Wednesday, November 25, 2020

ভারতের ইতিহাস পর্ব 4 বৈদিক যুগ ও মহাজনপদ

 

ভারতের ইতিহাস   পর্ব 4

বৈদিক যুগ ও মহাজনপদ


১) ঋকবেদে উল্লিখিত গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল?


ক) অগ্নি

খ) ইন্দ্র

গ) সূর্য

ঘ) সাবিত্রী✓



২) "সত্যমেব জয়তে" যেটি ভারতের" অশোক স্তম্ভের" নিচে খোদিত তা কোথা থেকে নেওয়া হয়েছে?


ক) কঠ উপনিষদ

খ) ছান্দোগ্য উপনিষদ

গ) ঐতরেয় উপনিষদ

ঘ) মান্ডুক্য উপনিষদ✓



৩) সুশ্রুত কে ছিলেন?


ক) চিত্রকর

খ) দার্শনিক

গ) চিকিৎসক✓

ঘ) উপন্যাসিক



৪) ঋকবেদে কোন দেবতা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে?


ক) ইন্দ্র ✓

খ) বিষ্ণু

গ) সূর্য

ঘ) ব্রহ্মা



৫) আর্য জাতি কোনটির উপাসক ছিলেন?


ক) অগ্নি

খ) গরু✓

গ) নদী

ঘ) গাছ



৬) উপনিষদ হলো-  SSC(CGL)-২০১৬


ক) মহাকাব্য

খ) গল্পের বই

গ) হিন্দু ধর্ম শাস্ত্র✓

ঘ) আইন গ্রন্থ



৭) আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তোলে?

SSC(CGL)-২০১৪


ক) উত্তর প্রদেশ

খ) বাংলা

গ) সপ্তসিন্ধু✓

ঘ) দিল্লি



৮) ঋকবেদে নিম্নলিখিত কোনটি অজানা ছিল?

SSC(CGL)-২০১২


ক) যৌথ পরিবার ব্যবস্থা

খ) চাষবাস✓

গ) বর্ণ ব্যবস্থা

ঘ) বিবাহ প্রথা



৯) বৈদিক গণিত শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো-


ক) শতপথ ব্রাহ্মণ

খ) অথর্ববেদ

গ) শুল্ক সূত্র✓

ঘ) ছান্দোগ্য উপনিষদ



১০) উপনিষদগুলি সংকলন হয়- WBCS (main) ২০১৫


ক) খ্রিস্টপূর্ব 600 অব্দে

খ) খ্রিস্টপূর্ব 800 অব্দে✓

গ) খ্রিস্টপূর্ব 1000 অব্দে

ঘ) খ্রিস্টপূর্ব 1600 অব্দে



১১) প্রাচীনতম বেদ হলো-WBCS (prelim) ২০১৪


ক) অথর্ববেদ

খ) ঋকবেদ✓

গ) যজুর্বেদ

ঘ) সামবেদ





১২) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? WBCS (prelim) ২০১২


ক) মনুসংহিতা

খ) ঋকবেদ✓

গ) অথর্ববেদ

ঘ) শতপথ ব্রাহ্মণ



১৩) বৈদিক সাহিত্য রচিত হয়- WBCS (prelim) ২০১২


ক) 1000 খ্রিস্টপূর্ব

খ) 3000 থেকে 2500 খ্রিস্টপূর্ব

গ) 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব✓

ঘ) 1200 থেকে 1500 খ্রিস্টপূর্ব



১৪) ভারতীয় সংগীতের আদি গ্রন্থ কি? 

WBCS (main) ২০১৭


ক) কৃষ্ণ যজুর্বেদ

খ) অথর্ববেদ

গ) সামবেদ✓

ঘ) পুরুষসূক্ত




১৫) প্রাচীন বৈদিক আর্য দের ধর্ম ছিল মূলত-


ক) ভক্তি

খ) মূর্তি পূজা ও যজ্ঞ

গ) প্রকৃতির পূজা ও যজ্ঞ✓

ঘ) প্রকৃতির পূজা ও ভক্তি



১৬) বৈদিক যুগে " পানিস " নামের লোকেরা ছিল-


ক) যারা বাণিজ্য নিয়ন্ত্রণ করত✓

খ) গবাদিপশুর পালক

গ) গোচারক দের প্রধান

ঘ) লঙ্গলধারি



১৭) ঋকবেদে কয়টি শ্লোক আছে?


