Bengali Current Affairs 27th November, 2020
1. সম্প্রতি ঘূর্ণিঝড় নিভার এর জন্য কোন রাজ্যে হাই এলার্ট জারি করা হয়েছে?
ⓐ তামিলনাড়ু
ⓑ পুদুচেরি
ⓒ তামিলনাড়ু এবং পুদুচেরি✓
ⓓ কোনোটিই নয়
❏ আবহাওয়া অফিস এর রিপোর্ট অনুযায়ী নিভারের গতিবেগ ১২০ কিলোমিটার হতে পারে।
❏ পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল।
❏ চারটি অসংলগ্ন জেলা নিয়ে পুদুচেরি গঠিত।
❏ Lieutenant Governor : কিরণ বেদি
❏ তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই
❏ রাজ্যপাল : বানওয়ারীলাল পুরোহিত
❏ মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে. পালানিসামি
2.উত্তর পূর্ব ভারতের প্রথম গরুদের জন্য হসপিটাল তৈরি হলো কোথায়?
ⓐ আসাম✓
ⓑ মনিপুর
ⓒ নাগাল্যান্ড
ⓓ ত্রিপুরা
❏ এটি আসামের ডিব্রুগড়ে তৈরি হলো।
❏ এই হসপিটালের নাম দেওয়া হয়েছে- সুরভী আরোগ্যশালা
❏ আসামের রাজধানী- দিসপুর
❏ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
❏ রাজ্যপাল- জগদীশ মুখী
3.ICC-র নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?
ⓐ শশাঙ্ক মনোহর
ⓑ গ্রেগ বার্কলে✓
ⓒ ইমরান খাজা
ⓓ ব্রেইট লী
❏ তিনি নিউজিল্যান্ডের বাসিন্দা
❏ ICC-এর পুরো কথা- International Cricket Council
❏ হেডকোয়ারটার- দুবাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯০৯ সালের ১৫ই জুন
❏ সদস্য- 104
❏ বর্তমান CEO- Manu Sawhney
❏ নতুন আইসিসি নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা 15 বছর হতে হবে।
4.'UMANG' মোবাইল অ্যাপের আন্তর্জাতিক ভার্সন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
ⓐ প্রকাশ জাভেদকর
ⓑ রবি শঙ্কর প্রসাদ✓
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ রাজনাথ সিং
❏ Ministry of electronics and information technology Minister- Ravi Shankar Prasad
❏ UMANG full form - unified mobile application for new age governance
5.World best cities 2021 তালিকায় শীর্ষস্থানে আছে কোন শহর?
ⓐ লন্ডন✓
ⓑ নিউইয়র্ক
ⓒ সিঙ্গাপুর
ⓓ প্যারিস
❏ এই তালিকায় ভারতের একটি মাত্র শহর স্থান পেয়েছে দিল্লি। যার স্থান 62 তম।
❏ দ্বিতীয় স্থানে আছে নিউইয়র্ক ও তৃতীয় স্থানে আছে প্যারিস।
❏ 2019 সালে দিল্লির স্থান 81 তম।
6.ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক নৌসেনা অনুশীলন 'SIMBEX-20'-এর ২৭তম সংস্করণ অনুষ্ঠিত হলো কোন সাগরে?
ⓐ বঙ্গোপসাগর
ⓑ আরব সাগর
ⓒ আন্দামান সাগর✓
ⓓ মান্নার উপসাগর
❏ এই নৌ মহড়া অনুষ্ঠিত হলো 23 শে নভেম্বর থেকে 25 শে নভেম্বর পর্যন্ত।
7.Indian Banks' Association-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অমিতাভ কান্ত
ⓑ শক্তিকান্ত দাস
ⓒ রাজকিরণ রাই✓
ⓓ অধীর চৌধুরী
❏ তিনি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান CEO এবং ম্যানেজিং ডিরেক্টর।
❏ IBA-এর হেডকোয়ার্টার- মুম্বাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৪৬ সালের ২৬শে সেপ্টেম্বর
❏ বর্তমান CEO- সুনীল মেহতা
8.প্রথম ব্যাঙ্ক হিসাবে "Cardless EMI Facility" লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ Axis Bank
ⓑ SBI
ⓒ ICICI Bank✓
ⓓ HDFC Bank
❏ হেডকোয়ার্টার- মুম্বাই
❏ প্রতিষ্ঠা সাল- জুন,১৯৯৪
❏ বর্তমান CEO- সন্দীপ বক্সি
9. "The of Belonging" শিরোনামে বই প্রকাশ করলেন কে?
ⓐ চেতন ভগৎ
ⓑ শশী থারুর✓
ⓒ অরুন্ধতী রায়
ⓓ কৈলাশ পরোয়াল
10.জম্মু-কাশ্মীরে পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে "Operation 500" লঞ্চ করলো কে?
