NTPC & group D Mock Test -৪
বিগত বছরের প্রশ্ন
১) গৌতমি ও বশিষ্ট নিম্নলিখিত কোন নদীর প্রধান শাখা নদী ?
ক) গোদাবরী✓
খ) কাবেরী
গ) কৃষ্ণা
ঘ) মহানদী
২) মুম্বাই এ পুনের তুলনায় অধিক বৃষ্টিপাত এর কারণ কি ?
ক) প্রতিবাত ঢালে মুম্বাই এর অবস্থান ✓
খ) অধিক উচ্চতায় পুনের অবস্থান
গ) মুম্বাই উপকূলীয় শহর
ঘ) পুনেতে উদ্ভিদের পরিমাণ কম
৩) উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণে কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়?
ক) পশ্চিমবঙ্গ
খ) আসাম
গ) কেরালা
ঘ) তামিলনাড়ু✓
৪) এল নিনো কি?
ক) বায়ুমণ্ডলীয় ঘটনাবলী
খ) পরিবেশগত ঘটনাবলী
গ) সামুদ্রিক ঘটনাবলী✓
ঘ) জলবায়ুগত ঘটনাবলী
৫) এশিয়ার প্রথম export processing zone (EPZ) কোথায় গড়ে উঠেছিল?
ক) মুম্বাই
খ) ফলতা
গ) কান্ডালা ✓
ঘ) জামনগর
৬) ভারতের প্রথম দেশলাই শিল্প কোথায় গড়ে ওঠে ?
ক) বারানসি
খ) চেন্নাই
গ) বেঙ্গালুরু
ঘ) আমেদাবাদ✓
৭) মুগা রেশম কোথায় পাওয়া যায় ?
ক) গঙ্গা উপত্যকা
খ) ব্রহ্মপুত্র উপত্যকা✓
গ) কৃষ্ণ উপত্যকা
ঘ) গোদাবরী উপত্যকা
৮) সাতারা কিসের জন্য বিখ্যাত ?
ক) তাপবিদ্যুৎ কেন্দ্র ✓
খ) বায়ু শক্তি
গ) জলবিদ্যুৎ প্রকল্প
ঘ) পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
৯) হর্ষবর্ধন কে "সকলউত্তর পথনাথ" উপাধি কে দিয়েছিলেন ?
ক) দ্বিতীয় পুলকেশী ✓
খ) শশাঙ্ক
গ) প্রভাকর বর্ধন
ঘ) হিউ এন সাং
১০) ইবন বতুতা কোন সুলতানি শাসনকালে ভারতে আসেন?
ক) আলাউদ্দিন খলজী
খ) গিয়াসউদ্দিন তুঘলক
গ) ফিরোজ শাহ তুঘলক
ঘ) মুহাম্মদ বিন তুঘলক✓
১১) কোন গ্রন্থ বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে?
ক) তহকিক ই হিন্দ
খ) শাহনামা
গ) তারিখ ই ফিরোজশাহী✓
ঘ) কোনোটিই নয়
১২) পেশির ক্লান্তির জন্য দায়ী -
ক) কার্বন ডাই অক্সাইড
খ) ক্রিয়েটিনিন
গ) ল্যাকটিক অ্যাসিড ✓
ঘ) ইথাইল অ্যালকোহল
১৩) এমাইলেজ এর উৎপত্তিস্থল হলো-
ক) মস্তিষ্ক
খ) রক্ত
গ) থাইরয়েড
ঘ) অগ্নাশয় ✓
১৪) হৃদপেশী ক্লান্ত হয় না কারণ কি?
ক) কোষ সমূহ ইন্টারক্যালাটেড চাকরি দ্বারা যুক্ত
খ) বিপুল পরিমাণে মাইটোকনড্রিয়ার উপস্থিতি✓
গ) অধিক পরিমাণে অ্যাকটি নের এর উপস্থিতি
ঘ) অধিক পরিমাণে মায়োসিন এর উপস্থিতি
১৫) পাচিত খাদ্য শোষণ হয় কোথায় ?
ক) পাকস্থলী
খ) ক্ষুদ্রান্ত ✓
গ) বৃহদন্ত্র
ঘ) কোলন
১৬) নিচের কোনটি লৌহ সমৃদ্ধ খাদ্য ?
ক) আপেল✓
খ) ভাত
গ) লেবু
ঘ) জল
১৭) কোন প্রক্রিয়ায় সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয় ?
ক) পরিচলন
খ) পরিবহন
গ) বিকিরণ ✓
ঘ) অভি বহন
১৮) ট্রপোস্ফিয়ারের ওজোন দূষণের কারণ হিসেবে নিম্নলিখিত কোন গ্রিন হাউস গ্যাস দায়ী নয়?
ক) মিথেন
খ) কার্বন মনোক্সাইড
গ) নাইট্রোজেন অক্সাইড✓
ঘ) জলীয় বাষ্প
১৯) একটি ব্যারল কে টানা অপেক্ষা গরিয়ে নিয়ে যাওয়া অপেক্ষাকৃত অনেক সহজ কারণ কি ?
ক) গতিজাড্য বেশি হয়
খ) আবর্ত ঘর্ষণ অনেক কমে যায় ✓
গ) বিসর্প ঘর্ষণ(Sliding friction ) অনেক কম হয়
ঘ) কোনোটিই নয়
২০) দুধ থেকে মাখন নিষ্কাশন নিচের কোনটির উদাহরণ?
ক) অভিকেন্দ্র বল
খ) অপকেন্দ্র বল ✓
গ) সান্দ্র বল
ঘ) মহাকর্ষীয় বল
২১) কোন অশ্বারোহী পেছনদিকে হেলে পড়ে যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে এর কারণ কি?
ক) স্থিতি জাড্য✓
খ) গতিজাড্য
গ) অভিকর্ষজ বল
ঘ) কোনোটিই নয়
২২) আলোক কোন কণার গতি নির্দেশ করে?
ক) ফোটন✓
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) ইলেকট্রন
২৩) নিচের কোন কোন কনা সমূহ দ্বারা নিউক্লিয়াস তৈরি হয়?
ক) ইলেকট্রন ও প্রোটন
খ) প্রোটন ও নিউট্রন✓
গ) ইলেকট্রন ও নিউট্রন
ঘ) ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন
২৪) কোষ চক্রের কোন দশায় DNA এর সংশ্লেষ ঘটে?
ক) G1 দশা
খ) S দশা✓
গ) G2 দশা
ঘ) M দশা
২৫) রাফাইড কিসের ক্রিস্টাল?
ক) ক্যালসিয়াম অক্সালেট✓
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ফসফেট
ঘ) ম্যাগনেসিয়াম কার্বনেট
No comments:
Post a Comment