Sunday, November 1, 2020

 


November current affair

Bengali Current Affairs 1st November, 2020

1. 7 নভেম্বর ইসরো কোন রকেট এর সাহায্যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট  EOS- 01 লঞ্চ করবে?

ⓐ PSLV - C 51
ⓑ PSLV - C 49✓
ⓒ PSLV - C 48
ⓓ PSLV - C 50

✦ শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে।

✦ এর সাথে নয়টি কাস্টমার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

✦ ISRO full form : Indian Space Research Organisation

✦ Formed : 15 August 1969; 51 years ago

✦ Headquarters : Bangalore, Karnataka, India

✦ ISRO Chairman : Kailasavadivoo Sivan


2.‘Young Advocates Welfare Fund’ লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ তামিলনাড়ু ✓
ⓓ পাঞ্জাব

✦ উকিল হওয়ার জন্য যারা আইন কলেজে ভর্তি হয়েছে তাদের পরিবারকে মাসিক ৩ হাজার টাকা করে ২ বছর আর্থিক সহায়তা দেওয়া হবে।

✦ রাজধানী- চেন্নাই

✦ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

✦ রাজ্যপাল- Banwarilal Purohit


3. সম্প্রতি কোন রাজ্যের কবরতাল ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?

ⓐ উত্তরাখান্ড
ⓑ বিহার✓
ⓒ মেঘালয়
ⓓ রাজস্থান

✦ ভারতের বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত কবরতাল হ্রদটি এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ।

✦ এটি ভরতপুর অভয়ারণ্যের আকারের প্রায় ছয়গুণ।

✦ ভারতে মোট রামসার সাইট এর সংখ্যা হল 39 টি।

4.‘Dr Tulsi Das Chugh Award-2020’-এ সম্মানিত হলেন কে?

ⓐ ড. প্রশান্ত কুমার
ⓑ ড. সতীশ মিশ্র✓
ⓒ ড. আকাশ পাসওয়ান
ⓓ ড. বিবেক শর্মা

✦ ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পর্কে গবেষণা করায় তাঁকে এই পুরস্কার দিল- National Academy of Medical Sciences (India)

✦ হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ২১শে এপ্রিল

✦ প্রেসিডেন্ট- ড. সরোজ চূড়ামণি গোপাল

5.উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের শিক্ষার্থীদের সাহায্য করতে ডিজিটাল লাইব্রেরি শুরু করছে কোন রাজ্য?

ⓐ হরিয়ানা
ⓑ উত্তর প্রদেশ✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ রাজস্থান

✦ এই উদ্যোগের মাধ্যমে দামী বই গুলি ডিজিটাল ফরমেটে বিনামূল্যে পাওয়া যাবে।

✦ রাজধানী- লক্ষ্ণৌ

✦ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

✦ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

6.সম্প্রতি প্রয়াত কেশুভাই প্যাটেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ গুজরাট✓
ⓒ বিহার
ⓓ ঝাড়খন্ড

✦ তিনি ১৯৯৫ এবং ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

✦ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯২ বছর

7.মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে সমস্ত জোনে কী নামে উদ্যোগ লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে?

ⓐ My Sister
ⓑ Meri Saheli✓
ⓒ Saheli Suraksha
ⓓ Women Safety

✦ প্রথমে এটি কেবল দক্ষিন-পর্ব রেলওয়ে জোনে লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে।

✦ বর্তমানে এটি সমস্ত জোনে লঞ্চ করা হল।

✦ ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠা সাল- ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল

✦ কেন্দ্রীয় রেলমন্ত্রী- পিযুষ গোয়েল

8.গুজরাটের কেভাদিয়াতে ‘আরোগ্য বন’ ও ‘আরোগ্য কুটির’-এর উদ্বোধন করবেন কে?

ⓐ বিজয় রূপানি
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ ড. হর্ষ বর্ধন
ⓓ রামনাথ কোবিন্দ

9.করোনার কারণে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ অনুষ্ঠিত হবে ২০২১ সালের কোন মাসে?

ⓐ ফেব্রুয়ারী
ⓑ জানুয়ারী✓
ⓒ মার্চ
ⓓ এপ্রিল

✦ এটি ২০২০ সালের ৫ই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

✦ এটির আয়োজন করে- Nandan (West Bengal Film Centre)

10. ‘আন্তর্জাতিক ইন্টারনেট দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ৩০শে জুন
ⓑ ২৯শে অক্টোবর✓
ⓒ ১৫ই মার্চ
ⓓ ২৯শে সেপ্টেম্বর

11. Chief Information commissioner পদে কে নিযুক্ত হলেন?

ⓐ যশবর্ধন শর্মা
ⓑ যশবর্ধন কুমার সিনহা✓
ⓒ দীনেশ খারে
ⓓ বিমল জুলকা

✦ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন বিমল জুলকা।

✦ এছাড়া Information commissioner পদে নিযুক্ত হলেন মারাঠি সাংবাদিক উদয় মাহুরকর।

✦ সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের হেডকোয়াটার- নিউ দিল্লি

✦ প্রতিষ্ঠিত :12 অক্টোবর 2005

12. National unity day কবে পালিত হয়?

ⓐ 26 অক্টোবর
ⓑ 31 অক্টোবর✓
ⓒ 28 অক্টোবর
ⓓ 29 অক্টোবর

✦ ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের 145 তম জন্মবার্ষিকীতে স্মরণ করে এই দিবস উদযাপন করা হয়।

✦ তিনি ভারতের 'লৌহ মানব'-নামে পরিচিত।

✦ 2014 সালে প্রথম এই দিবস উদযাপন করা হয়।

13. কোন মেট্রো রেল কর্পোরেশন SBI Card এর সহযোগিতায় কন্টাক্টলেস মাল্টিপারপাস স্মার্ট কার্ড লঞ্চ করল?

ⓐ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন✓
ⓑ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন
ⓒ মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন
ⓓ উত্তর প্রদেশ মেট্রো রেল কর্পোরেশন

✦ CEO of SBI card : Ashwini Kumar Tiwari

✦ Founded : October 1998

✦ SBI Card Headquarters: Gurugram, Haryana

14. ষষ্ঠতম "BRICS parliamentary forum" এ ভার্চুয়াল ভাবে অংশগ্রহণ করলেন কে?

