Tuesday, February 16, 2021

Bengali Current Affairs 16th February, 2021

Bengali Current Affairs 16th February, 2021

1. কোন দিনটি স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী পালিত হল ?

ⓐ 10 ফেব্রুয়ারি

ⓑ 11 ফেব্রুয়ারি 

ⓒ 12 ফেব্রুয়ারি✓ 

ⓓ 13 ফেব্রুয়ারি

❍ স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা।

❍ তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। 

❍ স্বামী দয়ানন্দ সরস্বতী বিখ্যাত উক্তি "বেদে ফিরে যাও"। 


2.  কোন সংস্থা দ্বারা দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক Mark- 1A ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হল? 

ⓐ ISRO

ⓑ DRDO ✓

ⓒ SPACE X 

ⓓ NASA

❍ ভারতীয় সেনার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক Mark- 1A তুলে দিয়েছে।

❍ দেশীয় প্রযুক্তিতে তৈরি এখনো পর্যন্ত এটা সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক।

❍ DRDO : Defence Research and Development Organisation

❍ Founded: 1958 

❍ Headquarters: New Delhi

❍ Chairman :  Dr G. Satheesh Reddy


3.Greater Male Connectivity Project-এর জন্য মালদ্বীপকে ৪০০ মিলিয়ন ডলার দিচ্ছে কোন ব্যাঙ্ক?

ⓐ Asian Development Bank

ⓑ Exim Bank✓

ⓒ World Bank

ⓓ Reserve Bank of India


❍ হেডকোয়ার্টার- মুম্বাই

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৮২

❍ বর্তমান CEO- David Rasquinha

❍ মালদ্বীপের রাজধানী- Malé

❍ মুদ্রার নাম- রূফিয়া

❍ রাষ্ট্রপতি- Ibrahim Mohamed Solih


4.সম্প্রতি পুলিগরু ভেঙ্কট সঞ্জয় কুমার কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ ঝারখন্ড

ⓑ বোম্বে

ⓒ মনিপুর✓

ⓓ গুজরাট

◉ভারতের প্রথম চারা গাছের জন্য চিকিৎসালয় তৈরি করেছে মনিপুর।

◉ মুখ্যমন্ত্রী পুরস্কার যোজনা চালু করেছে মনিপুর।

◉ থওবাল ড্যাম এর উদ্বোধন করা হলো মণিপুরে।

◉ 23 এপ্রিল মণিপুর খংজম দিবস পালন করে 

◉ মনিপুর রাজ্যের রাজ্যপাল making of general Himalayan eco নামক বই প্রকাশ করলেন।

◉ মনিপুর রাজ্যের রাজধানী: ইম্ফল 

◉ মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী : এন.বীরেন . সিং 

◉ মনিপুর রাজ্যের রাজ্যপাল : নাজমা হেপতুল্লা 


5.প্রাইভেট সেক্টরের জন্য প্রথম ‘স্যাটেলাইট টেস্টিং সেন্টার’ খুললো কোন মহাকাশ গবেষণা সংস্থা?

ⓐ NASA

ⓑ ISRO✓

ⓒ JAXA

ⓓ SpaceX

❍ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organisation

❍ হেডকোয়ার্টার- বেঙ্গালুরু

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট

❍ বর্তমান চেয়ারম্যান- কে. সিভান

6. ‘e-challan’ বাস্তবায়নের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের সঙ্গে MoU স্বাক্ষর করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র

ⓑ মেঘালয়✓

ⓒ কর্নাটক

ⓓ মধ্যপ্রদেশ

❍ রাজধানী- শিলং

❍ মুখ্যমন্ত্রী- কনরাড সাংমা

❍ রাজ্যপাল- সত্যপাল মালিক


7. 93 তম অস্কার পুরস্কারের জন্য কোন ভারতীয় ফিল্ম মনোনীত হয়েছে ? 

ⓐ Bittu✓

ⓑ Durga 

ⓒ paheli

ⓓ Bachpan 

8.International Solar Alliance (ISA)-এর পরবর্তী ডিরেক্টর জেনারেল হচ্ছেন কে?

ⓐ কৌশিক শর্মা

ⓑ মনিশঙ্কর মিশ্র

ⓒ অজয় মথুর✓

ⓓ নরেদ্র মোদী

❍ এর আগে ডিরেক্টার জেনারেল ছিলেন উপেন্দ্র ত্রিপাঠী 

❍ হেডকোয়ার্টার- গুরুগ্রাম

❍ প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ৩০শে নভেম্বর


9.সম্প্রতি Marc Llistosella কোন কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ Bajaj Alliance

ⓑ Tata Motors✓

ⓒ Hero Corps

ⓓ Maruti

❍ হেডকোয়ার্টার- মুম্বাই

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫


10. কোন রাজ্য সরকার বিশ্বব্যাংকের সাথে 100 মিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করলো ? 

ⓐ উত্তর প্রদেশ

ⓑ ছত্রিশগড় ✓ 

ⓒ মিজোরাম 

ⓓ রাজস্থান

◉ রাজীব গান্ধী কিষান যোজনা চালু করেছে ছত্রিশগড়।

◉অবসাদগ্রস্ত পুলিশ কর্মীদের জন্য "স্পন্দন "কার্যক্রম চালু করেছে ছত্রিশগড় ।

◉ পড়ায় তুহার যোজনা চালু করল ছত্রিশগড়।

◉ সর্বজনীন যাত্রী যানবাহনে GPS ও প্যানিক বোতাম  বাধ্যতামূলক করেছে ।

◉ছত্রিশগড় এর রাজধানী : রায়পুর 

◉ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল 

◉ ছত্রিশগড়ের রাজ্যপাল:  অনুসূয়া উইকি


❍ World Bank Founded: July 1944

❍ Headquarters: Washington, D.C., United States

❍ President: David Malpass


11. ভারতের ঐতিহ্য বিশ্বের যাত্রীদের প্রদর্শন করার জন্য কোন সংস্থা "আনমোল ভারত কার্যক্রম" চালু করল?

ⓐ NITI Aayog 

ⓑ MasterCard✓

ⓒ Indian Railway 

ⓓ None


❍ 16 টি ফিল্ম তৈরি করা হবে এবং তার মাধ্যমে ভারতের ঐতিহ্য প্রদর্শন করা হবে।

❍ প্রতিটি যাত্রীবাহী ট্রেনে এই 16 টি ফিল্ম প্রদর্শন করা হবে।






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...