Friday, November 27, 2020

Bengali Current Affairs 26th November, 2020

 


Bengali Current Affairs 26th November, 2020

1.15th G20 Summit-এ সভাপতিত্ব করলো কোন দেশ?

ⓐ ভারত
ⓑ সৌদি আরব✓
ⓒ জাপান
ⓓ সংযুক্ত আরব আমিরশাহী

∎ সৌদি আরবের সভাপতিত্বে 15 তম G20 Summit অনুষ্ঠিত হলো।
∎ Covid- 19 মহামারী জনিত কারণে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন।
∎ এবারের থিম ছিল- ‘Realising the Opportunities of the 21st Century for All’

2. Global University employability ranking 2020 সালে ভারতের মধ্যে কোন স্থান শীর্ষস্থানে রয়েছে?

ⓐ IIT Bombay
ⓑ IIT Delhi✓
ⓒ IIT Kanpur
ⓓ IIT Madras

∎ বিশ্বের মধ্যে IIT Delhi রয়েছে 27 নম্বরে এবং বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি।


3. 2022 সালে কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট খেলাটি প্রথমবার যুক্ত করা হবে, 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

ⓐ বার্মিংহাম✓
ⓑ সিডনি
ⓒ গ্লাসগো
ⓓ ইটালি

∎ 2018 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার গোলকোস্টে।
∎ 2022 সালে কমনওয়েলথ গেমস 22 তম।

4.লন্ডনে অনুষ্ঠিত ATP Tour Finals জিতলেন কোন টেনিস খেলোয়াড়?

ⓐ Dominic Thiem
ⓑ Daniil Medvedev✓
ⓒ Novak Djokovic
ⓓ RafaelNadal

∎ তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড়
∎ রাশিয়া র টেনিস খেলোয়াড় Daniil Medvedev অস্ট্রিয়ার Dominic Thiem কে হারিয়ে এই খেতাব অর্জন করেন।
∎ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় লন্ডনে।

5. ‘Best Marine State’-এর তকমা পেল কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ উড়িষ্যা✓
ⓒ তামিলনাড়ু
ⓓ কেরালা

∎ ‘Best Marine District’-এর তকমা পেল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা।
∎ উড়িষ্যা রাজ্যের রাজধানী: ভুবনেশ্বর
∎ উড়িষ্যার মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক
∎ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল


6. Covid-19 টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে পড়া কে আটকানোর জন্য কোন সংস্থা টিম হেলো অভিযান চালু করল?

ⓐ DRDO
ⓑ UN✓
ⓒ ICMR
ⓓ SBI

∎ United Nation Founded: 24 October 1945,
∎ Headquarters: New York, New York, United States
∎  Secretary‑General : António Guterres

7. ‘Children’s Climate Prize’ জিতলো তামিলনাড়ুর ১৪ বছর বয়সী কোন বালিকা?

ⓐ রীতা কুমার
ⓑ বিনিশা উমাশংকর✓
ⓒ মনীষা শংকর
ⓓ বিদিশা বৈষ্ণব

∎ সৌর বিদ্যুৎচালিত ইস্ত্রি করার গাড়ি ডিজাইন করার জন্যই এই পুরস্কার পেলেন।

8.সম্প্রতি অনলাইন গেম ব্যান করলো কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র
ⓑ তামিলনাড়ু✓
ⓒ দিল্লি
ⓓ উত্তরপ্রদেশ

∎ যারা এই আইন অমান্য করে অনলাইন গেম খেলবে তাদের শাস্তি স্বরূপ ৫০০০ টাকা জরিমানা এবং ৬ মাস জেল হবে।

9.সম্প্রতি প্রয়াত সাহিত্য একাডেমী পুরস্কারজয়ী লেখক শেখ খাজা হুসাইন,কোন ভাষায় লিখতেন?

ⓐ হিন্দি
ⓑ তেলেগু✓
ⓒ তামিল
ⓓ কন্নড়

∎ 'Gaali Rangu'-শিরোনামে বইয়ের জন্য তিনি ২০১৭ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছিলেন।
∎ তিনি ‘দেবী প্রিয়’ নামে পরিচিত ছিলেন।
∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭০ বছর

10.২০২৩ সালে G20 Summit হোস্ট করবে কোন দেশ?

ⓐ বাংলাদেশ
ⓑ ভারত✓
ⓒ শ্রীলংকা
ⓓ জাপান

11. কোন রাজ্য সামুদ্রিক রাজ্য শ্রেণীতে মৎস্য চাষে সর্ব শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে?

ⓐ উড়িষ্যা✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ পশ্চিমবঙ্গ

∎ উড়িষ্যা রাজ্যের রাজধানী: ভুবনেশ্বর
∎ উড়িষ্যার মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক
∎ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল

12. 23 নভেম্বর প্রয়াত হলেন তরুন গোগোই ।তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ ঝারখান্ড

∎ আসামের রাজধানী : দিসপুর
∎ আসামের মুখ্যমন্ত্রী: সর্বানন্দ সোনোয়াল
∎ আসামের রাজ্যপাল :জগদীশ মুখী

13. টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি?

ⓐ SBI
ⓑ RBI✓
ⓒ World Bank
ⓓ ADB

∎ RBI Established : 1 April 1935; 85 years ago
∎ Headquarters : Mumbai, Maharashtra, India
∎ Governor : Shaktikanta Das

14. 16 থেকে 22 নভেম্বর সারাদেশে কোন সপ্তাহ পালিত হল?

ⓐ National pharmacy week✓
ⓑ National yoga week
ⓒ National medicine week
ⓓ National doctor week

∎ Theme:  Pharmacist Frontline Health Professions
∎ প্রত্যেক বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে National pharmacy week পালন করা হয়ে থাকে।

15. কোন দেশের অধ্যক্ষতায় APEC-2020 সামিট আয়োজিত হল?

ⓐ ভারত
ⓑ মালয়েশিয়া✓
ⓒ সৌদি আরব
ⓓ সিঙ্গাপুর

∎ APEC-2021 সামিট আয়োজিত করবে নিউজিল্যান্ড।
∎ Motto : Optimising Human Potential Towards a Resilient Future of Shared Prosperity: Pivot. Prioritise. Progress
∎ Venue(s) : Kuala Lumpur & virtual
∎ APEC full form :  Asia-Pacific Economic Cooperation

∎  APEC Headquarters: Singapore
∎  Founder: Bob Hawke
∎  Founded: November 1989, Canberra, Australia
∎ Chairperson: Muhyiddin Yassin

∎  মালয়েশিয়ার রাজধানী :কুয়ালালামপুর
∎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী : মুহিদ্দীন ইয়াসিন
∎ মালয়েশিয়ার মুদ্রা: রিংগিট

Question of the Day

১) ভারতে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ পালন করা হয় কবে?

২) কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরি হতে চলেছে?











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...