ⓐওম বিড়লা✓
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ রাজনাথ সিং
ⓓ অমিত শাহ

✦ ওম বিড়লা লোকসভার স্পিকার পদে নিযুক্ত আছেন।

✦ BRICS parliamentary forum কার্যত রাশিয়ার পার্লামেন্টের চেয়ারম্যান Vyacheslav Volodin(ব্য্যাচেস্লাভ ভোলোডিনএর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো।

✦ Theme : 'BRICS partnership in the interest of global stability ,general safety and innovative growth parliamentary dimension'.

15. কোন এয়ারলাইন্স ভারতে তার যাত্রীদের সুবিধার্থে জন্য Covid-19 পরীক্ষা শুরু করল?

ⓐ Vistara
ⓑ Indigo
ⓒ Air India
ⓓ SpiceJet✓

✦ SpiceJet airline CEO : Ajay Singh

✦ Founded : 2004

✦ Headquarters:  Gurugram, Haryana

16. World cities day কবে পালিত হয়?

ⓐ 30 অক্টোবর
ⓑ 29 অক্টোবর
ⓒ 31 অক্টোবর✓
ⓓ 28 অক্টোবর

✦ বিশ্বব্যাপী  শহরের উন্নয়ন ও শহরীকরনের বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

✦ Theme : 'Valuing our communities and cities'.

17. ভারতীয় সেনা কি নামে একটি সহজ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ চালু করল?

ⓐ SAI✓
ⓑ S- CHAT
ⓒ S ARMY
ⓓ SSMS

✦ SAI full form : Secure Application For Internet

✦ SAI অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৈন্যদের মধ্যে সহজে এবং সুরক্ষিতভাবে মেসেজ করা সম্ভব হবে।

18. সম্প্রতি অর্জুন মুন্ডা উপজাতি উন্নয়নের জন্য কোন দুটি রাজ্যের উৎকৃষ্টতা কেন্দ্র স্থাপন করলেন?

ⓐ মহারাষ্ট্র
ⓑ ঝাড়খন্ড
ⓒ মহারাষ্ট্র ও ঝাড়খন্ড✓
ⓓ বিহার

19. সম্প্রতি কোন রাজ্যের কবরতাল

 ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?

ⓐ উত্তরাখান্ড
ⓑ বিহার✓
ⓒ মেঘালয়
ⓓ রাজস্থান

✦ ভারতের বিহারের বেগুসরাই জেলায় অবস্থিত কবরতাল হ্রদটি এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ।

✦ এটি ভরতপুর অভয়ারণ্যের আকারের প্রায় ছয়গুণ।

✦ ভারতে মোট রামসার সাইট এর সংখ্যা হল 39 টি।

20. কোন ভারতীয় সংগঠন UN গ্লোবাল অ্যাকশন আওয়ার্ড 2020 পেয়েছে?

ⓐ গ্রিনপিস ইন্ডিয়া
ⓑ ওয়াইল্ডলাইফ ইন্ডিয়া
ⓒ গ্লোবাল গ্রিন অর্গানাইজেশন
ⓓ গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন✓

 Covid-19 মহামারীর সময় কালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য গ্লোবাল হিমালয়ের এক্সপিডিশন UN গ্লোবাল অ্যাকশন আওয়ার্ড 2020 পেল।

 

Bengali Current Affairs 2nd November, 2020

1.14th Asian Film Awards-এ ‘বেস্ট অরিজিনাল স্কোর’ সম্মান পেল ভারতের কোন সিনেমা?

ⓐ Saand Ki Aankh
ⓑ Gully Boy✓
ⓒ Street Dancer
ⓓ Thappad

◓ এই সিনেমাটির ডিরেক্টর হলেন-জোয়া আখতার

2.কোন কোম্পানী তাদের প্লাটফর্মে ‘ডিজিটাল গোল্ড’ লঞ্চ করলো?

ⓐ PhonePe
ⓑ BharatPe✓
ⓒ GooglePay
ⓓ Paytm

◓ হেডকোয়াটার- নিউ দিল্লি

◓ প্রতিষ্ঠা সাল- ২০১৮

◓ বর্তমান CEO- Ashneer Grover

3.‘Global Art Competition’-এ বিশেষ পুরস্কার জিতলো ৬ বছর বয়সী আনজার মুস্তাইন আলী, সে কোন দেশের বাসিন্দা?

ⓐ নেপাল
ⓑ ভারত
ⓒ বাংলাদেশ✓
ⓓ শ্রীলংকা

◓ পুরস্কার হিসাবে সে মোট ১০০০ মার্কিন ডলার জিতলো।

◓ এই কম্পিটিশন আয়োজন করেছিল -Indian Council of Cultural Relations (ICCR)

◓ হেডকোয়াটার- নিউ দিল্লি

◓ প্রেসিডেন্ট- বিনয় সহস্রবুদ্ধে

◓ ডিরেক্টর-জেনারেল- শ্রী দীনেশ কে. পটনায়েক

4. 29 অক্টোবর 2020, 8th Joint Commission  meeting ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?

ⓐ ফ্রান্স
ⓑ জাপান
ⓒ মেক্সিকো✓
ⓓ ইটালি

◓ বৈঠকে সহ- সভাপতিত্ব করেন Indian External Affairs Minister -Dr. S. Jaishankar এবং  Meico's Foreign Affairs Minister - Marcelo Ebrard

◓ বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ক্ষেত্র বানিজ্য-বিনিয়োগ শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।

5.ভূমি এবং সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য ‘Dharani’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ তেলেঙ্গানা✓
ⓒ আসাম
ⓓ মহারাষ্ট্র

◓ রাজধানী- হায়দ্রাবাদ

◓ মুখ্যমন্ত্রী- কে. চন্দ্রশেখর রাও

◓ রাজ্যপাল- Tamilisai Soundararajan

6.14th Asian Film Awards-এ সেরা ছবি কোনটি?

