Friday, November 6, 2020

Bengali Current Affairs 7th November, 2020

 


H/W 6th November, 2020 

1. ‘Dr Tulsi Das Chugh Award-2020’-এ সম্মানিত হলেন কে?

 -ড. সতীশ মিশ্র

2. মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে সমস্ত জোনে কী নামে উদ্যোগ লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে?

- Meri Saheli


Bengali Current Affairs 7th November, 2020

1.‘World Tsunami Awareness Day’ পালন করা হয় প্রতি বছর কোন তারিখে?

ⓐ ১৫ই অক্টোবর

ⓑ ৫ই নভেম্বর✓

ⓒ ১৯শে মার্চ

ⓓ ৫ই ডিসেম্বর


☮  সুনামি সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

☮ Theme - "Sendai Seven Camping" target


2.বাংলাদেশের সাথে ‘CARAT Bangladesh 2020’-নামে নৌসেনা মহড়া যৌথভাবে লঞ্চ করলো কোন দেশ?

ⓐ জাপান

ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র✓

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ সুদান

☮ বঙ্গোপসাগরে অনুষ্ঠিত এই মহড়া।


3.‘EOS01’-নামে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করছে কোন মহাকাশ গবেষণা সংস্থা?

ⓐ NASA

ⓑ ISRO✓

ⓒ ESA

ⓓ JAXA


☮ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organisation

☮ হেডকোয়াটার- বেঙ্গালুরু

☮ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট

☮ প্রতিষ্ঠাতা- বিক্রম সারাভাই

☮ বর্তমান ডিরেক্টর- K. Sivan


4.সম্প্রতি প্রয়াত সতীশ প্রসাদ সিং বিহারের কততম মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ পঞ্চম

ⓑ দশম

ⓒ ষষ্ঠ✓

ⓓ তৃতীয়

☮ তিনি ১৯৬৮ সালের ২৮শে জানুয়ারী থেকে ১লা ফেব্রুয়ারী পর্যন্ত মোট ৫দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন।

☮ তিনি শোষিত সমাজ দলের নেতা ছিলেন।

☮ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৭ বছর

☮ বিহারের রাজধানী- পাটনা

☮ বর্তমান মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

☮ রাজ্যপাল- ফাগু চৌহান


5.‘Plastic Lao Mask Le jao’-নামে ক্যাম্পেইন বা উদ্যোগ লঞ্চ করলো কোন মিউনিসিপাল কর্পোরেশন?

ⓐ মুম্বাই

ⓑ দেরাদুন✓

ⓒ দিল্লি

ⓓ কলকাতা


6.সম্প্রতি Alassane Ouattara(আলাসনে ওউতারা) কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয়বার নির্বাচন জিতলো?

ⓐ নিকারাগুয়া

ⓑ ব্রাজিল

ⓒ আইভরিকোস্ট✓

ⓓ মালি


☮ রাজধানী- Yamoussoukro(ইয়ামৌসৌক্রো)

☮ মুদ্রার নাম- West African CFA franc


7.‘Kadal Osai FM 90.4’-নামে ভারতের প্রথম কেবল মৎস্যজীবীদের জন্য রেডিও চ্যানেল লঞ্চকারী আমস্ট্রং ফার্নান্ড, কোন রাজ্যের বাসিন্দা?

ⓐ গুজরাট

ⓑ তামিলনাড়ু✓

ⓒ কেরালা

ⓓ কর্নাটক


☮ তিনি নিজেও একজন মৎস্যজীবী।

☮ তিনি তামিলনাড়ুর রামানাথাপুরম জেলার বাসিন্দা।

☮ রাজধানী- চেন্নাই

☮ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

☮ রাজ্যপাল- Banwarilal Purohit


8.সম্প্রতি রহমাতুল্লাহ কুরেশী কোন দেশের ক্রিকেট বোর্ডের CEO হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ পাকিস্তান

ⓑ বাংলাদেশ

ⓒ শ্রীলংকা

ⓓ আফগানিস্তান✓


☮ রাজধানী- কাবুল

☮ মুদ্রার নাম- আফগানি

☮ বর্তমান রাষ্ট্রপতি- Ashraf Ghani


9.সম্প্রতি ITF Women’s Tennis Tournament-এ সিঙ্গেল টাইটেল জয়ী Rutuja Bhosale(রুতুজা ভোসলে) ,কোন দেশের টেনিস তারকা?

