Friday, November 6, 2020

General Science Topic - পদার্থবিদ্যা (একক ,পরিমাপ ও গতিবিদ্যা)

 


General Science

   Topic - পদার্থবিদ্যা (একক ,পরিমাপ ও গতিবিদ্যা)


১) নিচের কোন রাশির একক ভোল্ট?

ক) তড়িৎ প্রবাহমাত্রা

খ) তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য

গ) তড়িৎ বিভব✓

ঘ) তড়িৎ আধান


২) আলোকবর্ষ হলো-

ক) জ্যোতির্বিজ্ঞানে দূরত্বের একক✓

খ) ক্ষুদ্র দূরত্বের একক

গ) সময়ের একক

ঘ) আলোর গতিবেগ


৩) পারসেক হলো-

ক) 3.26 আলোকবর্ষ✓

খ) 1.96 আলোকবর্ষ

গ) 10.2 6 বছর

ঘ) 14.56 দিন

 

৪) নিচের কোনটির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়?

ক) মিটার

খ) আংস্ট্রম✓

গ) পারসেক

ঘ) ফার্মি


৫) ফার্মি (F) এককের সাহায্যে মাপা হয়-

ক) রাস্তার দূরত্ব

খ) সমুদ্রের গভীরতা

গ) পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ✓

ঘ) দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব


৬) নিচের কোন রাশিটির কোন একক নেই?

ক) আপেক্ষিক তাপ

খ) আপেক্ষিক গুরুত্ব✓

গ) রোধ

ঘ) আপেক্ষিক রোধ


৭) নিচের কোন রাশিটি স্কেলার রাশি?

ক) বল

খ) টর্ক

গ) কার্য✓

ঘ) ত্বরণ


৮) নিচের কোনটি স্কেলার রাশি নয়?

ক) কার্য

খ) তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য✓

গ) দ্রুতি

ঘ) শক্তি


৯) তড়িৎচালক বলের মাত্রা নিচের কোন রাশিটির সমান?

ক) বল

খ) শক্তি

গ) তড়িৎ বিভব✓

ঘ) তড়িৎ প্রবাহমাত্রা


১০) নিচের কোন রাশি দুটির মাত্রা সমান হয়?

ক) বলের ঘাত ও ভরবেগ✓

খ) তাপ ও স্থিতিস্থাপক গুণাঙ্ক

গ) ঘাত ও বল

ঘ) কার্য ও পীড়ন


১১) নিচের কোন রাশির মাত্রা চাপের মাত্রার সমান?

ক) পীড়ন✓

খ) ঘাত

গ) আয়তন বিকার গুণাঙ্ক

ঘ) বিকিরণ ক্ষমতা


১২) নিচের কোনটির মাত্রা প্লাঙ্কের ধ্রুবকের সমান?

ক) বলের ভ্রামক

খ) কৌণিক ভরবেগ✓

গ) কৌণিক ত্বরণ

ঘ) রৈখিক ভরবেগ


১৩) নিচের কোনটি ভেক্টর রাশি নয়?

ক) টর্ক

খ) কৌণিক ভরবেগ

গ) দ্বিমেরু ভ্রামক

ঘ) তড়িৎ বিভব✓


১৪) একক ভেক্টরের মান সর্বদা-

ক) এক✓

খ) শূন্য

গ) অসীম

ঘ) শূন্য থেকে অসীম যে কোন একটি হতে পারে


১৫) A ও B দুটি সমান ভেক্টর হলে ওদের-

ক) মান সমান

খ) দিক সমান

গ) একই মান এবং দিক উভয়ই✓

ঘ) মান সমান এবং একটি সাধারণ উৎস বিন্দু থাকবে

১৬) ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান-

ক) কমে যায়✓

খ) বেড়ে যায়

গ) একই থাকে

ঘ) কোনোটিই নয়


১৭) একটি বস্তু সমবেগে সরলরেখায় চললে ,ওর ত্বরণ-

ক) শূন্য✓

খ) ধ্রুবক

গ) সর্বোচ্চ

ঘ) সর্বনিম্ন


১৮) কোন বস্তুকে ভূমি সাপেক্ষে কত কোণে প্রক্ষেপ করলে বস্তুটির সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে?

ক) 30 ডিগ্রী

খ) 45 ডিগ্রি✓

গ) 60 ডিগ্রি

ঘ) 0 ডিগ্রী


১৯) একটি বস্তুকে একটি মিনার থেকে অনুভূমিক দিকে প্রক্ষেপ করা হলো এবং একই সঙ্গে অপর একটি বস্তুকে অবস্থান থেকে ফেলে দেওয়া হলে-

ক) প্রথমটি আগে ভূমি স্পর্শ করবে

খ) দ্বিতীয় টি আগে ভূমি স্পর্শ করবে

গ) দুটি একসঙ্গে ভূমি স্পর্শ করবে✓

ঘ) কোনটি আগে ভূমি স্পর্শ করবে তা মিনারের উচ্চতার উপর নির্ভর করে


২০) কোন একটি বস্তুকে ভূমি সাপেক্ষে কোন একটি কোনে প্রক্ষেপ করলে বস্তুর গতিপথ এর প্রকৃতি হবে-

ক) সরলরৈখিক

খ) অধিবৃত্তাকার✓

গ) উপবৃত্তাকার

ঘ) পরাবৃত্তাকার


২১) কোন বস্তুর বেগ দ্বিগুণ করা হলে ওর গতিশক্তি-

ক) দ্বিগুণ হবে

খ) চার গুণ হবে✓

গ) অর্ধেক হবে

ঘ) চার গুণ কম হবে


২২) প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব কে বলা হয়-

ক) ত্বরণ

খ) সরণ✓

গ) গতিবেগ

ঘ) দ্রুতি


২৩) কোন একটি প্রস্তরখন্ড কে ভূমি সাপেক্ষে কত কোনে প্রক্ষেপ করলে প্রস্তরখন্ড টির কোন অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে না?

ক) 30 ডিগ্রী

খ) 45 ডিগ্রি

গ) 90 ডিগ্রি✓

ঘ) 0°


২৪) বৃত্তীয় গতি তে ভ্রাম্যমাণ কোন বস্তু কণার গতিবেগের অভিমুখ সর্বদা-

ক) কেন্দ্রঅভিমুখী

খ) কেন্দ্র বহির্মুখী

গ) স্পর্শক বরাবর✓

ঘ) গতিপথের সঙ্গে লম্ব


২৫) অবাধে পতনশীল বস্তুর প্রতি সেকেন্ডে দ্বিতীয় সেকেন্ডে এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে-

ক) 1:3:5✓

খ) 1:2:3

গ) 1:3:9

ঘ) 1:2:4







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...