ⓐ A Sun
ⓑ ১৯১৭
ⓒ গালি বয়
ⓓ প্যারাসাইট✓

7.Dr. Trust হেলথকেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ শচীন তেন্ডুলকর
ⓑ রোহিত শর্মা✓
ⓒ এম.এস ধোনী
ⓓ সৌরভ গাঙ্গুলী

8.দূষণের বিরুদ্ধে জনগনের অংশগ্রহণ বাড়াতে ‘Green Delhi’ অ্যাপ লঞ্চ করলেন কে?

ⓐ অনিল বৈজাল
ⓑ অরবিন্দ কেজরীয়াল✓
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ রামবিলাস পাসওয়ান

◓ তিনি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী

◓ রাজ্যপাল- অনিল বৈজাল

9.সম্প্রতি প্রয়াত সুকুমার হাঁসদা, কোন রাজনৈতিক দলের MLA?

ⓐ কংগ্রেস
ⓑ তৃনমূল কংগ্রেস✓
ⓒ বিজেপি
ⓓ সিপিএম

◓ তিনি ঝাড়গ্রামের MLA

◓ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৫ বছর

10. কোন ব্যাংক এশিয়া সর্বশ্রেষ্ঠ ব্যাংকের তকমা পেয়েছে?

ⓐ DBS Bank ✓
ⓑ SBI
ⓒ HDFC Bank 
ⓓ পাঞ্জাব নেশনাল ব্যাঙ্ক

◓ DBS Bank- The Development Bank of Singapore Limited

◓  Founded : 16 July 1968; 52 years ago

◓ Headquarters : Marina Bay, Singapore

◓ CEO -  Piyush Gupta

◓ Chairman -  Peter Seah

11. কোন রাজ্যের রাজ্যপাল রাজ্য সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মেডিকেলে ভর্তি 7.5% সিট সংরক্ষণ করার একটি বিল পাস করল?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ তামিলনাড়ু✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ উত্তর প্রদেশ

◓ তামিলনাড়ুর  রাজধানী - চেন্নাই

◓ তামিলনাড়ুর  রাজ্যপাল- বানওয়ারীলাল পুরোহিত

◓ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপ্পাদি কে. পালানিসামি

◓ প্রতিষ্ঠিত : 26 January, 1950

12. ভারত কোন দেশের সশস্ত্র বাহিনী থেকে 11,000 ঠান্ডা আবহাওয়ায় পোশাক ব্যবস্থা [extended cold weather clothing system is (ECWCS )] ক্রয় করল?

ⓐ ইতালি
ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র✓
ⓒ চীন
ⓓ জাপান

◓ আমেরিকার রাজধানী -ওয়াশিংটন ডিসি

◓ আমেরিকার মুদ্রা- ডলার

◓ আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

13. কেন্দ্রীয় মন্ত্রিসভা 2020 সালের 29 অক্টোবর স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার সমপ্রসারণের জন্য ভারত ও কোন দেশের মধ্যে Mou সাক্ষর করার অনুমোদন দিল?

ⓐ মালি
ⓑ মালয়েশিয়া
ⓒ কম্বোডিয়া✓
ⓓ জাপান

◓ কম্বোডিয়ার রাজধানী -নমপেন

◓ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী  - Hun Sen

◓ কম্বোডিয়ার মুদ্রা - Riel 

14. চীন কোথায় world's highest -altitude cloud computing data centre তৈরি করতে চলেছে?

ⓐ সাং হাই
ⓑ হংকং
ⓒ তিব্বত✓
ⓓ বেজিং

◓ চীনের রাজধানী -বেজিং

◓ চীনের মুদ্রা- রেনমিনবি

◓ চীনের রাষ্ট্রপতি - শি জিনপিং

15. IIFFB তে কাকে lifetime achievement award দ্বারা পুরস্কৃত করা হলো?

ⓐ ওম পুরী✓
ⓑ অমিতাভ বচ্চন 
ⓒ ধর্মেন্দ্র কাপুর
ⓓ শাহরুখ খান 

◓ তাঁর হয়ে এই পুরস্কার গ্রহণ করলেন তাঁর স্ত্রী- নন্দিতা পুরী।

◓ IIFFB এর fulform  - India International film festival of Boston

◓ Pride of India Award- Chef Viaks Khanna

◓ Best Male Actor - Victor Banerjee

◓ Best Female Actor - Shylaja Ambu

16. IIT Kanpurএবং Archaeological Survey of India স্মৃতিসৌধ পুনরুদ্ধারের জন্য কোন দেশের ইনস্টিটিউটের সঙ্গে MoUস্বাক্ষর করলো?

ⓐ ইতালি✓
ⓑ আমেরিকা
ⓒ ফ্রান্স
ⓓ বাংলাদেশ

◓ Director General: V. Vidyavathi, IAS

◓ Founder: Alexander Cunningham

◓ Founded: 1861

◓ Headquarters- New Delhi

◓ ইতালির রাজধানী- রোম

◓ ইতালির মুদ্রা - ইউরো

◓ ইতালির  রাষ্ট্রপতি -সের্জো মাত্তারেল্লো 

◓ ইতালির প্রধানমন্ত্রী- জুসেপ্পে কন্তে




 

Bengali Current Affairs 3rd November, 2020

1.‘Bye Bye Corona’ শিরোনামে বিশ্বের প্রথম সাইন্সটুন বই রিলিজ করলেন কে?

ⓐ ড. হর্ষ বর্ধন
ⓑ আনন্দিবেন প্যাটেল✓
ⓒ ড. প্রদীপ শ্রীবাস্তব
ⓓ নরেন্দ্র মোদী

♛ তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল
♛ এই বইটি লিখেছেন- ড. প্রদীপ শ্রীবাস্তব
♛ বইটির প্রকাশক- বিজ্ঞান প্রসার
♛ পরবর্তী কালে এই বইটি 3D ভার্সন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।
♛ এই বইটিকে করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য আছে।


2. সম্প্রতি কে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ প্রকাশ কুমার 
ⓑ অডিলে সুমির বালা✓
ⓒ দীনেশ বাগচী
ⓓ রাজেশ খুল্লার

♛ AFI (Athletics Federation of India) এর পূর্বের নাম ছিল Amateur Athletic Federation of India (AAFI)
♛ AFI Founded: 1946
♛ Headquarters location: New Delhi

3. T-20ক্রিকেটে সর্বপ্রথম 1000 টি ছক্কা মেরে কে রেকর্ড গড়লেন?

ⓐ আন্দ্রে রাসেল
ⓑ ইয়ন মরগান
ⓒ ক্রিস গেইল✓
ⓓ এবি ডি ভিলিয়ার্স

♛ ক্রিস গেইল এর পূর্ণ নাম - ক্রিস্টোফার হেনরি গেইল
♛ ডাকনাম - গেইল-ফোর্স, গেইল-স্টর্ম, ওয়ার্ল্ড বস, ইউনিভার্স বস, মাস্টার স্টর্ম,
♛ তিনি বামহাতি ব্যাটসম্যান।
♛ তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন।

4.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে ভারত কোন দেশের সাথে সহযোগিতা স্মারক(MoC) স্বাক্ষর করলো?

