Friday, November 6, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-১০০

 

আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১০০

১) কোন স্থানে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণের জন্য কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ?

ক) অক্ষাংশ✓
খ) সমুদ্রের গতিপথ
গ) বৃষ্টিপাত
ঘ) বায়ুর গতিপথ

২) মধ্যপ্রদেশের পান্না বলয় কিসের জন্য বিখ্যাত?

ক) প্রবাল
খ) হিরে✓
গ) নীলা
ঘ) মুক্ত

৩) "V"আকৃতি বিশিষ্ট উপত্যকা গঠিত হয় কোন নদীর দ্বারা?

ক) পূর্ণতা প্রাপ্ত নদী
খ) পুরাতন নদী
গ) তরুণ নদী✓
ঘ) উক্ত সমস্ত নদী

৪) তামিলনাড়ুর নেভেলি কিসের জন্য প্রসিদ্ধ?

ক) পিট
খ) অ্যানথ্রাসাইট
গ) বিটুমিনাস
ঘ) লিগনাইট✓

৫) বিশ্বের সর্বাধিক পরিমাণ নিকেল কোন রাষ্ট্র উৎপাদন করে?

ক) ফ্রান্স
খ) কানাডা✓
গ) আর্জেন্টিনা
ঘ) ব্রিটেন

৬) ঋতু অনুযায়ী বৈসাদৃশ্য সর্বাধিক কোথায়?

ক) উচ্চ অক্ষাংশ
খ) নিম্ন অক্ষাংশ
গ) মধ্য অক্ষাংশ✓
ঘ) কোনোটিই নয়

৭) ডট ক্লাউড থিওরি কিসের সঙ্গে যুক্ত?

ক) ধুমকেতু✓
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) শনি

৮)  কোন মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দস্তক দেন?

ক) দ্বিতীয় বাহাদুর শাহ
খ) মোহাম্মদ শাহ
গ) জাহান্দার শাহ
ঘ) ফারুকশিয়ার✓

৯) সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কে?

ক) নাদির শাহ
খ) সুলতান মামুদ✓
গ) চেঙ্গিস খাঁ
ঘ) মোহাম্মদ ঘোরি

১০) কোন সুলতান কমার্শিয়াল দপ্তর স্থাপন করেন?

ক) গিয়াসউদ্দিন তুঘলক
খ) মুহাম্মদ বিন তুঘলক
গ) ফিরোজ শাহ তুঘলক✓
ঘ) আলাউদ্দিন খলজী

১১) গুরু নানকের মৃত্যুর পর কে দ্বিতীয় শিখ গুরু হন?

ক) অর্জুন সিং
খ) অঙ্গদ✓
গ) রামদাস
ঘ) অমর দাস

১২) "নট" কিসের একক?

ক) আলো
খ) গতিবেগ✓
গ) দূরত্ব
ঘ) আয়তন

১৩)  ফ্লপি ডিস্কের তথ্য সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে?

ক) রাসায়নিক
খ) অপটিক্যাল
গ) চৌম্বকীয়✓
ঘ) বৈদ্যুতিক

১৪) গ্যাসের মধ্যে মলিকিউল-এর গতি কিসের উপর নির্ভর করে?

ক) ভর এবং চাপ
খ) চাপ এবং তাপমাত্রা
গ) ভর এবং তাপমাত্রা✓
ঘ) কোনোটিই নয়

১৫) দীপ্তি প্রবাহের একক কি?

ক) কুলম্ব
খ) লুমেন✓
গ) লাক্স
ঘ) হার্টজ

১৬) নিচের কোন পদার্থটি সর্বাধিক প্রবাহ প্রতিরোধ শক্তি সম্পন্ন?

ক) অ্যালকোহল
খ) জল
গ)  মধু✓
ঘ) গ্যাসোলিন

১৭) মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক) তড়িৎ শক্তি- যান্ত্রিক শক্তি তে
খ) শব্দ শক্তি- তড়িৎ শক্তিতে✓✓
গ) যান্ত্রিক শক্তি- তড়িৎ শক্তিতে
ঘ) যান্ত্রিক শক্তি -শব্দ শক্তিতে

১৮) হীরে কে উজ্জ্বল লাগে কেন?

ক) তেজস্ক্রিয়তার জন্য
খ) আলো নিক্ষেপনের জন্য
গ) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর জন্য✓
ঘ) বেশি ঘনত্ব বলে

১৯) খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন এসিড তৈরি হয়?

ক) ইউরিক অ্যাসিড
খ) সালফিউরিক অ্যাসিড
গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড✓
ঘ) নাইট্রিক অ্যাসিড

২০) গ্লোমেরুলাস কোথায় থাকে?

