Saturday, November 7, 2020

Bengali Current Affairs 8th November, 2020

 


H/W 7th November

১) চীন কোথায় world's highest -altitude cloud computing data centre তৈরি করতে চলেছে?

- তিব্বত

২) IIFFB তে কাকে lifetime achievement award দ্বারা পুরস্কৃত করা হলো?

- পুরী✓


Bengali Current Affairs 8th November, 2020

1. কোন বেসরকারি ব্যাংক 18বছর থেকে 35 বছরের গ্রাহকদের জন্য Mine প্রোগ্রাম লঞ্চ করল?

ⓐ Kotak Mahindra Bank

ⓑ Axis Bank

ⓒ ICICI Bank✓

ⓓ HDFC Bank

⦿ ICICI Bank headquarter - Mumbai, Maharashtra

⦿ ICICI Bank MD and CEO-  Sandeep Bakshi

⦿ ICICI Bank Tagline - Hum Hai Na , Khyal Apka


2. বাংলাদেশে সম্প্রতি কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো Covid-19 ভ্যাকসিন নেওয়ার জন্য?

ⓐ জাপান

ⓑ ভারত✓

ⓒ আমেরিকা

ⓓ ফ্রান্স

⦿ ভারতীয় কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং সিরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি টাকার Covid-19 ভ্যাকসিন নেওয়ার জন্য বাংলাদেশ MoU স্বাক্ষর করলো।


3.‘Mission Sagar-II’-এর অংশ হিসাবে কোন ভারতীয় নৌসেনা জাহাজটি সুদান পৌছালো?

ⓐ কনকলতা বড়ুয়া

ⓑ ঐরাবত✓

ⓒ কোরা

ⓓ শহীদ


4.রাজস্থানের DGP হিসাবে নিযুক্ত হলেন কোন আই.পি.এস অফিসার?

ⓐ মনোহর লাল✓

ⓑ আশীষ ভাটিয়া

ⓒ সুধাংশু বর্মন

ⓓ মানিক দালাল

⦿ রাজস্থানের রাজধানী- জয়পুর

⦿ মুখ্যমন্ত্রী- অশোক গেহলট

⦿ রাজ্যপাল- কালরাজমিশ্র


5.বেঙ্গালুরুতে ‘অল ওমেন ভার্চুয়াল কাস্টমার সার্ভিস সেন্টার’-এর লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Flipkart

ⓑ Amazon✓

ⓒ Apple

ⓓ Jio

⦿ হেডকোয়াটার- ওয়াশিংটন

⦿ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের ৫ই জুলাই

⦿ প্রতিষ্ঠাতা ও CEO- জেফ বেজস


6.লেটেস্ট ICC ODI Batting Rankings-এ প্রথমস্থানে আছে কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ রোহিত শর্মা

ⓑ বিরাট কোহলী✓

ⓒ বাবর আজম

ⓓ রাহুল দ্রাবিড়


7.মহারাষ্ট্রের লোকায়ুক্তা হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মহেশ কার্তিক

ⓑ সঞ্জয় ভাটিয়া✓

ⓒ আকাশ সিং

ⓓ দুর্জয় কুমার

⦿ রাজধানী- মুম্বাই

⦿ মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray

⦿ রাজ্যপাল- Bhagat Singh Koshyari


8.সম্প্রতি রাজ্যে সমস্ত ধরনের আতসবাজি বিক্রি এবং ব্যবহার ব্যান করলো কোন রাজ্য সরকার?

ⓐ আসাম

ⓑ উড়িষ্যা✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ দিল্লি

⦿ রাজধানী- ভুবনেশ্বর

⦿ মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক

⦿ রাজ্যপাল- গনেশী লাল


9.সম্প্রতি নিরঞ্জন কুমার আর্য কোন রাজ্যের চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ রাজস্থান✓

ⓒ ত্রিপুরা

ⓓ গুজরাট

⦿ রাজস্থানের রাজধানী : জয়পুর

⦿ রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্র

⦿ রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলট


10. সম্প্রতি ৪৬ বছর বয়সে প্রয়াত হলেন ফারাজ খান, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত

ⓑ অভিনয়✓

ⓒ ক্রিকেট

ⓓ ফুটবল

⦿ তিনি “Fareb” and “Mehndi” সিনেমার জন্য খুবই পরিচিতি লাভ করেছেন।


11. John Pombe Magufuli কোন দেশে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?

ⓐ মালয়েশিয়া

ⓑ সৌদি আরব

ⓒ তানজানিয়া ✓

ⓓ মালি

⦿ তানজানিয়ার রাজধানী - দোদোমা

⦿ তানজানিয়ার মুদ্রা-  তানজানিয়ান সিলিং


12. 'Till We Win' বইটির লেখক কে?