ⓐ জাপান✓
ⓑ আমেরিকা
ⓒ রাশিয়া
ⓓ চীন

♛ রাজধানী- টোকিও
♛ মুদ্রার নাম- জাপানিজ ইয়েন
♛ প্রধানমন্ত্রী- ইয়োশিহিদে সুগা
♛ MoC= Memorandum of Cooperation

5. 30 অক্টোবর গুজরাটের কেভাদিয়াতে ‘সর্দার বল্লভভাই প্যাটেল জুলজিক্যাল পার্ক’-এর উদ্বোধন করলেন কে?

ⓐ বিজয় রূপানি
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ রাজনাথ সিং

♛ গুজরাটের রাজধানী- গান্ধীনগর
♛ গুজরাটের রাজ্যপাল - আচার্যদেব ব্রত
♛ গুজরাটের মুখ্যমন্ত্রী- বিজয় রুপানি

6.6th LAHDC (Ladakh Autonomous Hill Development Council), Leh-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ পঙ্কজ যাদব
ⓑ তাসি গ্যালটসন✓
ⓒ সুভাষ কুমার
ⓓ যদু ভার্গভ

7.মোট কত জনকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

ⓐ ১০
ⓑ ৮✓
ⓒ ৫
ⓓ ১২

8. সম্প্রতি মেঘালয়ের ইউরেনিয়াম বিরোধী আন্দোলনের নেত্রী Spelity Lyngdoh Langrin (স্পিলিটি ল্যাংডোহ ল্যাংগ্রিন),কত বছর বয়সে মারা গেলেন?

ⓐ ৮৮
ⓑ ৯৫✓
ⓒ ৭৯
ⓓ ৭৫

9.Public Affairs Index-2020-তে ‘Best Governed State’-এর তকমা পেল কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা✓
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

♛ রাজধানী- তিরুবন্তপুরম
♛ মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
♛ রাজ্যপাল- Arif Mohammad Khan
♛ কেরালার পর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ স্থানে কর্ণাটক রাজ্য।
♛ একেবারে শেষে আছে উত্তর প্রদেশ।
♛ ‘Best Governed Territory'- Chandigarh


10.‘World Vegan Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৩১শে অক্টোবর
ⓑ ১লা নভেম্বর✓
ⓒ ১৫ই জুন
ⓓ ১৮ই মার্চ

♛ ওয়ার্ল্ড ভেগান দিবস হ'ল একটি বার্ষিক অনুষ্ঠান যা প্রতি 1 নভেম্বর সারা বিশ্বে Vegan দ্বারা পালিত হয়।

♛ অনুষ্ঠানটি 1994 সালে লুই ওয়ালিস প্রতিষ্ঠা করেছিলেন।

11. কোন দেশ কোভিড ১৯ ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের কাছে 500 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সমর্থন চাইল?

ⓐ বাংলাদেশ✓
ⓑ পাকিস্তান
ⓒ নেপাল
ⓓ ভুটান

♛ বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
♛ বাংলাদেশের রাজধানী -ঢাকা

12. ভারতের সঙ্গে কোন দেশের BECA (basic exchange and cooperation agreement for Geo-Spatial cooperation) চুক্তি স্বাক্ষর হল?

ⓐ ইউনাইটেড স্টেট✓
ⓑ ইটালি
ⓒ শ্রীলংকা
ⓓ মালয়েশিয়া

♛ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়-  The Logistic Exchange Memorandum of Agreement (LEMOA ) and the Communications Compatibility And Security Agreement (COMCASA)

13.  ভারতের প্রথম "টায়ার পার্ক "নির্মাণ করা হবে পশ্চিমবঙ্গের কোথায়?

ⓐ হাওড়া
ⓑ কলকাতা✓
ⓒ সিঙ্গুর
ⓓ দুর্গাপুর

 এটি কলকাতার এসপ্ল্যানেড এলাকায় স্থাপিত হবে

 এটি লঞ্চ করছে West Bengal Transport Corporation

 হেডকোয়াটার- কলকাতা

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ৩১শে জুলাই

 চেয়ারম্যান- রচপাল সিং

 ম্যানেজিং ডিরেক্টর- রাজনবীর সিং কাপুর


14. সম্প্রতি কোন রাজ্যে টাটা গ্রুপ 5 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ তামিলনাড়ু ✓
ⓓ গুজরাট

♛ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
♛ তামিলনাড়ুর রাজ্যপাল ;বানোয়ারী লাল পুরোহিত
♛ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপাদ্দী .কে. পালানিস্বমি

15. প্রয়াত হলেন অস্কার বিজেতা অভিনেতা সিন কোনারি (Sean Conneri) ,কোন চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিখ্যাত?

ⓐ হ্যারি পটার
ⓑ লুই ফিলিপ
ⓒ মার্ক হেনরি
ⓓ জেমস বন্ড✓

♛ সিন কোনারি 1988 সালে Best Supporting Actor হিসেবে অস্কার পুরস্কার পান।
♛ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর।

16. 3 নভেম্বর থেকে শুরু হবে মালাবার নৌসেনা অভ্যাস। এ অভ্যাস কোথায় আয়োজিত হবে?

