Tuesday, November 10, 2020

Bengali Current Affairs 11th November, 2020

 


H/W 10th November,2020

১) ভারতে গ্রাহক বৃদ্ধি করতে নেটফ্লিক্স কোন সংস্থার সাথে চুক্তি করেছে?

- jio

২) ভারতের প্রথম ই - রিসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল কোর্ট "ন্যায় কৌশল " এর উদ্বোধন করলেন?

- শারদ অরবিন্দ ববদে


Bengali Current Affairs 11th November, 2020

1. ভারতে ‘National Legal Services Day’  (জাতীয় আইন পরিষেবা দিবস) পালন করা হয় প্রতি বছর কোন তারিখে?

ⓐ ৮ই নভেম্বর

ⓑ ৯ই নভেম্বর✓

ⓒ ১৫ই সেপ্টেম্বর

ⓓ ৫ই ডিসেম্বর

☯ 1995 সালে প্রথম সুপ্রিম কোর্ট এই দিনটি পালন করে। তারপর থেকে প্রতিবছর 9 নভেম্বর দিনটিকে National legal service day হিসেবে পালন করা হয়।


2.দিল্লি এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Anil Baijal

ⓑ M. M. Kutty✓

ⓒ Dr. Suman Pal

ⓓ Arvind Kejriwal

☯ দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল

☯ রাজ্যপাল- অনিল বৈজাল


3. সম্প্রতি Hashim Thaci ( হাশিম থাকি) কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ Chile

ⓑ Kosovo✓

ⓒ Guinea

ⓓ Mali

☯ এটি দক্ষিন-পূর্ব ইউরোপের দেশ

☯ রাজধানী- Pristina

☯ মুদ্রার নাম- ইউরো


4.জাতি সংঘের ‘ACABQ Committee’-তে নির্বাচিত হলেন কোন ভারতীয় কূটনীতিক?

ⓐ শ্রীমতি পদ্মজা

ⓑ বিদিশা মৈত্র✓

ⓒ অঙ্কুর পাঠক

ⓓ শোভা কুমারী

☯ জাতি সংঘের হেডকোয়াটার- নিউইয়র্ক

☯ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর

☯ বর্তমান সেক্রেটারী জেনারেল- António Guterres


5.‘Your Best Day Is Today’-শিরোনামে বই প্রকাশ করতে চলেছেন কোন বলিউড অভিনেতা?

ⓐ করণ জোহর

ⓑ অনুপম খের✓

ⓒ আমির খান

ⓓ আয়ুষ্মান খুরানা

☯ তিনি ২০০৪ সালে পদ্মশ্রী এবং ২০১৬ সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন।

☯ এই বইয়ের মাধ্যমে, অনুপম খের তার মা  এবং ভাই এর ভাইরাস সংক্রামিত হওয়ার সময় সহ লকডাউন চলাকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও উত্থানের কথা বর্ণনা করেছেন।

☯ His  previous books  :  Lessons Life Taught Me Unknowingly & The Best Thing About You is You. 


6. নিম্নের কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে?

ⓐ শকুন্তলা দেবী

ⓑ নিহার

ⓒ নটখট ✓

ⓓ কোনোটিই নয়

☯ নটখট  ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষায় নির্মিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্য (৩৩ মিনিট) চলচ্চিত্র।

☯ চলচ্চিত্রটি রনি স্ক্রুওয়ালা ও বিদ্যা বালানের যৌথ প্রযোজনা।

☯ পরিচালক - শান ব্যাস 

☯ চিত্রনাট্যকার -   শান ব্যাস ও অনুকম্পা হর্ষ

☯ চিত্রানাট্যে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। 

☯ চলচ্চিত্রটির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। 

☯ নটখটের মাধ্যমে বিদ্যা একই সাথে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় অভিষিক্ত হন।


7.ভারতের প্রথম হাইকোর্ট হিসাবে কোর্টের শুনানী ইউটিউবে লাইভ স্ট্রিম করবে কোন হাইকোর্ট?