ক) 1028 টি✓

খ) 1017 টি

গ) 1128 টি

ঘ) 1020 টি



১৮) নিচের কোনটি বেদাঙ্গ?


ক) শ্রুতি

খ) স্মৃতি

গ) নিরুক্ত✓

ঘ) সংহিতা


১৯) বৈদিক যুগে ' নিস্ক 'শব্দের অর্থ হল একপ্রকার গহনা । পরবর্তী যুগে কি বোঝাতে এটি ব্যবহৃত হতো?


ক) অস্ত্র

খ) কৃষিজাত দ্রব্য

গ) লিপি

ঘ) মুদ্রা✓



২০)  "আর্য"  শব্দটির অর্থ-


ক) একটি সাংস্কৃতিক গোষ্ঠী

খ) এটি যাযাবর গোষ্ঠী

গ) এটি ভাষাগোষ্ঠী✓

ঘ) একটি উৎকৃষ্ট গোষ্ঠী



২১) ইন্দ্র ,বরুণ ,সোম এবং যম নিচের কোন বর্গের অন্তর্গত?


ক) ব্রাহ্মণ

খ) ক্ষত্রিয়✓

গ) বৈশ্য

ঘ) শূদ্র



২২) ঋকবেদের "জন " শব্দটি কতবার উল্লেখিত হয়েছে?


ক) 100 বার

খ) 200 বার

গ) 275 বার✓

ঘ) 300 বার



২৩) "স্বর্ণকার" কে বেদে কোন শব্দে বোঝানো হতো?


ক) কর্মর

খ) তখন

গ) ভাপ্তা

ঘ) হিরণ্যাকার✓



২৪) কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করা হতো?


ক) ঋক বৈদিক যুগ✓

খ) পরবর্তী বৈদিক যুগ

গ) বৈদিক যুগের পরে

ঘ) মহাকাব্যের যুগ



২৫) পঞ্চতন্ত্রের গল্প গুলি কে সংকলন করে? SSC(CHSL)- ২০১৪


ক) বাল্মিকী

খ) বেদব্যাস

গ) বিষ্ণু শর্মা✓

ঘ) তুলসীদাস



২৬) ভারতে প্রথম সশস্ত্র আক্রমণ করেছিল- 

SSC(CHSL)- ২০১৪


ক) আর্যরা✓

খ) গ্রীকরা

গ) পারসিকরা

ঘ) আরবিরা




২৭) কোন দার্শনিক গোষ্ঠী লোকায়ত নামে খ্যাত?


ক) জৈমিনি

খ) বৌদ্ধ

গ) চার্বাক✓

ঘ) ভাগবত



২৮) কোন নদীর কাছে দশ রাজার যুদ্ধ ঘটেছিল?


ক) সরস্বতী

খ) হেল মালান

গ) পুরুষনি✓

ঘ) কুম্বা



২৯) বেমানান টি খুঁজে বার করো


ক) সামবেদ

খ) যজুর্বেদ

গ) বিষ্ণুপুরাণ✓

ঘ) ঋগ্বেদ




৩০) ঋগ্বেদের কয়টি স্তোত্র ইন্দ্রের উদ্দেশ্যে রচিত?


ক) 200

খ) 250✓

গ) 150

ঘ) 350



৩১) "রত্নিস" বলতে কাদের বোঝানো হতো?


ক) উপদেষ্টা✓

খ) মুকুট পরিহিতা রানী

গ) গৃহকর্তা

ঘ) রথচালক




৩২) উপনয়ন প্রথার প্রথম সবিস্তারে বর্ণনা পাওয়া যায় কোথায়? 


ক) ঐতরেয় ব্রাহ্মণ

খ) তৈত্তরীয় ব্রাহ্মণ

গ) জৈমিনিয় ব্রাহ্মণ

ঘ) শতপথ ব্রাহ্মণ✓



৩৩) যুদ্ধে প্রথম হাতি ব্যবহারকারী রাজ্যের নাম কি? SSC(ASI)- ২০১৫


ক) কোশল

খ) মগধ✓

গ) চম্পা

ঘ) অবন্তী



৩৪) ঋক বৈদিক যুগে যে দুজন  পুরোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলেন- 


ক) বশিষ্ট্য ও বাল্মিকী

খ) বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র✓

গ) বাল্মিকী এবং বিশ্বামিত্র

ঘ) বাল্মিকী ও দুর্বাসা



৩৫) ঋকবেদের কোন অংশে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তির কথা বলা হয়েছে?