ⓐ আটলান্টিক মহাসাগর
ⓑ বঙ্গোপসাগর✓
ⓒ আরব সাগর
ⓓ করমন্ডল উপকূল

17. পান্না টাইগার রিজার্ভ ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ এর মর্যাদা পেয়েছে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

♛ The Panna Tiger Reserve of Madhya Pradesh has been included in the 'World Network of Biosphere Reserves' list of UNESCO.
♛ মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল
♛ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী -শিবরাজ সিং চৌহান
♛ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


18. সম্প্রতি প্রয়াত মেসুত ইলমাজ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ ইরান
ⓑ লিবিয়া
ⓒ তুরস্ক✓
ⓓ ইরাক

♛ তুরস্কের রাজধানী - আঙ্কারা 
♛ তুরস্কের রাষ্ট্রপতি -রিসেপ তায়িপ এরদোয়ান 
♛ তুরস্কের  প্রধানমন্ত্রী - বিনালি ইলদিরিম
♛ তুরস্কের মুদ্রা - তুর্কি লিরা

19. কোন রাজ্য স্কুল ছাড়ার হার কমানোর শীর্ষে?

ⓐ মহারাষ্ট্র
ⓑ পশ্চিমবঙ্গ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

♛ According to the Annual State Of Education Report (ASER) 2020 West Bengal occupies the top place in the decline of dropout rate among school students during 2018 - 2020



Bengali Current Affairs 4thNovember, 2020

1.ESSCI-এর নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সত্যরূপ ঘোষ
ⓑ পি.ভি.জি. মেনন✓
ⓒ মনীষ শ্রীবাস্তব
ⓓ শঙ্কর কাঠারী

❐ এনার আগে এই পদে ছিলেন- এন.কে. মহাপাত্র

❐ ESSCI-এরপুরো কথা- Electronic Sector Skills Council Of India

❐ হেডকোয়াটার- নিউ দিল্লি

❐ চেয়ারম্যান- অজয় চৌধুরী


2.আসামের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সঞ্জয় কুমার
ⓑ জিষ্ণু বড়ুয়া✓
ⓒ শম্ভু বটব্যাল
ⓓ আকাশ ভট্টাচার্য্য

❐ এনার আগে এই পদে ছিলেন- কুমার সঞ্জয় কৃষ্ণ

❐ আসামের রাজধানী- দিসপুর

❐ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

❐ রাজ্যপাল- জগদীশ মুখী


3.সম্প্রতি UNESCO-র ‘ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ’ তালিকায় অন্তুর্ভুক্ত হওয়া পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ আসাম
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ গুজরাট
ⓓ পশ্চিমবঙ্গ

❐ এর আগেও মধ্যপ্রদেশের পাঁচমারী ও অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকায় অন্তুর্ভুক্ত হয়েছে

❐ পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রটিতে বর্তমানে মোট ৫৪টি বাঘ রয়েছে

❐ UNESCO-র পুরো কথা- United Nations Educational, Scientific and Cultural Organization

❐ হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স

❐ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর

❐ বর্তমান হেড- Audrey Azoulay(অড্রে আজোলে)


4.চাঁদের উত্তর ও দক্ষিন মেরু পৃষ্ঠে জলের উপস্থিতি নিশ্চিত করলো ‘SOFIA’ টেলিস্কোপ, এটি কোন মহাকাশ গবেষণা সংস্থার অন্তর্গত?

ⓐ ISRO
ⓑ NASA✓
ⓒ JAXA
ⓓ ESA

❐ SOFIA-র পুরো কথা- Stratospheric Observatory for Infrared Astronomy

❐ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration

❐ হেডকোয়াটার- ওয়াশিংটন

❐ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

❐ প্রতিষ্ঠাতা- Dwight D. Eisenhower


5. BCCI's women T20 challenge 2020 এর title sponsor কে হল?

ⓐ Unacademy
ⓑ Biju's
ⓒ Jio✓
ⓓ VI

❏ Jio women T20 challenge 2020 4 নভেম্বর থেকে 9 নভেম্বর শারজায় অনুষ্ঠিত হবে।

❏ BCCI President - Sourav Ganguly

❏ BCCI headquarter - Mumbai ,Maharashtra

❏ Founded -December 1928


6.সম্প্রতি সঞ্জিত এবং আশীষ কুমারের সাথে সাথে French Boxing Tournament-এ সোনা জিতলেন কে?

ⓐ বিজেন্দর সিং
ⓑ অমিত পান্ঘাল✓
ⓒ শিবা থাপা
ⓓ সতীশ কুমার

❐ অমিত পান্ঘাল 52 কেজি ক্যাটেগরিতে, আশীষ কুমার 75 কেজি ক্যাটেগরিতে এবং সনজিৎ 91 ক্যাটেগরিতে স্বর্ণপদক জয় করলেন।


7. K K Sharma কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের election commissioner পদে নিযুক্ত হলেন?

ⓐ জম্মু-কাশ্মীর✓
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ দিল্লি

❏ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর -মনোজ সিনহা

❏ জম্মু-কাশ্মীর 31 অক্টোবর 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।

❏ জম্মু-কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু,  গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর।


8. ‘Nation Brand Index 2020’-তে ভারতের স্থান কত?

ⓐ ৫৩
ⓑ ৩৪✓
ⓒ ২৩
ⓓ ১১

❐ এই তালিকায় প্রথম স্থানে আছে- জার্মানী

❐ দ্বিতীয়স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৃতীয়স্থানে কানাডা।


9.Wellversed কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলি
ⓑ যুবরাজ সিং✓
ⓒ রাহুল দ্রাবিড়
ⓓ শচীন তেন্ডুলকর


10.রাজ্যে অনলাইন গেমিং-বেটিং-জুয়ার ওয়েবসাইট এবং অ্যাপ ব্যান করলো কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ অন্ধ্রপ্রদেশ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ গুজরাট

❐ এই নিষিদ্ধ তালিকায় রয়েছে মোট ১৩২টি অ্যাপ এবং ওয়েবসাইট।

❐ অন্ধ্রপ্রদেশের রাজধানী -হায়দ্রাবাদ

❐ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন

❐ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী-ওয়াই এস জগনমোহন রেড্ডি


11. কে স্ট্যাচু অফ ইউনিটির কাছে " Ekta Mall" নামে নতুন বিশেষ স্টোর উদ্বোধন করলেন?

