Tuesday, February 2, 2021

Bengali Current Affairs 2nd February, 2021


Bengali Current Affairs 2nd February, 2021

1 . সম্প্রতি মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিটি জেগে উঠেছে। এটি কোন দেশে অবস্থিত ? 

ⓐ জাপান 

ⓑ ইন্দোনেশিয়া ✓

ⓒ মায়ানমার 

ⓓ ফ্রান্স 


● ইন্দোনেশিয়াতে বিশ্বের মধ্যে সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরি আছে ।

● ইন্দোনেশিয়ার রাজধানী - জাকার্তা 

●  ইন্দোনেশিয়ার মুদ্রা - ইন্দোনেশিয়ান রুপিয়া 

● ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি-  জোকো উইদোদো 


2. Covid-19 performance-index  2020 তে ভারতের রেঙ্ক কত ?

ⓐ 82 

ⓑ 86✓ 

ⓒ 102 

ⓓ 90 


● 98 টি দেশের মধ্যে এই ইন্ডেক্স প্রকাশিত হয় ।

● প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনাম, তৃতীয় স্থানে আছে তাইওয়ান ।

3.দেশের ৬টি রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য কোন সংস্থার সাথে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করলো ভারত?

ⓐ আন্তর্জাতিক মুদ্রা তহবিল

ⓑ বিশ্ব ব্যাংক✓

ⓒ জাতি সংঘ

ⓓ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক

◎ সেই ৬টি রাজ্য হলো- হিমাচল প্রদেশে, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং রাজস্থান

◎ বিশ্ব ব্যাংকের হেড কোয়ার্টার- ওয়াশিংটন

◎ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪

◎ বর্তমান প্রেসিডেন্ট- ডেভিড মালপাস


4.India Justice Report (IJR) 2020-তে প্রথমস্থানে আছে কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু

ⓑ কেরালা

ⓒ মহারাষ্ট্র✓

ⓓ কর্ণাটক

◎ দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে আছে তেলেঙ্গানা

◔ মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই 

◔ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে 

◔ মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কশিয়ারি


◔  সম্প্রতি দূষণের কারণে মহারাষ্ট্রের লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল ।

◔ মহারাষ্ট্রের রাজ্যপাল সম্প্রতি" Majhi Bhint"  নামক বই প্রকাশ করল।

◔ গরেবারা  চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে গোরেবেরা প্রানী উদ্যান রাখা হলো।

◔ সম্প্রতি মহারাষ্ট্রের জেল পর্যটন শুরু হলো।


5. 'Race With Me!' শিরোনামে বই লিখলেন Andre De Grasse, তিনি কোন দেশের অলিম্পিক জয়ী দৌড়বিদ?

ⓐ আমেরিকা

ⓑ কানাডা✓

ⓒ নিউজিল্যান্ড

ⓓ দক্ষিণ আফ্রিকা


◎ রাজধানী- Ottawa

◎ মুদ্রার নাম- ডলার

◎ প্রধানমন্ত্রী- Justin Trudeau (জাস্টিন ট্রুডো )


6. "Player of The Month" অ্যাওয়ার্ড উপস্থাপন করতে চলেছে কোন ক্রীড়া সংস্থা?

ⓐ BCCI

ⓑ ICC✓

ⓒ FIFA

ⓓ IFC

◎ ICC-এর পুরো কথা- International Cricket Council

◎ প্রতিষ্ঠা সাল- ১৯০৯ সালের ১৫ই জুন

◎ হেড কোয়ার্টার- দুবাই

◎ বর্তমান চেয়ারম্যান- জর্জ বার্কলে


7.সুপ্রিমকোর্টের টেকনিক্যাল কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মনোরঞ্জন বেশরা

