H/W 21st November, 2020
১) ভূমি এবং সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য ‘Dharani’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
-তেলেঙ্গানা
২) ' জাতীয় শিক্ষা দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
- ১১ই নভেম্বর
Bengali Current Affairs 22nd November, 2020
1.‘বিশ্ব শিশু দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ১৪ই নভেম্বর
ⓑ ২০শে নভেম্বর✓
ⓒ ৫ই সেপ্টেম্বর
ⓓ ১২ই ডিসেম্বর
✤ ২০২০ সালের থিম ছিল-‘ Investing in our future means investing in our children’
✤ ১৯৫৪ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে।
✤ বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে জনসচেতনতা তৈরি করতে দিনটি পালন করা হয়।
2. 2020 সালে বুকার প্রাইজ কে পেলেন?
ⓐ ডগলাস স্টুয়ার্ট✓
ⓑ অবনী দোশি
ⓒ ডায়ান কুক
ⓓ সিতজি দাঙারেম্বার
✤ ব্রিটিশ সাহিত্যিক ডগলাস স্টুয়ার্ট তার উপন্যাস "শুগি বেইন" এর জন্য 2020 সালে বুকার প্রাইজ পেলেন।
✤ 2019 সালে যৌথভাবে বুকার পুরস্কার পেয়েছিলেন মার্গারেট অ্যাটউড তার "দা টেস্টামেন্ট" উপন্যাস এবং বার্নান্ডিন এভারিস্ত তার "গার্ল ,ওমেন, আদার" বইটির জন্য।
3. সম্প্রতি অবসর ঘোষণাকারী সুদীপ ত্যাগী, কোন খেলার সঙ্গে যুক্ত?
ⓐ ক্রিকেট✓
ⓑ ফুটবল
ⓒ হকি
ⓓ ব্যাডমিন্টন
4. সম্প্রতি Maia Sandu, কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন জিতলেন?
ⓐ নিকারাগুয়া
ⓑ মলদোভা✓
ⓒ আইভরিকোস্ট
ⓓ ফিনল্যান্ড
✤ রাজধানী- Chișinău
✤ মুদ্রার নাম- Moldovan leu
5. কোন রাজ্যে শিশু অধিকার সপ্তাহ পালিত হল?
ⓐ রাজস্থান✓
ⓑ কর্ণাটক
ⓒ হরিয়ানা
ⓓ গুজরাট
✤ শিশুর অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই সপ্তাহটি শিশু অধিকার সপ্তাহ হিসেবে পালিত হল।
✤ রাজস্থানের রাজধানী : জয়পুর
✤ রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলট
✤ রাজস্থানের রাজ্যপাল: কলরাজ মিশ্রা
6.আগামী ৩ বছরের জন্য BCCI-এর ‘অফিসিয়াল কিট স্পন্সর’ হলো কোন কোম্পানী?
ⓐ MPL✓
ⓑ Unacademy
ⓒ Byjus
ⓓ Jio
✤ MPL-এর পুরো কথা- Mobile Premier League
✤ হেডকোয়াটার- বেঙ্গালুরু
✤ প্রতিষ্ঠা সাল- সেপ্টেম্বর, ২০১৮
✤ প্রতিষ্ঠাতা- Sai Srinivas, Shubham Malhotra
✤ BCCI-এর পুরো কথা- Board of Control for Cricket in India
✤ হেডকোয়াটার- মুম্বাই
✤ প্রতিষ্ঠা সাল- ডিসেম্বর, ১৯২৮
✤ বর্তমান প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলী
✤ সেক্রেটারী- জয় শাহ
7.বিশ্বের ৫০০টি শক্তিশালী সুপার কম্পিউটার তালিকায় ভারতের ‘Param Siddhi’-র স্থান কত?
ⓐ ১০২
ⓑ ৬৩✓
ⓒ ৪৫
ⓓ ৩৫
8. কোন বলিউড অভিনেত্রী ভারতরত্ন ডঃ আম্বেদকর অ্যাওয়ার্ড 2020 পেলেন?
ⓐ রিচা চাড্ডা✓
ⓑ প্রিয়াঙ্কা চোপড়ার
ⓒ বিদ্যা বালান
ⓓ ঐশ্বর্য রাই
✤ সম্প্রতি বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা ভারতরত্ন ডঃ আম্বেদকর আওয়ার্ড 2020 পেলেন।
✤ চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়ে থাকে।
✤ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি রিচা চাড্ডা কে এই সম্মানে সম্মানিত করলেন।
9. বিজয়নগর কোন রাজ্যের 31 তম জেলা হল?
