Monday, December 14, 2020

ভারতের ইতিহাস পর্ব 6 বৈদিক যুগ ও মহাজনপদ

 


ভারতের ইতিহাস   পর্ব 6

বৈদিক যুগ ও মহাজনপদ

১)  বৈদিক পরিবার সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয় ?

ক) আর্য সমাজের প্রাথমিক একক হল পুরুষতান্ত্রিক সমাজ 

খ) পুত্র সন্তানের জন্য বিশেষ ভাবে কাম্য ছিল কারণ যুদ্ধের জন্য তাদের দরকার ছিল 

গ) বিবাহের পবিত্রতাকে মান্যতা দেয়া হয়েছিল

ঘ) বাল্যবিবাহ অনুমোদিত ছিল✓


২) ঋকবেদর যুগের নারীদের সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়? CDS -২০১৪

ক) তারা তাদের স্বামীদের সঙ্গে সভা এবং অন্যান্য বলিদান এর অনুষ্ঠানে যোগ দিতে পারতেন

খ) কিছু  অবিবাহিত মহিলারা নিজেরাই বলিদান করতে পারতেন 

গ) মহিলারা সর্বোচ্চ কর্তৃত্বের পদে যেতে পারতেন 

ঘ) মহিলারা নিজেদের সঙ্গী বাছতে পারতেন ✓


৩) যে পুরুষসূক্ত জাতিভেদের উৎপত্তি খুঁজে পাওয়া যায় সেটি কোন গ্রন্থের অন্তর্গত ? CDS-২০০৩

ক) অথর্ববেদ 

খ) ঋগ্বেদ ✓

গ) সামবেদ 

ঘ) যজুর্বেদ


৪) ঋকবেদের "নবম মন্ডল"  কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত?

ক) সোম ✓

খ) ইন্দ্র 

গ) রুদ্র 

ঘ) বরুণ 


৫) ভারতে জাতিপ্রথা তৈরি হয়েছিল -FCI assistant 2012

ক) শ্রমের গতিহীনতার জন্য 

খ) শ্রমের মর্যাদার স্বীকৃতির জন্য 

গ) অর্থনীতির উন্নতির জন্য 

ঘ) শ্রমের বৃত্তিগত বিভাজন এর জন্য ✓


৬) ঋক বৈদিক যুগে আর্যরা ছিল পশুপালক। মানুষের এই ধারণা জন্মের কারণ কি ?

ক) ঋকবেদে গরু সম্পর্কে বিভিন্ন উল্লেখ ছিল 

খ) বেশিরভাগ যুদ্ধই গরুর কারণে হয়েছিল 

গ) পূজারীদের যে উপহার দেওয়া হতো তা সাধারণত হত গরু

ঘ) সবকটি সঠিক ✓


৭) বৈদিক যুগে "গোবিকর্তা " শব্দটি কি বোঝাতে  ব্যবহৃত হতো?

ক) বার্তা প্রেরক✓ 

খ) বন বিভাগের প্রধান 

গ) রানী 

ঘ) পুরোহিত


৮) বর্তমান বিহার রাজ্যের মুঙ্গের এবং ভাগলপুর জেলায় কোন মহাজনপদ অবস্থিত ছিল ?

ক) বৃজি

খ) মল্ল

গ) অঙ্গ

ঘ) মগধ✓


৯) প্রথম কোন রাজা পদাতিক বাহিনী গড়ে তোলেন ?

ক) জরাসন্ধ 

খ) বৃহদ্রথ 

গ) বিম্বিসার✓

ঘ) মহাপদ্ম নন্দ 


১০) প্রাচীন ভারতে মগধের প্রথম রাজধানী ছিল -

ক) পাটুলিপুত্র 

খ) রাজগীর ✓

গ) বৈশালী 

ঘ) বারানসি 


১১) মগধের কোন রাজা গ্রীক বীর আলেকজান্ডার এর সমসাময়িক ছিলেন ?

ক) মহাপদ্ম নন্দ 

খ) ধননন্দ ✓

গ) সুকল্প 

ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য 


১২) সব থেকে দক্ষিনে অবস্থিত মহাজনপদ টি হলো -

ক) অবন্তী 

খ) অস্মক ✓

গ) চেদি

ঘ) মল্ল


১৩) পৃথিবীর সবথেকে  প্রাচীনতম প্রজাতন্ত্র কোনটি?

ক) শাক্য

খ) লিচ্ছবি ✓

গ) জ্ঞাতৃক

ঘ) কোল


১৪) ষষ্ঠ শতাব্দীতে ভারতের বাইরে একটি প্রজাতন্ত্রের নাম লেখ।

ক) সুমের

খ) এথেন্স✓ 

গ) স্পার্টা

ঘ) ব্যাবিলন 


১৫) কোন শাসক প্রথম পাটলিপুত্রে রাজধানী স্থাপন করেন? 

ক) অজাত শত্রু 

খ) কালাশোক 

গ) উদয়িন✓ 

ঘ) কনিষ্ক 


১৬) কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে ? 

ক) মহাভারত 

খ) অঙ্গুত্তর নিকায়✓ 

গ) ছান্দোগ্য উপনিষদ 

ঘ) সংযুক্ত নিকায় 


১৭) মগধের প্রথম রাজধানী কি ছিল ?

ক) পাটুলিপুত্র 

খ) বৈশালী 

গ) রাজগৃহ✓

ঘ) চম্পা



১৮) পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন ?