ⓐ ইন্ডিয়ান আর্মি✓
ⓑ ইন্ডিয়ান এয়ারফোর্স
ⓒ ইন্ডিয়ান নেভি
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড
❏ হেড কোয়াটার- নিউ দিল্লি
❏ প্রতিষ্ঠা সাল- ১৮৯৫ সালের ১লা এপ্রিল
❏ চিফ অফ ডিফেন্স স্টাফ- বিপিন রাওয়াত
11. ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য্য অ্যাওয়ার্ড 2020 সালে কাকে সম্মানিত করা হলো?
ⓐ প্রদীপ সেন
ⓑ প্রদীপ বড়ুয়া✓
ⓒ অমলকান্তি
ⓓ জয়দীপ মুখার্জি
❏ প্রকাশক ও সম্পাদক প্রদীপ বড়ুয়া কে 21 নভেম্বর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য্য পুরস্কারে ভূষিত করা হলো।
❏ তার হাতে পুরস্কারটি তুলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
❏ পুরস্কার মূল্য 2 লক্ষ টাকা এবং একটি শংসাপত্র।
12. সম্প্রতি কোন রাজ্য হিম সুরক্ষা যোজনা চালু করল?
ⓐ উত্তরাখান্ড
ⓑ মেঘালয়
ⓒ হিমাচল প্রদেশ✓
ⓓ উড়িষ্যা
❏ হিমাচল প্রদেশের রাজধানী :সিমলা
❏ মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর
❏ রাজ্যপাল - বান্দারু দত্তাত্রেয়
13. প্রয়াত হলেন দিয়েগো মারাদনা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল✓
ⓒ হকি
ⓓ গলফ
❏ মারাদোনার পূর্ণ নাম : দিয়েগো আরমান্দো মারাদোনা
❏ ডাকনাম- সোনালী বালক (golden kid)
❏ জন্ম : ৩০ অক্টোবর ১৯৬০
❏ জন্ম স্থান - বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
❏ মৃত্যু - ২৫ নভেম্বর ২০২০ (বয়স ৬০)
❏ মৃত্যুর স্থান - বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
14. সম্প্রতি পিলিভিট টাইগার রিজার্ভ বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য গ্লোবাল Tx2 অ্যাওয়ার্ড পেয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ ঝারখান্ড
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ আসাম
❏ পিলিভিট টাইগার রিজার্ভে 2014 সালে বাঘের সংখ্যা ছিল 26 টি । 2018 সালের গণনা অনুযায়ী বাঘের সংখ্যা 58 টি।
❏ এই পুরস্কার প্রদান করেছে UNDP
❏ UNDP full form : United Nations Development Programme
❏ Headquarters: New York, United States
❏ Head: Achim Steiner
❏ Founded: 22 November 1965
❏ উত্তর প্রদেশের রাজধানী - লখনউ
❏ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
❏ উত্তর প্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল
15. সম্প্রতি 24 নভেম্বর ভারত সরকার কতগুলি চিনা অ্যাপ ব্যান করল?
ⓐ 43✓
ⓑ 50
ⓒ 32
ⓓ 65
16. কোন রাজ্যে প্রত্যেক বছর India International cherry blossom festival পালিত হয়?
ⓐ মেঘালয়✓
ⓑ মিজোরাম
ⓒ কর্ণাটক
ⓓ অন্ধ্রপ্রদেশ
❏ প্রতিবছর শীতকালে মেঘালয়ে India International cherry blossom festival পালিত হয়।
❏ কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে এই উৎসব পালিত হয়নি।
❏ মেঘালয়ের রাজধানী : শিলং
❏ মুখ্যমন্ত্রী : কনরাড সাংমা
❏ রাজ্যপাল : সত্যপাল মালিক
17. কোন দেশ চাঁদ থেকে লুনার পাথরের নমুনা সংগ্রহের জন্য Change- 5 Probe উপগ্রহ লঞ্চ করল?
ⓐ ভারত
ⓑ আমেরিকা
ⓒ চীন✓
ⓓ জাপান
❏ চীনের রাজধানী- বেজিং
❏ চীনের বর্তমান রাষ্ট্রপতি - শি জিনপিং
❏ চীনের মুদ্রা- রেনমিনবি
18. কোন দিনটি প্রত্যেক বছর মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (International Day for the Elimination of Violence Against Women) হিসেবে পালিত হয়?
ⓐ 25 নভেম্বর✓
ⓑ 26 নভেম্বর
ⓒ 27 নভেম্বর
ⓓ 28 নভেম্বর
❏ 1999 সালে প্রথম এই দিনটি পালিত হয়।
❏ Theme 2020 : Orange the World: Fund, Respond, Prevent, Collect!
19. 23 থেকে 27 নভেম্বর কোন সংস্থা Aviation Safety Awareness Week 2020 হিসেবে পালন করছে?
ⓐ Indian Railway
ⓑ AAI✓
ⓒ Transport Authority Of India
ⓓ NONE
❏ AAI full form : Airports Authority of India
❏ Headquarters : New Delhi
❏ Founded : 1 April, 1995
❏ Chairman : Arvind Singh
Question of the Day
১) ‘বিশ্ব শিশু দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
২) 2020 সালে বুকার প্রাইজ কে পেলেন?
.
No comments:
Post a Comment