ⓐ কর্ণাটক✓
ⓑ কেরালা
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ ঝাড়খন্ড
✤ কর্নাটকের রাজধানী : ব্যাঙ্গালোর
✤ কর্নাটকের রাজ্যপাল : বাজু ভাই বালা
✤ কর্নাটকের মুখ্যমন্ত্রী: বি.এস. ইয়েদদুরাপ্পা
10. ভারতে লিঙ্গানুপাতে শীর্ষ রাজ্য কোনটি?
ⓐ কেরালা
ⓑ অরুনাচলপ্রদেশ✓
ⓒ কর্নাটক
ⓓ পশ্চিমবঙ্গ
✤ এখানে প্রতি ১০০০জন পুরুষ পিছু ১০৮৫জন নারী।
✤ এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে কেরলা, যেখানে ১০০০জন পুরুষ পিছু ৯৬৩জন নারী।
✤ তৃতীয়স্থানে আছে কর্নাটক, যেখানে ১০০০জন পুরুষ পিছু ৯৫৭জন নারী।
11. কোন ব্যাংক CASA (current account ,saving account) mobilisation campaign চালু করল?
ⓐ ICICI Bank
ⓑ Karnataka Bank✓
ⓒ SBI Bank
ⓓ Punjab National Bank
✤ karnatak Bank Limited headquarter : Mangaluru , Karnataka
✤ Karnataka Bank Limited MD and CEO : Mahabaleshwar M.S.
✤ Karnataka Bank Limited Tagline : "Your Family Bank Across India"
12. TRACE Bribery Risk Matrix 2020 তে ভারতের স্থান কত?
ⓐ 76
ⓑ 77✓
ⓒ 78
ⓓ 79
✤ 2019 সালে ভারতের স্থান ছিল 78 তম
✤ 194 টি দেশের মধ্যে এটা প্রকাশিত হয়।
✤ প্রথম স্থানে আছে উত্তর কোরিয়া, দ্বিতীয় স্থানে তুর্কমেনিস্তান, তৃতীয় স্থানে সাউথ সুদান।
✤ index released by- TRACE International and anti-bribery standard setting organisation
13. সম্প্রতি কে 21 নভেম্বর বেঙ্গালুরু সামিট 2020 উদ্বোধন করলেন?
ⓐ নরেন্দ্র মোদি✓
ⓑ রাজনাথ সিং
ⓒ বিএস ইয়েদদুরাপ্পা
ⓓ পীযূষ গোয়েল
✤ কর্নাটকের রাজধানী : ব্যাঙ্গালোর
✤ কর্নাটকের রাজ্যপাল : বাজু ভাই বালা
✤ কর্নাটকের মুখ্যমন্ত্রী: বি.এস. ইয়েদদুরাপ্পা
14. সম্প্রতি প্রকাশিত A Promised Land বইটি কে লিখেছেন?
ⓐ স্কট মরিসন
ⓑ বারাক ওবামা✓
ⓒ জো বাইডেন
ⓓ মনমোহন সিং
15. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী Vatayan Lifetime Achievement Award 2020 পেলেন?
ⓐ নরেন্দ্র সিং তোমার
ⓑ রমেশ পখরিয়াল ✓
ⓒ রাজনাথ সিং
ⓓ নরেন্দ্র মোদি
✤ কবিতা, গ্রন্থ রচনা ,সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পেলেন।
✤ তিনি এখনো পর্যন্ত 75 এর বেশি বই লিখেছেন।
16. সম্প্রতি কোথায় GST Bhawan নির্মাণ করা হয়েছে?
ⓐ পাঞ্জাব
ⓑ কর্ণাটক
ⓒ হরিয়ানা✓
ⓓ অন্ধ্রপ্রদেশ
✤হরিয়ানার পঞ্চকুলা নামক শহরে GST Bhawan স্থাপন করা হয়েছে।
✤ CBIC এর চেয়ারম্যান মিস্টার অজিত কুমার GST Bhawan এর উদ্বোধন করলেন।
✤ CBIC এর fullform : Central Board of Indirect Taxes and Customs
✤ GST এর fullform : Goods and Services Tax
17. সম্প্রতি প্রকাশিত The Last Queen বইটি কে লিখেছেন?
ⓐ অরুন্ধতী রায়
ⓑ চিত্রা ব্যানার্জি✓
ⓒ বাণী চ্যাটার্জি
ⓓ কেউ না
Question of the Day
১) আসামের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?
২) কোন শহরে রানী পদ্মাবতীর একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে?
No comments:
Post a Comment