Friday, February 12, 2021

Bengali Current Affairs 12th February, 2021

 



Bengali Current Affairs 12th February, 2021

1.কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ আশীষ কুমার

ⓑ সৌমেন মিত্র✓

ⓒ বরুন মৈত্র

ⓓ কৃষ্ণেন্দু পাল


◉ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব : আলাপন বন্দ্যোপাধ্যায় 

◉ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী : মমতা ব্যানার্জি 

◉ পশ্চিমবঙ্গের রাজ্যপাল: জাগদীপ ধনকার 


◉ পশ্চিমবঙ্গের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক।


2. Square kilometre Array Observatory (SKAO) Council এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ? 

ⓐ ইন্দোনেশিয়া 

ⓑ ফ্রান্স 

ⓒ ভারত 

ⓓ ব্রিটেন ✓ 


◉ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ স্থাপন করবে  Square kilometre Array Observatory (SKAO) Council


◉ Square kilometre Array Observatory (SKAO) Council এর লক্ষ্য দুটি রেডিও টেলিস্কোপ নেটওয়ার্ক তৈরি এবং পরিচালনা করা, যা  এখন পর্যন্ত বিশ্বের মধ্যে বৃহত্তম ।

◉ আশা করা যায় , এই দুটি নেটওয়ার্কের সাহায্যে  মহাবিশ্ব সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।


3.প্রথম ‘ICC Player of the Month January 2021’ জিতলো কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলী

ⓑ ঋষভ পান্থ✓

ⓒ রোহিত শর্মা

ⓓ শিখর ধাওয়ান


4. প্রথম ‘ICC Women’s Player of the Month’ পুরস্কার জিতলেন শাবনিম ইসমাইল,তিনি কোন দেশের খেলোয়াড়?

ⓐ অস্ট্রেলিয়া

ⓑ দক্ষিন আফ্রিকা✓

ⓒ পাকিস্তান

ⓓ শ্রীলঙ্কা

◉ রাজধানী- Cape Town, Pretoria, Bloemfontein

◉ মুদ্রার নাম- Rand

 রাষ্ট্রপতি- Cyril Ramaphosa(সিরিল রামাফোসা)

◉ ‘ICC Player of the Month January 2021 ' জিতলো  ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ।


5. কোথায় বিশ্বের সবচেয়ে পুরানো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল ? 

ⓐ রাজস্থান 

ⓑ মেঘালয় 

ⓒ মধ্যপ্রদেশ✓ 

ⓓ উড়িষ্যা 


◉ সম্প্রতি মধ্যপ্রদেশে বিশ্বের সবচেয়ে পুরনো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে।


◉ এই প্রাণীটি প্রায় 57 কোটি বছর আগেকার প্রাণী, যার জীবাশ্ম মধ্যপ্রদেশের  ভোপাল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা গুহাতে পাওয়া গেছে।  


● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল 

● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান 

● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল 


● মধ্যপ্রদেশ রাজ্যে 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।

● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।

● সম্প্রতি Pankh ও লাডলি লক্ষী  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।

● SAANS নামক অভিযান চালু করল মধ্যপ্রদেশ।

● সৌরশক্তি উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট থেকে বৃদ্ধি করে 10 হাজার মেগাওয়াট করবে মধ্যপ্রদেশ।


● মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক ,কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক , মাধব ন্যাশনাল পার্ক ,পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক , পেঞ্চ ন্যাশনাল পার্ক ,বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক  


6. শাহতুত বাঁধ নির্মাণের জন্য ভারত কোন দেশের সঙ্গে চুক্তি করলো? 

ⓐ নেপাল 

ⓑ আফগানিস্তান ✓

ⓒ সৌদি আরব 

ⓓ আমেরিকা 


◉ প্রস্তাবিত শাহতুত বাঁধটি গড়তে খরচ হবে  প্রায় ৩০ কোটি ডলার। প্রকল্পটি রূপায়িত হলে কাবুলের ২০ লক্ষ মানুষের জলের সমস্যা মিটবে। 


◉ আফগানিস্তানের রাজধানী : কাবুল 

◉ আফগানিস্তানের রাষ্ট্রপতি : আশরাফ ঘানি

◉ আফগানিস্তানের মুদ্রা : আফগানি 


7. ২০২৩ সাল পর্যন্ত International Cricket Council (ICC)-এর গ্লোবাল পার্টনার হলো কে?

