Friday, November 27, 2020

WBP/KP/Abgari Special পর্ব-৭

 

WBP/KP/Abgari Special
পর্ব-৭

১) ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন?

ক) কবীর
খ) রামানুজ✓
গ) রামানন্দ
ঘ) নামদেব


২) অ্যালকোহলের হিমাঙ্ক কত?

ক) -130°C✓
খ) - 100°C
গ) -60°C
ঘ) -50°C


৩) আর্থারাইটিস হলো-

ক) হূদরোগ
খ) যকৃতের রোগ
গ) গলার প্রদাহ
ঘ) অস্থিসন্ধির বেদনা✓


৪) তানপুরায় কটি তার থাকে?

ক) দুটি
খ) চারটি✓
গ) ছয়টি
ঘ) 100 টি


৫) নিম্নলিখিত কোন প্রাণী সিলিয়ার দ্বারা গমন করে?

ক) প্যারামেসিয়াম✓
খ) কেঁচো
গ) ইউগ্লিনা
ঘ) হাইড্রা



৬) তড়িৎ সুপরিবাহী একমাত্র অধাতুর নাম কি?

ক) সিলিকন
খ) আয়োডিন
গ) গ্রাফাইট ✓
ঘ) সালফার


৭) 1 কিলোবাইট কত বাইট এর সমান?

ক) 1024 বাইট✓
খ) 1024 * 1024 বাইট
গ) 1042 বাইট
ঘ) 1024 + 1024 বাইট


৮) কাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মাতা বলা হয়?

ক) কস্তুরবা গান্ধী
খ) ভিকাজি রুস্তম জী কামা✓
গ) সরোজিনী নাইডু
ঘ) রানী লক্ষ্মীবাঈ


৯) ভূমিকম্পের ফলে উচ্চস্থান নিচু হয়ে কিসের সৃষ্টি হয়?

ক) লোয়েস সমভূমি
খ) অবনত সমভূমি ✓
গ) লাভা গঠিত সমভূমি
ঘ) হিমবাহ সমভূমি


১০) লন্ডন ইন্ডিয়া হাউস কে স্থাপন করেন?

ক) শ্যামজী কৃষ্ণবর্মা ✓
খ) মহাদেব গোবিন্দ রানাডে
গ) দাদাভাই নওরোজি
ঘ) লালা হরদয়াল


১১) প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার লাভ করেছিলেন?

ক) শাবানা আজমি
খ) সত্যজিৎ রায়
গ) ভানু আথাইয়া✓
ঘ) আমির খান


১২) কোন ভাষার নিজস্ব হরফ নেই?

ক) সাঁওতালি
খ) কোঙ্কণী✓
গ) সংস্কৃত
ঘ) নেপালি


১৩) পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

ক) 1757 খ্রিস্টাব্দ✓
খ) 1775 খ্রিস্টাব্দ
গ) 1756 খ্রিস্টাব্দ
ঘ) 1761 খ্রিস্টাব্দে


১৪) প্রাচীনতম বেদ কোনটি?

ক) ঋকবেদ✓
খ) সামবেদ
গ) যজুর্বেদ
ঘ) অথর্ববেদ


১৫) " স্বরাজ আমার জন্মগত অধিকার " উক্তিটি কার?

ক) গোপালকৃষ্ণ গোখলে
খ) দাদাভাই নওরোজি
গ) বালগঙ্গাধর তিলক✓
ঘ) বিপিনচন্দ্র পাল


১৬) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?

ক) নন্দাদেবী
খ) এভারেস্ট
গ) গডউইন অস্টিন✓
ঘ) কাঞ্চনজঙ্ঘা

১৭) নিম্নের কোন টি বরফে ঢাকা মহাদেশ?

ক) আফ্রিকা
খ) আন্টার্টিকা✓
গ) অস্ট্রেলিয়া
ঘ) দক্ষিণ আমেরিকানট


১৮) বলিভিয়ার রাজধানী হল-

ক) হ্যামিলটন
খ) সোফিয়া
গ) লাপাজ✓
ঘ) লাগোস


১৯) কাকে " Grand old man of India" বলা হয়?

ক) জহরলাল নেহেরু
খ) মহাত্মা গান্ধী
গ) দাদাভাই নওরোজি ✓
ঘ) গোপালকৃষ্ণ গোখলে


২০) ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে?

ক) 1851
খ) 1852
গ) 1853✓
ঘ) 1854


২১) জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয়?

ক) 5 জুন
খ) 8 মার্চ
গ) 29 আগস্ট
ঘ) 10 ডিসেম্বর✓


২২) ব্ল্যাক ফুট ডিজিজ কি থেকে হয়?

ক) আর্সেনিক✓
খ) সালফার
গ) কৃমি
ঘ) কোনোটিই নয়


২৩) ব্লাড সুগার হলো প্রবাহিত রক্তে____ এর মাত্রা

ক) গ্লুকোজ✓
খ) মিল্কোজ
গ) পেপটোজ
ঘ) সেলুলোজ


২৪) খাবার সোডা নিম্নের কোনটি ব্যবহার করা হয়?

ক) ক্যালসিয়াম ক্লোরাইড
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) সোডিয়াম বাই কার্বনেট✓


২৫) ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত?

ক) 101 3.2 মিলিবার✓
খ) 10 31.1 মিলিবার
গ) 2012.2 মিলিবার
ঘ) 130 1.2 মিলিবার

২৬) কোন দিনটি প্রত্যেক বছর World Kindness Day হিসেবে পালন করা হয়ে থাকে?

ক) 10 নভেম্বর
খ) 8 নভেম্বর
গ) 13 নভেম্বর ✓
ঘ) 11 নভেম্বর


২৭) কোন রাজ্য 2019 সালের National Water Award (NWAS) এ সেরা রাজ্যের পুরস্কার পেল?

ক) মধ্যপ্রদেশ
খ) তামিলনাড়ু✓
গ) গুজরাট
ঘ) অন্ধ্রপ্রদেশ


২৮) সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার "road map to Atma Nirbhar  Madhya Pradesh 2023" লঞ্চ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন?

ক) ভূপেশ বাঘেল
খ) ফাগু চৌহান
গ) শিবরাজ সিং চৌহান✓
ঘ) বিজয় রুপানি




২৯) সম্প্রতি কোন সংস্থা ভারত দর্শন -দক্ষিণ ভারত যাত্রা অভিযান চালু করবে?

ক) Indian airlines
খ) Indian Navy
গ) IRCTC✓

ঘ) DRDO


৩০) 2022 T20 World Cup পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ক) আবর আজম
খ) ইউনিস খান✓
গ) হায়দার আলী
ঘ) শোয়েব মালিক










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...