Saturday, November 28, 2020

Bengali Current Affairs 28th November, 2020

 

H/W 27th November,2020

১) ‘বিশ্ব শিশু দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

- ২০শে নভেম্বর

২) 2020 সালে বুকার প্রাইজ কে পেলেন?

ডগলাস স্টুয়ার্ট


Bengali Current Affairs 28th November, 2020

1.ভারতে ‘সংবিধান দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৫ই আগস্ট

ⓑ ২৬শে নভেম্বর✓

ⓒ ১৪ই নভেম্বর

ⓓ ২৬শে জানুয়ারী

⦿ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদ দ্বারা আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহিত হয়েছিল, এই দিনটিকেই স্মরণীয় রাখতে সংবিধান দিবস পালন করা হয়।


2. . "The Battle of Belonging" শিরোনামে বই প্রকাশ করলেন কে?

ⓐ চেতন ভগৎ

ⓑ শশী থারুর✓

ⓒ অরুন্ধতী রায়

ⓓ কৈলাশ পরোয়াল


3.48th International Emmy Awards 2020-তে ‘বেস্ট ড্রামা সিরিজ’ বিভাগে পুরস্কার জিতলো কোন নেটফ্লিক্স শো?

ⓐ Mirzapur 2

ⓑ Delhi Crime✓

ⓒ Capital Crime

ⓓ Super Sixty

⦿ Delhi Crime এর ডিরেক্টর রিচি মেহেতা।

⦿ Distributor : Netflix


4.সংখ্যা গরিষ্ঠের ভোটে বিহার বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ অশোক কুমার

ⓑ বিজয় কুমার সিনহা✓

ⓒ জিতন রাম মানঝি

ⓓ নীতিশ কুমার

⦿ বিহারের রাজধানী- পাটনা

⦿ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

⦿ রাজ্যপাল- ফাগু চৌহান


5. ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Airtel Payments Bank

ⓑ India Post Payments Bank✓

ⓒ Paytm Payments Bank

ⓓ ICICI Bank

⦿ হেডকোয়াটার- নিউ দিল্লি

⦿ প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর

⦿ বর্তমান CEO- J Venkatram


6.সম্প্রতি প্রয়াত দিয়েগো মারাদোনা, কোন দেশের ফুটবলার?

ⓐ ব্রাজিল

ⓑ আর্জেন্টিনা✓

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ জার্মানী

⦿ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬০ বছর


7.ভারতের বৃহত্তম LPG cylinders বুকিং প্লাটফর্ম কোনটি?

ⓐ Phonepe

ⓑ MobiKwik

ⓒ Paytm✓

ⓓ Google pay

⦿ Paytm founder - Vijay Shekhar Sharma

⦿ Founded - August 2010

⦿ CEO - Vijay Shekhar Sharma

⦿ Headquarter - Noida , Uttar Pradesh


8. "অভয়ম" নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ গোয়া

ⓒ উড়িষ্যা

ⓓ উত্তরপ্রদেশ

⦿ ট্যাক্সি ও অটো রিকশায় ট্রাভেল করার সময় মহিলা ও শিশুদের নিরাপত্তার প্রদান করবে এই অ্যাপ।

⦿ মুখ্যমন্ত্রী- জগণ মোহন রেড্ডি

⦿ রাজ্যপাল- বিশ্ব ভূষণ হরিচন্দন


9. Exim Bank-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ এন. রমেশ✓

ⓑ বি. সুরেশ

ⓒ অক্ষয় পানিগ্রাহী

ⓓ চকর দেশমুখ

⦿ হেডকোয়ার্টার- মুম্বাই

⦿ প্রতিষ্ঠা সাল- ১৯৮২ সালের ১লা জানুয়ারি

⦿ বর্তমান CEO- David Rasquinha (ডেভিড রাসকিনহা)


10. "Pagarbook" অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ বরুণ ধাওয়ান

ⓑ অক্ষয় কুমার✓

ⓒ অভিষেক বচ্চন

ⓓ আমির খান


11. National milk day কবে পালিত হয়?

ⓐ 26 নভেম্বর✓

ⓑ 27 নভেম্বর

ⓒ 25 নভেম্বর

ⓓ 28 নভেম্বর

⦿ ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন এর জন্মবার্ষিকী কে স্মরণ করে প্রতিবছর জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় ।

⦿ 2014 সাল থেকে এই দিন প্রত্যেক বছর পালিত হয়ে আসছে।


12. ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল কে ?

