Wednesday, November 11, 2020

ভারতের অবস্থান, অঙ্গরাজ্য এবং প্রতিবেশী দেশসমূহ

 


ভারতের অবস্থান, অঙ্গরাজ্য এবং প্রতিবেশী দেশসমূহ

১) তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে- WBCS pre ২০১৯

ক) 1 জুন 2013
খ) 2 জুন 2014✓
গ) 1 জুন 2015
ঘ) 1 জুন 2016

২) নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? WBCS pre ২০১৯

ক) মিজোরাম
খ) ত্রিপুরা
গ) উড়িষ্যা✓
ঘ) মধ্যপ্রদেশ

৩) নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত? WBCS pre ২০১৮

ক) জয়পুর✓
খ) নাগপুর
গ) ভূপাল
ঘ) হায়দ্রাবাদ

৪) কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের নিকটস্থ?WBCS pre ২০১৮

ক) শ্রীলংকা
খ) মায়ানমার✓
গ) ইন্দোনেশিয়া
ঘ) পাকিস্তান

৫) নিম্নলিখিত কোন শহর বা মহানগর টি সর্বাধিক উত্তর অক্ষাংশ অবস্থিত? WBCS pre ২০১৮

ক) পাটনা✓
খ) এলাহাবাদ
গ) পাঁচমারি
ঘ) আমেদাবাদ

৬) পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো- WBCS pre ২০১৭

ক) 2.4 %✓
খ) 2.8 %
গ) 3.2%
ঘ) 3.6%

৭) দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য টি-WBCS pre ২০১৭

ক) মনিপুর
খ) মিজোরাম
গ) নাগাল্যান্ড
ঘ) অরুণাচল প্রদেশ✓

৮) শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেন?WBCS pre ২০১৬

ক) কে. স্পেট
খ) এস.পি. চ্যাটার্জী ✓
গ) ডিএন ওয়ারিয়া
ঘ) আর. এল. সিং

৯) 2001 সেন্সাস এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছে-WBCS pre ২০১৫

ক) নর্মদা উপত্যকায় এবং ছত্রিশগড়
খ) মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়✓
গ) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকায়
ঘ) মধ্যপ্রদেশ ও বিদর্ভ

১০) স্যার ক্রিক সংক্রান্ত বিভাগ কোন দেশের মধ্যে?
WBCS pre ২০১৩

ক) ভারত-বাংলাদেশ
খ) ভারত -নেপাল
গ) ভারত -পাকিস্তান✓
ঘ) ভারত- শ্রীলংকা

১১) পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে-WBCS pre ২০০৫

ক) অরুণাচল প্রদেশ ও মায়ানমার✓
খ) মনিপুর ও নাগাল্যান্ড
গ) অসম ও মেঘালয়
ঘ) মেঘালয় ও নাগাল্যান্ড

১২) ভারতের সর্বশেষ পূর্ব এবং সর্বশেষ পশ্চিমতম বিন্দুর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? WBCS pre ২০০৫

ক) 1 ঘন্টা 57 মিনিট✓
খ) 2 ঘন্টা
গ) 1 ঘন্টা 30 মিনিট
ঘ) 2 ঘন্টা 15 মিনিট

১৩) আদম ব্রিজ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? WBCS pre ২০০৫

ক) আরাবল্লী ও সাতপুরা
খ) ভারতও শ্রীলংকা✓
গ) হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
ঘ) ভারত  ও পাকিস্তান

১৪) সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত কোন স্থানে? WBCS pre ২০০৯

ক) চেন্নাই
খ) শ্রীহরিকোটা✓
গ) ট্রমবে
ঘ) চাঁদিপুর

১৫) দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল-WBCS pre ২০০৯

ক) অন্ধ্রপ্রদেশ✓
খ) আসাম
গ) তামিলনাড়ু
ঘ) কর্ণাটক

১৬) ভারত-বাংলাদেশের জল বন্টন নিয়ে বিতর্ক কারণ হলো নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য-WBCS pre ২০০৮

ক) মাইথন ড্যাম
খ) ফারাক্কা ব্যারেজ✓
গ) দুর্গাপুর ব্যারেজ
ঘ) ব্রহ্মপুত্র নদী

১৭) আয়তনে হিসাবে ভারতের বৃহত্তম জেলা কোনটি? WBCS pre ২০০৭

ক) বাসতার
খ) কচ্ছ✓
গ) লে লাদাখ
ঘ) বর্ধমান

১৮) সিকিম কবে ভারতবর্ষের অংশ হলো?WBCS pre ২০০৬

ক) 1975✓
খ) 1978
গ) 1982
ঘ) 1990

১৯) কোন রাজ্যটি ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে?WBCS pre ২০০৬