ⓐ Unacademy

ⓑ BYJU'S✓

ⓒ Jio

ⓓ Vivo


◉ হেডকোয়ার্টার- বেঙ্গালুরু

◉ প্রতিষ্ঠা সাল- ২০১১

◉ প্রতিষ্ঠাতা ও CEO- Byju Raveendran


◉ ICC-এর হেডকোয়ার্টার- দুবাই, সংযুক্ত আরব আমীরশাহী

◉ প্রতিষ্ঠা সাল- ১৯০৯ সালের ১৫ই জুন

◉ চেয়ারপারসন- জর্জ বার্কলে

◉ বর্তমান CEO- Manu Sawhney


8. ‘1857-The Sword of Mastaan’-শিরোনামে নোভেল লিখলেন কোন প্রখ্যাত লেখক?

ⓐ রাসকিন বন্ড 

ⓑ বিনীত বাজপাই✓

ⓒ মহেশ কুমার

ⓓ চেতন ভগৎ


◉ বিনীত বাজপাই উত্তর প্রদেশের বাসিন্দা। 

◉ বিনীত বাজপাই একজন সফল ব্যবসায়ী এবং লেখক 


9. বিজয়নগর কোন রাজ্যের 31 তম জেলা হল? 

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ উত্তরাখান্ড

ⓒ কর্ণাটক✓ 

ⓓ অন্ধ্রপ্রদেশ

◉ কর্নাটকের রাজধানী: ব্যাঙ্গালোর 

◉ কর্নাটকের মুখ্যমন্ত্রী: বিএস ইয়েদদুরাপ্পা 

◉  কর্নাটকের রাজ্যপাল : বাজুভাই বালা 


◍ 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য ।

◍ কৃষকদের জন্য FRUITS পোর্টাল  লঞ্চ করল ।

◍ প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটক রাজ্যে ।

◍ কর্নাটকের মুখ্যসচিব নিযুক্ত  হলেন পি. বি. কুমার ।

◍ ভারতীয় Gray Wolf  এর অভয়ারণ্য স্থাপিত হবে কপ্পল জেলার বাঁকাপুরে।

◍ কর্নাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে ।

◍ Avalokan software লঞ্চ করল কর্ণাটক রাজ্য ।

◍  কর্নাটকের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলি হল বন্দিপুর ন্যাশনাল পার্ক কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক।


10. ‘Voice of the Customer’ অ্যাওয়ার্ড জিতলো কোন এয়ারপোর্ট?

ⓐ চেন্নাই

ⓑ বেঙ্গালুরু✓

ⓒ কানপুর

ⓓ মুম্বাই

◉ বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।


11. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের হাইকোর্টের diamond jubilee  উপলক্ষে ডাকটিকিট প্রকাশ করলেন? 

ⓐ সিকিম হাইকোর্ট 

ⓑ উড়িষ্যা হাইকোর্ট 

ⓒ গোয়া হাইকোর্ট 

ⓓ গুজরাট হাইকোর্ট ✓ 


◉ গুজরাট হাই কোর্টের মুখ্য বিচারপতি :  বিক্রম নাথ

◉ গুজরাট হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1মে, 1669 সাল


◉গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

◍ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি 

◍ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 


◍ নতুন সৌর নীতি ঘোষণা করল গুজরাট ।

◍ নতুন পর্যটন নীতি ঘোষণা করল গুজরাট। 

◍ পক্ষী রক্ষার জন্য করুণা অভিযান চালু করল গুজরাট।

◍ ড্রাগন ফলের নাম পরিবর্তন করে "কমলম" বা " পদ্ম" করল গুজরাট ।

◍ শিবরাজপুর সমুদ্র সৈকত পুনঃ নির্মাণ করবে গুজরাট।

◍ গুজরাট রাজ্যের গান্ধীনগর জেলার নাসমেদ গ্রামে Indian Institute of skill  তৈরি হতে চলেছে 


12. সম্প্রতি প্রকাশিত "Platform Scale: For a Post Pandemic World"   বইটি কে লিখেছেন? 