ক) নিউরনে
খ) নেফ্রন✓
গ) প্লাস্টিডে
ঘ) কোনোটিই নয়

২১) কুইনাইন কোন রাসায়নিক শ্রেণীর অন্তর্গত?

ক) উপক্ষার✓
খ) ক্ষার
গ) ক্ষারক
ঘ) এসিড

২২) গাছের বৃদ্ধি পরিপোষক হরমোন কোনটি?

ক) থাইরক্সিন
খ) ইথিলিন
গ) অক্সিন✓
ঘ) ফ্লোরিজেন

২৩) রক্তের অন্যতম উপাদান হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে?

ক) ম্যাগনেসিয়াম
খ) তামা
গ) দস্তা
ঘ) লোহা✓

২৪) স্পর্শ করলে লজ্জাবতীর পাতা গুলি বুজে যায় এটি কি ধরনের চলন?

ক) সিসমোন্যাস্টিক✓
খ) ফটোন্যাস্টিক
গ) এপিন্যাস্টি
ঘ) থার্মোন্যাস্টি

২৫) কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায়?

ক) ইলেকট্রোস্কোপ✓
খ) কমিউটেটর
গ) ডেনসিমিটার
ঘ) ইলাইওমিটার

২৬) নিউট্রন বিহীন পরমাণুর নাম কি?

ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) কার্বন
ঘ) সাধারণ হাইড্রোজেন✓

২৭) কত ডিগ্রি উষ্ণতায় পারদ বাষ্পে পরিণত হয়?

ক) 39°C
খ) 100°C
গ) 357°C✓
ঘ) 257°C

২৮) BOT কিসের একক?

ক) রোধের
খ) আলোকবর্ষের
গ) তড়িৎ শক্তি খরচ এর✓
ঘ) রোধাঙ্ক এর

২৯) নিম্নলিখিত কোন টি কম অগ্নি দাহ্য?

ক) সুতি✓
খ) রেয়ন
গ) টেরিকট
ঘ) নাইলন

৩০) নিচের কোনটিকে সাধারণ পলি এমাইড বলে?

ক) নাইলন✓
খ) রেয়ন
গ) টেরিলিন
ঘ) সুতি

৩১) বিলাতি মাটির সিমেন্টের মূল উপাদান গুলি হল-

ক) কলিচুন, সিলিকা এবং অ্যালুমিনা✓
খ) সিলিকা ,অ্যালুমিনা এবং ম্যাগনেসিয়াম
গ) কলিচুন, সিলিকা এবং ম্যাগনেসিয়াম
ঘ) কলিচুন, সিলিকা এবং আয়রন

৩২) কৃত্রিম মিষ্টির স্যাকারিন তৈরি করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?

ক) টলুইন✓
খ) ফেনল
গ) অ্যানিলিন
ঘ) বেনজিন

৩৩)  দেশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে?

ক) গন্ধক
খ) পটাশিয়াম ক্লোরেট
গ) লাল ফসফরাস✓
ঘ) অ্যান্টিমনি ট্রাই সালফাইট

৩৪) নিম্নলিখিত কোনটি কাচ শিল্পে বায়ুর বুদবুদ তৈরি করতে ব্যবহৃত হয়?

ক) পটাশিয়াম কার্বনেট
খ) সোডা অ্যাশ
গ) আর্সেনিয়াস অক্সাইড✓
ঘ) ফেল্ডসপার

৩৫) স্টোরেজ ব্যাটারীতে কোন ধাতব পদার্থটির ব্যবহৃত হয়?

ক) সিসা✓
খ) তামা
গ) লোহা
ঘ) জিংক

৩৬) সালফার আছে এমন দুটি জৈব পদার্থ হল-

ক) কলা ও লিচু
খ) শাক ও ডিম
গ) পেঁয়াজ ও রসুন✓
ঘ) আম ও জাম

৩৭) সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার✓
ঘ) উপরাষ্ট্রপতি

৩৮) একটি ওয়াটার পোলো দলে কতজন সদস্য থাকে?

ক) ৪জন
খ) ৫জন
গ) 6 জন
ঘ) ৭জন✓

৩৯) "প্যাক "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ক্রিকেট
খ) ফুটবল
গ) আইস্ হকি✓
ঘ) টেবিল টেনিস

৪০)  মিকির কোন রাজ্যের আদি অধিবাসী?

ক) আসাম✓
খ) মধ্যপ্রদেশ
গ) তামিলনাড়ু
ঘ) ত্রিপুরা






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...