Tuesday, November 10, 2020

General Science Topic - সজীব কোষের রাসায়নিক উপাদান

 


General Science

   Topic - সজীব কোষের রাসায়নিক উপাদান

১) নিচের কোন পলিস্যাকারাইড টি মানব তন্ত্রে পাচিত হয় না?

ক) গ্লাইকোজেন

খ) অ্যামাইলোপেকটিন

গ) সেলুলোজ✓

ঘ) কোনোটিই নয়


২)  নিচের কোন শর্করাটির মিষ্টতা বেশি?

ক) মলটোজ

খ) গ্যালাকটোজ

গ) গ্লুকোজ

ঘ) ফ্রুক্টোজ✓


৩) সবচেয়ে কম মিষ্ট শর্করা হলো-

ক) মলটোজ✓

খ) সুক্রোজ

গ) গ্লুকোজ

ঘ) ফ্রুক্টোজ


৪) কোনটি ফ্রুক্টোজের পলিমার?

ক) স্টার্চ

খ) গ্লাইকোজেন

গ) ইনিউলিন✓

ঘ) সেলুলোজ


৫) কোনটি বেনেডিক্ট দ্রবণ কে বিজারিত করে না?

ক) ফ্রুক্টোজ

খ) সুক্রোজ✓

গ) অ্যালডিহাইড

ঘ) গ্লুকোজ


৬) কোনটি আয়োডিন এর সঙ্গে বিক্রিয়া করে?

ক) গ্লুকোজ

খ) প্রোটিন

গ) গ্লাইকোজেন

ঘ) স্টার্চ✓


৭) কোনটিকে রক্ত শর্করা বলে?

ক) গ্লুকোজ✓

খ) ফ্রুক্টোজ

গ) গ্যালাকটোজ

ঘ) স্টার্চ


৮) কোনটি ডাই-স্যাকারাইড?

ক) গ্যালাকটোজ

খ) গ্লুকোজ

গ) ল্যাকটোজ✓

ঘ) ফ্রুক্টোজ


৯) নিচের কোনটি উদ্ভিদে পাওয়া যায় না?

ক) গ্লুকোজ

খ) ল্যাকটোজ✓

গ) ফ্রুক্টোজ

ঘ) সুক্রোজ


১০) ভিটামিন সি কোন পলিস্যাকারাইড সংশ্লেষ এর সঙ্গে যুক্ত?

ক) কোলাজেন✓

খ) স্টার্চ

গ) সেলুলোজ

ঘ) গ্লাইকোজেন


১১) দুটি কার্বোহাইড্রেট এর মধ্যে বর্তমান বন্ড টি হল -

ক) অ্যামাইড

খ) গ্লাইকোসাইডিক✓

গ) হাইড্রোজেন

ঘ) পেপটাইড


১২) আমাদের প্রয়োজনীয় শক্তির 50% এর উৎস হল-

ক) ফ্যাট

খ) প্রোটিন

গ) কার্বোহাইড্রেট✓

ঘ) গ্লিসারাইড


১৩) প্রোটিনের আর্দ্রবিশ্লেষনে উৎপন্ন হয় -

ক) ইউরিয়া

খ) ইউরিক এসিড

গ) অ্যামাইনো এসিড✓

ঘ) গ্লুকোজ


১৪) কোনটি কৃত্রিম প্রোটিন?

ক) ক্যারাটিন

খ) মনেলিন✓

গ) ফাইব্রিনোজেন

ঘ) ইলাস্টিন


১৫) দুধে কোন প্রোটিন পাওয়া যায়?

ক) মায়োসিন

খ) কেসিন✓

গ) অ্যালবুমিন

ঘ) গ্লোবিউলিন


১৬) সবচেয়ে সরলতম অ্যামাইনো এসিড হল-

ক) লাইসিন

খ) লিউসিন

গ) গ্লাইসিন✓

ঘ) ভ্যালিন


১৭) পেপটোন হল -

ক) সরল প্রোটিন

খ) লব্ধ প্রোটিন✓

গ) সংযুক্ত প্রোটিন

ঘ) গ্লাইকোপ্রোটিন


১৮) "অ্যামাইনোএসিড " কথাটি নামকরণ করেন কে?

ক) ক্যাসিমির ফ্রাঙ্ক

খ) এমিল ফিসার✓

গ) রবার্ট ব্রাউন

ঘ) রবার্ট কক


১৯) ডিমের সাদা অংশে প্রোটিন হল-

ক) অ্যালবুমিন✓

খ) গ্লোবিউলিন

গ) কেসিন

ঘ) কেরাটিন


২০) ডিমের সাদা অংশে কার্বোহাইড্রেট এর শতকরা পরিমাণ হল-

ক) 10%

খ) 100%

গ) 0%✓

ঘ) 50 %


২১) নিচের কোনটি রেশম তন্তুর প্রধান উপাদান?

ক) কেরাটিন

খ) ফাইব্রয়েন✓

গ) কোলাজেন

ঘ) ইলাস্টিন


২২) লেসিথিন হলো-

ক) ফসফোলিপিড✓

খ) লাইপোপ্রোটিন

গ) ফ্লাইকোলিপিড

ঘ) স্টেরয়েড


২৩) নিচের কোন ফ্যাটি অ্যাসিড টি একটি স্থানীয় হরমোন?

ক) সেরিব্রোন

খ) নারভন

গ) কোলিন

ঘ) প্রোস্টাগ্ল্যান্ডিন✓


২৪) ফ্যাট নিচের কোনটিতে অদ্রাব্য?

ক) ইথার

খ) জল✓

গ) বেনজিন

ঘ) ক্লোরোফরম


২৫) বাদামি ফ্যাট  কিসের সঙ্গে সংযুক্ত?

ক) দেহের ওজন বৃদ্ধি

খ) ত্বকের কৃষ্ণবর্ণ

গ) তাপ উৎপাদন

ঘ) সবগুলি✓



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...