Wednesday, December 16, 2020

Bengali Current Affairs 16th December, 2020

Bengali Current Affairs 16th December, 2020

1.‘জাতীয় শক্তি সংরক্ষণ দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ১৫ই ডিসেম্বর
ⓑ ১৪ই ডিসেম্বর✓
ⓒ ১৬ই ডিসেম্বর
ⓓ ৫ই জুন

2.2020 Social Entrepreneur of the Year Award জিতলেন কে?

ⓐ নন্দিতা শর্মা
ⓑ আশরফ প্যাটেল✓
ⓒ মুসকান প্যাটেল
ⓓ কৃতিকা পান্ডে

☞ তাঁকে এই পুরস্কার প্রদান করলেন কেন্দ্রীয় মন্ত্রী- স্মৃতি জুবিন ইরানী

3. IIT Bombay এর প্রকাশিত " urban quality of index 2020"শীর্ষস্থানে রয়েছে কোন শহর?

ⓐ মুম্বাই✓
ⓑ দিল্লি
ⓒ কলকাতা
ⓓ চেন্নাই

☞ Top City : Mumbai
☞ Other top cities:  Delhi Kolkata and Chennai

4.International Judo Federation-এর ক্লাইমেট অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কারা?

ⓐ Sabrina Filzmoser এবং Flavio Canto✓
ⓑ Robert Wing এবং Los Marina
ⓒ Angelina এবং Thord Paul
ⓓ Jimmy Bell এবং Mint Mayo

☞ Sabrina Filzmoser (অস্ট্রিয়া) এবং Flavio Canto(ব্রাজিল)
☞ IJF-এর হেডকোয়াটার- বুদাপেস্ট, হাঙ্গেরী
☞ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৫১
☞ বর্তমান প্রেসিডেন্ট- Marius Vizer


5. আলজেরিয়াতে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন ?

ⓐ গৌরব আলুওয়ালিয়া✓
ⓑ সোমনাথ চ্যাটার্জি
ⓒ গৌরব প্রামানিক
ⓓ শুভ্র শংকর

☞ আলজেরিয়ার রাজধানী:  আলজেরিয়া
☞ আলজেরিয়ার মুদ্রা : আলজেরিয়ান দিনার
☞ আলজেরিয়ার রাষ্ট্রপতি : Abdelmadjid Tebboune(আবদেলমাদজিদ তেবউউনে)


6.সম্প্রতি ভারতের সাথে সড়ক পরিকাঠামো প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ?

ⓐ ফিনল্যান্ড
ⓑ অস্ট্রিয়া✓
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ জাপান

☞ রাজধানী- ভিয়েনা
☞ মুদ্রার নাম- ইউরো
☞ রাষ্ট্রপতি- Alexander Van der Bellen

7.রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক ডিভাইস প্রদানের জন্য ‘মহাশরদ’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ আসাম
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ উত্তরাখণ্ড

☞ রাজধানী- মুম্বাই
☞ মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
☞ রাজ্যপাল- Bhagat Singh Koshyar

8.Bodoland Territorial Council-এর প্রধান কার্যনির্বাহী সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ প্রোমোদ সাওয়ান্ত
ⓑ প্রোমোদ বোরো✓
ⓒ নরেশ কুমার
ⓓ পেমা খান্ডু

☞ Established : February 2003.
☞ Chief Executive :Pramod Boro
☞ Deputy Chief Executive :Gobinda Basumatary(গোবিন্দ বসুমাত্রী)


9.2020 Abu Dhabi Grand Prix শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?

ⓐ Valtteri Bottas
ⓑ Max Verstappen✓
ⓒ Lewis Hamilton
ⓓ Lando Norris

☞ তিনি বেলজিয়ামের বাসিন্দা।

10.বঙ্গবন্ধু মুজিবর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার লঞ্চ করতে চলেছে কোন সংস্থা?