ⓑ নন্দিতা হাজারিকা✓

ⓒ পলাশ কুমার

ⓓ নন্দিতা কুন্ডু

◎ সুপ্রিমকোর্টের প্রতিষ্ঠা সাল- ২৮শে জানুয়ারি ১৯৫০

◎ প্রধান বিচারপতি- শরদ অরবিন্দ বোবদে


8.কাজাখস্তানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ শ্রীমতী পদ্মজা

ⓑ শুভদর্শিনী ত্রিপাঠী✓

ⓒ অখিল যাদব

ⓓ গার্গী মৈত্র

◎ কাজাখস্তানের রাজধানী- নুর সুলতান

◎ মুদ্রার নাম- টেঙ্গে

◎ প্রধানমন্ত্রী- Askar Mamin


9.নিজস্ব ব্র্যান্ডের পানীয় জলের বোতল সরবরাহের জন্য 'মিশন ভগীরথ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ তেলেঙ্গানা✓

ⓒ কেরালা

ⓓ উত্তর প্রদেশ

◎ রাজধানী- হায়দ্রাবাদ

◎ মুখ্যমন্ত্রী- কে. চন্দ্র শেখর রাও

◎ রাজ্যপাল- তমিলিসাই সৌন্দরাজন

10.প্রাসঙ্গিকতাহীন ও ক্ষতিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে "#ChupNaBaitho" ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ BBCI

ⓑ ASCI✓

ⓒ PSI

ⓓ এদের কেউ নয়

◎ ASCI-এর পুরো কথা হল- Advertising Standards Council of India

◎ হেড কোয়ার্টার- মুম্বাই

◎ প্রতিষ্ঠা সাল- ১৯৮৫

◎ চেয়ারম্যান- সুভাষ কামাথ


11. Mahindra Finance এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? 

ⓐ অরূপ দেশমুখ 

ⓑ অনিস শাহ ✓ 

ⓒ ত্রিবিন্দু সিং 

ⓓ রিতেশ দেশমুখ 

● Mahindra & Mahindra Headquarters: Mumbai

● Founded : 1991

● Vice Chairman & President : Ramesh Iyer 


12 . কোন মহাকাশ গবেষণা সংস্থা " City College academic satellite " চালু করল ?

ⓐ ISRO ✓

ⓑ NASA

ⓒ JAXA 

ⓓ SPACE X 

● এই স্যাটেলাইট টির নাম Shri Shakti 

●  তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা  

● ISRO : Indian Space Research Organisation 

● Formed : 15 August 1969

● Headquarters : Bangalore, Karnataka, India

● Chairman : K.Sivan


13. সম্প্রতি কে 2021 সালে ভারত - ফ্রান্স পরিবেশ বর্ষ রূপে লঞ্চ করল ? 

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ প্রকাশ জাভড়েকর ✓

ⓒ ধর্মেন্দ্র প্রধান 

ⓓ অমিত শাহ 

● ফ্রান্সের রাজধানী : প্যারিস 

● ফ্রান্সের রাষ্ট্রপতি : ইমানুয়েল ম্যাক্রন 

● ফ্রান্স এর মুদ্রা : ইউরো


14. সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি সুনীল কুমার অবস্তি পদত্যাগ করলেন? 

ⓐ উত্তর প্রদেশ 

ⓑ মধ্যপ্রদেশ✓ 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ হিমাচল প্রদেশ 

● মধ্যপ্রদেশ রাজ্যে 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।

● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।

● সম্প্রতি Pankh  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।

● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল 

● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান 

● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল 


15. সম্প্রতি কোথায় "থিপুশুম উৎসব " পালিত হল ?

ⓐ কেরালা 

ⓑ তামিলনাড়ু ✓ 

ⓒ কর্ণাটক 

ⓓ কেরালা

● পরপর ছয়বার অঙ্গ দানের শ্রেষ্ঠ স্থান পেল তামিলনাড়ু। 

● পিঁপড়ের নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে যার নাম অমিতাভ যোশীর নামে রাখা হয়েছে ।

● তামিলনাড়ু সরকার ছাত্র-ছাত্রীদের ফ্রিতে প্রত্যেকদিন 2 জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করলেন।

● তামিলনাড়ুর রাজধানী :চেন্নাই 

●  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি. কে. পালানিসমি 

● তামিলনাড়ুর রাজ্যপাল : বানোয়ারী লাল পুরোহিত 



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...