Thursday, December 3, 2020

Bengali Current Affairs 3rd December, 2020

 


Bengali Current Affairs 3rd December, 2020

1. 1 ডিসেম্বর Border Security Force (BSF) কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?

ⓐ 55 তম 

ⓑ 56 তম✓ 

ⓒ 54 তম 

ⓓ 51 তম 

❍ Border Security Force প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালের 1 ডিসেম্বর।

❍ BSF Director General- Rakesh Asthana 

❍ BSF Headquarter - New Delhi


2. Puma এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ প্রিয়াঙ্কা চোপড়া 

ⓑ করীনা কাপুর 

ⓒ শ্রদ্ধা কাপুর 

ⓓ দুয়া লিপা✓

❍ Puma headquarter - Germany 

❍ Founded - 1948 

❍ Founder - Rudolf Dassler(রুডল্ফ ড্যাসলার)


3. ৪৬২টি ম্যাচে দ্রুততম ২২,০০০ আন্তর্জাতিক রান করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ এম.এস. ধোনী

ⓑ বিরাট কোহলী✓

ⓒ রোহিত শর্মা

ⓓ যুবরাজ সিং

❍ শচীন টেন্ডুলকারের ২২০০০ হাজার করতে মোট ৪৯৩টি ম্যাচ লেগেছিল। 


4.আরব উপসাগরীয় দেশ গুলির প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প তৈরী হচ্ছে কোথায়?

ⓐ শারজাহ

ⓑ দুবাই✓

ⓒ ওমান

ⓓ আবুধাবি


5.এলাহাবাদ ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অঞ্জু মালহোত্রা

ⓑ সঙ্গীতা শ্রীবাস্তব✓

ⓒ কিরণ শর্মা

ⓓ জাসমিন মৈত্র


6.সম্প্রতি প্রয়াত Dave Prowse, কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত?

ⓐ অ্যাথলেটিক্স

ⓑ অভিনয়✓

ⓒ ফুটবল

ⓓ ক্রিকেট

❍ তিনি একজন ব্রিটিশ অভিনেতা

❍ তিনি ‘Star Wars’ সিরিজে Darth Vader-এর ভূমিকায় অভিনয় করেছেন।

❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর


7.৫টি রাজ্যে ‘Honey FPO Programme’ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ নরেন্দ্র সিং তমার✓

ⓒ স্মৃতি ইরানী

ⓓ প্রহ্লাদ সিং প্যাটেল


❍ তিনি বর্তমানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

❍ ৫টি রাজ্য হলো- বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ


8. সম্প্রতি কে বাহরিন গ্র্যান্ড প্রিক্স ২০২০ জয়ী হলেন?

ⓐ লুইস হ্যামিলটন ✓

ⓑ ম্যাক্স ভারস্টেপেন 

ⓒ ভল্টেরী বটাস

ⓓ আলেকজান্ডার এলবন

❍ দ্বিতীয় স্থানে আছেন ম্যাক্স ভারস্টেপেন , এবং তৃতীয় স্থানে আছেন আলেকজান্ডার এলবন।

❍ লুইস হ্যামিলটন এখনো পর্যন্ত 95 বার গ্র্যান্ড প্রিক্স জয়ী হয়েছেন। 

❍ তিনি বিশ্বের মধ্যে সবথেকে বেশি গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন।


9. ‘Healthcare Future Summit 2020’-র প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে কোথা থেকে?

ⓐ মেক্সিকো

ⓑ ভারত

ⓒ দুবাই✓

ⓓ ইজরায়েল

❍ এবারের থিম হল- ” Bringing Healthcare Communities Together ”


10.OIC-এর সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ Yunis Khan

ⓑ Hissein Brahim Taha✓(হিসেইন ব্রাহিম তাহা)

ⓒ Hussain Ahmed

ⓓ Nayeb jakir

❍ OIC-এর পুরো কথা-Organization of Islamic Cooperation

❍ হেডকোয়াটার- জেদ্দা, সৌদি আরব

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ২৫শে সেপ্টেম্বর


11.  National Dairy Development Board (NDDB) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ⓐ কৃতিকা সাগর 

ⓑ বর্ষা জোশী ✓

ⓒ রিচা শর্মা 

ⓓ বর্ষা সিং 

❍ এই পদে নিযুক্ত ছিলেন দিলীপ রথ । তার কার্যকালের মেয়াদ শেষ হলো 30 নভেম্বর ।

❍ 1 ডিসেম্বর থেকে এই পদে দায়িত্বভার গ্রহণ করলেন- বর্ষা জোশী 

❍ National Dairy Development Board Founded - 16 July 1965 

❍ National Dairy Development Board Headquarter - Anand ,Gujarat


12. ভারত কোন দেশে Sharioot Dam তৈরি করতে চলেছে?