ⓐ WHO
ⓑ UNESCO✓
ⓒ UNICEF
ⓓ WTO

☞ 'ক্রিয়েটিভ ইকোনমি' ক্ষেত্রে অবদানকারীরা এই পুরস্কার পাবেন।
☞ এই পুরস্কার টা দেওয়া হবে 2021 সালের নভেম্বর মাসে।
☞ UNESCO-এর পুরো কথা- United Nations Educational, Scientific and Cultural Organization
☞ হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স
☞ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর
☞ বর্তমান হেড- Audrey Azoulay

11.২০২০ সালে গুগলে সবথেকে বেশিবার সার্চ করা সিনেমার তালিকায় প্রথমস্থানে আছে কোনটি?

ⓐ Joker
ⓑ Parasite✓
ⓒ The Shape of Water
ⓓ Marriage Story

☞ Parasite  is a 2019 South Korean black comedy thriller film
☞ Directed by :Bong Joon-ho

12. কোন সংস্থা anti corruption technology and solution লঞ্চ করল ?

ⓐ Google
ⓑ Microsoft ✓
ⓒ Alphabet
ⓓ Samsung

☞ বিল গেটস মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা ।

☞  সম্প্রতি তিনি Tie Global summit 2020 তে  lifetime achievement award এ মনোনীত হলেন।

☞ Microsoft CEO - Satya nadella
☞ Microsoft headquarter : Washington, United State
☞ founded- 4th April ,1975

13. ইরান কোন দেশের সাথে প্রথম রেলপথের উদ্বোধন করল ?

ⓐ আফগানিস্তান ✓
ⓑ ইরাক
ⓒ পাকিস্তান
ⓓ ভারত

☞ এটি পূর্ব ইরান থেকে পশ্চিম আফগানিস্তানের মধ্যে একটি 140 কিলোমিটার দীর্ঘ লাইন যা আফগানিস্তানের হেরাত শহরে পৌঁছানোর জন্য 85 কিলোমিটার পথ অতিক্রম করবে ।
☞ ইরানের রাজধানী: তেহরান
☞ ইরানের মুদ্রা :  রিয়েল
☞ ইরানের বর্তমান রাষ্ট্রপতি:  হাসান রুহানি
☞ আফগানিস্তানের রাজধানী :কাবুল
☞ আফগানিস্তানের রাষ্ট্রপতি : আশরাফ গনি
☞ আফগানিস্তানী মুদ্রা: আফগানি

14. NIF দ্বারা কমলাদেবী চট্টোপাধ্যায় বুক আওয়ার্ড 2020 কাকে দেওয়া হয়েছে ?

ⓐ অমিত আহুজা
ⓑ জয়রাম রমেশ
ⓒ অমিত আহুজা এবং জয়রাম রমেশ ✓
ⓓ রমেশ মহাজন

☞ অমিত আহুজা এবং জয়রাম রমেশ NIF কর্তৃক কমলাদেবী চট্টোপাধ্যায় বুক আওয়ার্ড 2020 পান।
☞ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জয়রাম রমেশ 2006 থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদের সদস্য ছিলেন ।
☞ কমলাদেবী চট্টোপাধ্যায় বুক অ্যাওয়ার্ড 2020 বিজয়ী কর্তাকে 15 লক্ষ টাকা এবং এটি ট্রফি প্রদান করা হয়।
☞ NIF full form: National Innovation Foundation
☞ Founded: March 2000

15. পেশাদার ইউরোপীয় ফুটবল লিগের প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন?

ⓐ দীপিকা নায়ার
ⓑ বালা দেবী ✓
ⓒ রঞ্জনা খাতরী
ⓓ কেউ না 

☞ ইউরোপের শীর্ষ লীগ গুলিতে পেশাদার ফুটবল খেলা প্রথম ভারতীয় মহিলা ফুটবলার বালা দেবী 2014 সালে এশিয়ান গেমস এবং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন।

16. টানা কত বছর অ্যাঞ্জেলা মার্কেল বিশ্বের সর্বোচ্চ 100 শক্তিশালী মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয় রয়েছেন ?

ⓐ 5
ⓑ 8
ⓒ 10 ✓

ⓓ 7











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...