Sunday, February 14, 2021

General Science পর্ব -১৪ Topic পদার্থবিদ্যা (তাপ ও তাপমাত্রা)

 

General Science পর্ব -১৪

Topic পদার্থবিদ্যা (তাপ ও তাপমাত্রা)

Heat & Temperature  

১)  S.I পদ্ধতিতে তাপের একক কি?

ক) জুল✓ 

খ) আর্গ 

গ) সেলসিয়াস 

ঘ) ক্যালোরি 

২) ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 

ক) 273 k 

খ) 100 °C

গ) 180°F

ঘ) 212 °F ✓

৩) ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কত ?

ক) 100 °F

খ) 212 °F

গ) 180° F✓

ঘ) 273 °F 


৪) কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয় ? 

ক) 0 °

খ) 32°

গ) - 40 °✓

ঘ) -273 °


৫) কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যে উষ্ণতার পার্থক্য কত হবে?

ক) 100 K 

খ) 273 K 

গ) 373 K✓

ঘ) 212 K


৬) ফারেনহাইট স্কেলে পরমশূন্য তাপমাত্রার মান কত হবে ? 

ক) - 459.4° F✓

খ) -273° F

গ) - 400 9.5° F

ঘ) - 475 °F

৭) কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াসের পাঠের দ্বিগুণ ?

ক) 160° F

খ) 320°F✓

গ) 80 °F

ঘ) 410 °F


৮) নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয় ? 

ক) সেলসিয়াস স্কেল 

খ) ফারেনহাইট স্কেল 

গ) কেলভিন স্কেল 

ঘ) রিখটার স্কেল✓

৯) ডাক্তারি থার্মোমিটারে উর্ধ্বসীমা কত ?

ক) 132° F

খ) 45° C✓

গ) 95 °C

ঘ) এগুলি কোনোটিই নয়


১০) দেহের সাধারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত?

ক) 37°C✓

খ) 45°C

গ) 98° C

ঘ) কোনোটিই নয় 


১১) ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলের জীবাণুমুক্ত করা হয় না। কারণ কি? 

ক) ফুটন্ত জলের তাপমাত্রা জীবাণু জীবন্ত থাকে 

খ) থার্মোমিটারে উর্ধ্বসীমা ফুটন্ত জলের তাপমাত্রা অপেক্ষা বেশি 

গ) থার্মোমিটারে উর্ধ্বসীমা ফুটন্ত জলের তাপমাত্রা অপেক্ষা কম✓ 

ঘ) ফুটন্ত জলের থার্মোমিটারের পারদ বাষ্পীভূত হয়ে যায়।

১২) থার্মোমিটারে পারদ ব্যবহার করার কারণ কি ? 

ক) পারদ এর গলনাঙ্ক  খুব বেশি 

খ) পারদ এর আয়তন প্রসারণ সহজেই  লক্ষ্য করা যায়✓

গ) পারদ এর বাষ্প চাপ খুব বেশি 

ঘ) এগুলি কোনোটিই নয় 

১৩) কার্নোট ইঞ্জিন (carnot engine) নিচের কোন সূত্রের একটি প্রয়োগ?

ক) তাপ গতিবিদ্যার প্রথম সূত্র 

খ) তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ✓

গ) তাপগতিবিদ্যার তৃতীয়  সূত্র 

ঘ) কোনোটিই নয় 


১৪) কোন বস্তুর তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় - 

ক) হাইড্রোমিটার 

খ) হাইগ্রোমিটার 

গ) ক্যালরিমিটার ✓ 

ঘ) ট্যাকোমিটার 

১৫) দুটি বস্তু কে পরিবাহী দ্বারা সংযুক্ত করলে কখন ওই বস্তু দুটির মধ্যে কোন তাপ আদান-প্রদান হবে না? 

ক) যখন বস্তু দুটির তাপ সমান হবে 

খ) যখন বস্তুতির তাপমাত্রা সমান হবে ✓ 

গ)  যখন বস্তু দুটির ভর সমান হবে 

ঘ) যখন বস্তুতে আয়তন সমান হবে 


১৬) সমান উষ্ণতার পার্থক্য  তামা এবং ইস্পাত দণ্ডকে উত্তপ্ত করলে তামার দৈর্ঘ্য প্রসারণ বেশি হয় । কারণ কি?

ক) লোহা অপেক্ষা তামার তাপ পরিবাহিতাঙ্ক বেশি✓ 

খ) তামা অপেক্ষা লোহার তাপ পরিবাহিতঙ্ক বেশি 

গ) লোহার ঘনত্ব কম 

ঘ) তামার ঘনত্ব কম 


১৭) রোধ থার্মোমিটারে প্লাটিনাম ব্যবহার করা হয় কারণ কি ?

ক) প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক বেশি 

খ) প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক কম 

গ) প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ ✓ 

ঘ) এগুলির কোনোটিই নয় 


১৮) তাপ গতিবিদ্যার প্রথম সূত্র টি হল -

ক) ভরবেগের সংরক্ষণ সূত্র 

খ) শক্তির সংরক্ষণ সূত্র✓ 

গ) আধানের সংরক্ষণ সূত্র 

ঘ) কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র 


১৯) কার্নট উপপাদ্য পাওয়া যায়- 

ক) তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে 

খ) তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে ✓

গ) ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে 

ঘ) জুলের সূত্র থেকে 


২০) নিচের কোন রাশিটি তাপের প্রচলিত একক?