ⓐ বোম্বে হাইকোর্ট

ⓑ কলকাতা হাইকোর্ট

ⓒ গুজরাট হাইকোর্ট✓

ⓓ দিল্লি হাইকোর্ট

☯ গুজরাটের রাজধানী - গান্ধীনগর

☯ গুজরাটের রাজ্যপাল - আচার্য দেবব্রত

☯ গুজরাটের মুখ্যমন্ত্রী - বিজয় রুপানি


8.এবছর ২০২০ হর্নবিল উৎসব ভার্চুয়ালি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য?

ⓐ মনিপুর

ⓑ নাগাল্যান্ড✓

ⓒ মিজোরাম

ⓓ আসাম

☯ নাগাল্যান্ডের রাজধানী- কোহিমা

☯ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী- Neiphiu Rio

☯ নাগাল্যান্ডের রাজ্যপাল- RN Ravi


9.সম্প্রতি বিশ্বের সবথেকে বৃহৎ গোলাপী হীরের খনির উৎপাদন বন্ধ করা হলো, এটি কোন দেশে অবস্থিত?

ⓐ জাপান

ⓑ অস্ট্রেলিয়া✓

ⓒ ভারত

ⓓ শ্রীলংকা

☯ এই খনিটি পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত।

☯ রাজধানী- ক্যানবেরা

☯ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার

☯ প্রধানমন্ত্রী- স্কট মরিসন


10. 'World Travel Mart London Award’ জিতলো কোন রাজ্যের পর্যটন শিল্প?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ কেরালা✓

ⓒ জম্মু-কাশ্মীর

ⓓ কর্নাটক

☯ কেরালার রাজধানী- তিরুবন্তপুরম

☯ মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan

☯ রাজ্যপাল- Arif Mohammad Khan


11. ভারতের কোন রাজ্যে প্রথম সৌর ভিত্তিক জল সরবরাহ প্রকল্প চালু হলো?

ⓐ তামিলনাড়ু

ⓑ অরুণাচল প্রদেশ✓

ⓒ উড়িষ্যা

ⓓ অন্ধ্রপ্রদেশ

☯ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অরুণাচল প্রদেশের ভারতের প্রথম সৌর ভিত্তিক জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন।

☯ 28.5 0 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি চালু করা হয়েছে।

☯ অরুণাচল প্রদেশের রাজধানী - ইটানগর

☯ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী- পেমা খান্ডু

☯ অরুণাচল প্রদেশের রাজ্যপাল -  বি. ডি মিশ্র


12. কোন রাজ্যের "tezpur litchi" জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ (GI) পেল?

ⓐ উড়িষ্যা

ⓑ অন্ধ্রপ্রদেশ

ⓒ আসাম✓

ⓓ মেঘালয়

☯ আসামের রাজধানী - দিসপুর

☯ আসামের রাজ্যপাল- জগদীশ মুখী

☯ আসামের মুখ্যমন্ত্রী - সর্বানন্দ সোনোয়াল


13. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী eco-friendly bamboo Divas লঞ্চ করলেন?

ⓐ উড়িষ্যা

ⓑ কর্ণাটক

ⓒ ত্রিপুরা✓

ⓓ মেঘালয়


☯ ত্রিপুরার রাজধানী - আগরতলা

☯ ত্রিপুরার মুখ্যমন্ত্রী- বিপ্লব কুমার দেব

☯ ত্রিপুরার রাজ্যপাল - রমেশ বাইস


14. 40th SAARC Central Bank governors meet এর সভাপতিত্ব করলেন কে?

ⓐ প্রহ্লাদ সিং প্যাটেল

ⓑ গজেন্দ্র সিংহ শেখাওয়াত

ⓒ শক্তিকান্ত দাস✓

ⓓ অমিত শাহ

☯ শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25 তম বর্তমান গভর্নর।


15. কোন সংস্থা সম্প্রতি#CoronasendsNo Notification অভিযান শুরু করলো?

ⓐ Facebook

ⓑ Twitter

ⓒ Amazon

ⓓ Bharti axa✓

☯  Bharti axa Founded -2008

☯ Bharti axa Headquarters - Mumbai, India

☯ CEO and the Managing Director- Sanjeev Srinivasan

☯ Currently, it has 104 branches around the country.