ⓐ অরুন্ধতী রায়

ⓑ তমাল বন্দ্যোপাধ্যায়

ⓒ রন্দীপ গুলেরিয়া ✓

ⓓ দীনেশ খারে

⦿ AIIMS director রণদীপ গুলেরিয়া এবং আরো দুজন ডাক্তার এই বইটি লিখেছেন।

⦿ কোভিড - ১৯এর  বিরুদ্ধে লড়াই এবং কিভাবে আগামী দিনে মহামারী মোকাবিলা করতে হবে তারই সুনির্দিষ্ট বিবরণ দেবে এই বইটি।

13. ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে কে কোন দেশের সেনাবাহিনীর জেনারেল পদে সম্মানিত করা হল?

ⓐ নেপাল✓

ⓑ পাকিস্তান

ⓒ আমেরিকা

ⓓ চীন

⦿ নেপালের কাঠমান্ডু তে রাষ্ট্রপতি সরকারি বাসভবনে (শীতল  নিবাস )এক বিশেষ অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হল।

⦿ নেপালের প্রধানমন্ত্রী - কে পি শর্মা ওলি

⦿ নেপালের রাষ্ট্রপতি -  বিদ্যাদেবী ভান্ডারী

⦿ নেপালের রাজধানী - কাঠমান্ডু

⦿ নেপালের মুদ্রা - নেপালি রুপী


14. NPCI সম্প্রতি নিম্নের কোন সংস্থাকে UPI পেমেন্টের অনুমোদন দিয়েছে?

ⓐ Facebook

ⓑ Instagram

ⓒ WhatsApp✓

ⓓ Messenger

⦿ NPCI full form-  National Payments Corporation of India

⦿ UPI Full Form - Unified Payments Interface


15. সম্প্রতি কে দিল্লির বায়ু গুণমান সংক্রান্ত পরিচালনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে?

ⓐ Dinesh Khade

ⓑ Bimal jalan

ⓒ M M Kutty✓

ⓓ RK Rathore

⦿ Former Chief secretary of Delhi M M Kutti was appointed chairperson of the commission for Air quality management in National Capital Region.

⦿ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী -অরবিন্দ কেজরিওয়াল

⦿ রাজ্যপাল- অনিল বৈজাল


16. ভারত ও তার কোন প্রতিবেশী দেশের মধ্যে নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে?

ⓐ চীন

ⓑ নেপাল

ⓒ বাংলাদেশ✓

ⓓ শ্রীলংকা

⦿ New Air service between India and Bangladesh Vistara airlines launched its bi weekly flight mode Delhi to Dhaka.

⦿ বাংলাদেশের রাজধানী- ঢাকা

⦿ বাংলাদেশ প্রধানমন্ত্রী -শেখ হাসিনা

⦿ বাংলাদেশী মুদ্রা- বাংলাদেশি টাকা


17. রাফাল যুদ্ধবিমান এর দ্বিতীয় ব্যাচে ভারত কোন দেশ থেকে তিনটি রাফাল বিমান আমদানি করেছে?

ⓐ রাশিয়া

ⓑ ফ্রান্স✓

ⓒ আমেরিকা

ⓓ জাপান

⦿ ফ্রান্সের রাজধানী : প্যারিস

⦿ ফ্রান্সের  রাষ্ট্রপতি : এমানুয়েল মাক্রোঁ

⦿ ফ্রান্সের মুদ্রা : Euro


18. লুক রঙ্কি সম্প্রতি কোন দেশের ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছেন?

ⓐ ভারত

ⓑ নিউজিল্যান্ড✓

ⓒ ওয়েস্ট ইন্ডিজ

ⓓ বাংলাদেশ

⦿ নিউজিল্যান্ডের রাজধানী - ওয়েলিংটন

⦿ নিউজিল্যান্ডের মুদ্রা-  নিউজিল্যান্ড ডলার


19. জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয়?

ⓐ 5 নভেম্বর

ⓑ 6 নভেম্বর

ⓒ 7 নভেম্বর✓

ⓓ 8 নভেম্বর

⦿ Theme : " I am and I will "

⦿ World Cancer Day : 4th February


20. কোন রাজ্য সরকার মোবাইল আম্মা ক্যান্টিনের উদ্বোধন করলেন?

ⓐ কেরালা

ⓑ উড়িষ্যা

ⓒ তামিলনাড়ু✓

ⓓ উত্তর প্রদেশ

⦿ তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই

⦿ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে. পালানিসামি

⦿ তামিলনাড়ুর রাজ্যপাল:  বানওয়ারীলাল  পুরোহিত

Question of the Day

১) সম্প্রতি কোন দেশ হরিবংশ রাই বচ্চনের নামে একটি চৌরাস্তার নাম রেখেছে?

২)  কোন রাজ্য single-use প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য "Plastic Premier League"  চালু করল?








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...