ⓐ রাজনাথ সিং
ⓑ হর্ষবর্ধন
ⓒ নরেন্দ্র মোদি✓
ⓓ নীতিন গড়করি

❏ নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটির কাছে " Ekta Mall" নামে নতুন বিশেষ স্টোর উদ্বোধন করলেন, যেখানে পর্যটকরা এক জায়গায় বিভিন্ন রাজ্যে হস্ত শিল্প পণ্য কিনতে পারবে।


12. 7 নভেম্বর ISRO নিম্নের কোন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে?

ⓐ SOS-X
ⓑ EOS-1✓
ⓒ LVX- 2
ⓓ PVS - 1

❏ The Indian space Research Organisation (ISRO) will be launching earth observation satellite EOS -01 as primary satellite and 9 customer satellites abroad PSLV -C 49 on November 7, 2020


13. Indo American Chamber of Commerce (IACC) তরফ থেকে ভারত মার্কিন ব্যবসায়ীক সম্পর্কের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এবং গ্লোবাল লিডারশিপ আজীবন কৃতিত্বের জন্য কাকে lifetime achievement award এ ভূষিত করা হলো?

ⓐ আজিম প্রেমজি
ⓑ মুকেশ আম্বানি
ⓒ রতন টাটা✓
ⓓ গৌতম আদানি

❏ রতন টাটা পদ্মবিভূষণ পুরস্কার পান 2008 সালে।

❏ পদ্মভূষণ পুরস্কার পান 2000 সালে

❏ Tata sons and Tata Group chairman -Ratan Tata


14. সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম ডাবল ডেকার ফ্লাইওভার নির্মাণ করা হবে?

ⓐ বিহার✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ পশ্চিমবঙ্গ

❏ বিহারের ছাপরায় ভারতের বৃহত্তম ডাবল ডেকার ফ্লাইওভার নির্মাণ করা হবে।

❏ বিহারের রাজধানী -পাটনা

❏ বিহারের মুখ্যমন্ত্রী - নীতীশ কুমার

❏ বিহারের রাজ্যপাল - ফাগু চৌহান


15. 1নভেম্বর কোন কোন রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করল?

ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ সবগুলি✓

❏ 1 নভেম্বর মোট 6টি রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করল। 

❏ এই 6 টি রাজ্য হল পাঞ্জাব ,হরিয়ানা, মধ্যপ্রদেশ, কেরালা ,কর্ণাটক ,অন্ধপ্রদেশ।

❏ এই 6 টি রাজ্য 1 নভেম্বর 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

❏ ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ।


16. সম্প্রতি 225 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঘূর্ণিঝড় গোনি কোন দেশে আছড়ে পড়ল?

ⓐ আমেরিকা
ⓑ ফিলিপিনস✓
ⓒ জাপান
ⓓ ইটালি

❏ ফিলিপিনস এর রাজধানী - ম্যানিলা

❏ ফিলিপিন্সের রাষ্ট্রপতি-  Rodrigo Duterte (রদ্রিগো ডুটারে)

❏ ফিলিপিন্সের মুদ্রা - পেসো


17. সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ করতে দেওয়া প্রথম রাজ্যের নাম কি?

ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ রাজস্থান
ⓓ গুজরাট

❏ আসামের রাজধানী- দিসপুর

❏ আসামের মুখ্যমন্ত্রী -সর্বানন্দ সোনোয়াল

❏ আসামের রাজ্যপাল - জগদীশ মুখী


18. সম্প্রতি ভারত ও কানাডার ঐতিহাসিকগণ কোন সভ্যতায় দুগ্ধ উৎপাদন কেন্দ্রের খোঁজ পেয়েছেন?

ⓐ হরপ্পা সভ্যতা
ⓑ মেসোপটেমিয়া সভ্যতা
ⓒ সিন্ধু সভ্যতা✓
ⓓ মহেঞ্জোদারো সভ্যতা


19. কোন রাজ্য সরকার কোভিড -১৯ এর মধ্যে পটকাবাজি বিক্রি নিষিদ্ধ করেছে?

ⓐ ত্রিপুরা
ⓑ রাজস্থান✓
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ

❏ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট 2020 সালের 2 নভেম্বর জানিয়েছেন যে তিনি রাজ্যে পটকাবাজি বিক্রি নিষিদ্ধ করার নির্দেশনা জারি করেছেন।

❏ রাজস্থানের রাজধানী - জয়পুর

❏ রাজস্থানের রাজ্যপাল-  কলরাজ মিশ্রা


20. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী "Fit India Walkathon" চালু করলেন?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ অমিত শাহ
ⓒ কিরেন রিজিযু✓
ⓓ নরেন্দ্র সিং তোমার

❏ Union Sports Minister Kiren Rijiju flagged of a 200 km long " Fit India walkathon"  organised by Indo Tibetan Border Police in Rajasthan's Joisalmer.


21. কোন রাজ্য মাস্ক বাধ্যতামূলক আইন করছে?

ⓐ আসাম
ⓑ গুজরাট
ⓒ রাজস্থান✓
ⓓ মধ্যপ্রদেশ

❏ ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে রাজস্থানমাস্ক বাধ্যতামূলক আইন করতে চলেছে।

❏ রাজস্থানের রাজধানী - জয়পুর

❏ রাজস্থানী মুখ্যমন্ত্রী - অশোক গেহলট

❏ রাজস্থানের রাজ্যপাল-  কলরাজ মিশ্রা


22. সম্প্রতি নিম্নের কোন টাইগার রিজার্ভে মহিলাদের প্রথমবারের মতো গাইড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে?

ⓐ দুধওয়া টাইগার রিজার্ভ
ⓑ কানহা টাইগার রিজার্ভ
ⓒ করবেট টাইগার রিজার্ভ✓
ⓓ কোনোটিই নয়

❏ জিম করবেট জাতীয় উদ্যানটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান ।

❏ এটি উত্তরাখন্ডে রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত।

❏ ১৯৩৬ সালে বিপন্ন বাংলার বাঘকে রক্ষার জন্য জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়।


23. কোন শহরে রানী পদ্মাবতীর একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে?