16. সম্প্রতি কোন রাজ্যে 24 মেগাওয়াট জলবিদ্যুত্ পরিকল্পনার উদ্বোধন হলো?

ⓐ উড়িষ্যা✓

ⓑ উত্তর প্রদেশ

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ কেরালা

☯ উড়িষ্যার রাজধানী - ভুবনেশ্বর

☯ উড়িষ্যার মুখ্যমন্ত্রী - নবীন পট্টনায়েক

☯ উড়িষ্যার রাজ্যপাল-  গণেশী লাল


17. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিদেশি মুদ্রা ভান্ডারে ভারতের রেঙ্ক কত?

ⓐ 1st

ⓑ 2nd

ⓒ 4th

ⓓ 5th✓

☯ প্রথম স্থানে আছে জাপান।


18. কোন শহরে স্বচ্ছ বায়ু সড়কপথ অভিযান শুরু হলো?

ⓐ কলকাতা

ⓑ চেন্নাই

ⓒ ব্যাঙ্গালোর✓

ⓓ দিল্লি

☯ উদ্দেশ্য হলো রাজধানী শহর কে দূষণমুক্ত রাখা।

☯ কর্নাটকের রাজধানী - ব্যাঙ্গালোর

☯ কর্নাটকের মুখ্যমন্ত্রী - বি এস ইয়েদুরাপ্পা

☯ কর্নাটকের রাজ্যপাল - বাজুভাই বালা


19. নিম্নের কে সম্প্রতি Ministry of Shipping  এর নাম পরিবর্তন করে The Ministry  Of Ports, Shipping and Waterways করেছেন?

ⓐ রাজনাথ সিং

ⓑ নরেন্দ্র মোদি✓

ⓒ অমিত শাহ

ⓓ কেউ নয়


20. প্রধানমন্ত্রী সম্প্রতি Ropex Ferry Service এর সূচনা কোথায় করলেন?

ⓐ তেলেঙ্গানা

ⓑ কর্ণাটক

ⓒ গুজরাট✓

ⓓ অন্ধ্রপ্রদেশ

☯ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গুজরাটের হাজিরা এবং ঘোঘা এর মধ্যে Ropex Ferry Service এর সূচনা করলেন।

☯ গুজরাটের রাজধানী - গান্ধীনগর

☯ গুজরাটের রাজ্যপাল - আচার্য দেবব্রত

☯ গুজরাটের মুখ্যমন্ত্রী - বিজয় রুপানি


21. সম্প্রতি Virgin Hyperloop সফল টেস্ট সম্পন্ন করেছে এটি কোন দুটি স্থানের মধ্যে সংযোগ করবে?

ⓐ মুম্বাই - হায়দ্রাবাদ

ⓑ মুম্বাই - থানে

ⓒ মুম্বাই-  পুনে✓

ⓓ মুম্বাই-  নাসিক

☯ ভার্জিন হাইপারলুপ মুম্বাই থেকে পুনে মাত্র 25 মিনিটে সংযোগ করবে।

☯ ভার্জিন হাইপারলুপ একটি আমেরিকান পরিবহন প্রযুক্তি সংস্থা ।

☯ Headquarters - লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া

☯ প্রতিষ্ঠিত-   1 জুন, 2014 

☯ প্রতিষ্ঠাতা : Brogan BamBrogan( ব্রোগান বামব্রোগান), Josh Giegel (জোশ জিগেল), 

Shervin Pishevar (শেরভিন পিসেভর)


22. প্রতিবছর কবে উত্তরাখণ্ডের দিবস পালিত হয়?

ⓐ 6 নভেম্বর

ⓑ 5 নভেম্বর

ⓒ 9 নভেম্বর✓

ⓓ 10 নভেম্বর

☯ উত্তরাখণ্ডের রাজধানী - দেরাদুন

☯ উত্তরাখণ্ডের রাজ্যপাল-  বেবি রানি মৌর্য

☯ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী  - ত্রিবেন্দ্র সিং রাওয়াত


Question of the Day

১) ভারতের প্রথম সি-প্লেন সার্ভিসের উদ্বোধন করা হবে কোন রাজ্যে?

২) ‘World Statistics Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...