Sunday, February 14, 2021

Bengali Current Affairs 14th February, 2021

 

Bengali Current Affairs 14th February, 2021

1. আসামের পুলিশের DSP হিসাবে নিযুক্ত হচ্ছেন কোন প্রখ্যাত মহিলা দৌড়বিদ?

ⓐ দ্যুতি চাঁদ

ⓑ হিমা দাস✓

ⓒ পি.টি. উষা

ⓓ নীলিমা ঘোষ


◙ হিমা দাস এর জন্ম আসামের আসামের নওগাঁ জেলার ধিং নামক গ্রামে,  তাই তাকে ধিং এক্সপ্রেস বলে ডাকা হয়।

◙ 2018 সালে এশিয়ান গেমসে তিনি মোট তিনটি পদক জেতেন- দুটি স্বর্ণ ও একটি রৌপ্য 

◙ হিমা দাস 2018 সালে অর্জুন পুরস্কার পান ।



◙ আসামের রাজধানী- দিসপুর

◙ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

◙ রাজ্যপাল- জগদীশ মুখী



❏ সম্প্রতি আসামে অরুণোদয় যোজনা চালু হলো।

❏ SVAYEM যোজনা চালু হয়েছে আসামে।

❏ পর্যটন সঞ্জীবনী যোজনা চালু হয়েছে আসামে।

❏ ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের  উদ্বোধন করা হলো আসামে। 

❏ আসামের শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্ক গড়ে উঠবে। 

❏ ‘চা বাগিচা ধন পুরস্কার স্কিম’-লঞ্চ হল আসামে।

❏ আসামির ন্যাশনাল পার্ক গুলো হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক,  ন্যাশনাল পার্ক 


2. সম্প্রতি ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরে কোন যুদ্ধ অভ্যাস শুরু করলো ?

ⓐ TROPEX✓

ⓑ Tiger Trumph 

ⓒ Yudh 

ⓓ Aakash 


◙ TROPEX : Theatre Level Readiness and Operational Exercise 

◙ ভারতীয় নৌসেনার  চিফ : করম বীর সিং 

◙ Chief of the Army Staff of the Indian Army :  মনোজ মুকুন্দ নারাভানে 

◙ Air Chief Marshal :  রাকেশ কুমার সিং ভাদুরিয়া 

◙ Chief of Defence Staff : বিপিন রাওয়াত

3. . ঝাড়খন্ড রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে কে নিযুক্ত হলেন? 

ⓐ  বি .কে.  ত্রিপাঠী 

ⓑ বি.কে. তিওয়ারি ✓

ⓒ রাঘবেন্দ্র সিং চৌহান 

ⓓ পি বি  কুমার 

◙ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী  : হেমন্ত সোরেন 

◙ ঝাড়খণ্ডের রাজ্যপাল : দ্রৌপদী মুর্মু 

◙ ঝাড়খন্ডের রাজধানী : রাঁচি 

◙ ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক : বেতলা ন্যাশনাল পার্ক 


4.  . কেরালা রাজ্যের মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন ? 

ⓐ ভি.পি. জয় ✓

ⓑ অরবিন্দ পাঠক 

ⓒ সন্দীপ সামন্ত 

ⓓ প্রবীর শর্মা 

◙কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম 

◙ কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজায়ান 

◙ কেরালার রাজ্যপাল : আরিফ মহাম্মদ খান 

◍ ভারতের প্রথম Gender Data Hub  নির্মাণের জন্য UN women এর সঙ্গে চুক্তি করলো কেরালা ।

◍ কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন। 

◍ বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়।

◍ " One School One IAS " যোজনা চালু করল কেরালা  রাজ্য ।

◍ জিমেদার পর্যটন অভিযান চালু করল কেরালা ।

◍ ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়।

◍কাব্য উৎসব কবিতাবীজ আয়োজিত  হলো কেরালায় 

❏ উপকূলীয় রাজ্যগুলির মধ্যে মাছ উৎপাদনে কেরালা প্রথম স্থান অধিকার করে ।

❏ সম্প্রতি কেরালা স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এরনাকুলাম জেনারেল হসপিটালে human milk Bank ব্যবস্থা চালু করলেন


❏ কেরালার বিখ্যাত ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক 


5. ‘VLCC Femina Miss India World 2020’ শিরোপা জিতলো কে?

