Bengali Current Affairs 18th December, 2020
1.ভারতে ‘বিজয় দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ১৫ই আগস্ট
ⓑ ১৬ই ডিসেম্বর✓
ⓒ ২৬শে জানুয়ারী
ⓓ ৫ই সেপ্টেম্বর
❍ ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে ভারতের জয়লাভকে স্মরণীয় রাখতে এই দিনটি পালিত হয়।
2.পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সৌমিত্র সরকার
ⓑ শুভংকর সরকার✓
ⓒ অধীর চৌধুরী
ⓓ অভীক সরকার
3. 2020 সালের 15 ডিসেম্বর কার 70 তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় ?
ⓐ জহরলাল নেহেরু
ⓑ সরদার বল্লভ ভাই প্যাটেল ✓
ⓒ ইন্দিরা গান্ধী
ⓓ বি আর আম্বেদকর
❍ সরদার বল্লভ ভাই প্যাটেলের 70 তম মৃত্যুবার্ষিকী 2020 সালের 15 ডিসেম্বর পালন করা হয়েছিল ।
❍ জন্মস্থান: নয়ডা, উত্তর প্রদেশ - ৩১অক্টোবর, ১৮৭৫
❍ মৃত্যুস্থান: মুম্বাই, মহারাষ্ট্র, ১৫ডিসেম্বর, ১৯৫০
❍ তিনি একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা।
❍ তিনি ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন ।
❍ তিনি ভারতের ভারতের লৌহমানব হিসেবেও পরিচিত।
4.সম্প্রতি ‘Goldman Environmental Prize 2020’ জিতলেন Paul Sein Twa, তিনি কোন দেশের বাসিন্দা?
ⓐ ভুটান
ⓑ মায়ানমার✓
ⓒ নেপাল
ⓓ মালদ্বীপ
❍ Conservation of the International Union for Nature এর পক্ষ থেকে এ পুরস্কার বিতরণ করা হয়েছে । মানুষের প্রাকৃতিক সম্পদ পরিচালনায় স্বনির্ভরতা বৃদ্ধির প্রচেষ্টার জন্য এই পুরস্কারটি দেয়া হয়েছে।
❍ মায়ানমারের রাজধানী :নেপিডো
❍ President : Win Myint
❍ Currency : Kyat
5.সম্প্রতি কলকাতার গার্ডেনরিচ থেকে লঞ্চ হওয়া নৌবাহিনীর যুদ্ধ জাহাজটির নাম কী?
ⓐ সংকল্প
ⓑ কনকলতা বড়ুয়া
ⓒ হিমগিরি✓
ⓓ সম্প্রীতি
6.উড়িষ্যা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?
ⓐ জয়দীপ আচার্য
ⓑ রঘুনাথ শেঠ
ⓒ এস. মুরলীধর ✓
ⓓ অশোক প্যাটেল
❍ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন মোহাম্মদ রফিক ।
❍ উড়িষ্যা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1948 সালে ।
7.আরো কত বছরের জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পুনরায় নিযুক্ত হলেন উদয় কোটাক?
ⓐ ২ বছর
ⓑ ৩ বছর✓
ⓒ ১ বছর
ⓓ ৪ বছর
❍ Kotak Mahindra bank established : 2003
❍ Kotak Mahindra Bank headquarter: Mumbai ,Maharashtra
❍ Kotak Mahindra Bank tagline: Let's make money simple
8.বাংলাদেশ-ভারত কটন উৎসবের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হলো কোথায়?
ⓐ পাঞ্জাব
ⓑ ঢাকা✓
ⓒ ময়মনসিংহ
ⓓ মুম্বাই
9.6th International Online Shooting Championship (IOSC)-এ ১০মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলো কোন ভারতীয় শ্যুটার?
ⓐ অভিনব বিন্দ্রা
ⓑ যশ বর্ধন✓
ⓒ গগন নারাং
ⓓ অভনীত সিধু
10.HDFC Bank-এর চিফ রিস্ক অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ কৌশিক গাঙ্গুলী
ⓑ সন্ময় চক্রবর্তী✓
ⓒ সন্দীপ বক্সী
ⓓ সরূপ কর্মকার
❍ হেডকোয়াটার- মুম্বাই
❍ প্রতিষ্ঠা সাল- আগস্ট,১৯৯৪
❍ Founder: Hasmukhbhai Parekh
❍ CEO : Sashidhar Jagdishan
❍ HDFC Bank tagline : We Understand Your World
11. "Surya Bhushan International Award" সম্মানে ভূষিত হলেন কে ?
ⓐ জি সতীশ রেড্ডি
ⓑ ডক্টর কে . সিভান ✓
ⓒ ঋতু করিধাল
ⓓ এন. ভালার্মাঠি
❍ এই পুরস্কারটি প্রদান করলেন Surya Datta Group of Industries .
❍ এটা মহারাষ্ট্রে অবস্থিত। এর প্রতিষ্ঠাকাল 1999 সাল ।
12. বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ কোনটি ?
