড়ু
ⓒ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ✓
ⓓ উড়িষ্যা ও ত্রিপুরা

∎ উরিষ্যার পারাদ্বীপ উপকূল অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হল।
∎ এই মহড়াটি 6 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত  চলেছে।

∎ উরিষ্যার রাজধানী- ভুবনেশ্বর
∎ মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
∎ রাজ্যপাল- গনেশী লাল
∎ পশ্চিমবঙ্গের রাজধানী- কলকাতা
∎ মুখ্যমন্ত্রী- মমতা ব্যানার্জী
∎ রাজ্যপাল- জগদীপ ধনকর

5.Virtual Global Investor Roundtable (VGIR) 2020 কনফারেন্সে সভাপতিত্ব করলেন কে?

ⓐ রাজনাথ সিং
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ নির্মলা সিথারমন

6. কোন ভারতীয় সাংবাদিক " Best Prime Time News Show In Hindi Award " পেলেন?

ⓐ বিমল জালান
ⓑ রবিস কুমার✓
ⓒ বারখা দত্ত
ⓓ রনজয় ত্রিবেদী

∎ রবিস কুমার অর্থনৈতিক সংকট, বেকারত্ব , কৃষকের প্রতিবাদ, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ইত্যাদি বিষয়ের উপর ধারাবাহিকভাবে প্রাইম টাইম শো করেন।
∎ ইনি 2019 সালের রমন ম্যাগসেসে পুরস্কার পায়
∎ 2013 ও 2012 সালে Ramnath Goenka Excellence In Journalism Awards পান।


7. ‘2019 JC Daniel Award’-এ সম্মানিত হওয়া চলচ্চিত্র নির্মাতা হরিহরণ, কোন ভাষায় কাজ করেন?

ⓐ হিন্দি
ⓑ মালায়ালম✓
ⓒ তামিল
ⓓ বাংলা

∎ বিগত ৫ দশক ধরে তিনি মালায়ালম চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
∎ এই অ্যাওয়ার্ডে পুরস্কার মূল্য হিসেবে 5 লক্ষ টাকা দেয়া হয় এবং একটি শংসাপত্র ও একটি ভাস্কর্য দেওয়া হয়।


8.শিক্ষার্থীদের জন্য ‘Bandhu’-নামে সেলফ-হেল্প ওয়েবসাইট লঞ্চ করলো কোন শিক্ষা প্রতিষ্ঠান?

ⓐ IIT-Madras
ⓑ IIT-Bombay✓
ⓒ IIT-Bengaluru
ⓓ IIT-Kanpur

9.৮ই নভেম্বরথেকে ১৪ই নভেম্বরপর্যন্ত রাজ্যে ‘শিশু সপ্তাহ’ পালন করছে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ উত্তরপ্রদেশ

∎ রাজধানী- মুম্বাই
∎ মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
∎ রাজ্যপাল- Bhagat Singh Koshyari

10. রাজ্যে সমস্ত ধরনের অনলাইন জুয়া খেলা ব্যান করতে চলেছে কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ কর্নাটক
ⓓ দিল্লি

∎ সম্প্রতি অন্ধ্রপ্রদেশ ১৩২টি অনলাইন জুয়া অ্যাপ ও ওয়েবসাইট ব্যান করেছে।
∎ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
∎ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
∎ রাজ্যপাল- Banwarilal Purohit

11. 6 নভেম্বর ভারত কোন দেশের দ্বিপাক্ষিক সম্মেলন আয়োজিত হল?

ⓐ জার্মানি
ⓑ ইটালি✓
ⓒ ফ্রান্স
ⓓ রাশিয়া

∎ এই সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
∎ এই সম্মেলনে ভারত ও ইতালির মধ্যে 15 টি চুক্তি স্বাক্ষরিত হয়।

12. সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় এটা (ETA) আছড়ে পড়ল?

ⓐ মধ্য আমেরিকা✓
ⓑ ফ্রান্স
ⓒ চীন
ⓓ ইটালি

13. 3 থেকে 5 নভেম্বর আন্দামান ও নিকোবর এর কোন দ্বীপে  বুল স্ট্রাইক অভ্যাস আয়োজিত হল?

ⓐ শহীদ দ্বীপ
ⓑ স্বরাজ দ্বীপ
ⓒ হেভলক দ্বীপ
ⓓ টেরেসা দ্বীপ✓

14. সম্প্রতি নীতি আয়োগ ধারা জারি করা Aspirational Districts  রেংকিং এ কোন জেলা প্রথম স্থানে?

ⓐ চান্দৌলি ✓
ⓑ বোকারো
ⓒ পূর্ব সিংভূম
ⓓ নদীয়া

∎ Aspirational Districts  রেংকিং এ উত্তরপ্রদেশের চান্দৌলি জেলা প্রথম স্থানে রয়েছে।
∎ দ্বিতীয় স্থানে আছে ঝাড়খণ্ডের বোকারো জেলা।
∎ তৃতীয় স্থানে আছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা।

15. সম্প্রতি কোন আইআইটি ক্ষতিকারক ডিটারজেন্ট খোঁজ করার জন্য বিশ্বের প্রথম বায়ো সেন্সর তৈরি করল?

ⓐ খড়গপুর
ⓑ রুরকি ✓
ⓒ মাদ্রাজ
ⓓ মুম্বাই

16. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2020- 21 অর্থবর্ষে প্রথম ছয় মাসে সর্বাধিক বিনিয়োগ করেছে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ তামিলনাড়ু✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ কর্ণাটক

∎ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
∎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী- এডাপ্পাদি.কে. পালানিসমি
∎ তামিলনাড়ু রাজ্যপাল - বানোয়ারী লাল পুরোহিত

17. কোন রাজ্য সরকার " পরিবর্তনাম " নামে স্কিম লঞ্চ করেছে ফিশিং সম্প্রদায়ের জন্য?

ⓐ তেলেঙ্গানা
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ কেরালা✓
ⓓ উড়িষ্যা

∎ কেরালার রাজধানী - তিরুবনন্তপুরম
∎ কেরালার রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান
∎ কেরালার মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন

18. কোন রাজ্য সরকারি কলেজ বিশ্ব বিদ্যালয় গুলির জন্য ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করেছে?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উত্তরাখান্ড✓
ⓒ কর্ণাটক
ⓓ মধ্যপ্রদেশ

∎ উত্তরাখণ্ডের রাজধানী : দেরাদুন
∎ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবি রানি মৌর্য
∎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

19. আন্তর্জাতিক রেডিওলজি দিবস কবে পালিত হয়?

ⓐ 6 নভেম্বর
ⓑ 5 নভেম্বর
ⓒ 8 নভেম্বর✓
ⓓ 4 নভেম্বর

∎ রেডিওগ্রাফিক ইমেজিং এবং থেরাপির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিনটি পালিত হয়।
∎ 2007 সাল থেকে 8 ই নভেম্বর দিনটি বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসাবে পালিত হচ্ছে।

20. মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ Donald Trump
ⓑ Joe Biden✓
ⓒ Jo Jorgensen
ⓓ Howie Hawkins

∎ এবং উপ-রাষ্ট্রপতি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা হ্যারিস।
∎ জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ ও তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন।
∎ এর আগে জো বাইডেন আমেরিকার 47 তম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত।


Question of the Day

১) ভারতে গ্রাহক বৃদ্ধি করতে নেটফ্লিক্স কোন সংস্থার সাথে চুক্তি করেছে?

২) ভারতের প্রথম ই - রিসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল কোর্ট "ন্যায় কৌশল " এর উদ্বোধন করলেন?










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...