ক) বিহার
খ) মধ্যপ্রদেশ✓
গ) উত্তর প্রদেশ
ঘ) মহারাষ্ট্র

২০) নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে চীনের সীমানা রয়েছে?WBCS pre ২০০৫

ক) রাজস্থান
খ) বিহার
গ) দিল্লি
ঘ) হিমাচল প্রদেশ✓

২১) ইম্ফল কোন রাজ্যের রাজধানী?WBCS pre ২০০৫

ক) অরুণাচল প্রদেশ
খ) মনিপুর✓
গ) নাগাল্যান্ড
ঘ) ত্রিপুরা

২২) ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?WBCS pre ২০১১

ক) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
খ) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
গ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান✓
ঘ) আমিনদিবি ও লাক্ষাদ্বীপ

২৩) নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? WBCS pre ২০১১

ক) নাগাল্যান্ড
খ) মনিপুর
গ) আসাম
ঘ) অরুণাচল প্রদেশ✓

২৪) জল বন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে?WBCS pre ২০১০

ক) মধ্য প্রদেশ ও উড়িষ্যা
খ) গুজরাট ও মহারাষ্ট্র
গ) উত্তর প্রদেশ ও বিহার
ঘ) কর্ণাটক ও তামিলনাড়ু✓

২৫) উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?WBCS pre ২০০৯

ক) রাডক্লিফ লাইন
খ) ডুরান্ড লাইন
গ) ম্যাকমোহন লাইন✓
ঘ) সিগফ্রিড লাইন

২৬) ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে?WBCS pre ২০০৯

ক) অন্ধ্রপ্রদেশ
খ) বিহার
গ) মধ্যপ্রদেশ
ঘ) উত্তর প্রদেশ✓

২৭) কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে?WBCS pre ২০০৯

ক) অন্ধ্রপ্রদেশ
খ) উত্তর প্রদেশ
গ) মহারাষ্ট্র
ঘ) মধ্যপ্রদেশ✓

২৮) তিনবিঘা করিডোর যোগ করেছে-WBCS pre ২০০৯

ক) ভারত ও পাকিস্তানকে
খ) ভারত ও চীন কে
গ) ভারত ও ভুটান
ঘ) ভারত ও বাংলাদেশকে✓

২৯) বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন?
WBCS pre ২০১২

ক) ভি পি মেনন
খ) স্যার সিরিল রেডক্লিফ✓
গ) স্টাফোর্ড ক্রিপস
ঘ) লর্ড পেথিক লরেন্স

৩০) ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তি ক্ষেত্রে কোন ভারতীয় নেতার অবদান ছিল?WBCS pre ২০১২

ক) আচার্য কৃপালিনী
খ) গোবিন্দ বল্লভ পন্থ
গ) সরদার বল্লভ ভাই প্যাটেল✓
ঘ) হরেকৃষ্ণ মহতাব

৩১) কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব-WBCS pre ২০১১

ক) দক্ষিণ মেরুর সাপেক্ষে
খ) নিরক্ষরেখার সাপেক্ষে✓
গ) উত্তর মেরুর সাপেক্ষে
ঘ) পৃথিবীর অক্ষরেখা সাপেক্ষে

৩২) জিরো মাইল সেন্টার কোথায় অবস্থিত?

ক) নাগপুর✓
খ) আমেদাবাদ
গ) সুরাট
ঘ) কন্যাকুমারী

৩৩) 10 ডিগ্রি চ্যানেল দিয়ে দুটি স্থানের মধ্যে অবস্থিত- WBCS pre ২০০৪

ক) আন্দামান ও নিকোবর দ্বীপ✓
খ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
গ) গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপ
ঘ) রামেশ্বর ও জাফনা উপদ্বীপ

৩৪) 1953 সালে অন্ধ্র রাজ্য বিভক্ত হওয়ার আগেই এই রাজ্যের রাজধানীর নাম কি ছিল? IAS
pre ২০০৮

ক) গুন্টুর
খ) কুর্ণুল✓
গ) নেল্লোর
ঘ) ওয়ারাঙাল

৩৫) সম্বর লেক রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত? IAS pre ২০০৪