ⓐ ভারত ✓
ⓑ চীন
ⓒ নেপাল
ⓓ সৌদি আরব
❍ চা উৎপাদনে চীন বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে তৃতীয় স্থান দখল করেছে কেনিয়া এবং চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
13. কোন রাজ্য সরকার Amma mini clinic স্কিম লঞ্চ করল ?
ⓐ উড়িষ্যা
ⓑ রাজস্থান
ⓒ তামিলনাড়ু✓
ⓓ আসাম
❍ রাজ্যে গরিবদের চিকিৎসা সুবিধার্থে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে পালানিস্বামি তামিলনাড়ুতে Amma mini clinic এর উদ্বোধন করেছেন ।
❍ প্রতিটি ক্লিনিকে একজন ডাক্তার একজন নার্স এবং একজন সহকারি থাকবে।
❍ রাজ্যজুড়ে 2000 ক্লিনিক খোলা হবে।
❍ তামিলনাড়ুর রাজধানী: চেন্নাই
❍ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি কে পালানিস্বামি
❍ তামিলনাড়ুর রাজ্যপাল :বানোয়ারী লাল পুরোহিত
❍ তামিলনাড়ু রাজ্য সরকার রাজ্যের 80000 সরকারি স্কুলে smart blackboard প্রকল্প চালু করল ।
❍ তামিলনাড়ু রাজ্য পথদুর্ঘটনায় প্রথম স্থানে আছে।
❍ তামিলনাড়ু রাজ্য সরকার প্রথম রাজ্য হিসেবে এম্বুলেন্সে মহিলা চালক নিযুক্ত করল ।
14. International tea day কবে পালিত হয়?
ⓐ 12 ডিসেম্বর
ⓑ 15 ডিসেম্বর ✓
ⓒ 17 ডিসেম্বর
ⓓ 14 ডিসেম্বর
❍ ইউনাইটেড নেশন প্রতিবছর 15 ডিসেম্বর International tea day পালন করে থাকে।
❍ United Nations Headquarters :New York
❍ Secretary‑General : António Guterres
15. Global Knowledge Index 2020 ভারতের স্থান কত ?
ⓐ 70
ⓑ 75 ✓
ⓒ 57
ⓓ 64
❍ Global Knowledge Index এ প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড ,দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড স্টেটস, তৃতীয় স্থানে আছে ফিনল্যান্ড।
❍ 138 টি দেশের মধ্যে Global Knowledge Index প্রকাশিত হয়।
❍ South Asian nations knowledge index 2020 তে ভারতের স্থান প্রথম , দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ।
16. কোন রাজ্যে 22 ডিসেম্বর "Northeast MTB championship 2020 " অনুষ্ঠিত হবে ?
ⓐ ব্যাঙ্গালোর ,কর্ণাটক
ⓑ গুয়াহাটি ,আসাম✓
ⓒ জয়পুর ,রাজস্থান
ⓓ দার্জিলিং, পশ্চিমবঙ্গ
17. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের 30 গিগাওয়াট বায়ুশক্তি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
ⓐ গুজরাট ✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ ঝাড়খন্ড
ⓓ কর্ণাটক
❍ গুজরাটের রাজধানী: গান্ধীনগর
❍ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত
❍ গুজরাটের মুখ্যমন্ত্রী: বিজয় রুপানি
18. কে দু মিনিটের মধ্যে 10 সেন্টিমিটার কাদামাটি গণেশের একটি মূর্তি তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম নথিভূক্ত করেছে ?
ⓐ প্রিন্স
ⓑ রাকেশ
ⓒ আয়ুষ্মান ✓
ⓓ গ্লোরি
❍ আয়ুষ্মান বর্তমানে নবম শ্রেণীর শিক্ষার্থী। সে 10 বছর বয়স থেকে মাটির ভাস্কর্য তৈরি করতে পারদর্শী ।
19. কোন মোবাইল সংস্থা ডিসপ্লে কারখানা স্থাপনের জন্য উত্তর প্রদেশ রাজ্য কে বেছে নিয়েছে ?
ⓐ স্যামসাং ✓
ⓑ রেডমি
ⓒ ভিভো
ⓓ Oppo
❍ স্যামসাং সংস্থাটি 4825 কোটি টাকার বিনিয়োগে দিল্লি সংলগ্ন নয়ডা সেক্টর একটি উৎপাদন ইউনিট স্থাপনের ঘোষণা করেছে, যা 510 জনকে কর্মসংস্থান দেবে।
❍ স্যামসাং সংস্থাটির বর্তমানে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং চীনে ডিসপ্লে ইউনিট রয়েছে।
❍ উত্তর প্রদেশের রাজধানী : লখনউ
❍ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
❍ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
20. দেশীয় পণ্যের গুণমান প্রচার করতে কোন মিশন লঞ্চ করলো কেন্দ্র?
ⓐ স্বদেশী মিশন
ⓑ ব্র্যান্ড ইন্ডিয়া মিশন✓
ⓒ ওপেন ইন্ডিয়া মিশন
ⓓ হেল্প ইন্ডিয়া মিশন
No comments:
Post a Comment