ⓐ পাকিস্তান 

ⓑ আফগানিস্তান ✓

ⓒ শ্রীলংকা 

ⓓ বাংলাদেশ 

❍ Sharioot Dam কাবুল নদীর তীরে অবস্থিত।

❍ এই বাঁধ নির্মাণের ফলে কাবুলের 2 মিলিয়ন বাসিন্দাদের পানীয় জলের সুরাহা  হবে।

❍ আফগানিস্তানের রাষ্ট্রপতি - আশরাফ ঘানি 


13. কোন ব্যাংক " Future of Regional Cooperation in Asia and the Pacific "বইটি প্রকাশ করল?

ⓐ RBI 

ⓑ Asian Development Bank ✓

ⓒ World Bank 

ⓓ DBS Bank 

❍ এই বইটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে COVID-19 মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পুনঃনির্মাণের জন্য সহযোগিতা করবে। 

❍ President of ADB  - MasatSugu Asakawa 

❍ Headquarters - Manila , Philippines 


14. কে 16th Airtel Delhi Half Marathon ইভেন্টের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ অভিনব বিন্দ্রা✓ 

ⓑ মিলখা সিং 

ⓒ বিশ্বনাথন আনন্দ 

ⓓ মেরি কম 

❍ 29 নভেম্বর দিল্লি জহরলাল নেহেরু ইউনিভার্সিটি তে এটা শুরু হয়েছে। 

❍ অভিনব বিন্দ্রা একমাত্র ভারতীয় হিসেবে 2008 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে শ্যুটারে সোনা পায়।

❍ 2000 সালে তিনি অর্জুন পুরস্কার পান।

❍ 2002 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। 

❍ 2009 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান।

❍ অভিনব বিন্দ্রা কমনওয়েলথ গেমসে নয়টি পদক এবং এশিয়ান গেমসে তিনটি স্বর্ণ পদক জিতেছে ।


15. জেনেভাতে তিন বছরের জন্য  Inter Parliamentary Union (IPU) এর External Auditor হিসেবে নির্বাচিত হলেন কে ? 

ⓐ গিরিশচন্দ্র মুর্মু ✓

ⓑ তুষার মেহেতা 

ⓒ বাদল সরকার 

ⓓ সমীর কুমার খারে

❍ তিনি ভারতের বর্তমান Comptroller and Auditor General

❍ IPU এর সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড 

❍ প্রতিষ্ঠা সাল -1889

❍ প্রেসিডেন্ট- গ্যাব্রিয়েলা কিউবস ব্যারন

❍ Secretary-general  - Martin Chungong


16. World University ranking 2021 অনুসারে কোন ইনস্টিটিউট ভারতের মধ্যে শীর্ষ ইনস্টিটিউটে পরিণত হয়েছে? 

ⓐ IIT Delhi 

ⓑ IIT Kanpur

ⓒ IIT Bombay ✓

ⓓ IIT Roorkee

❍ The QS World University Ranking 2021 ভারতের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই এবং বিশ্বের 500 টি বিশ্ব বিদ্যালয়ে মধ্যে এর স্থান 172


17. সম্প্রতি কোথায় সূর্যধর হ্রদের উদ্ভোধন করা হল ?

ⓐ উত্তরাখণ্ড ✓

ⓑ কর্ণাটক 

ⓒ উড়িষ্যা

ⓓ ঝাড়খন্ড 

❍ সমপ্রতি উত্তরাখণ্ড এর মুখ্য মন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দেরাদুনের কাছে দৈবালাতে সূর্যধর হ্রদের উদ্ভোধন করলেন।


❍ উত্তরাখণ্ড এর রাজ্যপাল  - বেবি রানী মৌর্য


18. কে সম্প্রতি লোকসভার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন ? 

ⓐ উৎপল কুমার সিং ✓

ⓑ ওম বিড়লা 

ⓒ স্নেহলতা শ্রীবাস্তব

ⓓ None

❍ এর আগে লোকসভার সেক্রেটারি জেনারেল ছিলেন স্নেহলতা শ্রীবাস্তব ।

❍ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ।

19. সম্প্রতি কোন রাজ্যে অরুণোদয় যোজনা চালু হল? 

ⓐ ত্রিপুরা 

ⓑ অরুণাচল প্রদেশ

ⓒ আসাম ✓

ⓓ মেঘালয়

❍ এই যোজনার মাধ্যমে আসামে প্রায় 18 লক্ষ পরিবারের মহিলাদের সবচেয়ে কম মাসিক 830 টাকা করে প্রদান করা হবে। 

❍ আসামের রাজধানী-  দিসপুর 

❍ আসামের মুখ্য মন্ত্রী - সর্বানন্দ সনোয়াল 

❍ আসামের রাজ্যপাল - জগদীশ মুখী


20. সম্প্রতি মারিয়াম ওয়েবস্টার ডিকশনারি কোন শব্দ টিকে Word Of The Year এর আখ্যা পেয়েছে?

ⓐ Corona 

ⓑ Pandemic ✓

ⓒ COVID 

ⓓ Quarantine 


Question of the Day

১)২৩ নভেম্বর প্রয়াত হলেন তরুন গোগোই ।তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

২) টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি?





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...