ⓐ বিল গেটস

ⓑ এলন মাস্ক ✓

ⓒ জেফ বেজোস 

ⓓ মুকেশ আম্বানি

⦿ প্রথম স্থানে আছে জেফ বেজোস ।

⦿ দ্বিতীয় স্থানে ছিলেন বিল গেটস কিন্তু তিনি বর্তমানে তৃতীয় স্থানে আছেন।

⦿ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এলন মাস্ক।

⦿ তৃতীয় স্থানে আছেন বিল গেটস ।

⦿ 10 নম্বর স্থানে আছেন শিল্পপতি মুকেশ আম্বানি ।


13. অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হলো ?

ⓐ স্বামী বিবেকানন্দ বিমানবন্দর 

ⓑ মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম চন্দ্র বিমানবন্দর ✓

ⓒ মর্যাদা পুরুষোত্তম সীতা বিমানবন্দর 

ⓓ মর্যাদা পুরুষোত্তম দশরথ বিমানবন্দর

⦿ অযোধ্যা এয়ারপোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত।


14. সম্প্রতি কে গুরু নানক এর জীবনী সম্পর্কে একটি বই প্রকাশ করলেন?

ⓐ বেঙ্কাইয়া নাইডু 

ⓑ নরেন্দ্র মোদি ✓

ⓒ রামনাথ কোবিন্দ 

ⓓ রাজনাথ সিং 

⦿ বইটি লিখেছেন কিরপাল সিং জী।


15. কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার কোথায় মেগা ফুড  পার্কের উদ্বোধন করলেন ?

ⓐ মহারাষ্ট্র

ⓑ কর্ণাটক 

ⓒ পাঞ্জাব ✓

ⓓ দিল্লি

⦿ পাঞ্জাবে প্রথম মেগা ফুড পার্ক প্রতিষ্ঠা হল।

⦿ এরপর ধাপে ধাপে সারা ভারতবর্ষে মোট 37 টি মেগা ফুড পার্ক প্রতিষ্ঠা করা হবে।

⦿ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী- অমরিন্দর সিং

⦿ পাঞ্জাবের রাজ্যপাল - ভি পি সিং বাদনরে

⦿ পাঞ্জাবের রাজধানী- চন্ডিগড়


16. ভারতীয় নৌসেনার জন্য DRDO দ্বারা তৈরি ভারতের প্রথম Heavy Weight Torpedo এর নাম কি?

ⓐ বরুনাস্ত্র✓

ⓑ বিক্রান্ত 

ⓒ ভারতি 

ⓓ অভয় 

⦿ এর গতিবেগ 74 কিলোমিটার/ ঘন্টা।

⦿ এটি 250 কেজি ওজন বহন করতে পারে।

⦿ DRDO full form : Defence Research and Development Organisation

⦿ Founded: 1958

⦿ Headquarters: DRDO Bhavan, New Delhi

⦿ Chairman, DRDO : Dr G. Satheesh Reddy


17. 10th National Film Festival ভার্চুয়ালি কবে শুরু হলো ?

ⓐ 24 নভেম্বর  ✓

ⓑ 25 নভেম্বর 

ⓒ 26 নভেম্বর 

ⓓ 27 নভেম্বর


18. সম্প্রতি কে "সহকার প্রজ্ঞা " নামক একটি উদ্যোগ এর উদ্বোধন করলেন ?

ⓐ রাজনাথ সিং

ⓑ নরেন্দ্র সিং তোমার ✓

ⓒ পীযূষ গোয়েল 

ⓓ কেউ নয়

⦿ এটি NCDC এর কার্যক্রম।

⦿ এর মাধ্যমে গ্রাম অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। 

⦿ NCDC full form : National Cooperative Development Corporation

⦿ Founded: 13 March ,1963


Question of the Day

১) Cuemath ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

২) " I am no Messiah " এই আত্মজীবনীমূলক বইটি নিম্নের কোন অভিনেতার লেখা?











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...