Saturday, November 7, 2020

WBP/KP/আবগারি Main Special পর্ব-১

 


WBP/KP/আবগারি Main Special
পর্ব-১

১) " ডিসকভারি অফ ইন্ডিয়া" বইটির লেখক কে?

ক) মহাত্মা গান্ধী
খ) জহরলাল নেহেরু✓
গ) খুশবন্ত সিং
ঘ) মুকুল রাজ আনন্দ

২) কোন ভাষ্কর্যে সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল?

ক) মৌর্য ভাস্কর্য
খ) মথুরা ভাস্কর্য
গ) গান্ধার ভাস্কর্য✓
ঘ) গুপ্ত ভাস্কর্য

৩) শ্রী চৈতন্যদেব কার কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করেন?

ক) যবন হরিদাস
খ) জীব গোস্বামী
গ) ঈশ্বরপুরী✓
ঘ) শ্রীনিবাস

৪) মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি?

ক) অনুচক্রিকা
খ) শ্বেত কণিকা✓
গ) স্নায়ু কনা
ঘ) লোহিত কণিকা


৫) শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক) কেরালা
খ) কর্ণাটক✓
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তর প্রদেশ

৬) লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত?

ক) বিজাপুর
খ) বারানসি
গ) মাদুরাই
ঘ) ভুবনেশ্বর✓



৭) ভারতের ফিল্ম ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) দিল্লি
খ) পুনে✓
গ) লখনও
ঘ) মুম্বাই

৮) প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

ক) ১৯১৪ খ্রিস্টাব্দ✓
খ) ১৯১৫ খ্রিস্টাব্দ
গ) ১৯১৬ খ্রিস্টাব্দ
ঘ) ১৯১২ খ্রিস্টাব্দ


৯) পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত হয়?

ক) বেনজিন
খ) প্রোপিলিন
গ) ইথেন
ঘ) ইথিলিন✓

১০) নন্দাদেবী কোন রাজ্যে অবস্থিত?

ক) হিমাচল প্রদেশ
খ) উত্তরাখণ্ড✓
গ) উত্তর প্রদেশ
ঘ) সিকিম

১১) কার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়?

ক) জাকির হোসেন
খ) এস রাধাকৃষ্ণাণ✓
গ) সি ভি রমন
ঘ) আশুতোষ মুখোপাধ্যায়


১২) অনেক সময় রাত্রিবেলা জ্বলন্ত স্ফুলিঙ্গ কে পৃথিবীর দিকে ছুটে আসছে দেখা যায় ।এদের কি বলে?

ক) উল্কা✓
খ) ধুমকেতু
গ) কালপুরুষ
ঘ) গ্রহ

১৩) উড়োজাহাজ আবিষ্কার কে করেন?

ক) নিউটন
খ) ফ্রান্সিস বেকন
গ) আইনস্টাইন
ঘ) অরভিল রাইট✓

১৪) সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

ক) বাঁকুড়া
খ) পুরুলিয়া✓
গ) বর্ধমান
ঘ) বীরভূম


১৫) "দক্ষিণ ভারতের শস্যাগার" কোন অঞ্চলকে বলা হয়?

ক) কোয়েম্বাটুর
খ) তিরুচিরাপল্লী
গ) থাঞ্জাভুর✓
ঘ) তিরুবনন্তপুরম

১৬) গঙ্গা ও সিন্ধু নদী প্রণালীর মধ্যে জলবিভাজিকার অঞ্চলটি হল-

ক) হরিদ্দার
খ) নামচাবারোয়া
গ) অলকানন্দা
ঘ) আম্বালা✓

১৭) ভারতের দীর্ঘতম হ্রদ টি হলো -

ক) প্যাঙ্গং হ্রদ
খ) পুলিকট হ্রদ
গ) কোলেরু হ্রদ
ঘ) ভেম্বনাদ হ্রদ✓


১৮) "ট্রাভেলার্স প্রিন্স" নামে কে পরিচিত?

ক) মেগাস্থিনিস
খ) হিউ এন সাং✓
গ) ফা-হিয়েন
ঘ) ইবন বতুতা

১৯) এসিড ক্ষরণ নিচের কোন অঙ্গের বৈশিষ্ট্য?

ক) পাকস্থলী✓
খ) কিডনি
গ) ক্ষুদ্রান্ত
ঘ) বৃহদন্ত্র

২০) ভারতীয় সংবিধানের জনক রূপে কাকে অভিহিত করা হয়?

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ) জহরলাল নেহেরু
গ) মৌলানা আবুল কালাম আজাদ
ঘ) ডঃ বি আর আম্বেদকর✓

২১)  কোন ভারতীয় সংস্থা 2020 সালের জন্য PSU's বিশ্বসেরা কর্মচারী পুরস্কার জিতেছে?

ক) NTPC✓
খ) ভেল
গ) এইচ এইল
ঘ) কোনটা না


২২) ‘UK Engineer Body Award’ জয়ী Mangdechhu hydroelectric Project-টি কোন দেশে অবস্থিত?

ক) নেপাল
খ) ভুটান✓
গ) পাকিস্তান
ঘ) বাংলাদেশ


২৩) সম্প্রতি "পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স ২০২০" কে জিতলেন?

ক) সেবাস্তিয়ান ভেটেল
খ) মিশায়েল শুমাখার
গ) লুইস হ্যামিলটন✓
ঘ) কেউ না



২৪) ‘ভাগ্যলক্ষ্মী স্কিম’-এর বাস্তবায়নের জন্য LIC-এর পরিবর্তে ডাক বিভাগের সুকন্যা সমৃদ্ধি যোজনাকে বেছে নিল কোন রাজ্য?

ক) কেরালা
খ) কর্নাটক✓
গ) গুজরাট
ঘ) দিল্লি



২৫) 24 অক্টোবর Indo Tibetan Border Police কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?

ক) 57
খ) 58
গ) 59✓
ঘ) 60















No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...