Sunday, February 14, 2021

Bengali Current Affairs 13th February, 2021

 


Bengali Current Affairs 13th February, 2021

1.Wildlife photographer of the Year 2021 হলেন কে? 

ⓐ এনেট বনিয়ার 

ⓑ ম্যাথু স্মিথ 

ⓒ রবার্ট আরউইন ✓

ⓓ মার্টিন বেইলি 


☢ তিনি একজন অস্ট্রেলিয়ার Wildlife photographer

☢ রবার্ট আরউইন "bushfire " চিত্রটির  জন্য এই  পুরস্কার অর্জন করলেন ।


2.ভারতের তৃতীয় পেসার হিসাবে ৩০০টি টেস্ট উইকেট নিলেন কে?

ⓐ জাসপ্রিত বুমরা

ⓑ ইশান্ত শর্মা✓

ⓒ জাহির খান

ⓓ উমেশ যাদব

☢ মোট 98 টি টেস্ট ম্যাচে এই মাইলস্টোন পূরণ করলেন তিনি।

☢ প্রথম ভারতীয় পেশার হিসেবে 300 উইকেটের মালিক হন কপিল দেব, দ্বিতীয় জাহির খান 

☢ ইশান্ত শর্মা 2020 সালে অর্জুন পুরস্কার পান ।

3. International Day of women and girls in science  কবে পালিত হয় ? 

ⓐ 11 ফেব্রুয়ারি ✓ 

ⓑ 10 ফেব্রুয়ারি 

ⓒ 12 ফেব্রুয়ারি 

ⓓ 9 ফেব্রুয়ারি 

☢ বিজ্ঞানের প্রতি মেয়েদের এবং মহিলাদের একাগ্রতা বৃদ্ধির জন্যই এই দিনটি পালিত হয়।

☢ এই দিনটি পালন করে UNESCO and UN women

4.. সম্প্রতি প্রকাশিত Parliamentary Messenger in Rajasthan বইটি কে লিখেছেন ?

ⓐ কে এন ভান্ডারী ✓ 

ⓑ অরুন্ধতী রায় 

ⓒ ঝুম্পা লাহিরি 

ⓓ চেতন ভাগত 


☢ বইটি প্রকাশ করলেন বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি  এম ভেঙ্কাইয়া নাইডু ।


5.. কোন দেশের সেনা Covid-19 পরীক্ষণের জন্য কুকুরকে প্রশিক্ষিত করেছে ?

ⓐ ভারত ✓

ⓑ আমেরিকা 

ⓒ রাশিয়া 

ⓓ জার্মানি


☢ ভারতীয় সেনা Covid-19 পরীক্ষণের জন্য দুটি কুকুরকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা মানুষের শরীরের গন্ধ শুঁকেই বুঝতে পারবে মানুষটি কোভিড আক্রান্ত  কিনা।


6.Indigo-র চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মনিশ পাওয়ার

ⓑ বিমল জাদেজা

ⓒ জিতেন চোপড়া✓

ⓓ রাহুল মাল


☢ হেডকোয়ার্টার- গুরুগ্রাম

☢ প্রতিষ্ঠা সাল- ২০০৫

☢ বর্তমান CEO- রোনো দত্ত


7.কোন দিনটি International Epilepsy Day (আন্তর্জাতিক মৃগী দিবস) হিসেবে পালিত হল ?

ⓐ 9 ফেব্রুয়ারি 

ⓑ 8 ফেব্রুয়ারি✓ 

ⓒ 12 ফেব্রুয়ারি  

ⓓ 11 ফেব্রুয়ারি 

☢ প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সোমবার এই দিন পালন করা হয়।

☢ মৃগী রোগ সম্পর্কে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। 


8 . কোন দেশের মঙ্গল যান Hope সম্প্রতি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করল ? 

ⓐ জাপান 

ⓑ রাশিয়া 

ⓒ চীন 

ⓓ UAE ✓

☢ Capital : Abu Dhabi

☢ President : Khalifa bin Zayed Al Nahyan

☢ Currency :  Dirham


9.14th International Children’s Film Festival অনুষ্ঠিত হলো কোথায়?

ⓐ ভারত

ⓑ বাংলাদেশ✓

ⓒ নেপাল

ⓓ ভুটান

☢ রাজধানী- ঢাকা

☢ মুদ্রার নাম- টাকা

☢ প্রধানমন্ত্রী- শেখ হাসিনা

☢ রাষ্ট্রপতি - আব্দুল হামিদ 


10.Bloomberg Innovation Index 2021 শীর্ষে আছে কোন দেশ ? 

