General Science
Topic - সজীব কোষের রাসায়নিক উপাদান
১) কে নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন?
ক) লেভিন
খ) মিশার✓
গ) অল্ট ম্যান
ঘ) ক্রিক
২) নিচের কোনটিতে নাইট্রোজেন আছে?
ক) প্রোটিন
খ) নিউক্লিক অ্যাসিড
গ) প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড উভয় ✓
ঘ) শর্করা
৩) DNA তে থাকে কিন্তু RNA তে পাওয়া যায়না কোনটি?
ক) অ্যাডেনিন
খ) গুয়ানিন
গ) থাইমিন ✓
ঘ) ইউরাসিল
৪) কোনটি পিউরিন নয়?
ক) অ্যাডেনিন
খ) গুয়ানিন
গ) থাইমিন ✓
ঘ) সবগুলি
৫) নিচের কোন অ্যামাইনো এসিড থেকে মেলানিন সংশ্লেষ হয়?
ক) মিথিওনিন
খ) টাইরোসিন✓
গ) ট্রিপটোফান
ঘ) লাইসিন
৬) গ্লুটেনিন প্রোটিন কোন উদ্ভিদে পাওয়া যায়?
ক) চাল
খ) গম ✓
গ) বাদাম
ঘ) তিল
৭) প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল- WBCS prelims 2012
ক) মলিশ এর পরীক্ষা
খ) বাই ইউরেট পরীক্ষা ✓
গ) ডিএনপি পরীক্ষা
ঘ) বেনেডিক্ট এর পরীক্ষা
৮) প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো এসিড আছে? WBCS prelims 2011
ক) 10
খ) 20✓
গ) 30
ঘ) 40
৯) উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট তা হল-WBCS prelims 2011
ক) সেলুলোজ ✓
খ) সুক্রোজ
গ) স্টার্চ
ঘ) লিগনিন
১০) উৎসেচক একটি জৈব রাসায়নিক বিক্রিয়া কে কিভাবে ত্বরান্বিত করে? WBCS prelims 2010
ক) বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে
খ) বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে
গ) বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করে
ঘ) বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে✓
১১) আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? WBCS prelims 2010
ক) সুক্রোজ
খ) স্টার্চ
গ) সেলুলোজ
ঘ) গ্লুকোজ✓
১২) নিম পাতায় শর্করার ঘনত্ব কত? SSC MTS 2011
ক) 0 %
খ) 100% ✓
গ) 5 %
ঘ) বলা যাবে না
১৩) নিচের কোনটিতে ফসফরাস আছে? SSC CGL 2014
ক) প্রোটিন
খ) কার্বোহাইড্রেট
গ) নিউক্লিক অ্যাসিড✓
ঘ) ফ্যাট
১৪) নিচের কোনটি সংকোচনশীল প্রোটিন? N.D.A 2012
ক) কোলাজেন
খ) ইলাস্টিন
গ) ট্রপোমায়োসিন ✓
ঘ) কেরাটিন
১৫) কোন শর্করা নিউক্লিক এসিডে পাওয়া যায়?N.D.A 2012
ক) পেন্টোজ✓
খ) হেক্সোজ
গ) ট্রায়েজ
ঘ) টেট্রোজ
১৬) মৌলিক জৈব অণু অপর অনুর সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? WBCS Main 2014
ক) ম্যাক্রো অনু✓
খ) জৈব অণু
গ) মনোমার
ঘ) মনোলিথ
১৭) সিসা নিচের কোন জৈব সংশ্লেষ কে বাধা দেয়?WBCS Main 2015
ক) পেশি প্রোটিন
খ) মায়োগ্লোবিন
গ) হিমোগ্লোবিন ✓
ঘ) ওসিন
১৮) অ্যামাইনো এসিড কার প্রধান উপাদান ? WBCS main 2015
ক) লিপিড
খ) হরমোন
গ) প্রোটিন ✓
ঘ) ভিটামিন
১৯) নিচের কোনটি অপরিহার্য ফ্যাটি এসিড কম পাওয়া যায়? WBCS main 2015
ক) মাছের লিভার অয়েল
খ) সূর্যমুখী তেল
গ) বনস্পতি তেল
ঘ) নারকেল তেল ✓
২০) "অপরিহার্য অ্যামাইনো এসিড" নিচের কোনটিকে বলা যাবে?WBCS main 2015
ক) ভিটামিন ✓
খ) হরমোন
গ) স্টেরয়েড
ঘ) উৎসেচক
২১) যে মৌলিক অনু অপর অনুর সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে সেটি হল - WBCS Main 2014
ক) ম্যাক্রো মলিকুল
খ) মনো মলিকুল
গ) মনোমার ✓
ঘ) মনোলিথ
২২) নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? WBCS Main 2015
ক) টেরিলিন
খ) ওরিয়ন
গ) স্টার্চ ✓
ঘ) ডেফরণ
২৩) পৃথিবীতে প্রাণের সূচনা হয় যেখান থেকে সেটি হল-WBCS Main 2015
ক) DNA
খ) পলিপেপটাইড
গ) RNA ✓
ঘ) কনজুগেট প্রোটিন
২৪) ইক্ষু রসের হাইড্রোলাইসিস এর জন্য অনুঘটক হলো-WBCS Main 2017
ক) H+
খ) উৎসেচক
গ) অজৈব এসিড ✓
ঘ) সবগুলি
২৫) খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত জৈব যৌগ যা প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়- WBCS Main 2018
ক) মিথাইল স্যালিসাইলেট
খ) সোডিয়াম বেনজোয়েট ✓
গ) সোডিয়াম অ্যাসিটেট
ঘ) সরবিটল
২৬) কার্বোহাইড্রেট কি রূপে দেহে সঞ্চিত থাকে?WBCS Main 2018
ক) গ্লুকোজ
খ) স্টার্চ
গ) গ্লাইকোজেন ✓
ঘ) সুক্রোজ
২৭) উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাসটি ব্যবহৃত হয়? WBCS prelims 2016
ক) নাইট্রোজেন
খ) কার্বন ডাই অক্সাইড
গ) হাইড্রোজেন ✓
ঘ) নিয়ন
২৮) প্রোটিনের উপাদান হলো- WBCS main 2019
ক) ভিটামিন
খ) কার্বোহাইড্রেট
গ) আলফা অ্যামাইনো এসিড ✓
ঘ) খনিজ লবণ
২৯) পলিপেপটাইড শৃংখল এর গঠনের কাঠামো প্রদানের তথ্য কোথায় পাওয়া যাবে?WBCS main 2019
ক) DNA সজ্জা
খ) RNA
গ) হিস্টোন প্রোটিন
ঘ) অ্যামাইনো এসিড সজ্জা ✓
৩০) প্রোটিন ফোল্ডিং পদ্ধতিতে পলিপেপটাইড যে রূপে থাকে তা হল- WBCS main 2019
ক) 2D গঠন
খ) 3D গঠন✓
গ) গ্লোবিউলার গঠন
ঘ) রৈখিক গঠন
No comments:
Post a Comment