ক) দ্বিতীয় মন্ডল✓

খ) নবম মন্ডল

গ) দশম মন্ডল

ঘ) চতুর্থ মন্ডল




৩৬) বৈদিক সংস্কৃতিতে কোন দেবতাকে মানুষের মতো বর্ণনা করা হয়েছে?


ক) ইন্দ্র✓

খ) বরুণ

গ) রুদ্র

ঘ) বিষ্ণু



৩৭) কম্বোডিয়ার কোন মন্দিরে রামায়ণ ও মহাভারতের দৃশ্যাবলী খোদিত আছে? SSC (FCI Asst) -২০১২


ক) বরবুদুর

খ) কৈলাসনাথ

গ) আঙ্কোরভাট✓

ঘ) বৃহদেশ্বর



৩৮) "উপনিষদ" এর আক্ষরিক অর্থ কি?SSC   -২০১২


ক) জ্ঞান

খ) বিজ্ঞতা

গ) নিকট বসা ✓

ঘ) আবৃত্তি




৩৯) সেই সাধু ,যিনি দক্ষিণ ভারতে আর্য সভ্যতা ও সংস্কৃতি প্রসার ঘটায় তিনি হলেন-


ক) যাগ্যবল্ক

খ) বশিষ্ট্য

গ) অগস্ত√

ঘ) বিশ্বামিত্র



৪০) ত্রিমূর্তির তথ্য পাওয়া যায় কোথায়?


ক) ছান্দোগ্য উপনিষদ✓

খ) মান্ডুক্য উপনিষদ

গ) শ্বেতাশ্বতর  উপনিষদে

ঘ) মৈত্রেইয়ানি উপনিষদ



৪১) ভারতীয় ঔষধাদি নিয়ে নিচের কোন গ্রন্থ তে বলা আছে?


ক) ঋগ্বেদ✓

খ) সামবেদ

গ) যজুর্বেদ

ঘ) অথর্ববেদ




৪২) রাজার নির্বাচনে অংশগ্রহণকারী উপজাতি প্রতিষ্ঠানকে কি বলা হত?


ক) সভা

খ) সমিতি✓

গ) গণ

ঘ) বিধাতা



৪৩) "দশ রাজন" হলো-


ক) বিষ্ণুর দশম অবতার

খ) দশ রাজার যুদ্ধ✓

গ) রাজার দ্বারা অনুষ্ঠিত বলি

ঘ) রাজার দেওয়া দশটি বলি




৪৪) ভারতীয় সংগীতের উৎস নিম্নলিখিত কোন বেদ সংহিতায় খুঁজে পাওয়া যায়?

 

ক) ঋকবেদ

খ) সামবেদ✓

গ) যজুর্বেদ

ঘ) অথর্ববেদ



৪৫) ঋক বেদের অপর নাম-


ক) ধনুর্বেদ

খ) গন্ধর্ব বেদ

গ) শিল্প বেদ

ঘ) আয়ুর্বেদ✓




৪৬) গৃহ সূত্রের মূল আলোচ্য বিষয় হল-


ক) গৃহস্ত আচার অনুষ্ঠান✓

খ) জ্যামিতি

গ) রাজপরিবারের বলি

ঘ) আচার ব্যবহার ও রীতি নীতি



৪৭) কোন ঋক বৈদিক দেবতা কে "অতিথি "উপাধি দেওয়া হয়েছে?


ক) অগ্নি✓

খ) ইন্দ্র

গ) বরুণ

ঘ) সোম




৪৮) কোন ইউরোপীয় আর্যদের একটি জনগোষ্ঠী বলে উল্লেখ করেন?


ক) উইলিয়াম জোন্স

খ) h&h উইলসন

গ) ম্যাক্সমুলার✓

ঘ) কানিংহাম




৪৯) নিম্নলিখিত দের মধ্যে কে যোগের পথ প্রবর্তক ছিলেন? SSC-২০১১


ক) পতঞ্জলি✓

খ) বানভট্ট 

গ) নাগার্জুন

ঘ) যাজ্ঞবল্ক্য




৫০) নিম্নলিখিত দের মধ্যে কে চিকিৎসক ছিলেন না?

SSC(CHSL)-২০১১


ক) সুশ্রুত

খ) চরক

গ) চার্বাক✓

ঘ) ধন্বন্তরি






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...