H/W 28th November, 2020
১) Cuemath ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
- বিদ্যা বালান
২) " I am no Messiah " এই আত্মজীবনীমূলক বইটি নিম্নের কোন অভিনেতার লেখা?
- সনু সুদ
Bengali Current Affairs 29th November, 2020
1.‘Fit India School Week’-এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
ⓐ অর্জুন মুন্ডা
ⓑ কিরেন রিজিজু✓
ⓒ নরেন্দ্র সিং তমার
ⓓ নরেন্দ্র মোদী
◍ তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী
2.বেঙ্গালুরুর Bowring Medical College-এর নাম রাখা হলো কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে?
ⓐ ইন্দিরা গান্ধী
ⓑ অটল বিহারী বাজপেয়ী✓
ⓒ পি.ভি. নরসীমা রাও
ⓓ রাজীব গান্ধী
◍ তিনি মোট ৩ বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
◍ প্রথমবার ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন এই পদে বহাল ছিলেন।
◍ দ্বিতীয়বার ১৯৯৮-১৯৯৯ সাল পর্যন্ত মোট ১৩ মাস ছিলেন।
◍ তৃতীয়বার ১৯৯৯-২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন।
3.Cambridge Dictionary-এর দ্বারা ‘ Word of the Year 2020’-এর তকমা পেল কোন ইংরেজী শব্দ?
ⓐ Lockdown
ⓑ Quarantine✓
ⓒ Mask
ⓓ Sanitizer
4.রূপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য ‘গরিমা গৃহ’ উদ্বোধন করা হলো কোথায়?
ⓐ কানপুর
ⓑ ভাদোদরা✓
ⓒ মুম্বাই
ⓓ লক্ষ্ণৌ
◍ এটি গুজরাটে অবস্থিত।
◍ আগামী বছর ৩১শে মার্চের মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, কলকাতা, জয়পুর, রায়পুর, ভুবনেশ্বর এবং মনিপুরে এইরূপ আশ্রয়স্থল তৈরী করা হবে।
◍ প্রতিটা গরিমা গৃহে মোট ২৫ জন থাকতে পারবে।
5.বার্লিনে বিশ্বের সবথেকে বড়ো ব্যাটারী প্ল্যান্ট তৈরী করতে চলেছে কোন কোম্পানী?
ⓐ Microsoft
ⓑ Tesla✓
ⓒ Google
ⓓ IBM
◍ হেডকোয়াটার- ক্যালিফোর্নিয়া
◍ প্রতিষ্ঠা সাল- ২০০৩ সালের ১লা জুলাই
◍ বর্তমান CEO- Elon Musk
6.‘দুয়ারে দুয়ারে সরকার’ শিরোনামে উদ্যোগ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ আসাম
ⓑ উড়িষ্যা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ ত্রিপুরা
◍ 'দুয়ারে দুয়ারে সরকার ' প্রকল্পে মানুষ প্রশাসনের কাছে যে অভাব অসুবিধার কথা তুলে ধরবে , তা সঙ্গে সঙ্গে সমাধান করতে হবে। মানুষ যা চাইবে তা তৎক্ষণাৎ মানুষকে দিতে হবে। যদি সেই সময়ে প্রশাসনের হাতে সেই সুযোগ না থাকে তবে তার তালিকা তৈরি হবে । জন পরিসেবা সংক্রান্ত প্রকল্প গুলির সুযোগ সুবিধা আরো বেশি করে মানুষকে পাইয়ে দিতে হবে ।
◍ মুখ্যমন্ত্রী- মমতা ব্যানার্জী
◍ রাজ্যপাল- জগদীপ ধনকর
7.প্রয়াত আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো মারাদোনার মূর্তি স্থাপিত হতে চলেছে ভারতের কোন রাজ্যে?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ মেঘালয়
ⓒ গোয়া✓
ⓓ কর্নাটক
◍ রাজধানী- পানাজি
◍ মুখ্যমন্ত্রী- প্রোমোদ সাওয়ান্ত
◍ রাজ্যপাল- Bhagat Singh Koshyari
8.অগ্নিকান্ড দুর্ঘটনায় জনগনকে পরিষেবা দেওয়ার জন্য ‘Thee’ অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ পাঞ্জাব
◍ রাজধানী- চেন্নাই
◍ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
◍ রাজ্যপাল- Banwarilal Purohit
9. ‘Jagananna Thodu Scheme’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ হিমাচলপ্রদেশ
ⓑ অন্ধ্রপ্রদেশ✓
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ অরুনাচলপ্রদেশ
◍ ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরদের বিনা সুদে ঋণ প্রদানের জন্যই এই উদ্যোগ।
◍ মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি
◍ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন
10. কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য মাস্ক ব্যাংক লঞ্চ করল?
ⓐ দিল্লি ✓
ⓑ গুজরাট
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ পুদুচেরি
◍ The North Delhi municipal Corporation এবং Delhi Police এর সহযোগিতায় এই মাস্ক ব্যাংকটি তৈরি হয়েছে।
◍ এটি দিল্লির সদর বাজারে লঞ্চ করা হল।
◍ মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল
◍ রাজ্যপাল- অনিল বৈজাল
11. কোন রাজ্য সরকার " কর্মই ধর্ম " স্কিমের ঘোষণা করল?
ⓐ মহারাষ্ট্র
ⓑ উড়িষ্যা
ⓒ পশ্চিমবঙ্গ ✓
ⓓ ত্রিপুরা
◍ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার এবং কর্মই ধর্ম স্কিম ঘোষণা করলেন ।
◍ এই স্কিমের মাধ্যমে দু'লক্ষ ছেলে মেয়েকে একটি করে বাইক দেয়া হবে । এই বাইকের পেছনে একটি বাক্স থাকবে । এই বাক্সে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা বিক্রি করতে পারবে ।
◍ দু লক্ষ মানুষকে কাজের সুযোগ মানে 10 লক্ষ মানুষকে অন্নের সংস্থান দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য ।
12. কোন ল্যান্ডলাইন ফোন থেকে কোন মোবাইলে কল করার সময় কোন সংখ্যাটি 15-1-2021 এরপরে বাধ্যতামূলক করা হয়েছে?
ⓐ 0 ✓
ⓑ 91
ⓒ 8
ⓓ 9
◍ ভারতের টেলিফোন রেগুলেটরি অথরিটির পরামর্শে টেলিযোগাযোগ অধিদপ্তর এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ।
◍ সমস্ত ল্যান্ডলাইন থেকে মোবাইল গুলিতে কল করার জন্য 2021 সালের 15 ই জানুয়ারি পরে নাম্বারটির আগে " 0 " রাখা বাধ্যতামূলক হবে ।
Question of the Day
১) সম্প্রতি ভারতের কোথায় হনুমানের উচ্চতম মূর্তি স্থাপন করা হবে?
২) British Fashion Council-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?
ⓑ
No comments:
Post a Comment