Tuesday, November 10, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 36 আঞ্চলিক ভূগোল Regional Geography

 


        ভূগোল SLST/NET/SET 

                  MCQ- Set- 36

                আঞ্চলিক ভূগোল

             Regional Geography

১) পর্বতের পাদদেশে নুরি পোলি ও বালি গঠিত মৃত্তিকা কে কি বলে?

ক) খাদার

খ) বাগর

গ) ভাঙ্গর

ঘ) ভাবর✓


২) লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়-

ক) পলিমাটি

খ) কৃষ্ণমাটি✓

গ) পডসল মাটি

ঘ) মরু মাটি


৩) নিচের কোন মাটি "Black cotton soil"নামে পরিচিত?

ক) কৃষ্ণমাটি✓

খ) পার্বত্য মাটি

গ) লোহিত মাটি

ঘ) পলিমাটি


৪) খোয়াই ভূমিরূপ সৃষ্টি হয়-

ক) চাদর ক্ষয় এর প্রভাবে

খ) পলি ক্ষয় এর প্রভাবে

গ) খাত ক্ষয় এর প্রভাবে✓

ঘ) বায়ুর প্রবাহের প্রভাবে


৫) মৃত্তিকা ক্ষয়ের একটি মানবিক কারণ হলো-

ক) বনভূমি ধ্বংস সাধন✓

খ) প্রবল বৃষ্টিপাত

গ) প্রবল ঘূর্ণি ঝড়ের প্রকোপ

ঘ) বন্যা


৬) বর্তমানে ভারতে মোট অরন্যের পরিমাণ-

ক) 23.81 শতাংশ✓

খ) 31.5 শতাংশ

গ) 20.3 শতাংশ

ঘ) 14.3 9শতাংশ


৭) ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি?

ক) উত্তরাখান্ড

খ) অরুণাচল প্রদেশ

গ) মধ্যপ্রদেশ✓

ঘ) উত্তর প্রদেশ


৮) ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন অরণ্য আচ্ছাদিত  রাজ্য কোনটি?

ক) হরিয়ানা✓

খ) পাঞ্জাব

গ) গুজরাট

ঘ) বিহার


৯) ভারতের নিম্নলিখিত কোন শ্রেণীর অরন্যের পরিমাণ সর্বাধিক?

ক) শুষ্ক পর্ণমোচী ✓

খ) আদ্র পর্ণমোচী

গ) শুষ্ক তৃণ ও গুল্ম

ঘ) চিরহরিৎ প্রকৃতির


১০) ভারতের জাতীয় বননীতি গ্রহণ করা হয়েছে কত সালে?

ক) 1952 খ্রিস্টাব্দে✓

খ) 1980 খ্রিস্টাব্দে

গ) 1960 খ্রিস্টাব্দে

ঘ) 1990 খ্রিস্টাব্দে


১১) ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশ গড়ে উঠেছে-

ক) পর্ণমোচী অরণ্য

খ) মরু উদ্ভিদ

গ) চিরহরিৎ অরণ্য✓

ঘ) ম্যানগ্রোভ অরণ্য


১২) "নিউম্যাটোফোর" দেখা যায় নিম্নলিখিত কোন বনভূমির  বৃক্ষের?

ক) পর্ণমোচী

খ) মরু

গ) চিরহরিৎ

ঘ) ম্যানগ্রোভ✓


১৩) ভারতের সাভানা তৃণভূমি অঞ্চল কোথায় দেখা যায়?

ক) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে✓

খ) কচ্ছের রন অঞ্চলে

গ) হিমালয় পার্বত্য অঞ্চলে

ঘ) বদ্বীপ অঞ্চল


১৪) কৃষিকাজ কোন কার্যাবলীর অন্তর্গত?

ক) প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলি✓

খ) দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলি

গ) তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলি

ঘ) চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলি


১৫) ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য মিলেট ফসল হলো-

ক) পাট

খ) জোয়ার✓

গ) রাগী

ঘ) বাজরা


১৬) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ভর ফসল হলো-

ক) খারিফ ফসল✓

খ) রবি ফসল

গ) বাগিচা ফসল

ঘ) জায়িদ ফসল


১৭) উদ্যান কৃষি ব্যবস্থায় বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ কে কি বলে?

ক) পোমাম কালচার

খ) সেরিকালচার

গ) ওলেরি কালচার✓

ঘ) ফ্লোরিকালচার


১৮) "রেটুন প্রথা "কোন চাষের সঙ্গে সম্পর্কিত?

ক) কার্পাস

খ) আখ✓

গ) মিলেট

ঘ) পাট

 

১৯) ভারতের কৃষি সবচেয়ে বড় সমস্যা কোনটি?

ক) মৌসুমী বায়ুর উপর অধিক নির্ভরতা✓

খ) সনাতন কৃষি

গ) অশিক্ষিত কৃষক

ঘ) প্রাকৃতিক বিপর্যয়


২০) ভারতের হেক্টর প্রতি ফলন বেশি  কোন রাজ্যে?

ক) তামিলনাড়ু

খ) হরিয়ানা

গ) পাঞ্জাব✓

ঘ) অন্ধ্রপ্রদেশ








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...