ⓐ কারনাল
ⓑ জয়সলমীর
ⓒ ভূপাল✓
ⓓ জয়পুর

❏ মধ্য প্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভূপালে রানী পদ্মাবতী স্মরণে একটি স্মৃতিসৌধ স্থাপনের ঘোষণা দিয়েছেন।

❏ রাজ্য সরকার ভূপালের মানুকাভনের টেকরি তে একটি জমি সংরক্ষণ করেছেন যেখানে এই দুর্দান্ত স্মৃতিসৌধ নির্মিত হবে।


24. 100 মিলিয়ন বছরের পুরনো "এনিগমাচান  গোলাম"  মাছটি কোন রাজ্যে দেখা গেছে?

ⓐ কেরালা✓
ⓑ কর্ণাটক
ⓒ উত্তর প্রদেশ
ⓓ গুজরাট

❏ কেরালা রাজ্যে 100 মিলিয়ন বছরের পুরনো ড্রাগন স্নেকহেড প্রজাতির "এনিগমাচান গোলাম"  মাছটি পাওয়া গেছে।

❏ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম

❏ কেরালার  মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন

❏ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান


25. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে একতা ক্রুজ পরিষেবা চালু করেছে?

ⓐ ত্রিপুরা
ⓑ উত্তর প্রদেশ
ⓒ গুজরাট✓
ⓓ ত্রিপুরা

❏ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের কেভাদিয়ার সেরা ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি মধ্যে একতা ক্রুজ পরিষেবা চালু করেছে।

❏ ফেরি বোট সার্ভিসের মাধ্যমে সেরা ভারত ভবন এবং স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে ছয় কিলোমিটার দূরত্বের পরিষেবা চালু করেছে।

❏ একতা ক্রুজ পরিষেবা নৌকা 200 যাত্রীদের মাত্র 40 মিনিটে যাত্রা দেবে।


26. এই বছরের কোন মাসে ভারতের GST রাজস্ব আদায়ে সর্বোচ্চ?

ⓐ অক্টোবর✓
ⓑ জুলাই
ⓒ জুন
ⓓ সেপ্টেম্বর

❏ কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে যে 2020  সালের অক্টোবরে প্রায় 1,05 ,155 কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।


27. চেন্নাই সুপার কিংস এর কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

ⓐ এমএস ধোনি
ⓑ শেন ওয়াটসন✓
ⓒ ডোয়াইন ব্রাভো
ⓓ ফাফ দু প্লেসিস

❏ চেন্নাই সুপার কিংস এরঅস্ট্রেলিয়ান ওপেনার কিংস ইলেভেন পাঞ্জাবকে 1 নভেম্বর 2020 কুড়ি সালে 9 উইকেটে হারিয়ে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।


Bengali Current Affairs 5th November, 2020

1. ভারতে গ্রাহক বৃদ্ধি করতে নেটফ্লিক্স কোন সংস্থার সাথে চুক্তি করেছে?

ⓐ Paytm
ⓑ VI
ⓒ Jio✓
ⓓ Airtel

❍ Netflix প্রতিষ্ঠা :২৯ আগস্ট ১৯৯৭; ২৩ বছর আগে

❍ সদরদপ্তর :   ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

❍ পরিবেষ্টিত এলাকা : ১৯০টি দেশে 

 ❍ প্রতিষ্ঠাতা(গণ) : রিড হ্যাসটিংস ,মার্ক রেন্ডোল্ফ

 ❍  jio Founded : 15 February 2007; 13 years ago

 ❍ Founder : Mukesh Ambani

 ❍ Headquarters :  Mumbai, Maharashtra, India


2.যক্ষ্মা রোগাক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণ করতে ১০ দিনের বিশেষ ক্যাম্পেইন লঞ্চ কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ দিল্লি
ⓓ উত্তরাখণ্ড

❍ রাজধানী- লক্ষ্ণৌ

❍ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

❍ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


3. মুম্বাই পোর্ট ট্রাস্ট-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সঞ্জয় শিরোমনি
ⓑ রাজীব জালোটা✓
ⓒ অশোক লবাসা
ⓓ জিতেন্দর কুমার

❍ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন সঞ্জীব ভাটিয়া।

❍ সঞ্জীব ভাটিয়া 31 শে জুলাই অবসর গ্রহণ করেন।

❍ রাজিব জালোটা প্রথমে মহারাষ্ট্রের Goods and Service Tax (GST) কমিশনার পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি রাজ্য সরকারের উচ্চ প্রযুক্তিগত শিক্ষা বিভাগের অতিরিক্ত প্রধান সচিব পদে নিযুক্ত আছেন।


4.সম্প্রতি প্রয়াত R. Duraikannu, কোন রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন?

ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু✓
ⓒ কর্নাটক
ⓓ গোয়া

❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭২ বছর

❍ রাজধানী- চেন্নাই

❍ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

❍ রাজ্যপাল- Banwarilal Purohit


5. Emilia-romagna Grand Prix 2020 কে জিতলেন?

ⓐ Valtteri Bottas
ⓑ Max Verstappen
ⓒ Lewis Hamilton✓
ⓓ S Peroz

❍ Valtteri Bottas দ্বিতীয় স্থান অর্জন করেছে।

❍ Daniel Ricciardo তৃতীয় স্থান অর্জন করেছে।


6.প্রথম মহিলা হিসাবে Alliance Air-এর CEO পদে নিযুক্ত হলেন কে?

ⓐ দূর্গা সিং
ⓑ হারপ্রীত সিং ✓
ⓒ হারমানপ্রীত কৌর
ⓓ শিবাঙ্গি শর্মা

❍ Alliance Air-এর হেডকোয়াটার- মুম্বাই

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৯৬


7.Syska Group-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেতা?

ⓐ আমির খান
ⓑ রাজকুমার রাও✓
ⓒ আয়ুষ্মান খুরানা
ⓓ অমিতাভ বচ্চন


8. ‘World’s Safest Banks 2020’ তালিকায় প্রথমস্থান পাওয়া KfW,কোন দেশের ব্যাঙ্ক?

