Tuesday, February 16, 2021

Bengali Current Affairs 15th February, 2021

 


Bengali Current Affairs 15th February, 2021

1. National Women's Day কবে পালিত হয়? 

ⓐ 10 ফেব্রুয়ারি 

ⓑ 11 ফেব্রুয়ারি 

ⓒ 13 ফেব্রুয়ারি ✓ 

ⓓ 14 ফেব্রুয়ারি 

◉ সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 13 ফেব্রুয়ারী জাতীয় মহিলা দিবস পালন করা হয়।

◉ এবছর ১৪২ তম জন্মবার্ষিকী পালিত হল ।

◉ সরোজনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল।

◉ 8 march International Women's Day


2. কোন রাজ্য প্রত্যেক অলিম্পিক কোয়ালিফায়ারকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করল ? 

ⓐ রাজস্থান 

ⓑ হরিয়ানা ✓

ⓒ গুজরাট 

ⓓ কর্ণাটক 

◉ One Time Settlement নামক যোজনা চালু করেছে হরিয়ানা।

◉ 4th খেলো ইন্ডিয়া গেমস হবে হরিয়ানায়

◉ project air care চালু করেছে হরিয়ানা ।

◉ হরিয়ানার মুখ্যমন্ত্রী হাওয়া ট্যাক্সি পরিষেবা চালু করেছেন 


◉ হরিয়ানার রাজধানী : চন্ডিগড় 

◉ হরিয়ানার মুখ্যমন্ত্রী : মনোহর লাল খট্টর 

◉ হরিয়ানার রাজ্যপাল : সত্য দেব নারায়ন আর্য 


3.কাঠের তৈরী খেলনা, স্থানীয় হস্তশিল্প সামগ্রীর প্রোমোট করতে Flipkart-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন রাজ্য?

ⓐ ছত্তিশগড়

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ আসাম

ⓓ মনিপুর

◉ রাজধানী- মুম্বাই

◉ মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে

◉ রাজ্যপাল- ভগৎ সিং কস্যারী

◉ Flipkart-এর হেডকোয়ার্টার- বেঙ্গালুরু

◉ প্রতিষ্ঠা সাল- ২০০৭

◉ বর্তমান CEO- কল্যাণ কৃষ্ণমূর্তি

◔  সম্প্রতি দূষণের কারণে মহারাষ্ট্রের লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল ।

◔ মহারাষ্ট্রের রাজ্যপাল সম্প্রতি" Majhi Bhint"  নামক বই প্রকাশ করল।

◔ গরেবারা  চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে গোরেবেরা প্রানী উদ্যান রাখা হলো।

◔ সম্প্রতি মহারাষ্ট্রের জেল পর্যটন শুরু হলো।

◔ কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি ঘোষণা করল মহারাষ্ট্র।

◔মহারাষ্ট্রের ন্যায়  প্রণালী সবচেয়ে ভালো 

4. 2021 Rotterdam International Film Festival-এ ‘Tiger Award’ জিতলো ‘Koozhangal’; এটি কোন ভাষার সিনেমা?

ⓐ হিন্দি

ⓑ তামিল✓

ⓒ মালায়ালম

ⓓ ভোজপুরি

◉ এবছর এটা 50 তম। 

◉ Tiger Award সেরা চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। 

◉ তামিল ছবি হিসেবে এই সিনেমাটি প্রথম পুরস্কার জিতল কিন্তু ভারতীয় ছবি হিসেবে এই ছবিটি দ্বিতীয় পুরস্কার জিতল।

◉ প্রথম ভারতীয় ছবি হিসেবে Tiger Award পেয়েছিল "দুর্গা "।

◉ "দুর্গা " ছবিটি একটি মালয়ালম ছবি, পরিচালক শশীধরন ।

5. . সম্প্রতি কে তার আত্মজীবনী "Unfinished :  A Memoir"  প্রকাশ করলেন ? 

ⓐ প্রিয়াঙ্কা চোপড়া ✓ 

ⓑ ক্যাটরিনা কাইফ 

ⓒ দীপিকা পাডুকোন 

ⓓ কেউ নন 

6.ভারতের প্রথম CNG Tractor লঞ্চ করলেন কে?

ⓐ রাজনাথ সিং

ⓑ নরেন্দ্র মোদী

ⓒ নিতিন গাদকরী✓

ⓓ ধর্মেন্দ্র প্রধান

◉ তিনি বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী


7. . কোন সংস্থা সম্প্রতি "UR Rao Satellite Centre" স্থাপন করল ? 

ⓐ ISRO✓ 

ⓑ JAXA 

ⓒ NASA

ⓓ DRDO 

◉ ISRO : Indian Space Research Organisation

◉ Formed : 15 August 1969

◉ Headquarters: Bengaluru

◉ Founder: Vikram Sarabhai

◉Director: K. Sivan


8.  World Radio Day কবে পালিত হয় ? 

ⓐ 10 ফেব্রুয়ারি 

ⓑ 11 ফেব্রুয়ারি 

ⓒ 13 ফেব্রুয়ারি ✓ 

ⓓ 14 ফেব্রুয়ারি 


◉ রেডিও ব্যবহারের উৎসাহ প্রদানের জন্য এই  দিনটি পালন করা হয়। 

◉Theme  : New World , New Radio 

9. কোন রাজ্য সরকার মায়ের রান্নাঘর প্রকল্প চালু করতে চলেছে ? 

