Monday, November 9, 2020

WBP/KP/Abgari Special পর্ব-২

 


পর্ব ১

১৮) "ট্রাভেলার্স প্রিন্স" নামে কে পরিচিত?

ক) মেগাস্থিনিস

খ) হিউ এন সাং✓

গ) ফা-হিয়েন

ঘ) ইবন বতুতা


WBP/KP/Abgari Special

পর্ব-২

১) কাকে বলা হয় "এশিয়ার মুক্তি সূর্য "?

ক) শেখ মুজিবর রহমান

খ) ইন্দিরা গান্ধী✓

গ) মহতমা গান্ধী

ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ


২) স্বর্ণ মন্দির কোন শহরে অবস্থিত?

ক) দিল্লি

খ) মুম্বাই

গ) অমৃতসর✓

ঘ) আগ্রা


৩) মানুষের মস্তিষ্কের ওজন কত?

ক) 1.10 কিলোগ্রাম

খ) 1.36 কিলোগ্রাম✓

গ) 1.45 কিলোগ্রাম

ঘ) 1.65 কিলোগ্রাম


৪) সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে আইএনএ প্রতিষ্ঠা করে?

ক) 1942 খ্রিস্টাব্দ

খ) 1943 খ্রিস্টাব্দ✓

গ) 1944 খ্রিস্টাব্দ

ঘ) 1945 খ্রিস্টাব্দ


৫) রেলকর্মী মহাবিদ্যালয় কোথায় অবস্থিত?

ক) কলকাতা

খ) এলাহাবাদ

গ) বরোদা✓

ঘ) চেন্নাই 


৬) সতীদাহ প্রথা লোপ করেন কে?

ক) ওয়ারেন হেস্টিংস

খ) লর্ড হার্ডিঞ্জ

গ) লর্ড কর্নওয়ালিস

ঘ) লর্ড বেন্টিঙ্ক✓


৭) সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ✓

খ) গুজরাট

গ) তামিলনাড়ু

ঘ) মহারাষ্ট্র


৮) বর্তমান ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম ইলেকট্রিক রেল ব্যবস্থা হয়েছিল?

ক) দিল্লি✓

খ) পশ্চিমবঙ্গ

গ) তামিলনাড়ু

ঘ) মহারাষ্ট্র


৯) ভারতের প্রথম রেল ব্যবস্থা মুম্বাই থেকে কোন স্থান পর্যন্ত চালু করা হয়েছিল?

ক) বরোদা

খ) নাসিক

গ) থানে✓

ঘ) দিল্লি


১০) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?

ক) কালিদাস

খ) অশ্বঘোষ

গ) হরিসেন✓

ঘ) নাগার্জুন


১১) বিশাখাপত্তনম শহরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?

ক) কেরালা

খ) তামিলনাড়ু

গ) অন্ধপ্রদেশ ✓

ঘ) গুজরাট


১২) ভারতের কোন শহরকে গোলাপি শহর বলে?

ক) জয়পুর ✓

খ) জব্বলপুর

গ) যোধপুর

ঘ) জয়সলমীর


১৩) কারগিল শহর কোন রাজ্যে অবস্থিত?

ক) পাঞ্জাব

খ) উত্তরাঞ্চল

গ) হিমাচল প্রদেশ

ঘ) জম্মু-কাশ্মীর✓


১৪) হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়?

ক) 72

খ) 76✓

গ) 78 

ঘ) 84


১৫) "জয় জওয়ান, জয় কিষান" স্লোগানটি কার?

ক) লাল বাহাদুর শাস্ত্রী✓

খ) মহতমা গান্ধী

গ) জহরলাল নেহেরু

ঘ) চৌধুরী চরন সিং


১৬) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

ক) ইংরেজি ও মুসলিম

খ) ইংরেজ ও গোর্খা

গ) বাবর ও ইব্রাহিম লোদী✓

ঘ) পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘোরী


১৭) জালিয়ানওয়ালাবাগ কোন শহরে অবস্থিত?

ক) অমৃতসর✓

খ) ফিরোজপুর

গ) জলন্ধর

ঘ) লুধিয়ান


১৮) বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কোন সালে হয়?

ক) 1912

খ) 1911✓

গ) 1910

ঘ) 1909


১৯) বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?

ক) জৈন ধর্ম

খ) বৌদ্ধ ধর্ম✓

গ) শিখ ধর্ম

ঘ) ইহুদি ধর্ম


২০) কয়লার দহনে কোনটি উৎপন্ন হয়?

ক) অক্সিজেন

খ) নাইট্রোজেন

গ) কার্বন ডাই অক্সাইড ✓

ঘ) অক্সিজেন ও নাইট্রোজেন


২১) সম্প্রতি UNESCO-র ‘ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ’ তালিকায় অন্তুর্ভুক্ত হওয়া পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক) আসাম

খ) মধ্যপ্রদেশ✓

গ) গুজরাট

ঘ) পশ্চিমবঙ্গ


২২) সম্প্রতি নিম্নের কোন টাইগার রিজার্ভে মহিলাদের প্রথমবারের মতো গাইড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে?

ক) দুধওয়া টাইগার রিজার্ভ

খ) কানহা টাইগার রিজার্ভ

গ) করবেট টাইগার রিজার্ভ✓

ঘ) কোনোটিই নয়


২৩) সম্প্রতি 225 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঘূর্ণিঝড় গোনি কোন দেশে আছড়ে পড়ল?

ক) আমেরিকা

খ) ফিলিপিনস✓

গ) জাপান

ঘ) ইটালি


২৪) সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ করতে দেওয়া প্রথম রাজ্যের নাম কি?

ক) আসাম✓

খ) ত্রিপুরা

গ) রাজস্থান

ঘ) গুজরাট


২৫) সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম ডাবল ডেকার ফ্লাইওভার নির্মাণ করা হবে?

ক) বিহার✓

খ) উত্তর প্রদেশ

গ) মহারাষ্ট্র

ঘ) পশ্চিমবঙ্গ







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...