ⓐ ইংল্যান্ড

ⓑ ভারত✓

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ চীন


10.আগত ৩ বছররে জন্য ভারতীয় ক্রিকেট টিমের ‘কিট স্পনসর’ হলো কোন কোম্পানী?

ⓐ Dream11

ⓑ MPL✓

ⓒ Jio

ⓓ Paytm First Games


☮ MPL-এর পুরো কথা- Mobile Premier League

☮ হেডকোয়াটার- বেঙ্গালুরু

☮ প্রতিষ্ঠা সাল- সেপ্টেম্বর, ২০১৮


11. কোন ভারতীয় ক্রিকেটার 2020 একলব্য পুরস্কার পেলেন?

ⓐ বিরাট কোহলি

ⓑ কে এল রাহুল✓

ⓒ যুবরাজ সিং

ⓓ রোহিত শর্মা


☮ খেলাধুলায় অসামান্য পারফরম্যান্সের জন্য কর্ণাটক সরকার একলব্য পুরস্কার প্রদান করে থাকে।

☮ কে এল রাহুল এর পুরো নাম কণ্নুর লোকেশ রাহুল।

☮ কে এল রাহুল কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ভারতের উদীয়মান ক্রিকেটার। 


12. Asian Development Bankকোন রাজ্যের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের উন্নতি করতে 132.8 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করলো?

ⓐ ত্রিপুরা

ⓑ মেঘালয় ✓

ⓒ উড়িষ্যা

ⓓ মধ্যপ্রদেশ

☮ Asian Development Bank headquarter mandaluyong Philippines

☮ Asian Development Bank president : masatsugu asakawa

☮ Asian Development Bank founded : 19 December ,1966

☮ মেঘালয়ের রাজধানী - শিলং

☮ মেঘালয়ের রাজ্যপাল - সত্যপাল মালিক

☮ মেঘালয়ের মুখ্যমন্ত্রী - কনরাদ সংমা


13. কে Inter parliamentary Union (IPU) এর সভাপতি পদে নিযুক্ত হলেন?

ⓐ Gunther Braunig

ⓑ Jitendra Kumar

ⓒ Duarte Pacheco(ডুয়ার্তে পাচেকো)✓

ⓓ Lio Xiaoshuai


☮ The Inter-Parliamentary Union is an international organization of national parliaments.

☮ Headquarters location: Geneva, Switzerland

☮ President: Gabriela Cuevas Barron (গ্যাব্রিয়েলা কিউভাস ব্যারন)

☮ Founded: 1889, 131 years ago

☮ 179 countries are members of the IPU.


14. কোন দেশ সম্প্রতি পিনাকা মিসাইল এর নতুন সংস্করণ সফল পরীক্ষা সম্পন্ন করেছে?

ⓐ শ্রীলংকা

ⓑ ভারত✓

ⓒ মালয়েশিয়া

ⓓ ফ্রান্স


☮ DRDO সফলভাবে পিনাকা রকেট সিস্টেমের বর্ধিত সংস্করণ পরীক্ষা করেছে।  উড়িষ্যা উপকূলে চাঁদিপুরে  এই পরীক্ষাটি করা হয়েছিল।


15. সম্প্রতি মারলন স্যামুয়েলস সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি কোন দেশের ক্রিকেটার?

ⓐ অস্ট্রেলিয়া

ⓑ ওয়েস্ট ইন্ডিজ✓

ⓒ পাকিস্তান

ⓓ বাংলাদেশ


☮ মারলন স্যামুয়েলস সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে।

☮ ক্রিকেট ক্যারিয়ারে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে 71১ টেস্টে ২০ 20 ওয়ানডে এবং T 67 টি-টোয়েন্টি খেলেছিলেন।


16. কেরালায় পর্যটন সুবিধা কেন্দ্রের উদ্বোধন করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদি

ⓑ নরেন্দ্র সিং তোমার

ⓒ প্রহ্লাদ সিং প্যাটেল✓

ⓓ পিনারাই বিজয়ন

☮ Tourism minister Prahlad Singh Patel virtually inaugurated tourist facility centre.


Question of the Day

১) চীন কোথায় world's highest -altitude cloud computing data centre তৈরি করতে চলেছে?

২) IIFFB তে কাকে lifetime achievement award দ্বারা পুরস্কৃত করা হলো?






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...