Bengali Current Affairs 4th December, 2020
1.‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ১লা ডিসেম্বর
ⓑ ২রা ডিসেম্বর✓
ⓒ ৪ঠা ডিসেম্বর
ⓓ ৩রা ডিসেম্বর
■ ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃতদের স্মৃতির উদ্দেশ্যেই এই দিনটি পালিত হয়।
2. বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটি?
ⓐ সুরাট
ⓑ লাহোর ✓
ⓒ কাঠমান্ডু
ⓓ দিল্লি
■ Air Pollution Data Released by - Us Air Quality Index
■ বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোর। দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী নিউ দিল্লি ও তৃতীয় স্থানে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
3. Asian Development Bank কোন রাজ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য 132.8 মিলিয়ন মার্কিন ডলার লোন চুক্তি স্বাক্ষর করলো?
ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ মেঘালয় ✓
ⓒ উড়িষ্যা
ⓓ কেরালা
■ মেঘালয়ের রাজধানী - শিলং
■ মেঘালয়ের রাজ্যপাল- সত্যপাল মালিক
■ মেঘালয়ের মুখ্যমন্ত্রী - কনরাড সাংমা
■ ADB Headquarter- Mandaluyong, Philippines
■ President - Masatsugu Asakawa
■ Founded- 19 December, 1996
4. প্রথম ভারতীয় হিসেবে ফুটওয়ার মেকার Bata এর Global chief executive officer পদে কে নিযুক্ত হলেন?
ⓐ রাজেশ কুমার
ⓑ বিনয় সুদ
ⓒ সন্দ্বীপ কাটারিয়া✓
ⓓ কমল ভৌমিক
■ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন এ্যালেক্সিস
নাসার্ড ।
■ সন্দীপ কাটারিয়া বাটা ইন্ডিয়ার 2017 সাল থেকে চিফ এক্সেকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন।
■ Bata Headquarters - Lausanne Switzerland
■ Bata founded - 24 August ,1894
5. কোন কোম্পানি ব্রহ্মপুত্র নদের উপর দেশের বৃহত্তম সড়ক সেতু নির্মাণ করতে চলেছে?
ⓐ Tata Groups
ⓑ L&T✓
ⓒ Birla groups
ⓓ Chauha builders
■ L&T - Larsen & Toubro
■ এই সড়ক সেতুটির দৈর্ঘ্য হবে 19 কিলোমিটার ।
■ সেতুটি তৈরি করতে খরচ হবে 2500 থেকে 5000 কোটি টাকা।
■ এই সেতুটি আসামের ধুবড়ির সাথে মেঘালয়ের ফুলবাড়ী কে সংযুক্ত করবে।
6.১০ দিন ব্যাপী ‘আদি মহোৎসব’-এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
ⓐ অর্জুন মুন্ডা✓
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ ড. হর্ষ বর্ধন
ⓓ রমেশ পোখরীয়াল
■ উপজাতি বিসয়্ক মন্ত্রী -অর্জুন মুন্ডা
7. কোন রাজ্য পথ দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল?
ⓐ পশ্চিমবঙ্গ ✓
ⓑ বিহার
ⓒ উড়িষ্যা
ⓓ ত্রিপুরা
8.সম্প্রতি প্রয়াত Papa Bouba Diop, কোন দেশের ফুটবলার?
ⓐ জার্মানী
ⓑ সেনেগাল✓
ⓒ ব্রাজিল
ⓓ আর্জেন্টিনা
■ মৃত্যুকালীন তাঁর হয়েছিল- ৪২ বছর
9.ভারতে BAFTA-র ‘Breakthrough Initiative’-এর অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন মিউজিক কম্পোজার?
ⓐ গুলশন কুমার
ⓑ এ.আর. রহমান✓
ⓒ অন্নু মালিক
ⓓ সোনু নিগম
■ BAFTA-র পুরো কথা- British Academy of Film and Television Arts
■ হেডকোয়াটার- পিকাদিল্লি, লন্ডন
■ প্রতিষ্ঠা সাল- ১৯৪৭ (73 years ago)
■ চেয়ারম্যান- কৃষ্ণেন্দু মজুমদার
■ President -Prince William
10. Mankind Pharma-র কর্পোরেট ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন মালায়ালম অভিনেতা?
ⓐ পৃথ্বীরাজ সুকুমারান
ⓑ মদনলাল বিশ্বনাথন✓
ⓒ জয়সূর্য্য
ⓓ মাম্মুত্তি
11. কোন দেশ পরিবেশ সুরক্ষায় ভারতের সঙ্গে MoU স্বাক্ষর করলো?
ⓐ চীন
ⓑ ফিনল্যান্ড ✓
ⓒ জাপান
ⓓ আমেরিকা
■ ফিনল্যান্ডের রাজধানী- হেলসিংকি
■ ফিনল্যান্ডের মুদ্রা- ইউরো
■ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী - Sanna Marin
■ President - Sauli Niinistö
12. কোন সংস্থা 23 থেকে 27 শে নভেম্বর Aviation safety awareness week 2020 হিসেবে পালন করল?
ⓐ Indian Railway
ⓑ Airport Authority of India ✓
ⓒ Indian Navy
ⓓ Transport Authority of India
■ Headquarters - New Delhi
■ Founded -1st April 1995
■ Chairman- Arvind Singh
13. কোন রাজ্য 1 ডিসেম্বর 58 তম প্রতিষ্ঠা দিবস পালন করল?
ⓐ ঝারখান্ড
ⓑ নাগাল্যান্ড ✓
ⓒ বিহার
ⓓ উত্তর প্রদেশ
■ নাগাল্যান্ড রাজ্য টি প্রতিষ্ঠা হয়েছিল 1963 সালে।
■ নাগাল্যান্ডের রাজধানী -কোহিমা
■ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী - নীফিউ রিও
■ নাগাল্যান্ডের রাজ্যপাল - আর .এন. রাভি
14. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ 10 বছর বৃদ্ধি করার কথা ঘোষণা করল ?
ⓐ রাশিয়া
ⓑ আমেরিকা✓
ⓒ ব্রিটেন
ⓓ সৌদি আরব
■ প্রধানমন্ত্রী মনমোহন সিং আমেরিকার সাথে পরমাণু চুক্তি করেছিলেন। সেই চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হয়ে যাওয়ায় মেয়াদ আরো দশ বছর বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।
■ আমেরিকার রাজধানী - ওয়াশিংটন, ডি.সি.
■ আমেরিকার রাষ্ট্রপতি - জো বাইডেন
■ আমেরিকার উপরাষ্ট্রপতি - কমলা হ্যারিস
No comments:
Post a Comment