ⓐ আমেরিকা
ⓑ জার্মানী✓
ⓒ ফ্রান্স
ⓓ চীন

❍ KfW-এর হেডকোয়াটার- ফ্র্যাঙ্কফ্রুট

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৪৮

❍ বর্তমান CEO- Günther Bräunig


9.গুজরাটের নতুন ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রনজয় রাঠোর
ⓑ সঙ্গীতা সিং✓
ⓒ পুষ্প মজুমদার
ⓓ গোপীনাথ গুরুং

❍ গুজরাটের রাজধানী- গান্ধীনগর'

❍ মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি

❍ রাজ্যপাল- Acharya Devvrat


10.ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ হেমন্ত সোরেন
ⓑ অমিতাভ চৌধুরী ✓
ⓒ চন্ডিচরণ পাঁজা
ⓓ ফাগু চৌহান

❍ ঝাড়খন্ডের রাজধানী- রাঁচি

❍ মুখ্যমন্ত্রী- হেমন্ত সোরেন

❍ রাজ্যপাল- দ্রৌপদী মুর্মু

11. কোন রাজ্যের কোন শহরে শহরকে প্লাস্টিক মুক্ত করতে প্লাস্টিক প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে?

ⓐ তিরুবনন্তপুরম ,কেরালা
ⓑ কলকাতা, পশ্চিমবঙ্গ
ⓒ ইন্দোর, মধ্যপ্রদেশ✓
ⓓ ভুবনেশ্বর ,ওড়িশা

❍ মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি চারবার cleanest city তকমা পেয়েছে।

❍ মোট চারটি দল এই প্লাস্টিক প্রিমিয়ার লীগে  অংশগ্রহণ করবে।

❍ 45 দিন ধরে এই প্রতিযোগিতা চলবে।

❍ মধ্যপ্রদেশের রাজধানী - ভূপাল

❍ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল

❍ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান


12. মহিলা বিজ্ঞানীদের সাহায্য করার জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রী SERB POWER স্কিম লঞ্চ করল?

ⓐ হর্ষবর্ধন✓
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ রাজনাথ সিং
ⓓ নীতিন গড়করি

❍ The Union Minister of Science and Technology, Harsh Vardhan has launched the 'SERB - POWER' schemes which aim to encourage and support emerging as well as eminent women researchers to undertake R&D activities in frontier areas of science and engineering. 

❍ SERB-POWER stands for Science and Engineering Research Board - Promoting Opportunities For Women in Exploratory Research.


13. ভারতের প্রথম ইসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল কোর্ট "ন্যায় কৌশল " এর উদ্বোধন করলেন?

ⓐ সুনিল আরোরা
ⓑ শারদ অরবিন্দ ববদে✓
ⓒ বিমল জুলকা
ⓓ কোনোটিই নয়

❍ Chief justice of India - শারদ অরবিন্দ ববদে

❍ Chief justice of India  শারদ অরবিন্দ ববদে  নাগপুরে মামলা দায়েরকারীদের দ্রুত বিচার করতে সক্ষম হওয়ার জন্য ট্রাফিক ও পরিবহনের জন্য প্রথমবারের মতো ই-রিসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল আদালতের উদ্বোধন করেছে।


14. ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র ট্রেন কোথায় চালু হয়েছে?

ⓐ রাজস্থান
ⓑ কর্ণাটক
ⓒ কেরালা✓
ⓓ মনিপুর

❍ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 2 নভেম্বর 2020  ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র ট্রেন চালু করেছেন।

❍ কেরালার রাজধানী -তিরুবনন্তপুরম

❍ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান


15. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা নিউজিল্যান্ডের প্রথম মন্ত্রী হলেন?

ⓐ পূজা কাপুর
ⓑ প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণাণ✓
ⓒ মনিকা জৈন
ⓓ সঙ্গীতা বাহাদুর

❍ Priyanca Radhakrishnan MP (born  is a New Zealand politician who was elected to the New Zealand parliament at the 2017 general election as a representative of the New Zealand Labour Party.

❍ নিউজিল্যান্ডের রাজধানী - ওয়েলিংটন

❍ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী - জাসিন্ডা আর্ডার্ন

❍ নিউজিল্যান্ডের মুদ্রা - New Zealand dollar


16. সম্প্রতি প্রয়াত টি.এন. কৃষ্ণন কোন পেশায় যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীতজ্ঞ
ⓑ নৃত্য শিল্পী
ⓒ বেহালা বাদক✓
ⓓ খেলোয়াড়

❍ তিনি 1992 সালে পদ্মভূষণ পুরস্কার পান।

❍ তিনি 1973 সালে পদ্মশ্রী পুরস্কার পান।

❍ তিনি 1980 সালে Sangeetha Kalanidhi পুরস্কার পান।

❍ জন্ম -  6 October 1928, কোচিন

❍  মৃত্যু -2 নভেম্বর 2020

❍ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর।


17. Covid-19 এর জন্য কোন রাজ্যের স্বাস্থ্য বিভাগ স্কচ সোনার পুরস্কার জিতেছে?

ⓐ হরিয়ানা✓
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ মহারাষ্ট্র

❍ Covid-19মহামারী চলাকালীন অসামান্য পরিষেবার জন্য হরিয়ানা রাজ্য স্বাস্থ্য বিভাগ স্কচ সোনার  পুরস্কার জিতেছে।

❍ স্কচ সোনার  পুরস্কার হল হরিয়ানা রাজ্যে দেওয়া 2020 সালের 67 তম পুরস্কার।

❍ হরিয়ানা রাজ্যের রাজধানী -চন্ডিগড়

❍ হরিয়ানা রাজ্যের গভর্নর- সত্য দেব নারায়ন আর্য

❍ হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী- মনোহর লাল খাট্টার


18. কে সম্প্রতি জম্মুতে মনসার লেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ ডক্টর জিতেন্দ্র সিং✓
ⓒ নরেন্দ্র মোদি
ⓓ রাজনাথ সিং

Question of the day

১) চিনের তৈরী করোনার ভ্যাকসিন না কেনার সিদ্ধান্ত নিল কোন দেশের রাষ্ট্রপতি?

২) কোন রাজ্য সরকার ধ্রুপদী সঙ্গীত পুরস্কার এর নাম বদল করে সুনন্দা সম্মান পুরস্কার নাম রাখল?

























No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...