Sunday, November 1, 2020

RRB NTPC & GROUP D Mock Test-১

 



RRB NTPC & GROUP D  Mock Test-১

১) ভারতের কোথায়" মাশরুম রক" পাওয়া যায়?

ক) পূর্বঘাট

খ) থর মরুভূমি✓

গ) আরাবল্লী পর্বত

ঘ) পূর্বাচল


২) নিচের কোন সমুদ্র সৈকতকে " Venice of the East " বলা হয়?

ক) গোয়ার অঞ্জনা

খ) উড়িষ্যার গোপালপুর

গ) কেরালার আলাপ্পুঝা ✓

ঘ) তামিলনাড়ুর মেরিনা


৩) ভারতের কোন দ্বীপপুঞ্জ থেকে অগ্ন্যুদগম এর উৎপত্তি দেখা যায়?

ক) কার নিকোবর

খ) ব্যারেন✓

গ) উত্তর আন্দামান

ঘ) ক্ষুদ্র নিকোবর


৪) রাগি চাষের বীজ বপনের সময় হল-

ক) মে ও আগস্ট মাসের মধ্যে✓

খ) জুন ও সেপ্টেম্বরের মধ্যে

গ) সেপ্টেম্বর ও নভেম্বর এর মধ্যে

ঘ) সেপ্টেম্বরও জানুয়ারির মধ্যে


৫) " শ্বেত সোনা " বলা হয় নিচের কোনটিকে?

ক) পাট

খ) তুলো✓

গ) জোয়ার

ঘ) রাগি


৬) নিচের কোন রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন?

ক) স্কন্দগুপ্ত

খ) কুমার গুপ্ত

গ) সমুদ্র গুপ্ত✓

ঘ) চন্দ্রগুপ্ত


৭) "প্রার্থনা সমাজ" প্রতিষ্ঠা করেন কে?

ক) এমজি রানাডে

খ) আত্মারাম পান্ডু রঙ্গ✓

গ) রাম মোহন

ঘ)  কেশব সেন


৮) "মর্লে মিন্টো সংস্কার"কত সালে ঘোষিত হয়?

ক) 1907 সালে

খ) 1909 সালে ✓

গ) 1911 সালে

ঘ) 1919 সালে


৯) "নোয়াখালীর গান্ধী" কাকে বলা হত?

ক) চিত্তরঞ্জন দাস

খ) বিপিনবিহারী গাঙ্গুলী

গ) মতিলাল রায়

ঘ) অশ্বিনী কুমার দত্ত✓


১০) লোহিত সাগরের বর্ণ লাল হওয়ার কারণ কি?

ক) মস

খ) ব্যাকটেরিয়া

গ) ছত্রাক

ঘ) শৈবাল✓


১১) ক্রোমোজোমের যে অংশ সক্রিয় জিন ধারণ করে তাকে কি বলে?

ক) হেটারোক্রোমাটিন

খ) ইউক্রোমাটিন✓

গ) ইউক্রোমোজোম

ঘ) রেসিডুয়াল ক্রোমোজোম


১২) দুধ থেকে মাখন নিষ্কাশন নিচের কোন  উদাহরণ?

ক) অভিকেন্দ্র বল

খ) অপকেন্দ্র বল✓

গ) সান্দ্র বল

ঘ) মহাকর্ষীয় বল


১৩) বরফের নুন মেশালে বরফের গলনাঙ্ক -

ক) হ্রাস পায়✓

খ) বৃদ্ধি পায়

গ) একই থাকে

ঘ) প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পায়


১৪) নিচের কোন ধর্মের সাহায্যে আলোক তরঙ্গ ও শব্দ তরঙ্গ কে পৃথক করা যায়?

ক) অপবর্তন

খ) বিচ্ছুরণ

গ) প্রতিধ্বনি

ঘ) সমবর্তন✓


১৫) শিশুর গলার স্বর সাধারণত বয়স্ক লোকের গলার স্বর এর চেয়ে সুরেলা  কারণ কি?

ক) তীক্ষ্ণতা বেশি✓

খ) তীক্ষ্ণতা কম

গ) শিশুরা খুবই চঞ্চল হয়

ঘ) শিশুদের প্রাবল্য খুব কম


১৬) রসুনের গন্ধের কারণ-

ক) একটি ক্লোরো যৌগ

খ) একটি সালফার যৌগ✓

গ) একটি ক্লোরিন যৌগ

ঘ) একটি অ্যাসিটিক অ্যাসিড


১৭) ক্লোরিন কে জলে মিশ্রিত করা হয় কারণ-

ক) ব্যাকটেরিয়া মারার জন্য

খ) নোংরা পরিষ্কারের জন্য

গ) জল পরিষ্কারের জন্য✓

ঘ) মাছ ধরার জন্য


১৮) খাদ্যে আয়োডিনের অভাবে হয়-

ক) বেরিবেরি

খ) গলগন্ড✓

গ) রিকেট

ঘ) রাতকানা


১৯) ওলিয়াম হলো-

ক) রেড়ির তেল

খ) অয়েল অফ ভিট্রিয়ল

গ) ধূমায়মান H2S04✓

ঘ) কোনাটিই নয়


২০) গন্ধক এর অপর নাম কি?

ক) ল্যাপিস লাজুলি

খ) ফসফরাস

গ) সালফার✓

ঘ) সোডিয়াম


২১) পচা মাছের গন্ধ যুক্ত বর্ণ টি গ্যাসটি হল -

ক) SO2

খ) PH3✓

গ) SO3

ঘ) O2


২২) একটি কম গলনাংক এর ধাতু হলো -

ক) সিজিয়াম✓

খ) পটাশিয়াম

গ) নিকেল

ঘ) দস্তা


২৩) অক্সিজেন আবিষ্কার করেন কে?

ক) প্রেস্টলি✓

খ) বয়েল

গ) রাদারফোর্ড

ঘ) ক্যাভেন্ডিস


২৪) সাধারণত যে গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয়-

ক) মিথেন

খ) নাইট্রাস অক্সাইড✓

গ) নাইট্রোজেন

ঘ) হাইড্রোজেন পার অক্সাইড


২৫) নিম্নলিখিত কোনটি তড়িৎ এর সুপরিবাহী?

ক) লাল ফসফরাস

খ) কালো ফসফরাস✓

গ) বেগুনি ফসফরাস

ঘ) স্কারলেট ফসফরাস


২৬) নিচের কোনটি সার নয়?

ক) ইউরিয়া

খ) সুপার ফসফেট

গ) সোডিয়াম সালফেট✓

ঘ) পটাশিয়াম নাইট্রেট


২৭) কোনটি মাছের রোগ?

ক) ড্রপসি✓

খ) অ্যানথ্রাক্স

গ) পুলোরাম

ঘ) ফাউল পক্স


২৮) এক বছরের কম বয়সের মুরগি কে কি বলে?

ক) কক

খ) পুলেট ✓

গ) ফিঙ্গারলিং

ঘ) ব্রুড


২৯) "পাশমিনা" কোথা থেকে পাওয়া যায়?

ক) ভেড়া

খ) ছাগল✓

গ) খরগোশ

ঘ) ইয়াক


৩০) ছাগলের ক্ষুদ্রান্তের অংশ কোন খেলার সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়?

ক) ক্রিকেট

খ) টেনিস✓

গ) ফুটবল

ঘ) পোলো














No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...