ক) সেলসিয়াস 

খ) ক্যালোরি✓

গ) জুল 

ঘ) ভোল্ট 


২১) নিচের কোনটির মাত্রা তাপের মাত্রার সমান ?

ক) ক্ষমতা 

খ) চাপ 

গ) শক্তি ✓

ঘ) পর্ভেজ


২২) বরফ গলনের লীন তাপ- 

ক) 540Cal/gm 

খ) 120 Cal/gm 

গ) 80 Cal/gm ✓

ঘ) 100 Cal/gm 


২৩) যে তাপ কোন পদার্থের তাপমাত্রার কোন পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন করে তা ঐ বস্তুর - 

ক) আপেক্ষিক তাপ 

খ) লীন তাপ✓ 

গ) রুদ্ধতাপ 

ঘ) সংকট তাপ 

২৪) তাপ ও কার্য সম্পর্কিত সূত্রটি কে প্রণয়ন করেন ? 

ক) জেমস জুল ✓ 

খ) জেমস ওয়াট 

গ) এম্পিয়ার 

ঘ) টরিসেলি 


২৫)  বাষ্পীভবনের লীন তাপ হলো - 

ক) 80 Cal/gm 

খ) 537Cal/gm  ✓

গ) 540 জুল/gm

ঘ) 80জুল/kg


২৬) জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায়- 

ক) জল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় 

খ) জল খুব তাড়াতাড়ি গরম হয় 

গ) জল ঠান্ডা হতে বেশি সময় নেয় ✓

ঘ) ক ও খ উভয়


২৭) চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক - 

ক) বৃদ্ধি পায় ✓

খ) হ্রাস পায়

গ) একই থাকে 

ঘ) প্রথমে হ্রাস পায়, পরে বৃদ্ধি পায় 


২৮) নিচের কোন শহরে সাধারণ জলের স্ফুটনাঙ্ক  সবচেয়ে কম ?

ক) কলকাতা 

খ) চেন্নাই 

গ) দীঘা  

ঘ) দার্জিলিং ✓


২৯) 10gm 0°C তাপমাত্রার বরফের সঙ্গে 10gm 0°C তাপমাত্রার জল মেশানো হলে মিশ্রণে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ? 

ক) 0°C✓

খ) 10°C

গ) 5°C

ঘ) কোনোটিই নয় 


৩০) একটি 0°C তাপমাত্রার বরফের চাঁই এ একটি গর্ত আছে । ওই গর্তে  জল ঢালা হলে ওই জল - 

ক) বরফে পরিণত হবে 

খ) ওই জল কখনোই বরফ  হবে না ✓

গ) কিছু পরিমাণ জল বরফে পরিণত হবে 

ঘ) জলের বরফ হওয়া  জলের প্রাথমিক তাপমাত্রার উপর নির্ভর করবে 


৩১) চাপ প্রয়োগে বরফ গলানো এবং চাপ কমিয়ে পুনরায় বরফে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়?

ক) বাষ্পীভবন 

খ) কঠিন ভবন ✓ 

গ) পুনঃশিলীভবন 

ঘ) বাষ্পমোচন 


৩২) কিছু পরিমাণ কুচি বরফ চেপে ধরে ছেড়ে দিলে জুড়ে যায় , এর কারণ কি ?

ক) চাপের বৃদ্ধি ও হ্রাস✓

খ) চাপের হ্রাসও বৃদ্ধি 

গ) তাপমাত্রার হ্রাস বৃদ্ধি 

ঘ) এগুলি কোনোটিই নয় 


৩৩)  কোন বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে ওর পাঠ হবে -

ক) 283 K ✓

খ) 284 K

গ) 285 K

ঘ) 273 K


৩৪)কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?

ক)32K

খ)100K

গ)273K

ঘ)373K✓


৩৫) শীতের দেশে লেকের জল বরফ হওয়া সত্বেও জলচর প্রাণীরা বেঁচে থাকে কারণ কি?

ক) লেকের নিচে জল বরফ হয় না ✓ 

খ) জলচর প্রাণীরা শীতঘুমে  চলে যায় 

গ) জলচর প্রাণীরা বরফ থেকে অক্সিজেন নেয় 

ঘ) কোনোটিই নয় 

৩৬) শীতের দেশে বরফাবৃত লেকের নিচে জলের তাপমাত্রা কত?

ক) 0°

খ) -1° C

গ) - 3° C 

ঘ) - 4° C✓


৩৭) 4° C তাপমাত্রায় জলের - 

ক) ঘনত্ব সবচেয়ে বেশি ✓

খ) আয়তন সবচেয়ে বেশি 

গ) আয়তন ও ঘনত্ব উভয়ই বেশি

ঘ) আয়তন ও ঘনত্ব উভয়ই কম 


৩৮) বরফাবৃত লেকের  বরফ সংলগ্ন জলের তাপমাত্রা কত? 

ক) 0°C ✓

খ) 4° C 

গ) - 1° C 

ঘ) 2° C 


৩৯) যে তাপমাত্রায় কোন গ্যাসের প্রত্যাশিত আয়তন শূন্য হয় সেই তাপমাত্রা কে কি বলে ? 

ক) পরম শূন্য তাপমাত্রা✓

খ) উৎক্রম তাপমাত্রা 

গ)  নিরপেক্ষ তাপমাত্রা 

ঘ) এগুলি কোনোটিই নয় 

৪০) বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে- 


ক) উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় 

খ) নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় ✓

গ) উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায় 

ঘ) নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায় 




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...