ⓐ পশ্চিমবঙ্গ✓ 

ⓑ ত্রিপুরা 

ⓒ উড়িষ্যা 

ⓓ আসাম 


◉ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা পুরসভা মায়ের রান্নাঘর নামক কর্মসূচি চালু করতে চলেছে।

◉ 15 ফেব্রুয়ারি থেকে পাঁচ টাকার বিনিময়ে সুলভ ও পুষ্টিকর খাবার মিলবে এখানে। 

◉ পৌরসভার 144 টি ওয়ার্ডেই এই সুবিধা পাওয়া যাবে ।

◉ মেনুতে থাকবে 200 গ্রাম চালের ভাত, সঙ্গে থাকবে ডাল তরকারি এবং ডিম ।


10. কোন দেশ বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করলো ? 

ⓐ বাংলাদেশ 

ⓑ ভারত 

ⓒ আমেরিকা 

ⓓ পাকিস্তান ✓


◉ পাকিস্তানের রাজধানী : ইসলামাবাদ 

◉ পাকিস্তানের রাষ্ট্রপতি :আরিফ আলভি

◉ পাকিস্তানের প্রধানমন্ত্রী:  ইমরান খান 

◉ পাকিস্তানের মুদ্রা: পাকিস্তানি রুপি 


11. সম্প্রতি রাজনাথ সিং কোন রাজ্যের "জলভিশেকম "  অভিযান চালু করেছে? 

ⓐ ঝাড়খন্ড 

ⓑ মধ্যপ্রদেশ✓ 

ⓒ রাজস্থান 

ⓓ গুজরাট


● "জলভিশেকম " হল একটি জল সংরক্ষণ অভিযান।


● মধ্যপ্রদেশ রাজ্যে 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।

● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।

● সম্প্রতি Pankh ও লাডলি লক্ষী  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।

● SAANS নামক অভিযান চালু করল মধ্যপ্রদেশ।

● সৌরশক্তি উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট থেকে বৃদ্ধি করে 10 হাজার মেগাওয়াট করবে মধ্যপ্রদেশ।

● বিশ্বের সর্বাধিক পুরানো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল মধ্যপ্রদেশে


● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল 

● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান 

● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল 


মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক ,কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক , মাধব ন্যাশনাল পার্ক ,পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক , পেঞ্চ ন্যাশনাল পার্ক ,বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক 


12. সম্প্রতি কোন রাজ্য REWARD পরিকল্পনা চালু করেছে ?

ⓐ উড়িষ্যা✓ 

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ উত্তরাখান্ড 

ⓓ আসাম 


❍ উড়িষ্যার চাঁদিপুরেMR- SAM মিসাইল এর সফল পরীক্ষা করা হলো।

❍ ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে উড়িষ্যা রাউলকেল্লা তে।

❍ উড়িষ্যার মুখ্য সচিব নিযুক্ত হলেন সুরেশচন্দ্র মহাপাত্র ।

❍ উড়িষ্যার গঞ্জাম জেলায় রাম লিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো ।

❍ উড়িষ্যায় চন্দ্রভাগা ও তালসের নামক দুটো সমুদ্র সৈকত নির্মাণ করা হবে ।

❍ ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো উড়িষ্যায়।

❍ ইকো রিট্রিট উৎসবের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হল উড়িষ্যায়।

❍ আকাশ - এন জি মিসাইলের সফল পরীক্ষা করা হল উড়িষ্যাতে ।

❍"বজ্রবিদ্যুৎ গবেষণা কেন্দ্র " স্থাপন করা হবে উড়িষ্যার বালাসরে।

❍ Toshali National craft Mela শুরু হলো উড়িষ্যায়।


❍ উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর 

❍ উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক 

❍ উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল 


13. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এর তথ্য অনুযায়ী কোভিড19 টিকাকরণ শীর্ষে   অবস্থিত কোন রাজ্য ? 

ⓐ বিহার✓

ⓑ ত্রিপুরা 

ⓒ মধ্যপ্রদেশ 

ⓓ পশ্চিমবঙ্গ 

◉ বিহারে 79.4%  টিকাকরণ সম্পন্ন হয়েছে 

◉ ত্রিপুরা রয়েছে দ্বিতীয় স্থানে। ত্রিপুরায় 77.8 %  টিকাকরণ সম্পন্ন হয়েছে 

◉ মধ্যপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে । 76%টিকাকরণ সম্পন্ন হয়েছে 


14. কোভিড যোদ্ধাদের বলিদান স্বীকৃতি দেওয়ার জন্য কোথায় Covid Warrior Memorial নির্মাণ করা হলো ?

ⓐ গৌহাটি 

ⓑ ভুবনেশ্বর ✓

ⓒ কলকাতা 

ⓓ জয়পুর


◉ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কোভিড যোদ্ধাদের বলিদান স্বীকৃতি দেওয়ার জন্য ভুবনেশ্বরে Covid Warrior Memorial নির্মাণ করলেন।


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...