ক) উদয়িন

খ) অশোক 

গ) অজাত শত্রু✓

ঘ) মহাপদ্ম নন্দ 


১৯) বৈশালীতে পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র কোন উপজাতি গঠন করে ?

ক) মৌর্য 

খ) নন্দ 

গ) গুপ্ত 

ঘ) লিচ্ছবি ✓



২০) ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কোন দুটি প্রজাতান্ত্রিক ছিল ? 

ক) কুরু -পাঞ্চাল

খ) বৃজি-মল্ল ✓

গ) গান্ধার -অবন্তী

ঘ) কাশি -কোশল


২১) মগধের কোন রাজা সিংহাসনে বসার জন্য নিজের পিতাকে হত্যা করেন এবং পরে নিজের পুত্রের হাতে নিহত হন?

ক) বিম্বিসার 

খ) অজাত শত্রু ✓

গ) উদয়িন

ঘ) নাগ দশক 


২২) গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল ? 

ক) অবন্তী 

খ) বৎস 

গ) অস্মক ✓

ঘ) কম্বোজ 


২৩) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? 

ক) বিম্বিসার 

খ) মহাপদ্ম নন্দ ✓ 

গ) অজাত শত্রু 

ঘ) ধননন্দ 


২৪) "দান- স্তুতি" স্তোত্র বেদের কোন অংশে পাওয়া যায় ?

ক) অথর্ববেদ 

খ) যজুর্বেদ 

গ) সামবেদ 

ঘ) ঋগ্বেদ ✓


২৫) কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন  তক্ষশীলা অবস্থিত ছিল ?

ক) সিন্ধু ও ঝিলাম ✓

খ) ঝিলাম ও চন্দ্রভাগা 

গ) চন্দ্রভাগা ও ইরাবতী 

ঘ) ইরাবতী ও বিপাশা 


২৬) নিচের কোনটি ঋক বৈদিক আর্যদের  বৈশিষ্ট্য ছিল না ?

ক) তারা ঘোড়ার রথ ও ব্রোঞ্জ এর ব্যবহার এর সঙ্গে পরিচিত ছিল 

খ) তারা লোহার ব্যবহার জানতো ✓ 

গ) তারা গো-পালক ছিল 

ঘ) তারা তামা ও লাঙ্গলের ব্যবহার জানতো 


২৭) ঋকবেদে নিচের কোনটি উল্লেখিত হয়নি ?

ক) সপ্তসিন্ধু 

খ) বর্ন 

গ) মগধ ✓

ঘ) দশায়ু 


২৮) নিচের কোনটি ইন্দো-আর্য ভাষার মধ্যে ধরা হয় না ? 

ক) ইংরেজি 

খ) আরবি

গ) পারসি✓

ঘ) আবেস্তা 


২৯) আর্যরা ভারতে এসেছিল কি হিসাবে ? 

ক) আক্রমণকারী 

খ) উদ্বাস্তু 

গ) বণিক ও যাযাবর 

ঘ) পরিযায়ী ✓


৩০) আর্য শব্দের অর্থ কি ? WBCS prelims 2009

ক) চাষ করা ✓`

খ) জাতি বিশেষ 

গ) গোচারণ ভিত্তিক সমাজ 

ঘ) ব্রহ্মচারী 


৩১) আমাদের মাতৃভূমির নাম" ভারত " বলে উল্লেখ রয়েছে কোথায় ? WBCS Main 2014

ক) বিষ্ণুপুরাণে ✓ 

খ) বায়ু পুরানে 

গ) মার্কেন্ডেয় পুরানে 

ঘ) মৎস পুরানে


৩২) নিম্নলিখিত ঋকবেদের দেবতাদের মধ্যে কাকে ঋতু বলা হয়েছে? WBCS Main 2015

ক) ইন্দ্র 

খ) অগ্নি 

গ) বরুণ ✓

ঘ) সোম

৩৩) ঋক বৈদিক ভারতের কোন উপজাতি  প্রধান দশ রাজার যুদ্ধে অংশ নেন ?WBCS Main 2016

ক) সুদাস ✓ 

খ) দেবদাস 

গ) অত্রী

ঘ) কেউ নন


৩৪) কোন ঋকবৈদিক নদী রাভি বা ইরাবতী বলে পরিচিত ?

ক) বিতস্তা 

খ) আসিকনি 

গ) পুরুষনী✓

ঘ) শতদ্রু




৩৫) কোন গ্রন্থে সর্বপ্রথম সমাজে চারটি স্তর বিভাজন পাওয়া যায় ?WBCS Main 2016

ক) ঋকবেদ- পুরুষসূক্ত ✓

খ) যজুর্বেদ সংহিতা 

গ) কথোপনিষদ 

ঘ) মনুস্মৃতি 



৩৬) ঋকবেদে উল্লেখিত সবচেয়ে উল্লেখযোগ্য নদী হল -

ক) গঙ্গা 

খ) সরস্বতী ✓ 

গ) সিন্ধু 

ঘ) যমুনা



৩৭) বৌদ্ধ পন্ডিত 'অশ্বঘোষ'  কোন রাজার সমসাময়িক ছিলেন ?

ক) অজাত শত্রু 

খ) কনিষ্ক ✓

গ) অশোক 

ঘ) বিন্দুসার 






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...