Wednesday, December 2, 2020

Bengali Current Affairs 1st December, 2020

 



Bengali Current Affairs 1st December, 2020

1. ভারতীয় কোন ছবি অস্কার 2021 এর জন্য মনোনীত হয়েছে? 

ⓐ Gully Boy

ⓑ Jodha Akbar

ⓒ Jallikattu ✓

ⓓ Gulabo

◘ Jallikattu একটি মালায়ালাম ছবি।

◘ 2021 সালের অস্কারের Best International feature film category এর জন্য মনোনীত হলো।

◘ 2019 সালে জোয়া আখতার পরিচালিত Gully Boy  অস্কারের জন্য মনোনীত হয়েছিল।


2.সম্প্রতি জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসবে কত তম সংস্করণ ভার্চুয়ালি শুরু হলো?

ⓐ 9 তম 

ⓑ 10 তম✓ 

ⓒ 12 তম 

ⓓ 14 তম

◘ জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উত্সব বিজ্ঞান প্রচারের মাধ্যমে আয়োজন করা হয়।


3.Global Terrorism Index 2020-তে ভারতের স্থান কত?

ⓐ সপ্তম

ⓑ অষ্টম✓

ⓒ ষষ্ঠ

ⓓ চতুর্থ

◘ এই তালিকায় প্রথমস্থানে আছে আফগানিস্তান

◘ দ্বিতীয় ইরাক, তৃতীয় নাইজেরিয়া, চতুর্থ সিরিয়া, পঞ্চম সোমালিয়া, ষষ্ঠ ইয়েমেন ,সপ্তম পাকিস্তান, অষ্টম ভারত, নবম কঙ্গো, দশম  স্থানে ফিলিপিনস


4.কোন রাজ্য সৌরশক্তি উৎপাদন ৫০০০ মেগাওয়াট থেকে ১০০০০ মেগাওয়াট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ মধ্যপ্রদেশ ✓

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ কর্ণাটক  

ⓓ অন্ধ্রপ্রদেশ

◘ মধ্যপ্রদেশের রাজধানী- ভূপাল 

◘ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল 

◘ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান


5. MG motor এবং Tata Power মিলিত ভাবে কোন শহরে super fast EV charging station লঞ্চ করল

ⓐ দিল্লি 

ⓑ আগ্রা ✓

ⓒ নয়ডা 

ⓓ বারানসি

◘ EV full form electronic vehicle 

◘ এখানে খুব দ্রুত electronic vehicle কে চার্জ করা হবে।

◘ ভারতের প্রথম EV charging প্লাজা স্থাপন করা হয় দিল্লিতে।


6. ভারত কোন মহাকাশ সংস্থা থেকে নবম Boeing P-81 surveillance  aircraft পেয়েছে?

ⓐ Lockheed Martin 

ⓑ SpaceX 

ⓒ Boeing ✓

ⓓ Airbus 

◘ Founder : William E. Boeing

◘ Founded : July 15, 1916; 104 years ago

◘ Headquarters :  Chicago, Illinois, U.S

◘ CEO: Dave Calhoun


7.World LPG Association (WLPGA)-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অধীর রঞ্জন মাইতি

ⓑ শ্রীকান্ত মাধব বৈদ্য✓

ⓒ কৈলাশ যাদব

ⓓ অংশ বিশ্বাস


8. Hero MotoCorp-এর চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ ডেভিড মালপাস

ⓑ মাইক ক্লার্ক✓

ⓒ সত্য নাদেলা

ⓓ রবার্ট ক্লার্ক

◘ হেডকোয়াটার- নিউ দিল্লি

◘ প্রতিষ্ঠা সাল- ১৯৮৪ সালের ১৯শে জানুয়ারী

◘  Chairman, MD & CEO -Pawan Munjal

◘  Founder -   Brijmohan Lall Munjal


9.প্রথম কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসাবে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ১ মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ⓑ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক✓

ⓒ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ⓓ কানাড়া ব্যাঙ্ক

◘ হেডকোয়াটার- মুম্বাই

◘ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল

◘ বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস


10.ভারতে ‘জাতীয় অঙ্গদান দিবস’ পালন করা হয় কোন দিন?

ⓐ ২৮শে নভেম্বর

ⓑ ২৭শে নভেম্বর✓

ⓒ ২৯শে নভেম্বর

ⓓ ৩০শে নভেম্বর

◘ মানব জীবনে অঙ্গ দানের গুরুত্ব সম্পর্কে সচেতনতার জন্য প্রতিবছর 27 নভেম্বর অঙ্গ দান দিবস  হিসেবে পালন করা হয়।


11. ভারতের মধ্যে কোথায় প্রথম প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করা শুরু হলো?

ⓐ নয়ডা ✓

ⓑ পুনে 

ⓒ কলকাতা 

ⓓ সুরাট


12. সম্প্রতি ক্রীড়ামন্ত্রক কোন ক্রীড়া সংঘ কে জাতীয় ক্রীড়া মহাসংঘ রূপে স্বীকৃতি দিল?

ⓐ জাতীয় টেনিস সংঘ 

ⓑ জাতীয় ক্রিকেট সংঘ 

ⓒ জাতীয় ফুটবল সংঘ 

ⓓ জাতীয় তীরন্দাজি সংঘ ✓

◘ বর্তমানে ভারতের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিযু।








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...