ক) ভরতপুর
খ) জয়পুর✓
গ) যোধপুর
ঘ) উদয়পুর

৩৬) প্রথম ভারতের কোন রাজ্যে অমর্ত্য সেন দ্বারা তৈরি মানব উন্নয়ন সূচক রিপোর্ট টি আছে? IAS  pre ২০০০

ক) পশ্চিমবঙ্গ
খ) কেরালা
গ) মধ্যপ্রদেশ✓
ঘ) অন্ধ্রপ্রদেশ

৩৭) ভৌগলিক দিক থেকে গ্রেট নিকোবর এর সবচেয়ে কাছের দেশটি হল- IAS  pre ২০১৭

ক) সুমাত্রা✓
খ) বোর্নিও
গ) জাভা
ঘ) শ্রীলংকা

৩৮) নিম্নলিখিত কোন শহরে বছরে একবার মধ্যাহ্নের সূর্য ঠিক মাথার উপরে থাকে? ICDS ২০১২

ক) দিল্লি ও চেন্নাই
খ) শ্রীনগর ও দার্জিলিং
গ) হায়দ্রাবাদ ও কোহিমা
ঘ) নাগপুর ও কলকাতা✓

৩৯) কেন্দ্রশাসিত রাজ্য পন্ডিচেরির সীমানায় নিম্নলিখিত কোন রাজ্যটি নেই?

ক) মহারাষ্ট্র✓
খ) তামিলনাড়ু
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) কেরালা

৪০) দমন ও দিউ কোন উপসাগর দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে?

ক) কচ্ছ উপসাগর
খ) পক প্রণালী
গ) খাম্বাত উপসাগর✓
ঘ) মান্নার উপসাগর

৪১) ভারতের পূর্ব পশ্চিম বিস্তার কত কিলোমিটার?

ক) 2930 কিলোমিটার
খ) 2933 কিলোমিটার ✓
গ) 2937 কিলোমিটার
ঘ) 2940 কিলোমিটার

৪২) প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমারেখা রয়েছে কোন দেশের?

ক) পাকিস্তান
খ) নেপাল
গ) বাংলাদেশ✓
ঘ) ভুটান

৪৩) SAARK গঠিত হয়েছে কত সালে?

ক) 1981 সালের 8 ডিসেম্বর
খ) 1982 সালের 8 ডিসেম্বর
গ) 1985 সালের 8 ডিসেম্বর✓
ঘ) 1986 সালের 8 ডিসেম্বর

৪৪) ভারত ও মায়ানমারের সীমারেখার নাম হল-

ক) ইন্দো -বার্মা ব্যারিয়ার✓
খ) রাডক্লিফ লাইন
গ) ডুরান্ড লাইন
ঘ) ম্যাকমোহন লাইন

৪৫) SAARK এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ঢাকা
খ) দিল্লি
গ) মালদ্বীপ
ঘ) কাঠমান্ডু✓

৪৬) ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা পৃথক করা হয়েছে?

ক) সমব্রেরো
খ) 8 ডিগ্রি চ্যানেল
গ) পক প্রণালী✓
ঘ) ডানকান প্যাসেজ

৪৭) কেরালায় দীর্ঘতম ক্ষুদ্রতম দিনের সময়ের পার্থক্য কত মিনিট?

ক) 45 মিনিট✓
খ) 30 মিনিট
গ) 40 মিনিট
ঘ) 35 মিনিট

৪৮) ভারতের উত্তরের সর্বোচ্চ বিন্দু ও দক্ষিণে কন্যাকুমারী মধ্যে দূরত্ব কমপক্ষে কত ডিগ্রী?

ক) 25 ডিগ্রি অক্ষাংশ
খ) 35 ডিগ্রি অক্ষাংশ
গ) 20 ডিগ্রি অক্ষাংশ
ঘ) 30 ডিগ্রি অক্ষাংশ✓

৪৯) তিন বিঘা করিডোরের ক্ষেত্রফল কত?

ক) 178 মিটার* 60 মিটার
খ) 175 মিটার *282 মিটার
গ) 178 মিটার * 85 মিটার✓
ঘ) 160 মিটার* 85 মিটার

৫০)  ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সময়?

ক) 2016 সালের 31 জুলাই
খ) 2015 সালের 31 জুলাই ✓
গ) 2012 সালের 31 জুলাই
ঘ) 2009 সালের 31 জুলাই








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...