ⓐ সঙ্গীতা পাল চৌধুরী ✓ 

ⓑ অনিতা দেসাই 

ⓒ অরুন্ধতী রায় 

ⓓ রাহুল মহান্তি


13. ভারতের কোথায় 100 ফুট উঁচু জাতীয় পতাকা স্থাপনের শিলান্যাস করা হলো?

ⓐ শ্রীনগর 

ⓑ গুলমার্গ ✓

ⓒ লাদাখ 

ⓓ দিল্লি 

◍ জম্মু-কাশ্মীরের রাজধানী- শ্রীনগর এবং জম্মু

◍ লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা

14. কোন রাজ্য সরকার "রাজ্য নিয়ন্ত্রণ কক্ষ" গঠন করল ?

ⓐ মধ্যপ্রদেশ 

ⓑ পশ্চিমবঙ্গ 

ⓒ উত্তর প্রদেশ ✓ 

ⓓ ত্রিপুরা 


◉ সম্প্রতি উত্তরাখণ্ডে নন্দাদেবী হিমবাহের ধ্বস নামার ফলে ধৌলি গঙ্গা নদীতে আকস্মিক বন্যা প্লাবিত হয় তার ক্ষয়ক্ষতির তদন্ত করার জন্য এবং উত্তরাখণ্ডকে  সাহায্য করার জন্য উত্তরপ্রদেশ সম্প্রতি রাজ্য নিয়ন্ত্রণ কক্ষ গঠন করল ।

◉ এটা হল চার সদস্যের একটা তদন্ত দল। 


◉ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করা হবে।

◉ কিষান কল্যাণ যোজনা চালু হলো উত্তরপ্রদেশে।

◉ মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশে।

◉ ভারতের প্রথম দুটি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধবিমান রানওয়ে  নির্মিত হল উত্তরপ্রদেশে।

◉ চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে 

◉ উত্তর প্রদেশের রাজধানী : লখনও (গোমতী নদীর তীরে)

◉ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 

◉ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল 


15. সম্প্রতি কোন রাজ্য সুইজারল্যান্ড এর সঙ্গে পর্যটন ও কৌশল  প্রশিক্ষণ ক্ষেত্রে সহায়তার জন্য চুক্তি করলো? 

ⓐ হরিয়ানা✓

ⓑ পাঞ্জাব 

ⓒ মহারাষ্ট্র 

ⓓ গুজরাট 


◉ হরিয়ানার রাজধানী : চন্ডিগড় 

◉ হরিয়ানার মুখ্যমন্ত্রী : মনোহর লাল খট্টর 

◉ হরিয়ানার রাজ্যপাল : সত্য দেব নারায়ন আর্য 


◉ One Time Settlement নামক যোজনা চালু করেছে হরিয়ানা।

◉ 4th খেলো ইন্ডিয়া গেমস হবে হরিয়ানায়

◉ project air care চালু করেছে হরিয়ানা ।

◉ হরিয়ানার মুখ্যমন্ত্রী হাওয়া ট্যাক্সি পরিষেবা চালু করেছেন 


16.  কোন রাজ্য "Bar on Drugs" অভিযান চালু করল?

ⓐ মেঘালয় 

ⓑ ত্রিপুরা 

ⓒ মনিপুর ✓

ⓓ মিজোরাম 

◉ এটি হলো একটি ড্রাগ এর বিরুদ্ধে অভিযান।

◉ মণিপুরের রাজধানী : ইম্ফল 

◉ মনিপুরের মুখ্যমন্ত্রী : এন .বীরেন সিং 

◉ মণিপুরের রাজ্যপাল : নাজমা হেপতুল্লা 



17. FSSAI কবে থেকে খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিডের মাত্রা 2% করবে?

ⓐ 1 এপ্রিল 2021

ⓑ 1 জানুয়ারি 2022 ✓

ⓒ 1 মার্চ 2022 

ⓓ 1 এপ্রিল 2023 

◉ বর্তমানে খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিডের মাত্রা 3% 

◉ খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিডের মাত্রা বেশি থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই এরকম সিদ্ধান্ত নেয়া হয়েছে।


◉ FSSAI : Food Safety and Standards Authority of India

◉ Headquarters: New Delhi

◉ Founded: August 2011

◉ Chairperson : Rita Teaotia 



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...