ⓐ সিঙ্গাপুর 

ⓑ উত্তর কোরিয়া 

ⓒ দক্ষিণ কোরিয়া ✓

ⓓ সুইজারল্যান্ড 

☢ ভারতের স্থান 50 তম। 

☢ দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর ও তৃতীয় স্থানে আছে সুইজারল্যান্ড ।

 দক্ষিণ কোরিয়ার রাজধানী:  সিউল

 দক্ষিণ কোরিয়ার মুদ্রা : কোরিয়ান রিপাবলিক ওন 

 দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট: মুন জে-ইন


11. সম্প্রতি কবে “Safer Internet Day” পালিত হল?

ⓐ 8 ফেব্রুয়ারী

ⓑ 9 ফেব্রুয়ারী✓

ⓒ 10 ফেব্রুয়ারী

ⓓ 11 ফেব্রুয়ারী

☢ Safer Internet Day প্রতিবছর ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে পালিত।

☢ Safer Internet Day 2021 -এর থিম হল – “Together for a better internet.”


12. সম্প্রতি ভারত কোন দেশে 1 লক্ষ Covid-19 টিকা সরবরাহের অনুমোদন দিয়েছে?

ⓐ শ্রীলংকা

ⓑ নেপাল

ⓒ বাহরাইন

ⓓ কম্বোডিয়া✓

☢ কম্বোডিয়ার রাজধানী : নমপেন

☢ কম্বোডিয়ার Prime Minister : Hun Sen

☢ মুদ্রা : Riel


13. সম্প্রতি কেন্দ্র সরকার কোন রাজ্যের সঙ্গে একটি সমঝোতা স্মরাক (MoU) স্বাক্ষর করেছে সাইন্স সিটি নির্মাণের জন্য?

ⓐ ঝাড়খন্ড

ⓑ গুজরাট

ⓒ উত্তরাখন্ড✓ 

ⓓ তেলাঙ্গানা

☢ দেরাদুনের ঝাঁঝরা এলাকায় সাইন্স সিটি নির্মাণের জন্য কেন্দ্র সরকার 173 কোটি টাকার সমঝোতা স্মরাক (MoU) স্বাক্ষর করেছে উত্তরাখণ্ডের সঙ্গে।

☢ এই প্রজেক্টে কেন্দ্র সরকার 88 কোটি টাকা এবং উত্তরাখন্ড সরকার 85 কোটি টাকা ব্যয় করবে। 

●উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী: ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

● উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবিরানি  মৌর্য 

● Capital : Gairsain (summer) , Dehradun (winter)

∎ উত্তরাখণ্ডের শিবালিক হিমালয়ের প্রায় 210 রকম প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এর জন্য বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হলো। 

∎ সম্প্রতি সূর্যধার হ্রদের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে ।

∎ উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট ন্যাশনাল পার্ক

∎  উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান।

∎ উত্তরাখণ্ডে 24 শে জানুয়ারি মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী।

∎ MANREGA প্রকল্পে কার্যদিবস 100 দিন থেকে বৃদ্ধি করে 150 দিন করা হয়েছে। 

উত্তরাখণ্ডের নন্দাদেবী হিমবাহের তুষারধস এর ফলে উত্তরাখণ্ড চামোলি জেলার ধৌলি গঙ্গা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে 


14.  সম্প্রতি কোন রাজ্য 5 লক্ষ টিকাকরন সম্পন্ন করে প্রথম হয়েছে?

ⓐ মহারাষ্ট্র

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ উত্তরপ্রদেশ✓

ⓓ গুজরাট

◉ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করা হবে।

◉ কিষান কল্যাণ যোজনা চালু হলো উত্তরপ্রদেশে।

◉ মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশে।

◉ ভারতের প্রথম দুটি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধবিমান রানওয়ে  নির্মিত হল উত্তরপ্রদেশে।

◉ চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে 


◉ উত্তর প্রদেশের রাজধানী : লখনও 

◉ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 

◉ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল


15.  সম্প্রতি কোন রাজ্য সরকার 16.43 লক্ষ কৃষকের লোন মুকুবের ঘোষণা করেছে?

ⓐ কেরালা

ⓑ পাঞ্জাব

ⓒ কর্ণাটক

ⓓ তামিলনাডু✓

● পরপর ছয়বার অঙ্গ দানের শ্রেষ্ঠ স্থান পেল তামিলনাড়ু। 

● পিঁপড়ের নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে যার নাম অমিতাভ যোশীর নামে রাখা হয়েছে ।

● তামিলনাড়ু সরকার ছাত্র-ছাত্রীদের ফ্রিতে প্রত্যেকদিন 2 জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করলেন।

● তামিলনাড়ুর মুখ্য সচিব নিযুক্ত হলেন রাজিব রঞ্জন

সম্প্রতি তামিলনাড়ুতে থিপুসুম উৎসব পালিত হল


● তামিলনাড়ুর রাজধানী :চেন্নাই 

●  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি. কে. পালানিসমি 

● তামিলনাড়ুর রাজ্যপাল : বানোয়ারী লাল পুরোহিত 













,




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...