ⓐ মানুষী চিল্লার

ⓑ মনসা বারানসী✓

ⓒ কবিতা পাদুকোন

ⓓ মিমি গুপ্তা


◙ সে তেলেঙ্গানার বাসিন্দা

◙ ইনি  Miss India 2019 খেতাব অর্জন করেছিলেন।

◙ তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার 


6.সম্প্রতি CRPF-এর ‘CoBRA’ কম্যান্ড ইউনিটে প্রথম কত জনের মহিলা টিম অন্তর্ভুক্ত হলো?

ⓐ ৩০

ⓑ ১৯

ⓒ ৩৪✓

ⓓ ২৭


CRPF-এর পুরো কথা-Central Reserve Police Force

◙ হেডকোয়ার্টার- নিউ দিল্লি

◙ প্রতিষ্ঠা সাল- ১৯৩৯ সালের ২৭শে জুলাই

◙ ডিরেক্টর জেনারেল- এ.পি. মহেশ্বরী


7.সম্প্রতি প্রয়াত Bruce Taylor কোন দেশের অল রাউন্ডার ক্রিকেটার?

ⓐ ইংল্যান্ড

ⓑ অস্ট্রেলিয়া

ⓒ নিউজিল্যান্ড✓

ⓓ ওয়েস্ট ইন্ডিজ


◙ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৭ বছর

◙ নিউজিল্যান্ড-এর রাজধানী- ওয়েলিংটন

◙ মুদ্রার নাম- ডলার

◙ প্রধানমন্ত্রী- Jacinda Ardern


8. সম্প্রতি কোন দেশের সঙ্গে সম্পর্ক স্থগিত করলো নিউজিল্যান্ড?

ⓐ নেপাল

ⓑ মালদ্বীপ

ⓒ মায়ানমার✓

ⓓ শ্রীলঙ্কা

◙ রাজধানী- Naypyitaw

◙ মুদ্রার নাম- বার্মিজ কিয়াত

◙ রাষ্ট্রপতি- Win Myint


9. কোন বিমানবন্দর দেশে প্রথম বিমান বন্দর হিসেবে সম্মানজনক National water conservation award জিতল ?

ⓐ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর ✓

ⓑ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর 

ⓒ ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর 

ⓓ চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর

◙ জলবিদ্যুৎ মন্ত্রণালয় দেশের প্রথম বিমান বন্দর হিসেবে দিল্লি বিমানবন্দর কে উন্নত জল সংগ্রহের জন্য এই সম্মানজনক পুরস্কারে  ভূষিত করল। 

◙ এই বিমানবন্দরটি মধ্যে রয়েছে Best water management এবং automatic irrigation system 

10. কোন IIT এর ডিরেক্টর "US National academy of engineering "এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ IIT Gandhinagar ✓ 

ⓑ IIT Kharagpur 

ⓒ IIT Kanpur 

ⓓ IIT Delhi


◙ IIT Gandhinagar এ ডিরেক্টর এস.কে জৈন "US National academy of engineering "এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন 


◙ IIT Gandhinagar প্রতিষ্ঠিত হয় 2008 সালে। 


11.Aegon Life Insurance কোম্পানির  MD and CEO পদে কে নিযুক্ত হলেন ? 

ⓐ পি.কে  শর্মা 

ⓑ সতিশ্বর বালাকৃষ্ণান✓

ⓒ অমিত কুমার 

ⓓ অর্ণব গোস্বামী 

◙ সদরদপ্তর : মুম্বাই 

◙ প্রতিষ্ঠা সাল : 2008 


 12 . সম্প্রতি প্রকাশিত Turn Around India : 2020 surmounting past legacy বইটি কে লিখেছেন ? 

