Friday, February 12, 2021

WBP/ AbgarI Main practice Setপর্ব-২৮

 

পর্ব-২৮

1] পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেলা হয়?

A] হাওড়া
B] কলকাতা
C] উত্তর 24 পরগনা
D] দক্ষিণ 24 পরগনা✓

2] ভারতের কোন উপকূলে সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয় ?

A] মালাবার
B] অন্ধ্র   ✓
C] কোঙ্কন
D] গুজরাট


3] আই আর 20  এবং রত্না হল দুটি উল্লেখযোগ্য উচ্চ ফলনশীল -

A] ধান ✓
B] জোয়ার
C] বাজরা
D] গম

4] ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে?

A] কৃষি শ্রমিক
B] বর্গাদার ✓
C] ক্ষুদ্র চাষী
D] সমবায় চাষী

5] "কুন্ডা কুলাম (কুরান কুলাম ) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট"-  কোন রাজ্যে অবস্থিত ?

A] আসাম
B] মনিপুর
C] তামিলনাড়ু✓
D] অন্ধ্রপ্রদেশ


6] মহাকাশ থেকে আগত উল্কা গুলি কোন স্তরে পুড়ে যায়?

A] এক্সোস্ফিয়ার
B] ট্রপোস্ফিয়ার
C] মেসোস্ফিয়ার ✓
D] স্ট্রাটোস্ফিয়ার


7] বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে?

A] ইডাফোলজি
B] পেডোলজি ✓
C] বায়োলজি
D] জিওমর্ফলজি


8] ম্যাগমা কাকে বলে ?

A] সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি
B]  চুনাপাথর
C] ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ✓
D] ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজ


9] নিচের কোনটিকে বলা হয় " Brown Paper" ?

A] পাট ✓
B] তুলো
C] রবার
D] চা


10] সিঙ্কোনা চাষ কোন মাটিতে হয় ?

A] নবীন পলিমাটি
B] পার্বত্য পলিমাটি ✓
C] ল্যাটেরাইট মাটি
D] লালমাটি


11] পশ্চিমবঙ্গের কোন শহরকে "ফুটবলের মক্কা " বলা হয়?

A] কলকাতা ✓
B] শিলিগুড়ি
C] মালদা
D] বহরমপুর


12] "কালো হীরের দেশ" বলা হয় কাকে ?

A] রানীগঞ্জ
B] হলদিয়া
C] আসানসোল ✓
D] বিহার


13] দ্বীন-ই-ইলাহী ধর্মের ধর্মান্তরিত হতে এদের মধ্যে কে অস্বীকার করেছিলেন?

A] মানসিংহ ✓
B] টোডরমল
C] বীরবল
D] ভগবান দাস


14] 1851 সালে কোন সমাজ সংস্কারকের পত্নী পুনাতে বালিকা বিদ্যালয় সূত্রপাত করেন?

A] জ্যোতিবা ফুলে ✓
B] জিএম দেশমুখ
C] রামকৃষ্ণ পরমহংস
D] এদের কেউ নন

15] নিম্নলিখিতগুলির মধ্যে ঋকবেদে উল্লিখিত প্রধান শস্য কোনটি?

A] ভুট্টা
B] বার্লি ✓
C] ধান
D] গম


16] নিম্নলিখিত বৌদ্ধ সংগীতি গুলির মধ্যে কোনটি কনিষ্কের রাজত্বকালে আয়োজিত হয়েছিল?

A] প্রথম
B] দ্বিতীয়
C] তৃতীয়
D] চতুর্থ✓


17] সর্বভারতীয়  মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

A] 1906 খ্রিস্টাব্দ ✓
B] 1919 খ্রিস্টাব্দে
C] 1908 খ্রিস্টাব্দ
D] 1912 খ্রিস্টাব্দ



18] কুতুবশাহী বংশ কোথায় শাসনকার্য চালাত?

A] আহমেদনগর
B] গোলকুণ্ডা ✓
C] বেরার
D] বিজাপুর



19] বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন ?

A] হামজা শাহ
B] সিকান্দার শাহ ✓
C] আজম শাহ
D] ইলিয়াস শাহ


20] ঠান্ডা পানীয়তে (cold drinks) কোন গ্যাস থাকে ?

A] অক্সিজেন
B] কার্বন মনোক্সাইড
C] ওজোন
D] কার্বন ডাই অক্সাইড ✓


21] ডিমে  কোন প্রোটিন থাকে  ?

A] অ্যালানিন
B] অ্যালবুমিন ✓
C] গ্লাইসিন
D] সাইটোসিন


22] দেহের কোন অঙ্গ কে "রোগের দর্পণ" বলে ?

A] ত্বক
B] জিহ্বা✓
C] শিরা
D] চোখ

23] শরীরের কোন অঙ্গ কে "বায়োকেমিক্যাল ল্যাবরটরি" বলে?

A] যকৃত✓
B] বৃক্ক
C] হৃদপিণ্ড
D] ফুসফুস


24] সাগর শসা এক ধরনের -

A] উদ্ভিদ
B] মাছ
C] প্রাণী ✓
D] মাছ ধরার ডিঙি

25] পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়?

A] পাকস্থলী
B] ক্ষুদ্রান্ত ✓
C] বিহদ্রন্ত
D] কোলন


26] মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি  V,J,Lঅথবা I আকৃতির হয় ?

