Tuesday, November 10, 2020

ভারতের ইতিহাস প্রস্তর যুগ (stone age) পর্ব -১

 


ভারতের ইতিহাস

 প্রস্তর যুগ (stone age) পর্ব -১

১) প্রস্তর যুগের প্রথম পোষ মেনেছিল কোন প্রাণী গুলো?

ক) কুকুর ,ছাগল ,ভেড়া✓

খ) কুকুর ,ঘোড়া, ছাগল

গ) ঘোড়া ,ভেড়া ,ছাগল

ঘ) ভেড়া ,হাতি ,কুকুর


২) মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় কোন যুগে?

ক) প্রাচীন প্রস্তর যুগে

খ) মধ্য প্রস্তর যুগে

গ) নব্য প্রস্তর যুগে✓

ঘ) তাম্র প্রস্তর যুগে

৩) প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল?

ক) পশু শিকার✓

খ) খাদ্য সংগ্রহ

গ) মৎস্য শিকার

ঘ) কৃষিকাজ


৪) আমরা কোথায় প্রাচীন মধ্য ও নব্য প্রস্তর যুগে ও সংস্কৃতির তিনটি পর্ব ই ধারাবাহিকভাবে খুঁজে পাই?

WBCS main 2015

ক) বোলান উপত্যকা✓

খ) কৃষ্ণ উপত্যকা

গ) গোদাবরী উপত্যকা

ঘ) কাশ্মীর উপত্যকা


৫) কোনটি প্রাচীন প্রস্তর যুগের প্রধান অস্ত্র ছিল না?WBCS Main 2017

ক) মসৃণ করার যন্ত্র✓

খ) হাতকুঠার

গ) মাংস কাটার ছুরি

ঘ) দা


৬) মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কি ছিল?

ক) তামা✓

খ) রুপা

গ) ব্রোঞ্জ

ঘ) লোহা


৭) Wenke এর মতে কোন প্রাণীকে সর্ব প্রথম পোষ মানানো হয়েছিল?WBCS Main 2017

ক) ছাগল

খ) শুকর

গ) ঘোড়া

ঘ) কুকুর✓


৮) গর্ডন চাইল্ড এর মতে কোন যুগকে বিবর্তনের যুগ বলে মনে করা হয়?

WBCS Main 2017


ক) প্রাচীন প্রস্তর যুগ

খ) মধ্য প্রস্তর যুগ

গ) নব্য প্রস্তর যুগ✓

ঘ) হরপ্পা যুগ


৯) নিম্নলিখিত সংস্কৃতি গুলির মধ্যে প্রথম মৃৎপাত্রের ওপর ছবি লক্ষ্য করা যায় কোন যুগে? ICDS ২০১২

ক) মধ্য প্রস্তর যুগ

খ) তাম্র প্রস্তর যুগ✓

গ) নব্য প্রস্তর যুগ

ঘ) লৌহ যুগ


১০) নব্য প্রস্তর যুগে ভারতের কোন অংশে মনিবের সঙ্গে পোষা কুকুরকে সমাধি দেওয়ার প্রমাণ পাওয়া যায়?

ক) আসাম

খ) দক্ষিণ ভারত

গ) কাশ্মীর✓

ঘ) মেঘালয়


বুরজাহোম


১১) প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবথেকে উল্লেখযোগ্য আবিষ্কার হলো-

ক) ধাতুর ব্যবহার

খ) কুমোরের চাকা

গ) আগুনের আবিষ্কার✓

ঘ) বয়ন শিল্প


১২) তাম্র প্রস্তর যুগে কোন অঞ্চলে মৃত ব্যক্তিকে বাড়ির মধ্যে উত্তর-দক্ষিণ বরাবর সমাধি দেওয়া হতো?

ক) মহারাষ্ট্র✓

খ) মধ্যপ্রদেশ

গ) পাঞ্জাব

ঘ) গুজরাট


১৩) সোহান সংস্কৃতির অপর নাম হল-

ক) প্রাচীন প্রস্তর সংস্কৃতি✓

খ) মধ্য প্রস্তর সংস্কৃতি

গ) নব্য প্রস্তর সংস্কৃতি

ঘ) তাম্র প্রস্তর সংস্কৃতি


১৪) ধাতুর তৈরি যন্ত্র প্রথম কি কাজে ব্যবহার করা হয়েছিল?

ক) মাটির পাত্র তৈরিতে

খ) বাড়ি নির্মাণে

গ) জঙ্গল সাফাই এর কাজে✓

ঘ) চাকা তৈরিতে


১৫) কোন পশুর অবয়ব মধ্য প্রস্তর যুগের গুহাচিত্র গুলির মধ্যে সবথেকে বেশি খুঁজে পাওয়া যায়?

ক) বাঘ

খ) গরু

গ) মহিষ

ঘ) হরিণ ✓


১৬) তাম্র প্রস্তর যুগের কোন অঞ্চলটি গোদাবরী নদীর নিকটবর্তী স্থান?

ক) নেভাসা

খ) দাইমাবাদ✓

গ) নাভদাতোলি

ঘ) জর্বি


১৭) তাম্র প্রস্তর যুগে গণেশ্বর থেকে হরপ্পার শহরগুলিতে তামা আমদানি করা হতো এই গণেশ্বর কোথায় অবস্থিত?

ক) সোয়াত উপত্যকা

খ) কাশ্মীর

গ) রাজস্থান✓

ঘ) উত্তর প্রদেশ


১৮) সবথেকে বেশি সংখ্যক তাম্র প্রস্তর যুগের নমুনা পাওয়া যায় কোন নদী উপত্যকায়?

ক) চম্বল

খ) নর্মদা

গ) তাপ্তি✓

ঘ) শতদ্রু


১৯) কোয়ার্টাজ মানুষ কাদের বলা হত?

ক) প্রাচীন প্রস্তর যুগের মানুষ কে✓

খ) মধ্য প্রস্তর যুগের মানুষ কে

গ) নব্য প্রস্তর যুগের মানুষ কে

ঘ) তাম্র প্রস্তর যুগের মানুষ কে


২০) কোন যুগকে "ক্ষুদ্র প্রস্তর যুগ" বলা হয়?

ক) প্রাচীন প্রস্তর

খ) মধ্য প্রস্তর✓

গ) নব্য প্রস্তর

ঘ) তাম্র প্রস্তর







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...