ⓐ কে পি সিং 

ⓑ নেপাল ত্রিপাঠী 

ⓒ আর পি গুপ্তা ✓

ⓓ অমিত চৌহান 


◙ বইটি প্রকাশ করেছেন Shri Jual Oram

◙ published by Himalaya Publishing House

◙ অর্থনৈতিক সংকট কাটিয়ে কীভাবে ভারতীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থান করা যায় সেই সম্পর্কে বলা আছে।

13. পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ  দিবস কি দিবস হিসেবে পালিত হল ?

ⓐ সমর্পণ দিবস ✓ 

ⓑ সমাজসেবা দিবস 

ⓒ জনসেবা দিবস 

ⓓ আত্মসমর্পণ দিবস 

14. কোন দেশ UN Human Rights Council এ পুনরায় অন্তর্ভুক্ত হলো ? 

ⓐ আমেরিকা ✓ 

ⓑ চীন 

ⓒ বাংলাদেশ 

ⓓ ভারত 

◙ Headquarters: Geneva, Switzerland

◙ Founded: 15 March 2006

◙ President: Nazhat Shameem

 আমেরিকার রাজধানী- ওয়াশিংটন

◙ রাষ্ট্রপতি- জো বাইডেন



15. United States chamber of Commerce এর প্রথম মহিলা CEO কে নিযুক্ত হলেন? 

ⓐ Nikki Richardson

ⓑ Suzanne Clark✓

ⓒ Lima Hayden

ⓓ এদের কেউ নন

◉ হেডকোয়ার্টার- ওয়াশিংটন

◉ প্রতিষ্ঠা সাল- ১৯১২ সালের ২২শে এপ্রিল

16. সম্প্রতি কে "Indian toys fair 2021" এর ওয়েবসাইট উদ্বোধন করলেন ? 

ⓐ স্মৃতি ইরানি 

ⓑ রমেশ পক্রিয়াল 

ⓒ পীযূষ গোয়েল 

ⓓ উপরের সবাই✓

◙ এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করা যাবে 27 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত।

◙ Bharat toy hub তৈরি করার জন্য এটা একটা পদক্ষেপ।

17. সম্প্রতি Indian Oil Corporation-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন ব্যাঙ্ক?

ⓐ ভারতীয় স্টেট ব্যাঙ্ক

ⓑ HDFC Bank

ⓒ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক✓

ⓓ ICICI Bank

 হেডকোয়ার্টার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৮৯৪ সালের 12 এপ্রিল

Founder : Dyal Singh Majithia,
Lala Lajpat Rai

 বর্তমান CEO- S. S. Mallikarjuna Rao

 Indian Oil Corporation-এর হেডকোয়ার্টার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৫৯ সালের ৩০শে জুন

 বর্তমান চেয়ারপারসন- শ্রীকান্ত মাধব বৈদ্য

18. কোন রাজ্য সরকার "জ্ঞান মিশন"  লঞ্চ করবে ?

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ ঝাড়খন্ড 

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ কেরালা ✓ 

19. কোন সংস্থা সম্প্রতি আর্থিক সাক্ষরতা সপ্তাহ( financial literacy week)  পালন করল ? 

ⓐ RBI ✓

ⓑ PNB 

ⓒ ADB 

ⓓ World Bank 

◙ 2016 সাল থেকে প্রত্যেক বছর আর্থিক সাক্ষরতা সপ্তাহ পালন করা হয়। 

◙ 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এটা পালিত হল।

◙ Theme : credit discipline and credit from formal institutions

◙ RBI : Reserve Bank of India 

◙ Headquarters:  Mumbai, Maharashtra, India

◙ Established : 1 April 1935; 85 years ago

◙ Nationalisation :  1 January 1949.

◙ Governor :  Shaktikanta Das


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...