A] প্রোফেজ
B] মেটাফেজ
C] অ্যানাফেজ ✓
D] টেলাফেজ

27] ভিটামিন Eএর অভাবে কোন রোগ হয় ?

A] রিকেট
B] অ্যানিমিয়া
C] বন্ধ্যাত্ব ✓
D] বেরিবেরি


28] নিচের কোনটি জৈব সার ?

A] মিথেন
B] ফেনল
C] ইউরিয়া ✓
D] বেনজিন


29] থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় ?

A] জিংক
B] কপার
C] লেড
D] লোহা ✓

30] মেঘলা দিনের শিশির কম পড়ে,  কারণ কি ?

A] মেঘ আর্দ্রতা ছড়ায়
B] জলের ব্যতিক্রান্ত প্রসারণ
C] মেঘ শিশির শোষণ করে
D] মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয় ✓


31] নিচের কোনটি অনিয়তাকার পদার্থ ?

A] তুঁতে
B] কাঁচ✓
C] লবণ
D] বরফ


32] প্রেসার কুকারের অভ্যন্তরস্থ চাপ -

A] বায়ুমণ্ডলীয় চাপের সমান
B] বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ ✓
C] বায়ুমণ্ডলীয় চাপের অর্ধেক
D] বায়ুমণ্ডলীয় চাপের চারগুণ

33] চন্দ্রপৃষ্ঠে কোন শব্দ শোনা যায় না ,কারণ কি ?

A] চন্দ্রে অভিকর্ষজ বল পৃথিবীর 6 ভাগ
B] চন্দ্রের তাপমাত্রা খুব বেশি
C] চন্দ্রপৃষ্ঠে কোন মাধ্যম নেই ✓
D] চন্দ্রে বায়ুর চাপ খুব বেশি 


34] ঘন্টায় কাঠের পরিবর্তে ধাতুর ব্যবহার হয় কারণ -

A] ধাতুর তাপ পরিবাহিতা বেশি
B] ধাতুর ঘনত্ব বেশি
C] ধাতু শব্দ বিকিরণ বেশি করে
D] ধাতু  বেশি স্থিতিস্থাপক ✓

35] Wine এ কোন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ?

A] সালফার ডাই অক্সাইড ✓
B] নাইট্রোজেন ডাই অক্সাইড
C] কার্বন ডাই অক্সাইড
D] সিলিকন ডাই অক্সাইড

36] খাদ্য অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহারের কারণ কি ?

A] সুস্বাদু করার জন্য
B] খারাপ হবার থেকে রক্ষার জন্য ✓
C] তাড়াতাড়ি রান্নার জন্য
D] কোনোটিই নয়

37] পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত ?

A] 20 শতাংশ
B] 33 শতাংশ ✓
C] 30 শতাংশ
D] 50 শতাংশ


38] কত বছর পর রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্য অবসর নেয়?

A] প্রতি দুই বছর ✓
B] প্রতি তিন বছর
C] প্রতি চার বছর
D] প্রতি 5 বছর

39] "New lamps of old"প্রবন্ধটি কে লিখেছিলেন ?

A] শ্রী অরবিন্দ ঘোষ ✓
B] বালগঙ্গাধর তিলক
C] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D] জে এন ব্যানার্জি


40] ভারতের কোন অভয়ারণ্যের সর্বাধিক হাতি পাওয়া যায় ?

A] নন্দাদেবী
B] মানস
C] কাজিরাঙা ✓
D] দুধওয়া


41] বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?

A] 19 মার্চ
B] 20  মার্চ
C] 21 মার্চ
D] 22 মার্চ ✓



42] সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?

A] টেবিল টেনিস
B] বক্সিং
C] কুস্তি ✓
D] হকি


43] রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে?

A] 1878 সালে ✓
B] 1879 সালে
C] 1880 সালে
D] 1881 সালে


44] নিরব বসন্ত বইটির রচয়িতা কে ?

A] রাচেল কারসন ✓
B] অ্যানি বেসান্ত
C] নেলসন ম্যান্ডেলা
D] রবার্ট হুক


45] ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ?

A] অস্ট্রেলিয়া ✓
B] ইটালি
C] জাপান 
D] কানাডা


46] ‘Whereabouts’-শিরোনামে নোভেল লিখলেন কোন প্রখ্যাত লেখিকা?

A] অরুন্ধতি রায়
B] ঝুম্পা লাহিড়ি✓
C] মৌসুমী মজুমদার
D] ময়না দাস

47] PAYTM  এর বর্তমানে  CEO কে     

A] সেন বেই
B] রামান লাগুয়ার্তা
C] বিজয় শেখর শর্মা✓
D]  শান্তনু নারায়ন

48] Asian Cricket Council-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

A] সৌরভ গাঙ্গুলি
B] জয় শাহ✓
C] জর্জ বার্কলে
D] রবি শাস্ত্রী



49] কোন দেশ সম্প্রতি "বাসমতি চালের " জন্য GI tag পেয়েছে ?

A] ভারত
B] বাংলাদেশ
C] পাকিস্তান✓
D] চীন



50] কোথায় ভারতের প্রথম "Dog Park"  নির্মাণ করা হবে?

A] কলকাতা
B] চন্ডিগড় ✓
C]  শিলং
D] গৌহাটি


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...